JUST Blood Bank

JUST Blood Bank যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্লাড ব্যাংক।

যেসব শিক্ষার্থী যবিপ্রবি ব্লাড ব্যাংকের ফর্ম পূরণ করেছিলেন, তাদের আগামী শনিবার, ০৬/১২/২৫ তারিখ দুপুর ২টা থেকে সৌজন্যে সা...
04/12/2025

যেসব শিক্ষার্থী যবিপ্রবি ব্লাড ব্যাংকের ফর্ম পূরণ করেছিলেন, তাদের আগামী শনিবার, ০৬/১২/২৫ তারিখ দুপুর ২টা থেকে সৌজন্যে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

স্থান: টিএসসি, রুম–১০৮
সময়: দুপুর ২টা থেকে ৪ টা পর্যন্ত।

বি.দ্র: যারা সদস্য হতে আগ্রহী কিন্তু নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেননি, তারাও নতুন সদস্য ফর্ম পূরণ করে উপস্থিত হতে পারবেন।(আবেদন যোগ্য সেশন-২০২৩-২৪ এবং ২০২৪-২৫.)

যোগাযোগ : 01816168420(only Whatsapp)

👉 সকলকে অবশ্যই নিচে দেওয়া পূরণকৃত সদস্য ফর্ম সঙ্গে আনতে হবে।

Alhamdulillah, In November-25 we successfully managed 45 bags of blood. Each bag of blood means a saved life and hope fo...
02/12/2025

Alhamdulillah, In November-25 we successfully managed 45 bags of blood. Each bag of blood means a saved life and hope for a family.

A big thank you to all our donors for coming forward with such kindness and supporting people in need.

Special appreciation to our dedicated JUST Blood Bank team who worked day and night to respond to emergency calls and deliver blood to patients on time.

Your support and hard work make this mission possible.
Let’s continue to stand together for humanity.




যবিপ্রবি ব্লাড ব্যাংক-এর নবীন সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ—মানবতার পথে নতুন আরেকটি যাত্রা। মানবতার ডাকে নতুন কিছু হাত—ন...
02/12/2025

যবিপ্রবি ব্লাড ব্যাংক-এর নবীন সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ—মানবতার পথে নতুন আরেকটি যাত্রা। মানবতার ডাকে নতুন কিছু হাত—নবীনদের সঙ্গে পরিচিতি, উচ্ছ্বাস ও দায়িত্বের গল্প।”

JUST Blood Bank ❣️

৯ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন GEBT বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং যবিপ্রবি ব্লাড ব্যাংকের সদস্য মোঃ হানিফ আ...
02/12/2025

৯ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন GEBT বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং যবিপ্রবি ব্লাড ব্যাংকের সদস্য মোঃ হানিফ আহমেদ।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো।

৬ষ্ঠ বারের মতো লাল ভালোবাসা দান করলেন FMB বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ শেখ সাদী ভুঁইয়া।JUST Blood Bank এর পক্ষ ...
01/12/2025

৬ষ্ঠ বারের মতো লাল ভালোবাসা দান করলেন FMB বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ শেখ সাদী ভুঁইয়া।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো।

জীবন ক্ষণিক, কিন্তু রক্তদানের স্মৃতি চিরস্থায়ী।কারণ রক্তদাতা কিংবা রক্তদানে সহযোগী—তারা সবাই বেঁচে থাকেন মানুষের হৃদয়ে, ...
01/12/2025

জীবন ক্ষণিক, কিন্তু রক্তদানের স্মৃতি চিরস্থায়ী।
কারণ রক্তদাতা কিংবা রক্তদানে সহযোগী—
তারা সবাই বেঁচে থাকেন মানুষের হৃদয়ে, মানবতার গভীর শ্রদ্ধায়।

মানবতার এই আলোকিত পথকে আরও সুসংগঠিত করতে আমাদের ৩য় কার্যকরী সদস্যদের মাসিক মিটিং।

মানবতার সেবা চলুক ধারাবাহিকতায়,
আমরাই হই পরিবর্তনের আলো।

জরুরি সময়ে, ১৪তম বারের মতো লাল ভালোবাসা দান করলেন গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাকিবুল হায়দার তৌফি।JUST Blood ...
30/11/2025

জরুরি সময়ে, ১৪তম বারের মতো লাল ভালোবাসা দান করলেন গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাকিবুল হায়দার তৌফি।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো।

৮ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন GEBT বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাহাদ হোসাইন ফাহিম। JUST Blood Bank এর পক্ষ হ...
30/11/2025

৮ম বারের মতো লাল ভালোবাসা দান করলেন GEBT বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাহাদ হোসাইন ফাহিম।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো।

১৮ তম বারের মতো লাল ভালোবাসা দান করলেন   বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী Nafiullah Khan SiamJUST Blood Bank এর পক্ষ হত...
29/11/2025

১৮ তম বারের মতো লাল ভালোবাসা দান করলেন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী Nafiullah Khan Siam

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো।

৬ষ্ঠ বারের মতো লাল ভালোবাসা দান করলেন EEE বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জামিউল হাসানJUST Blood Bank এর পক্ষ হতে তাঁর...
29/11/2025

৬ষ্ঠ বারের মতো লাল ভালোবাসা দান করলেন EEE বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জামিউল হাসান

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো।

২য় বারের মতো লাল ভালোবাসা দান করলেন PESS বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মিথুন রয়।JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর প্র...
28/11/2025

২য় বারের মতো লাল ভালোবাসা দান করলেন PESS বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মিথুন রয়।

JUST Blood Bank এর পক্ষ হতে তাঁর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো।

মধ্যরাতে জরুরি মুহুর্তে রক্তদানে এগিয়ে আসলেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফয়সাল আহমেদ। সময়ঃ রাত ১টাস্...
27/11/2025

মধ্যরাতে জরুরি মুহুর্তে রক্তদানে এগিয়ে আসলেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ফয়সাল আহমেদ।

সময়ঃ রাত ১টা
স্থানঃ সিএমএইচ, যশোর।

আল্লাহ তায়ালা তাঁর এই ত্যাগকে কবুল করুন।

Address

Jessore
7408

Telephone

+8801936012295

Website

Alerts

Be the first to know and let us send you an email when JUST Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to JUST Blood Bank:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category