29/09/2025
আপনার বাচ্চার বয়স যদি হয় ৪ থেকে ৮ বছর অথবা আরও একটু বেশি, কোন কারণ ছাড়াই বাচ্চা খুড়িয়ে খুড়িয়ে হাঁটা শুরু করেছে অথবা উরুর কাছাকাছি জয়েন্ট এ ব্যাথার কথা বলছে ,অনেক সময় হাঁটুতে ব্যাথার কথাও বলতে পারে। তাহলে অবহেলা না করে অতিদ্রুত অর্থোপেডিক্সের ডক্টর দেখান। হতে পারে আপনার বাচ্চার Perthes Disease আছে। যেটা নিরাময়যোগ্য।
যেটার ডায়াগনসিস এবং চিকিৎসা যত দ্রুত শুরু হবে রেজাল্ট ততই ভালো।