Jessore Pain Paralysis & Rehabilitation Center

Jessore Pain Paralysis & Rehabilitation Center A well equipped •Physiotherapy •Pain management • Rehabilitation Center.

এনজিও চাকরীর সার্কুলার প্রতিষ্ঠানের নাম: পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) নিয়োগ প্রকাশের তারিখ: ৩০ জুন ২...
02/07/2024

এনজিও চাকরীর সার্কুলার
প্রতিষ্ঠানের নাম: পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)
নিয়োগ প্রকাশের তারিখ: ৩০ জুন ২০২৪
পদের সংখ্যা: অসংখ্য জন
বয়সসীমা: ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
আবেদনের মাধ্যম: অনলাইনে/ডাকযোগে
পদের নাম: প্রজেক্ট অফিসার।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৪।
পপি এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙ্গিন ছবি, দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবী, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত মোবাইলনম্বরসহ আবেদনপত্র আগামী ১৫/০৭/২০২৪ তারিখের মধ্যে উপ- পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। ইমেইলেও আবেদন পাঠাতে পারেন: hr@popibd.org.
আবেদনের শেষ সময় : ১৫ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

যারা দীর্ঘ দিনের ডায়াবেটিস এর কারণে পায়ের ক্ষত জনিত সমস্যায় ভুগছেন। অনেক চিকিৎসার পরেও ক্ষত শুকাচ্ছে না অথবা অঙ্গ হানির ...
27/01/2021

যারা দীর্ঘ দিনের ডায়াবেটিস এর কারণে পায়ের ক্ষত জনিত সমস্যায় ভুগছেন। অনেক চিকিৎসার পরেও ক্ষত শুকাচ্ছে না অথবা অঙ্গ হানির সম্ভাবনা আছে, তাদেরকে বায়ো ফিজিক্যাল থেরাপি চিকিৎসা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দীর্ঘ দিনের ডায়াবেটিস জনিত ব্যথা, পায়ের অবশতা এবং ক্ষত এই আধুনিক চিকিৎসায় উপশম হয়।
যোগাযোগ: বায়ো ফিজিক্যাল থেরাপি, যশোর। ০১৭১১০১১১৩৬.

ডায়াবেটিক নিউরোপ্যাথি।যারা দীর্ঘদিনের ডায়াবেটিক রোগি তাদের হাত ও পা’য়ে নানা ধরণের সমস্যা দেখা যায় যেমন- ব্যথা, অনুভূতি ক...
19/01/2021

ডায়াবেটিক নিউরোপ্যাথি।

যারা দীর্ঘদিনের ডায়াবেটিক রোগি তাদের হাত ও পা’য়ে নানা ধরণের সমস্যা দেখা যায় যেমন- ব্যথা, অনুভূতি কমে যাওয়া, জ্বালা-পোড়া, পায়ের পাতায় সুঁইয়ের মত ফোঁটা, পায়ের চামড়া কালো হয়ে যাওয়া ইত্যাদি।

এখন বায়ো ফিজিক্যাল থেরাপি’র চিকিৎসায় ৮/১০ সেশন বা ২/৩ সপ্তাহে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

হায়ো ফিজিক্যাল থেরাপি: 01711011136. যশোর।

04/01/2020

Address

Rotary Health Center (4th Floor), 49, Mujib Sarak (In Front Of Jessore Zilla School)
Jessore
7400

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jessore Pain Paralysis & Rehabilitation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jessore Pain Paralysis & Rehabilitation Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram