Doctors Suggestion-DS

Doctors Suggestion-DS Doctor's Suggestions is a medical related page where a specialist Doctor gives advice.

13/10/2023

ফ্যাটি লিভার বা লিভারে চর্বির লক্ষণ, কারণ ও চিকিৎসা | Fatty Liver Treatment Bangla | Dr. Azim Uddin

ফ্যাটি লিভার বা লিভারে চর্বি এটি একটি মেটাবলিক রোগ অর্থাৎ খাবার দাবারের সাথে সম্পর্কিত। বিশেষ করে যাদের ওজন অনেক বেশি, যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি, যারা আগে থেকে ডায়াবেটিস বা প্রেসার রোগে আক্রান্ত, বা যাদের হরমোন জনিত পলিসেস্টিক ওভারি সিনড্রোম বা এই ধরনের রোগ থাকে তাদের ম্যাক্সিমামই এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কোন ব্যক্তির যদি তার উচ্চতা অনুযায়ী ওজন বেশি থাকে অর্থাৎ bmi বেশি থাকে সে ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে এবং পরবর্তীতে ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে ফ্রি ফ্যাটি অ্যাসিড লিভারে ডিপোজিট হবে যেটা পরবর্তীতে ফ্যাটি লিভারের রূপান্তরিত হবে, যেটাকে আমরা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে থাকি।




#ফ্যাটি_লিভারের_লক্ষণ
#ফ্যাটি_লিভারের_চিকিৎসা
#লিভারে_চর্বি
#ফ্যাটি_লিভার

ভিডিও লিংকঃ প্রথম কমেন্টে👇👇ফ্যাটি লিভার বা লিভারে চর্বির লক্ষণ, কারণ ও চিকিৎসা | Fatty Liver Treatment Bangla | Dr. Azim...
13/10/2023

ভিডিও লিংকঃ প্রথম কমেন্টে👇👇
ফ্যাটি লিভার বা লিভারে চর্বির লক্ষণ, কারণ ও চিকিৎসা | Fatty Liver Treatment Bangla | Dr. Azim Uddin




#ফ্যাটি_লিভারের_লক্ষণ
#ফ্যাটি_লিভারের_চিকিৎসা
#লিভারে_চর্বি
#ফ্যাটি_লিভার

14/07/2023

Topics:- ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা, ডেঙ্গু জ্বর হলে করণীয়,ডেঙ্গু জ্বরের পরীক্ষা নিরীক্ষা, ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো দেখা দিলে বাসায় চিকিৎসা নেওয়া যাবে না,অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। Symptoms of Dengue Fever.

বিস্তারিত আলোচনা করেছেনঃ-

ডা. মোঃ আজিম উদ্দিন
এমবিবিএস (শের-ই-বাংলা মেডিকেল কলেজ,বরিশাল)
বিসিএস (স্বাস্থ্য)
এমডি (ফেজ-বি)-বক্ষব্যাধি মেডিসিন (জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা)

Suggested By:-
Dr. Md. Azim Uddin
MBBS (Sher-E-Bangla Medical College, Barisal)
BCS (Health)
MD(Phase-B)-Chest(National Institute of Diseases of the Chest and Hospital, Dhaka)



#ডেঙ্গু_জ্বরের_লক্ষণ_ও_চিকিৎসা

21/04/2023
08/03/2023

কাশির সাথে যে উপসর্গগুলো থাকলে কখনোই অবহেলা করবেন না | Dr. Azim Uddin | Doctor Suggestion.

কাশির সাথে যে উপসর্গগুলো থাকলে কখনোই অবহেলা করবেন নাঃ-

১। তিন সপ্তাহের বেশি কাশি থাকলে।
২। কাশির সাথে জ্বর থাকলে।
৩। কাশির সাথে মুখভরে কফ ওঠা।
৪। রাতে এবং সকালে ঘুম থেকে উঠার পরে যদি কাশি হয়।
৫। কাশির সাথে বুকে শো শো আওয়াজ হওয়া এবং শ্বাসকষ্ট হওয়া।
৬। দীর্ঘদিন বাত-ব্যথার পর কাশি এবং শ্বাসকষ্ট হওয়া।
৭। শুয়ে থাকলে যদি কাশি হয়।
৮। দীর্ঘদিন যারা ধূমপান করেন তাদের যদি খুসখুসে কাশি থাকে এবং পরবর্তীতে কাশির ধরন যদি পরিবর্তন হয়।।
৯।কাশির সাথে যদি বুকে ব্যথা হয়।
১০। কাশির পরে কফের সাথে রক্ত আসলে।

কাশির সাথে উক্ত উপসর্গগুলো থাকলে কখনোই অবহেলা করবেন না অবশ্যয় দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন।

#সর্দি_কাশি #কাশি #কাশি_দূর_করার_উপায় #কাশি_কফ #দূর_করার_উপায় #কাশির_সাথে_কফ #অনেকদিন_ধরে_কাশি #খুসখুসে_কাশি #খুসখুসে_কাশি_দূর_করার_উপায় #কাশির #সর্দি

03/03/2023

Topic:কোমর ব্যথা দূর করার ঘরোয়া উপায় । কোমর ব্যথার চিকিৎসা । কোমর ব্যথা কমানোর ব্যায়াম। Back Pain Treatment Bangla. Back Pain Exercise. Komor Betha Dur Korar upay.

লো ব্যাক পেইন বা কোমর ব্যথার চিকিৎসা আগে প্রথমত বলে নেই যে এ কোমর ব্যথার কারণটা অনুধাবন করতে হবে। এজন্য পেশেন্টের বা রোগীর এডুকেশন বা এই রোগ সম্পর্কে ধারণা খুব ক্লিয়ার থাকতে হবে। প্রথমত এই রোগটা কি কারনে হচ্ছে সেটা বের করতে হবে যেমন এটা কি মেকানিক্যাল অর্থাৎ কোন মাসেল ইঞ্জুরি বা মাংসপেশিতে টান বা কোনো আঘাত জনিত ব্যথা? নাকি কোন বাত ব্যথা যেটা আমরা গতপর্বে বাত ব্যথার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলেছিলাম। এছাড়া কোন দীর্ঘমেয়াদে রোগ সেগুলোর কারণে কোমর ব্যথা হতে পারে। তোর সে ক্ষেত্রে এ কোমর ব্যথার ধরন টা আগে বুঝতে হবে।
প্রথম ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনি ঘরোয়া পরিবেশে কোমর ব্যথা থেকে উপশম পাওয়ার জন্য গরম সেঁক দিতে পারেন। এখন কিভাবে গরম সেঁক দিবেন এর কয়েকটা উপায় আছে যেমন, হট ওয়াটার বোতল যেটা এটা বাজারে কিনতে পাওয়া যায় এটা গরম করে অনেক সময় আপনার ব্যথার স্থানে সেক দিতে পারেন এছাড়া সবার বাড়ি আয়রন থাকে আয়রন দিয়ে আপনার সুতি কাপড় যদি একটু হিট দেন সে ক্ষেত্রে সুতি কাপড় টা গরম হবে এই গরম কাপড় দিয়ে আপনার যে ব্যথার জায়গা সেখানে আপনি হট কম্প্রেশন দিতে পারেন।
আরো বিস্তারত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।






#কোমর_ব্যথা_দূর_করার_ঘরোয়া_উপায়

01/03/2023

কোমর ব্যথার সাথে যে সিমটম বা উপসর্গ থাকলে কখনোই অবহেলা করবেন না:-

১. কোমর ব্যথা যদি ২০ বছরের আগে এবং ৫৫ বছর পরে হয়।
২. কোমর ব্যথার সাথে যদি বুক বরাবর পেছনে ব্যথা হয়।
৩. কনস্ট্যান্ট বা অপরিবর্তনীয় কোমর ব্যথা।
৪. কোমর ব্যথা রাতে বা সকালে ঘুম থেকে ওঠার পর বেড়ে যাওয়া।
৫. টিবি বা ক্যান্সার এর পর কোমর ব্যথা।
৬. দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনকারী ব্যক্তির কোমর ব্যথা।
৭. কোমর ব্যথার সাথে জ্বর, কাশি, ওজন কমে যাওয়া, খাওয়ার রুচি কমে যাওয়া, জ্বরের সাথে গা ঘাম দেওয়া।
৮. মেজর ইনজুরির কারণে কোমর ব্যথা।
৯. কোমর ব্যথার সাথে মাংসপেশি শুকিয়ে যাওয়া।
১০. দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট বা হাঁপানি রোগীর কোমর ব্যথা।






#কোমর_ব্যথা


26/02/2023

Topic:- কোমর ব্যথা | কোমর ব্যথা কেন হয় | কোন কোন সমস্যার কারণে কোমর ব্যথা হয় | Low Back Pain | Dr. Azim Uddin

গবেষণায় দেখা গিয়েছে যে ৬০ থেকে ৮০ ভাগ মানুষ জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভুগেছেন। তার ভীতর ১৪ ভাগ মানুষ যাদের ব্যথা দীর্ঘস্থায়ী ব্যথায় রূপ নিয়েছে।
কি কি কারনে এই কোমর ব্যথা লো ব্যাক পেইন হয়ে থাকে:-
১. মেকানিক্যাল বা আঘাতজনিত ব্যাথা
২. ইনফ্লামেটরি বা প্রদাহজনিত কোমর ব্যথা।
৩. মেটাবলিক অর্থাৎ বিভিন্ন খনিজ পদার্থের অভাবে কোমর ব্যথা।
৪. নিওপ্লাস্টিক বা টিউমার জনিত কোমর ব্যথা।
আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।


#কোমর_ব্যথা


22/02/2023

অ্যাজমা বা শ্বাসকষ্ট এবং সিওপিডি বা ধূমপান জনিত শ্বাসকষ্টের অনেক রোগীদের ইনহেলার ব্যবহার করতে হয়। কিন্তু এই ইনহেলার সঠিক নিয়মে ব্যবহার করতে না পারার কারণে, সঠিক চিকিৎসা দেওয়ার পরেও অনেক রুগীদের আশানুরূপ উন্নতি হয় না। আজ আমাদের এই ভিডিওতে দেখানো হবে সঠিক নিয়মে কিভাবে ইনহেলার ব্যবহার করতে হয়।



#ইনহেলার_ব্যবহারের_নিয়ম

18/02/2023

Topic: এলার্জি জনিত সর্দির চিকিৎসা । নাকের সর্দি দূর করার উপায় এবং নাকের স্প্রে ব্যবহারের নিয়ম।-Allergic Rhinitis Treatment Bangla

এই ভিডিওটিতে এলার্জিজনিত সর্দির চিকিৎসা পদ্ধতি নিয়েই আলোচনা করা হয়েছে।
এই ধরনের চিকিৎসায় আমরা লোক্যালি দুইটা ঔষধ ব্যবহার করে থাকি।
১। নাকের ড্রপ
২। নাকের স্প্রে
এছাড়াও আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকি যেমন:
১।এন্টিহিস্টামিন
২।মন্টিলুকাস্ট, ইত্যাদি।
কখন নাকের ড্রপ বা স্প্রে ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে ও এর সুবিধা-অসুবিধা এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন:-

ডাঃ মোঃ আজিম উদ্দিন
এমবিবিএস (ঢাকা)
বিসিএস (স্বাস্থ্য)
এমডি (ফেজ-বি)-বক্ষব্যাধি মেডিসিন


#নাকের_স্প্রে_ব্যবহারের_নিয়ম
#নাকের_ড্রপ_এর_নাম
#নাকের_স্প্রের_নাম

17/02/2023

এলার্জি জনিত সর্দি। নাকের এলার্জি দূর করার উপায়। - এলার্জিক রাইনাইটিস -নাকের সর্দি দূর করার উপায় - Allergic Rhinitis causes, treatment in Bangla.
Dr. Azim Uddin.




#নাকের_সর্দি
#নাকের_এলার্জি

পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ এবং চিকিৎসা | Dr. Azim Uddin.ভিডিও লিংক: কমেন্টে।Topics: পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ এবং চ...
16/02/2023

পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ এবং চিকিৎসা | Dr. Azim Uddin.
ভিডিও লিংক: কমেন্টে।

Topics: পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ এবং চিকিৎসা | পিত্ত থলিতে পাথর হলে কি কি সমস্যা হয় | পিত্তথলিতে পাথর হওয়ার কারণ | ওজনের সাথে পিত্তথলীর পাথর হওয়ার সম্পর্ক আছে কিনা | গর্ভবতী মহিলাদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি কতটুকু | বংশগত কারনে কি পিত্তথলীর পাথর হতে পারে? | কিভাবে পিত্তথলীর পাথর থেকে মুক্ত থাকা যাবে।

যে ধরনের ব্যক্তিদের পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে:-
1) যারা মোটা এবং যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি তাদের পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।।
2) মহিলাদের, বিশেষ করে ৪০ বছরের ঊর্ধ্ব মহিলাদের পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।।
3) গর্ভবতী মহিলাদের পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।।
4) বংশগত কারণেও পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।
5) যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে বা কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে তাদের হওয়ার সম্ভাবনা থাকে।
6) এবং যে সকল মায়েরা (OCP) ওরাল কনটাসেপটিক পিল খেয়ে থাকেন তাদেরও পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।

👉 নিয়মিত আপডেট ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।




#পিত্তথলিতে_পাথর_হওয়ার_লক্ষণ
#পিত্তথলির_পাথর

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Doctors Suggestion-DS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctors Suggestion-DS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram