Advanced Cancer Care Unit

Advanced Cancer Care Unit to prevent and make awareness about cancer

21/10/2025
17/10/2025

ক্যান্সারের চিকিৎসার পরামর্শের জন্য ডক্টর ল্যাবে... চেম্বার করবো ২.৩০-৩.৩০ এবং বিকাল ৫- রাত ৭।

Pink October
25/09/2025

Pink October

সকাল ৯টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

ক্যান্সারের সচেতনা কর্মসুচি
21/09/2025

ক্যান্সারের সচেতনা কর্মসুচি

15/09/2025

কোলন ক্যানসার Colon Cancer : কারণ, লক্ষণ ও প্রতিকার – সচেতনতাই বাঁচাতে পারে জীবন 🚩💢

আমাদের দেশে পেটের নানা সমস্যার মধ্যে কোলন ক্যান্সার এখন এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। অনেকেই সাধারণ হজমের সমস্যা, গ্যাস্ট্রিক বা পাইলস ভেবে অবহেলা করেন, কিন্তু এগুলোর আড়ালে লুকিয়ে থাকতে পারে কোলন ক্যানসার।

💢কোলন ক্যানসার কী? 🚨
কোলন হলো আমাদের বৃহদান্ত্রের (large intestine) একটি অংশ। এখানে খাবারের হজম শেষে অবশিষ্টাংশ জমে থাকে এবং পরে তা মলের মাধ্যমে বেরিয়ে যায়। যখন কোলনের কোষগুলো অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে এবং টিউমার তৈরি করে, তখন তাকে কোলন ক্যানসার বলা হয়।

শুরুর দিকে এটি লক্ষণহীন হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি ভয়াবহ রূপ নেয় এবং জীবনহানির কারণ হতে পারে।

💢কোলন ক্যান্সারের কারণ ও ঝুঁকির কারণসমূহ 🔎
🔴 অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস – অতিরিক্ত চর্বি, ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার ও লাল মাংস খাওয়া
🔴 ফলমূল ও সবজি কম খাওয়া – আঁশের ঘাটতি কোলনের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে
🔴 পারিবারিক ইতিহাস – পরিবারের কারো কোলন ক্যানসার থাকলে ঝুঁকি বেশি
🔴 বয়স – সাধারণত ৫০ বছরের পর ঝুঁকি বাড়ে
🔴 ধূমপান ও অ্যালকোহল সেবন
🔴 অতিরিক্ত ওজন ও অলস জীবনযাপন
🔴 কিছু দীর্ঘমেয়াদি রোগ – যেমন ক্রোন’স ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস ইত্যাদি।

💢কোলন ক্যান্সারের লক্ষণসমূহ 🚩
শুরুর দিকে উপসর্গগুলো সাধারণ হজমজনিত সমস্যা মনে হতে পারে। তবে কিছু লক্ষণ বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন:

⏺️ মলে রক্ত থাকা – লাল বা কালো রঙের মল দেখা যেতে পারে
⏺️ কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া দীর্ঘদিন থাকা
⏺️ মলত্যাগের অভ্যাসে পরিবর্তন – বারবার মলত্যাগের চাপ অনুভব করা বা সম্পূর্ণ মলত্যাগ না হওয়া
⏺️ পেটের ব্যথা বা অস্বস্তি
⏺️ পেট ফোলা ও গ্যাসের সমস্যা
⏺️ অকারণে ওজন কমে যাওয়া
⏺️ শরীর দুর্বল ও রক্তাল্পতা – ক্যান্সার রের কারণে লুকানো রক্তক্ষরণ হতে পারে।

💢চিকিৎসা ও প্রতিকার 🚨

🚩(অ্যালোপ্যাথি চিকিৎসা)
কোলন ক্যান্সারের চিকিৎসা এর স্টেজ অনুযায়ী নির্ধারিত হয়:
✅ সার্জারি – ক্যান্সার যুক্ত অংশ কেটে ফেলা হয়
✅ কেমোথেরাপি – ওষুধের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়
✅ রেডিয়েশন থেরাপি – ক্যান্সার কোষ ধ্বংসে উচ্চক্ষমতাসম্পন্ন রশ্মি ব্যবহার
✅ টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি – নতুন প্রজন্মের চিকিৎসা, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে

📗ন্যাচারাল ও লাইফস্টাইল প্রতিকার 🌿
👉 ন্যাচারাল লাইফ স্টাইল জেনে বুঝে মানতে হবে।
👉 সঠিক খাবার-দাবার ও পানীয় খেতে হবে।
👉 রোগের মাত্রা বুঝে প্রয়োজনীয় ন্যাচারাল ওষুধ গ্রহণ করতে হবে।
👉 সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান অর্জনের মাধ্যমে সঠিক বিশ্বাস স্থাপন করতে হবে।

💢প্রতিরোধই সর্বোত্তম সুরক্ষা 🚩
ন্যাচারাল লাইফস্টাইল ও ন্যাচারোপ্যাথির মাধ্যমে এলোপ্যাথি ওষুধ মুক্ত হয়ে নিজেকে সবসময় সুস্থ রাখাটাই হলো সর্বোত্তম সুরক্ষা ব্যবস্থা। মনে রাখবেন
প্রতিরোধ প্রতিশেধকের ও চিকিৎসার চেয়ে সুন্দর।

শেষ কথা 🌿
কোলন ক্যান্সারকে অবহেলা করা মানেই জীবনকে ঝুঁকিতে ফেলা। শুরুর দিকে ধরা পড়লে (stage I & II)এই রোগ পুরোপুরি নিরাময় সম্ভব। তাই অস্বাস্থ্যকর জীবনযাপন পরিহার করুন, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং ন্যাচারাল লাইফস্টাইল জেনে বুঝে মেনে চলুন। সচেতন থাকুন, সুস্থ থাকুন💚

ডাঃ মোঃ বনি আমিন
এমবিবিএস, এমপিএইচ
এফসিপিএস, এমএস (ক্যান্সার সার্জারী )
জেনারেল, এন্ডো- ল্যপ্যারোস্কোপিক ও বিশেষজ্ঞ ক্যান্সার সার্জন
(সংকলিত ও পরিমার্জিত)

08/09/2025

AI নিয়ে ভয়ংকর তথ্য দিলেন ড. নাবিল || মানুষ যেভাবে টেকনোলজির দাস হয়ে যাচ্ছে || Dr. Nabil New Lecture👉Subscribe Now: / 🎯Follow us on Socia...

Doctors Lab and Consultantion Center Jessore
03/09/2025

Doctors Lab and Consultantion Center Jessore

03/09/2025

ডক্টরস ল্যাব ও কনসাল্টেশন সেন্টার

20/08/2025

Address

Noapara Road
Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Advanced Cancer Care Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram