13/09/2025
আসুন জেনে নি প্যারালাইসিস বা পক্ষাঘাতের ধরণ
🧠 পক্ষাঘাত শুধু একটি রোগ নয়, এটি মানুষের জীবনধারাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে।
কারণ অনুযায়ী ও আক্রান্ত স্থানের ভিত্তিতে পক্ষাঘাতকে কয়েকভাবে ভাগ করা হয়—
1️⃣ Monoplegia 👉 শরীরের একটি হাত বা একটি পা আক্রান্ত হয়।
2️⃣ Hemiplegia 👉 শরীরের ডান বা বাম অর্ধেক অংশ আক্রান্ত হয়।
3️⃣ Diplegia 👉 দুই হাত অথবা দুই পা আক্রান্ত হয়।
4️⃣ Paraplegia 👉 কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়।
5️⃣ Quadriplegia 👉 চার হাত-পা সহ পুরো শরীর পক্ষাঘাতে আক্রান্ত হয়।
🩺 সঠিক চিকিৎসা, ফিজিওথেরাপি ও পরিবার-সমাজের সহায়তায় একজন পক্ষাঘাতগ্রস্ত রোগী নতুনভাবে জীবন শুরু করতে পারে।
💡 সচেতনতা ও সহমর্মিতা-ই পারে পক্ষাঘাত রোগীদের জীবনে আলো ফিরিয়ে আনতে।
#কাইরোপ্রাকটিক_জয়েন্ট_এডজাস্টমেন্ট #ব্যথারচিকিৎসা