Asia Arsenic Network

Asia Arsenic Network Create a heaven of safe water and healthy living for arsenic affected people.

আজ ডুমুরিয়া উপজেলা মির্জাপুর  কমিনিউটি ক্লিনিক এবং মিরজাপুর পশ্চিম পাড়া ভালনারেবল এরিয়া এনআরআই ক্যাম্প,মির্জাপুর মাধ্যমি...
24/09/2025

আজ ডুমুরিয়া উপজেলা মির্জাপুর কমিনিউটি ক্লিনিক এবং মিরজাপুর পশ্চিম পাড়া ভালনারেবল এরিয়া এনআরআই ক্যাম্প,মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর টিম লিডার মহোদয়, আইটি অফিসার এবং আইসিডিডিআরবি প্রতিনিধি দল।

স্কুল ওরিয়েন্টেশন। সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়, খুলনা সিটি করপোরেশন, খুলনা। ওরিয়েন্টেশনে এনসিডির ঝুঁকি সম্পর্কে বিস্তারিত...
24/09/2025

স্কুল ওরিয়েন্টেশন।
সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়, খুলনা সিটি করপোরেশন, খুলনা।
ওরিয়েন্টেশনে এনসিডির ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন (পাঁচটি) এনসিডি-৪ প্রকল্পের মনিটরিং অফিসার,
সবকয়টি ঝুঁকি সম্পর্কে নিজে মানতে হবে, নিজের বন্ধুদের সাথে আলোচনা করতে হবে, নিজের পরিবারকে ঝুঁকি সম্পর্কে বিস্তারিত ধারনা দিতে হবে। তারিখ - ১৭-০৯-২০২৫.

School Orientation.  Alaipur College. Rupsha Upazila, Khulna.ওরিয়েন্টেশন এ এনসিডি ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এ...
24/09/2025

School Orientation.
Alaipur College.
Rupsha Upazila, Khulna.
ওরিয়েন্টেশন এ এনসিডি ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর মনিটরিং অফিসার, অনুষ্ঠানের শুভসূচনা করে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মহোদয়, অনুষ্ঠান শেষে মূল্যবান বক্তব্য প্রদান করেন রুপসা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মহোদয়।
তারিখ - ২১-০৯-২০২৫.

এনজিও সমন্বয় মিটিং। দাকোপ উপজেলা, খুলনা। মিটিং এ এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর এনসিডি-৪ প্রকল্পের কাজ এর বিস্তারিত আলোচনা ...
24/09/2025

এনজিও সমন্বয় মিটিং।
দাকোপ উপজেলা, খুলনা।
মিটিং এ এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর এনসিডি-৪ প্রকল্পের কাজ এর বিস্তারিত আলোচনা করা হয়।
বর্তমানে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন রোগী ও ফলোআপ রোগীর তথ্য জানানো হয়।
পরবর্তী মাসের মাজের প্লান সম্পর্কেও ইউএনও মহোদয় কে অবহিত করা হয়।
তারিখ - ২২-০৯-২০২৫.

সিএইচসিপি মাসিক মিটিং। দাকোপ উপজেলা, খুলনা। মিটিং এ আলোচনার বিষয় ছিল এ্যপ এর উপর, Self Risk Detection, এই এ্যপে সকল এনসি...
24/09/2025

সিএইচসিপি মাসিক মিটিং।
দাকোপ উপজেলা, খুলনা।
মিটিং এ আলোচনার বিষয় ছিল এ্যপ এর উপর, Self Risk Detection, এই এ্যপে সকল এনসিডি রোগীদের ফলোআপ নিশ্চিত করতে হবে, কোন Suspected এনসিডি রোগী পেলে তাদের অবশ্যই রেফারেল সিস্টেম নিশ্চিত করতে হবে। এনসিডি রোগীদের ফলোআপ দেয়ার আগে অবশ্যই তাদের পরিমাপ নিশ্চিত করতে হবে, পাশাপাশি তাদের কাউন্সিলিং এর আওতায় আনতে হবে।
তারিখ - ২৩-০৯-২০২৫.

স্কুল ওরিয়েন্টেশন। চালনা কলেজ, দাকোপ উপজেলা, খুলনা। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে স্কুল ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চ...
16/09/2025

স্কুল ওরিয়েন্টেশন।
চালনা কলেজ, দাকোপ উপজেলা, খুলনা।
শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে স্কুল ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চালনা কলেজে, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দাকোপ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দাকোপ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সভায় সভাপতিত্বে উপস্থিত ছিলেন অএ কলেজের অধ্যক্ষ মহোদয়।
অনুষ্ঠানের মূল আলোচনায় ছিলেন এনসিডি-৪ প্রোজেক্টের টিম লিডার মহোদয়।
অসংক্রামক রোগের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি এবং বিশেষ কিছু দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অসংক্রামক ও সংক্রামক রোগ বিষয়ে বিশেষ কিছু দিক তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়।
তারিখ - ১৬-০৯-২০২৫.

School Orientation. Batiaghata Govt. College. Batiaghata Upazila, Khulna. Date- 08-09-2025.অসংক্রামক রোগ বিষয়ে স্কুল ওরি...
08/09/2025

School Orientation.
Batiaghata Govt. College.
Batiaghata Upazila, Khulna.
Date- 08-09-2025.
অসংক্রামক রোগ বিষয়ে স্কুল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় বটিয়াঘাটা সরকারি কলেজে।
আজ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা, সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ মহোদয়।
অনুষ্ঠানে অসংক্রামক রোগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোজেক্ট ডিরেক্টর মহোদয়, অনুষ্ঠানের সঞ্চালনয় ছিলেন প্রজেক্টের মনিটরিং অফিসার। সকল কে এনসিডি রোগ বিষয়ে বিস্তর ধারণা দেন, এবং সকল শ্রেনীতে বিষয় টি জানানোর পরামর্শ দেন, নিজের পরিবারকে ঝুঁকি সম্পর্কে মেনে চলার পরামর্শ দেন, বিএমআই সম্পর্কে ধারনা দেন, এপপ ডাইনলোড করে নিজের বাসায় বিএমআই দেখার পরামর্শ দেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এনসিডি সম্পর্কে আমরা যদি প্রথম থেকে মেনে না চলতে পারি তাহলে পরবর্তী প্রজন্ম হুমকির মধ্যে পড়বে, তাই সকালেই আমাদের এটা সম্পর্কে ধারনা লাভ করে এবং মেনে চলতে হবে।

CC visit. Choighoriya CC, Jalma Union, Batiaghata Upazila, Khulna.NCD Patients Meet, CG Members meet, discussion NCD pat...
05/09/2025

CC visit.
Choighoriya CC, Jalma Union, Batiaghata Upazila, Khulna.
NCD Patients Meet, CG Members meet, discussion NCD patients follow up, CHCP APP use, referral system develop with NCD Project-4 Team Leader, Accountants.
Date- 04-09-2025.

Date 26-08-2025আজ পাইকগাছা উপজেলার গদাই পুর কমিউনিটি ক্লিনিকে সিজি গ্রুপের রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্র...
26/08/2025

Date 26-08-2025
আজ পাইকগাছা উপজেলার গদাই পুর কমিউনিটি ক্লিনিকে সিজি গ্রুপের রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে MODC Sir.তিনি বলেন এনসিডির ঝুকি কমানোর আমাদের সকলের এক সাতে কাজ করতে হবে।রোগীদে রেফার করতে হবে। এ্যাপস মাধ্যমে ডাটা এন্টি করতে হবে। ড্রাপআউট রোগী কমাতে হলে সকল সিজি সদস্যদেরকে এক যোগে কাজ করতে হবে। তবেই এটা সম্ভব হবে।

CG Workshop. Niklapur CC, Naihati Union, Rupsha Upazila. Khulna. Date- 25-08-2025.সিজি ওয়ার্কশপে সদস্য সচিব সকল সিজি,সিএ...
26/08/2025

CG Workshop.
Niklapur CC, Naihati Union, Rupsha Upazila.
Khulna.
Date- 25-08-2025.
সিজি ওয়ার্কশপে সদস্য সচিব সকল সিজি,সিএসজি সদস্যদের নিয়ে স্বাগত বক্তব্য দেন।
এনসিডি এর ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এনসিডি-৪ প্রোজেক্টের উপজেলা সুপারভাইজার সহযোগিতা করেন হেল্থ প্রোমোটার।
ড্রপ আউট এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এবং সকল সদস্য কে ড্রপ আউট কমানোর জন্য সচেতন করা হয়।
সকলেই এরকম মেসেজ পেয়ে অনেক ধন্যবাদ দেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কে।

Date:25/08/25আজ কয়রা উপজেলার  খিরোল আখতারুজ্জামান কমিউনিটি ক্লিনিকে সিজি গ্রুপের রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠ...
25/08/2025

Date:25/08/25
আজ কয়রা উপজেলার খিরোল আখতারুজ্জামান কমিউনিটি ক্লিনিকে সিজি গ্রুপের রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের RMO স্যার। তিনি বলেন, এনসিডির সেবা চলমান রাখার জন্য রোগীদের স্ক্রিনিং, রেফারেল,এ্যাপস এর মাধ্যমে ডাটা এন্ট্রি করতে হবে। এবং ড্রপআউট রোগী কমিয়ে আনতে সকল সিজি সদস্যদেরকে একযোগে কাজ করার আহবান জানান এবং স্যারের এ পরিবেশটা এতটাই ভালো লেগেছে যে সিজি সদস্যদের বলেন এখানে জনগণের সেবার স্বার্থে মেডিকেল ক্যাম্প তৈরির পরামর্শ দেন।

NCD Education for Teachers & students.Textile Institute, Khulna. Khulna City- Corporation. Date- 24-08-2025.স্কুল ওরিয়েন...
24/08/2025

NCD Education for Teachers & students.
Textile Institute, Khulna.
Khulna City- Corporation.
Date- 24-08-2025.
স্কুল ওরিয়েন্টেশনে এনসিডির ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর এনসিডি-৪ প্রোজেক্টের টিম লিডার মহোদয়, সভায় সভাপতিত্বে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপল মহোদয়।
উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, ছাএী।
বিএমআই সম্পর্কে খুব সুন্দর ধারনা দেন টিম লিডার মহোদয়।
সেল্ফ রিস্ক ডিটেকশন এ্যপ সম্পর্কেও ধারনা দেন তিনি। এরকম অনুষ্ঠানের জন্য ধন্যবাদ দেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান।
প্রত্যেকর জীবনে এই সচেতনতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Asia Arsenic Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asia Arsenic Network:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram