Asia Arsenic Network

Asia Arsenic Network Create a heaven of safe water and healthy living for arsenic affected people.

Refresher workshop held at Chaugachha Government Hospital. A refresher training workshop on the role of service provider...
16/11/2025

Refresher workshop held at Chaugachha Government Hospital.

A refresher training workshop on the role of service providers in managing the Non-Communicable Disease (NCD) corner was held in Chaugachha. The workshop was held on Saturday morning in the meeting room of the 100-bed government hospital.

Upazila Health and Family Planning Officer Dr. Ahsanul Mizan Rumi presided over the workshop, and Jessore Civil Surgeon Dr. Md. Masud Rana delivered the keynote address. Asia Arsenic Network Line Director Tamiko Isaiyama, NCD Project Director Tarun Kanti Hor, Sunrise Project Director Rezaul Karim Raju, NCD IT Officer Ziaur Rahman Zia and other concerned persons were present at the time.

আজ ১১-১১-২০২৫ তারিখে, সিভিল সার্জন অফিস খুলনা ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর আয়োজনে এবং NCDC প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর...
11/11/2025

আজ ১১-১১-২০২৫ তারিখে, সিভিল সার্জন অফিস খুলনা ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর আয়োজনে এবং NCDC প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় অভয়নগর উপজেলার পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে "অসংক্রামক রোগ প্রতিরোধে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ভুমিকা বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালাটি সঞ্চালনা করেন NCD-4 প্রজেক্ট এর উপজেলা সুপারভাইজার মোঃ শাহিনুর রহমান এবং সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ জনাব মোঃ এস এম খাইরুল বাসার। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিডি প্রকল্পের প্রকল্প পরিচালক মহোদয় ও একাউন্ট এসিস্ট্যান্ট। অনুষ্ঠানে NCD র ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন NCD-4 প্রজেক্টের পরিচালক মহোদয় । অনুষ্ঠানে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

যশোর সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে যে সকল স্বাস্থ্যকর্মীদের সাথে সকল সময় কাজ করেছি , এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের NCD-1,NC...
09/11/2025

যশোর সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে যে সকল স্বাস্থ্যকর্মীদের সাথে সকল সময় কাজ করেছি , এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের NCD-1,NCD-2 কার্যক্রমে। তাদের নিমন্ত্রণে আজ টাইফয়েড টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করলাম। তবে কমিউনিটি ক্লিনিকে গিয়ে খুবই আনন্দিত হয়েছি। যে সকল সচেতন কার্যক্রমের পোস্টার, BMI , উচ্চতা মাপার স্কেল অসংক্রাম রোগের সচেতনামূলক, বার্তা কার্যক্রম সব এখনো চলমান।

স্কুল ওরিয়েন্টেশন। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কাজদিয়া, রুপসা উপজেলা।খুলনা।তারিখ - ২৮-১০-২০২৫.এশিয়া আর্সেনিক ...
29/10/2025

স্কুল ওরিয়েন্টেশন।
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
কাজদিয়া, রুপসা উপজেলা।
খুলনা।
তারিখ - ২৮-১০-২০২৫.
এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর এনসিডি -৪ প্রজেক্টের মাধ্যমে স্কুল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়, সেখানে এনসিডির ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সকলের মাঝে এনসিডির সেবা সম্পর্কে আলোচনা করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
সকলকে ঔষধ গ্রহনের পূর্বে অভ্যাস পরিবর্তনের বিষয়ে বলা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অএ কলেজের অধ্যক্ষ মহোদয়, অন্যান্য শিক্ষক, ছাএ,ছাএী।
এনসিডির ঝুঁকি সম্পর্কে সকলের মাঝে ছড়িয়ে দেবার জন্য অধ্যক্ষ মহোদয় সকলকে বিশেষ দাগিদ দেন।
সবশেষে তিনি সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ডুমুরিয়া উপজেলা ডুমুরিয়া মহিলা কলেজে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের উদ্যোগে অসংক্রামক  রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার উপর। একটি ...
24/10/2025

ডুমুরিয়া উপজেলা ডুমুরিয়া মহিলা কলেজে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের উদ্যোগে অসংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার উপর। একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিষয়বস্তু ছিল কিভাবে আমরা এ অসংক্রামক রোগ থেকে বাঁচতে পারি। সেই দিকনির্দেশনা গুলো তুলে ধরা হয়

স্কুল ওরিয়েন্টেশন। গঙ্গারামপুর আদর্শ মহাবিদ্যালয়। বটিয়াঘাটা উপজেলা, খুলনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অএ কলেজের শিক্ষক, ছাএ...
23/10/2025

স্কুল ওরিয়েন্টেশন।
গঙ্গারামপুর আদর্শ মহাবিদ্যালয়।
বটিয়াঘাটা উপজেলা, খুলনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অএ কলেজের শিক্ষক, ছাএ,ছাএী এবং অন্যান্যরা।
অনুষ্ঠানে অসংক্রামক রোগ বিষয় এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। অসংক্রামক রোগের ঝুঁকি সম্পর্কে সকলে খুব মনোযোগ সহকারে উপলব্ধি করেন।
বিএমআই বের করার নিয়ম দেখানো হয়। সেল্ফ রিস্ক ডিটেকশন এ্যপ টি দেখানো হয়।
অসংক্রামক রোগ এর ঝুঁকি নিয়ে সকল ক্লাসে আলোচনা করা হবে বলে অধ্যক্ষ সকলকে বলেন।
তিনি আরো বলেন এটার ঝুঁকি সম্পর্কে প্রথমে আমাদের নিজেদের মেনে চলতে হবে তারপর অন্য দের।
তারিখ - ২৩-১০-২০২৫.

স্কুল ওরিয়েন্টেশন। বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে খগেন্দ্রনাথ মহিলা কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এনসিডির ঝুঁকি ...
22/10/2025

স্কুল ওরিয়েন্টেশন।
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে খগেন্দ্রনাথ মহিলা কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এনসিডির ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সকলেই খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এনসিডির ঝুঁকি সম্পর্কে সকল ক্লাসে আলোচনা করার কথা বলেন সকলে এবং নিজেদের পরিবার থেকে এনসিডির ঝুঁকি থেকে প্রতিরোধ তৈরি করবে বলে সকলে বলেন।
বটিয়াঘাটা উপজেলা, খুলনা।
তারিখ - ২২-১০-২০২৫.

স্কুল ওরিয়েন্টেশন। গাবখালি মাধ্যমিক বিদ্যালয়। ফকিরহাট উপজেলা, বাগেরহাট জেলা।ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধ...
13/10/2025

স্কুল ওরিয়েন্টেশন।
গাবখালি মাধ্যমিক বিদ্যালয়।
ফকিরহাট উপজেলা, বাগেরহাট জেলা।
ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক,ছাত্র, ছাএী।
অনুষ্ঠানে এনসিডির ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, সকলকে ঝুঁকি সম্পর্কে মেনে চলার পরামর্শ দেয়া হয়, সকল পরিবারের সদস্যদের এনসিডির ঝুঁকি সম্পর্কে মেনে চলার পরামর্শ দেয়া হয়, নিজের প্রতিবেশীদেরও বলার জন্য অনুরোধ করা হয়।
সকলের মাঝে বলা হয় এনসিডির রোগ গুলো থেকে আমরা সবাই প্রতিরোধ গড়ে তুলবো, প্রতিকার না করে। প্রধান শিক্ষক এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কে ধন্যবাদ জানান এমন একটা অনুষ্ঠান করার জন্য, তিনি আরো বলেন এর আগে অনেক প্রোগ্রাম আমরা করেছি কিন্তু এমন অনুষ্ঠানে আমরা কখনো এমন সুযোগ পাইনি, এটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ তথ্য।
সকলের সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
তারিখ - ১৩-১০-২০২৫.

School Orientation. Rupsha Mohila College. Rupsha Upazila, Khulna. অসংক্রাকম রোগ বিষয় এর উপর রুপসা মহিলা কলেজে ওরিয়েন্টে...
12/10/2025

School Orientation.
Rupsha Mohila College.
Rupsha Upazila, Khulna.
অসংক্রাকম রোগ বিষয় এর উপর রুপসা মহিলা কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহোদয়, অন্যান্য শিক্ষক, ছাএীসহ অনেকে।
এনসিডির ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডির সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, এবং এনসিডির রোগ থেকে কিভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিসে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নিজেদের পরিবারে সকলকেই এনসিডির ঝুঁকি সম্পর্কে জানাতে হবে, বন্ধু, প্রতিবেশীদের জানাতে হবে।
অনুষ্ঠান শেষে সকলেই এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কে ধন্যবাদ জানান এমন একটা অনুষ্ঠান তাদের কলেজে করার জন্য, এমন সুযোগ সকল এনসিডি রোগী পাবে জেনে খুব খুশী হন এবং ধন্যবাদ দেন।
তারিখ - ১২-১০-২০২৫.

"NIHR Global Health Research Center for NCD's and Environmental Change, Bangladesh” শীর্ষক গবেষণা প্রকল্পে খুলনা জেলার ক...
11/10/2025

"NIHR Global Health Research Center for NCD's and Environmental Change, Bangladesh” শীর্ষক গবেষণা প্রকল্পে খুলনা জেলার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক রোগের অটোমেশন সেবা চালু বিষয়ে গতকাল আয়োজিত সভায়। স্বাস্থ্য অধিদপ্তরের MIS সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন Director MIS এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন MIS, NCDC, ICDDR'B, National Heart Foundation ও Asia Arsenic Network-এর প্রতিনিধিরা.
তারিখ: ০৯-১০-২০২৫
Tarun H**e দাদা.

স্কুল ওরিয়েন্টেশন। ডা: গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। খুলনা সিটি করপোরেশন, সোনাডাঙা, খুলনা। ওরিয়েন্টেশন এ এনসিডির...
10/10/2025

স্কুল ওরিয়েন্টেশন।
ডা: গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়।
খুলনা সিটি করপোরেশন, সোনাডাঙা, খুলনা।
ওরিয়েন্টেশন এ এনসিডির ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, পাঁচ টি রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়, এবং এ বিষয়ে নিজের বন্ধুদের সাথে আলোচনা করার কথা বলা হয়, নিজের পরিবারকে ঝুঁকি সম্পর্কে মেনে চলার জন্য বলা হয়।
শিক্ষকরা তাদের ক্লাসে ও পরিবারে এনসিডির ঝুঁকি নিয়ে আলোচনা করবেন ও বিষয় গুলো মেনে চলার কথা বলেন।
তারিখ - ০৮-১০-২০২৫.

Address

Jashore.
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Asia Arsenic Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asia Arsenic Network:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram