12/02/2024
🔴🔵👉 হিজামা / حجامة / Cupping Therapy 👈 🔴🔵
25-1-24
আলহামদুলিল্লাহ্।
মোঃ সুজন মোল্লা , বাতের ব্যথার জন্য এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য হিজামা / Cupping Therapy দিয়েছিলাম।
🔴🔵👉 বাত ব্যথা - বেদনা 👈 🔴🔵
👉 বাত কিন্তু একটি মাত্র রোগ নয় বাত শব্দটার সঙ্গে আমরা এত বেশি পরিচিত যে কারও দেহে কোথাও কোন ব্যথা হয়েছে শুনলেই বলে উঠি, অমুককে বাত ধরেছে। একটু বয়স্ক ব্যক্তি হলে তো আর কথাই নেই। আসলে বাত ছাড়া হাড়ের আর কোনও সমস্যার কথা আমরা যেন ভাবতেই পারি না।
বাত কিন্তু একটি মাত্র রোগ নয়, বরং বলা ভাল একই পরিবারভুক্ত অনেকগুলো রোগ। চলতি কথায় হাড় সংক্রান্ত যে কোনও রোগই আমাদের কাছে বাত। হাড়ের প্রদাহ বা ইনফ্ল্যামেশনকে বলা হয় আরথ্রাইটিস। আরথ্রাইটিস যেমন বাত তেমনই বিভিন্ন মাংসপেশী, লিগামেন্ট ও টেনডনের ব্যথা, ক্ষয়, আড়ষ্টতা এগুলো ও কিন্তু বাত।
👉 যেকোন পদ্ধতির চিকিৎসকের কাছেই যে রোগগুলি নিয়ে সবচেয়ে বেশীসংখ্যক রোগী আসেন তাদের মধ্যে অন্যতম হল বাত ব্যথা। বাতের ব্যথায় ভোগেন এদেশের ছয় শতাংশ মানুষ।বাতের ব্যথা ব্যাথানিয়ে সাধারণ মানুষ তো বটেই, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও নাজেহাল, কারণ বেশীর ভাগ বাতের ব্যথা পুরোপুরি সারে না। ওষুধ খেলে বাতের ব্যথা কম থাকে। ওষুধ বন্ধ করলেই বাতের ব্যথা শুরু। পাশাপাশি আছে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ ও স্টেরয়েড খাওয়ার সাইড এফেক্ট।
👉 এই কারণেই সম্পূর্ণ সুস্থতার আশায় বহু বাতের ব্যথায় ভোগা মানুষ পছন্দ করেন পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা।
👉 তাই আসুন বাত ব্যথায় পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হিজামা চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
🔴🔵👉 হিজামা একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি। হিজামা নিন, সুস্থ থাকুন, হিজামার মাধ্যমে নাইট্রিক অক্সাইড প্রচুর পরিমাণে বুস্ট হয়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হুজুর সা. নিজে হিজামা করেছেন এবং উম্মতকে হিজামার নির্দেশ প্রদান করেছেন।
🔴🔵👉 হিজামা লাগানো সংক্রান্ত বিভিন্ন হাদীস 👈 🔴🔵
👉 “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।”
[ মুসলিম: ২২০৫]
🔴👉 আনাস বিন মালিক (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সাঃ) ব্যথার কারণে ইহরাম অবস্থায় তাঁর পায়ের উপরিভাগে হিজামা করিয়েছেন।
[আবুদাউদ হা ১৮৩৭, সনদ সহিহ
🔴👉 জাবির (রাঃ) হতে বর্ণিত যে, নবী করীম (সাঃ)-এর (পায়ে) যে ব্যথা ছিল, তার জন্য তিনি ইহরাম অবস্থায় হিজামা লাগিয়েছিলেন।
[নাসাঈ হা ২৮৫২]
👉 পিঠে পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মধ্যে [আবু দাউদ হা ৩৮৫৯],
👉 ঘাড়ের দু'টি রগে [আবু দাউদ হা ৩৮৬০]
👉 হাড় মচকে গেলে : জাবির (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সাঃ) হাড় মচকে গেলে তিনি এর জন্য হিজামা করান।
আবুদাউদ হা৩৮৬৩; ইবনে মাজাহ হা৩৪৮৫, সনদ সহিহ
👉 আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন যে, এক ইহুদী মহিলা রাসূলুল্লাহ (সাঃ)-কে বিষযুক্ত গোশত খেতে দিয়েছিল। তিনি তাকে সংবাদ পাঠিয়ে বললেন, কেন তুমি এ কাজ করলে? মহিলাটি উত্তরে বলল, যদি তুমি সত্যিই আল্লাহর রাসূল হও, তবে আল্লাহ তোমাকে জানিয়ে দিবেন। আর তুমি যদি তাঁর রাসূল না হও, তবে আমি মানুষকে তোমার থেকে নিরাপদ রাখব!
" যখন আল্লাহর রাসূল (সাঃ) এর যন্ত্রণা অনুভব করতে লাগলেন, তিনি হিজামা ব্যবহার করলেন " ।একদা ইহরাম অবস্থায় তিনি ভ্রমণে বের হ'লেন এবং ঐ বিষের যন্ত্রণা বোধ করলেন, তখন তিনি হিজামা ব্যবহার করলেন'। [মুসনাদে আহমাদ ১৩০৫, সনদ হাসান]
🔴👉 "হযরত জিব্রাঈল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।”
[ আল-হাকিম, ৭৪৭০]
🔴👉 "রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত; হিজামা লাগানো, মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেয়ার মধ্যে। তবে আমি আমার উম্মাতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি"।
[বুখারী; ৫৬৮১]
🔴👉 "হিজামা গ্রহণকারী কতোই উত্তম লোক! সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে!"
[সুনানে তিরমিযী; ২০৫৩]
🔴🔵👉 হিজামার মাধ্যমে শরীরের নাইট্রিক অক্সাইডের পাথওয়ে বুস্ট হয় যার ফলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধির পাশাপাশি শরীরের পেশিগুলো রিল্যাক্স করতে সাহায্য করে। এতে করে প্রথম সেশনেই আপনি ব্যথা থেকে পাবেন অনেকটা আরাম ইনশা'আল্লাহ।
🔴🔵👉 হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও
শক্তিশালী হয়।
🔴🔵👉 হিজামা / حجامة / Cupping Therapy করাতে যোগাযোগ করুন
01717-504982
Bismillah Hijama Treatment Center. (বিসমিল্লাহ্ হিজামা ট্রিটমেন্ট সেন্টার)।
🔴👉 একটি সুন্নাহ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান।
🔴🟢👉 এস্থান 👈 🔴🔵
তালুকদার বাড়ি, বাড়ৈয়ারা, নথুল্লাবাদ।
ঝালকাঠি,বরিশাল।
ডাঃ মোঃ শাহজালাল তালুকদার।
ডি. এইচ. এম. এস.
ডি. ডি. এ. এস, এম.এ,
হিজামা থেরাপিস্ট।
আধুনিক পদ্ধতিতে, রাসুল সাঃ এর সুন্নতি চিকিৎসা পদ্ধতি হিজামা /কাপিং ।