13/11/2025
আইডিয়াল হোমিও হল।
ডাক্তার বৃন্দাবন খাঁ। এল,এইচ, এম, পি,
খুলনা। রেজিঃ নং-২৯০/২২৪৭।
ভারতীয় ডাক্তার কর্তৃক বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং (৪৫ বছরের অভিজ্ঞতা)। যোগাযোগের ঠিকানা--সরকারি হসপিটাল রোড কবরস্থানের উত্তর-পশ্চিম কোণে নিজেস্ব বাসভবনে চেম্বার।
মোবা নং- ০১৭২৫-৫৬৪৮৩২।
বারবাজার, বালিগঞ্জ, ঝিনেদা।
আজ আমি হোমিওপ্যাথিক নতুন ডাক্তাদের উদ্দেশ্যে বিশেষ একটা কেইস উপস্থাপন করব। অনেকদিন পূর্বের কেইস।
সম্ভবতঃ গরমের সময় বোরকা পরিহিত এক ভদ্র মহিলা আমার চেম্বারে আসেন এবং ছটফট করতেছেন। গায়ের বোরখা খুলে ছুঁড়ে ফেলে দেন এবং তিনি পাগলের মত আচরণ করতে শুরু করেন।
তিনি পরিহিত কাপড় পর্যন্ত খোলার চেষ্টা করছেন। ছটফট করছেন তো করছেনই।
আমি বললাম আপনি শান্ত হয়ে বসুন।
রোগিণী একবার বললেন ফ্যানটা বন্ধ করেন।
আমি রোগিণীকে বললাম আপনি এসব আচরণ করছেন কেন? মানুষ দেখলে কি মনে করবে?
রোগিণীর মুখে একই কথা,বারবার বলছেন
ডাক্তার আমাকে বাঁচাও আমি মরে গেলাম, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আমার বাচ্চাদের উপায় কি হবে? আমার সাজানো গুছানো ঘর সংসার কে দেখবে? ডাক্তার আমি বাঁচতে চাই?
আমি বললাম আপনার কি হয়েছে সমস্যার কথাটা একটু বলেন?
রোগিণী বললো আপনি দেখছেন না?
আমি মরে গেলাম। ছটফটানি,অস্থিরতা কোন সময় বন্ধ নেই।
(আমি অফজারভেষণ করলাম তিনি সম্পূর্ণ মানসিক রোগী।) হোমিওপ্যাথিক ডাক্তার কে অবশ্যই ফিলোসোপার হতে হবে, এনাটমি,ফিজিওলজি জানতে হবে।
তার সমস্ত শরীর এলোমেলা ভাবে চুলকাচ্ছে, দুটো হাত কোন সময় স্থির নেই। একবার বসছেন একবার উঠছেন।
আবারও ছটফটানি,অস্থিরতা, মাথার চুল এলোমেলো হয়ে গিয়েছে এবং বলছেন আমাকে বাঁচান। আপনি আমাকে তাড়াতাড়ি বাঁচান?
আমি রেগিনীকে আশ্বস্ত করলাম,আপনার কিছুই হয়নি, আপনি একটু শান্ত হোন,
আপনি এখনই ভালো হয়ে যাবেন,আপনার কোন ভয় নেই।
বলুনতো হোমিওপ্যাথিক বন্ধুরা আপনি এখন এই রোগিণীকে কি মেডিসিন দিবেন?
অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রকাশ করবেন।
সার্বিক অবজারভেশনে বুঝলাম,তিনি একটা মানসিক রোগী।তিনি কোন কিছু বলতে চাচ্ছেন না,তার একই কথা আমি মরে গেলাম, আমি আর বাঁচলাম না, ডাক্তার আমাকে বাঁচাও,আমি বাঁচতে চাই।
আমার নির্বাচিত ওষুধ ছিল--Aconite Nap-3 x 2 dose. আর ছিল FT. ৩ দিন পর সাক্ষাৎ করতে বললাম।
রোগিণী তিনদিন পরে এসে বলছে, আমি ওষুধ খাবার সঙ্গে সঙ্গেই সুস্থ বোধ করছিলাম। আমি এখন সম্পূর্ণ ভালো আছি।
যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন । আমি আরো এইরকম মানসিক কেসের রোগী দেখাবো।