05/09/2025
ছবিতে চোখের আইরিসে যে ছোট ছোট হালকা বাদামি উঁচু দাগ দেখতে পাচ্ছেন-- এগুলোকে লিশ নডিউলস বলা হয়। এগুলো নিউরোফাইব্রোমাটোসিস টাইপ–১ (NF-1) নামের একটি জটিল রোগ শনাক্তে সহায়তা করে।
NF-1 একটি জেনেটিক (বংশগত) রোগ। এতে আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগে থাকেন; যেমন- লার্নিং ডিসঅ্যাবিলিটি (প্রায় ৫০% ক্ষেত্রে), হাড়ের অস্বাভাবিকতা, অপটিক নার্ভ গ্লিওমা (চোখের স্নায়ুতে টিউমার) ইত্যাদি।
👩⚕️ডা. নওরীন আনোয়ার, এফসিপিএস (চক্ষু)
চক্ষু বিশেষজ্ঞ ও ফেকো সার্জন,
সহকারী অধ্যাপক, পিজি হাসপাতাল, ঢাকা।
📍চেম্বার : মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড
৫/এ, ধানমণ্ডি, ঢাকা।
📱০১৭৭১০৩৬৫২৬