Jp blood warrior's

Jp blood warrior's Donate Blood & Save Life

05/06/2021
মলিন দেহ আমার জরাজীর্ণ বস্ত্র গায়ে ।বলতে পারো,আমি কেন ফুটপাথে পথ শিশু হয়ে ?Joypurhat blood warrior's.  সদস্য রুহীর জন্...
05/06/2021

মলিন দেহ আমার জরাজীর্ণ বস্ত্র গায়ে ।
বলতে পারো,
আমি কেন ফুটপাথে পথ শিশু হয়ে ?

Joypurhat blood warrior's. সদস্য রুহীর জন্মদিন উপলক্ষে পথ শিশুদের নিয়ে আমাদের আজকের আয়োজন...এখন থেকে আমাদের প্রত্যেক সদস্যের জন্মদিন এভাবে পালন হবে in shaa Allah ....

৪দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপিং ...৯০০+ ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নিশ্চিত করেছে JP blood warrior's...ধন্যবাদ জানায়...
27/05/2021

৪দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপিং ...
৯০০+ ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নিশ্চিত করেছে JP blood warrior's...
ধন্যবাদ জানায় জয়পুরহাট পদ্মা ক্লিনিক এবং jbw সকল সদস্যদের ...

রক্তের ফেরিওয়ালাদের বাৎসরিক বনভোজন ২০২১Jp Blood Warrior's🥰🥰❤️একটি সেচ্ছায় রক্তদান স্বাংগঠন❤️ স্থান: বঙ্গবন্ধু যমুনা ইক...
20/03/2021

রক্তের ফেরিওয়ালাদের বাৎসরিক বনভোজন ২০২১
Jp Blood Warrior's🥰🥰
❤️একটি সেচ্ছায় রক্তদান স্বাংগঠন❤️
স্থান: বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক, সিরাজগঞ্জ।

রক্তের ফেরিওয়ালাদের বাৎসরিক বনভোজন...স্থান:বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক,সিরাজগন্জতারিখ: ১৯ শে আগষ্ট '২০২১ শুক্রবার...
18/03/2021

রক্তের ফেরিওয়ালাদের বাৎসরিক বনভোজন...
স্থান:বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক,সিরাজগন্জ
তারিখ: ১৯ শে আগষ্ট '২০২১ শুক্রবার...

অসহায়,দারিদ্র,এতিম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা,মধাহ্নভোজন,পুরুষ্কার বিতরনী এবং সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নি...
25/12/2020

অসহায়,দারিদ্র,এতিম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা,মধাহ্নভোজন,পুরুষ্কার বিতরনী এবং সারাদিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়...

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..
ফয়েজ উদ্দিন মন্ডল -চেয়ারম্যান ধলাহার ইউনিয়ন পরিষদ

বিশেষ অতিথি -শ্রদ্ধেও বড় ভাই
প্রভাষক এ ই এম মাসুদ রেজা -সভাপতি জেলা স্বেচ্ছাসেবক লীগ

আজকের প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ করতে আমাদেরকে সহায়তা করেছেন jbw পরিবারের সকল সদস্যবৃন্দ...

২৫-১২-২০সকাল ১১-৫টা পর্যন্ত আমাদের ইভেন্ট চলবে ,সবাই আমন্ত্রিত...স্থান: কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাঁচ বিবি ,জয়...
25/12/2020

২৫-১২-২০
সকাল ১১-৫টা পর্যন্ত আমাদের ইভেন্ট চলবে ,সবাই আমন্ত্রিত...
স্থান: কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাঁচ বিবি ,জয়পুরহাট

20/11/2020


পিরিয়ডের রং দেখে কী বুঝব?নারীদের জন্য প্রতি মাসে পিরিয়ড হওয়া স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। এই পিরিয়ডের বৈশিষ্ট্য, স্থায়ীত্ব,...
07/11/2020

পিরিয়ডের রং দেখে কী বুঝব?

নারীদের জন্য প্রতি মাসে পিরিয়ড হওয়া স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। এই পিরিয়ডের বৈশিষ্ট্য, স্থায়ীত্ব, রং বিভিন্ন জনের বিভিন্ন রকমের হয়। এই রঙের ভিন্নতা কেনো হয় বা রং দেখে কী চিহ্নিত করা যায় তা কী আমরা জানি?

অনেক গবেষণাতেই দেখা গেছে পিরিয়ডের রং একজন নারীর শরীরের অনেক অজানা বিষয় সম্পর্কে তথ্য দিতে পারে।

শরীরে কোনো জটিল রোগ বাসা বেধে বসে আছে কিনা তাও নির্ণয় করা যায় রক্তের রং দেখে। তাই তো প্রতিটি মহিলারই পিরিয়ডের রক্তের রং দেখে সে সম্পর্কে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

আসুন আমরা জেনে নেই কোন ধরণের পিরিয়ডের রং কোন ধরণের সমস্যা নির্দেশ করে।

গাড় লাল ক্লট:

পিরিয়ডের রং যদি গাড় লাল ক্লট হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে প্রজেস্টেরন হরোমনের ক্ষরণ মারাত্মক কমে গেছে। কল্ট ছোট আকারের হলে খুব একটা চিন্তা নেই। কিন্তু বড় কল্ট হলে বুঝতে হবে শরীরে হরমোনের ভারসাম্য একদমই ঠিক নেই। এমনটা হলে চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

ক্র্যানবেরির মতো লাল:

এটা একদম পিরিয়ডের যথার্থ অবস্থা। রক্তের রং যদি উজ্জ্বল লাল রঙের হয় তাহলে বুঝতে হবে শরীরে কোনো সমস্যা নেই।

জ্য়ামের মতো যদি রং হয়:

পিরিয়ডের রক্তের রং কিছুটা জ্য়ামের মতো টকটকে লাল হলে এটা শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা কমের ইঙ্গিত দেয়। কিন্তু ইস্ট্রোজেনের মাত্রা স্বাভাবিক থাকবে। রক্তের রং এমন হলে অনেক সময় ইউটেরাইন ফাইব্রয়েডস হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।

হালকা লাল:

পিরিয়ডের সময়ে রক্তের রং খুব হালকা হলে বুঝতে হবে এটি অপুষ্টি অথবা অ্যানিমিয়ার লক্ষণ। অবশ্য অন্য অনেক রোগেরও ইঙ্গিত দেয় এই রং।

ধূসর লাল:

কোনও সেক্সচুয়াল ট্রান্সমিটেড অসুখে আক্রান্ত হলে সাধারণত রক্তের রং ধূসর হয়ে যায়। সেই সঙ্গে রক্ত থেকে বাজে গন্ধও বের হয় অনেক সময়।

পানির মতো রং হলে:

রক্তের রং একদম হালকা পানির মতো হলে বুঝতে হবে শরীরে পুষ্টিঘাটতি রয়েছে। দীর্ঘস্থায়ী অ্যানিমিয়ায় আক্রান্ত হলে মূলত পিরিয়ডের রং এমন হয়ে থাকে। তাই পর পর ২-৩ বারের বেশি রক্তের রং এমন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

গোলাপী যদি হয়:

হালকা গোলাপী বা ফ্য়াকাশে রক্ত হলে শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা খুব কমে গেছে বুঝে নিতে হবে। ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে গেলে অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই খেয়াল রাখতে হবে এই বিষয়ে।

কালো খয়েরি রং:

রক্তের রং কালো খয়েরি হয়ে গেলে বুঝতে হবে শরীরের ইউটেরাইনের লাইনিং বেশ মোটা হয়ে গেছে। এক্ষেত্রে চিন্তার তেমন কোনো কারণ না থাকলেও সাবধান থাকা উচিত।

's

JP blood warrior's এর এক খন্ড যুদ্ধা...তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আসছে...অসহায় দারিদ্রের পাশে দাড়ানোই তাদের মূল উ...
03/11/2020

JP blood warrior's এর এক খন্ড যুদ্ধা...তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আসছে...অসহায় দারিদ্রের পাশে দাড়ানোই তাদের মূল উদ্দেশ্য...

চলমান ধর্ষন ও নারী সহিংসতার বিরুদ্ধে JP blood warrior's & being human  সদস্যদের  প্রতিবাদ কর্মসূচি .....প্রতিবাদ চলছে চল...
08/10/2020

চলমান ধর্ষন ও নারী সহিংসতার বিরুদ্ধে JP blood warrior's & being human সদস্যদের প্রতিবাদ কর্মসূচি .....

প্রতিবাদ চলছে চলবে...


Address

Joypurhat Sadar
Joypur
5900

Alerts

Be the first to know and let us send you an email when Jp blood warrior's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category