24/11/2025
✨ বিশেষ সংবর্ধনা: সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি ✨
সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের মতো কঠিন পরিস্থিতিতে, রোগীদের সেবায় নিজেদের ব্যক্তিগত ঝুঁকি উপেক্ষা করে যাঁরা পেশাগত উৎকর্ষতা এবং অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন সেই নিবেদিতপ্রাণ কর্মীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল আজ এক বিশেষ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে পপুলার গ্রুপ এর মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, ডাঃ মোস্তাফিজুর রহমান স্যার, তাঁর নিজ হাতে এই বীর যোদ্ধাদের
✨Popular Award✨ True Guardian in White প্রদান করেন।
সকল পুরস্কারপ্রাপ্তদের জানাই সশ্রদ্ধ অভিনন্দন।