Popular Medical College Hospital

Popular Medical College Hospital Popular Medical College Hospital is a 600 beds care hospital and the leading contributor of private

✨ বিশেষ সংবর্ধনা: সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি ✨সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের মতো কঠিন পরিস্থিতিতে, রোগীদের সেবায়...
24/11/2025

✨ বিশেষ সংবর্ধনা: সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি ✨
সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের মতো কঠিন পরিস্থিতিতে, রোগীদের সেবায় নিজেদের ব্যক্তিগত ঝুঁকি উপেক্ষা করে যাঁরা পেশাগত উৎকর্ষতা এবং অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন সেই নিবেদিতপ্রাণ কর্মীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল আজ এক বিশেষ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে পপুলার গ্রুপ এর মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, ডাঃ মোস্তাফিজুর রহমান স্যার, তাঁর নিজ হাতে এই বীর যোদ্ধাদের
✨Popular Award✨ True Guardian in White প্রদান করেন।

সকল পুরস্কারপ্রাপ্তদের জানাই সশ্রদ্ধ অভিনন্দন।






23/11/2025

📍পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা,১২০৫।
তারিখ: ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পের আকস্মিক সময়ে যখন সবাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে নিজেদের নিরাপত্তার দিকে মনোযোগ দেয়,
সেই কঠিন মুহূর্তে আমাদের স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের পাশে থেকে যে অসাধারণ দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণামূলক।

হাসপাতালের বিভিন্ন ইউনিটে কর্মরত মেডিকেল টিমের দ্রুত পদক্ষেপ, রোগীদের নিরাপদ রাখার প্রচেষ্টা এবং পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতা,
আমাদের সকলের প্রতি তাদের মূল্যবান দায়বদ্ধতারই প্রমাণ।

🙏 আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকল স্বাস্থ্যসেবা প্রদানকারীকে,
যারা সংকটময় সময়ে অটল থেকে নিজেদের দায়িত্ব পালন করেছেন।

আপনাদের ত্যাগ, নিষ্ঠা ও মানবিকতার প্রতি স্যালুট।

Popular Medical College Hospital
"Committed to Care, Even in Crisis"

Alhamdulillah. Started new journey at Popular Medical College Hospital CathLab Suite. Pediatric Cardiology Intervention ...
15/11/2025

Alhamdulillah.
Started new journey at Popular Medical College Hospital CathLab Suite. Pediatric Cardiology Intervention in a Private Set-up. Successfull PDA Device Closure done in a 1 year child weighing 6.5 kg only.

Thanks to administrative authority of PMCH & CathLab team.

📍 Popular Medical College Hospital CathLab Suite.

Building 4, Road No. 2, Dhanmondi, Dhaka 1205.

🎉 Celebrating 17 Glorious Years! 🎉Committed to Healing, Dedicated to Knowledge & Inspired by Service.১০ই নভেম্বর, আজকের ...
10/11/2025

🎉 Celebrating 17 Glorious Years! 🎉
Committed to Healing, Dedicated to Knowledge & Inspired by Service.

১০ই নভেম্বর, আজকের এই দিনেই শুরু হয়েছিল আমাদের পথচলা।

আজ ১৭ বছর পূর্তিতে, আমরা গভীর কৃতজ্ঞতা জানাই সকল রোগী, শুভানুধ্যায়ী, চিকিৎসক ও সহকর্মীদের,
যাদের আস্থা, সহযোগিতা ও ভালোবাসায় পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল আজ এই উচ্চতায় পৌঁছেছে।

আমরা প্রতিশ্রুতিবদ্ধ আরও উন্নত সেবা, আন্তরিক যত্ন ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবার জন্য।

📞 Hotline: 09666 787800
🕐 Working Hour: Open 24/7





আপনি কি জানেন? প্রাপ্তবয়স্কদের প্রতি ৪ জনের ১ জন স্ট্রোকে আক্রান্ত হয়! স্ট্রোকের লক্ষণ গুলোর কোন একটি দেখা গেলে দ্রুততম ...
23/10/2025

আপনি কি জানেন?
প্রাপ্তবয়স্কদের প্রতি ৪ জনের ১ জন স্ট্রোকে আক্রান্ত হয়!

স্ট্রোকের লক্ষণ গুলোর কোন একটি দেখা গেলে দ্রুততম সময়ে স্ট্রোক সেন্টারে চলে আসুন।

স্ট্রোকের সর্বাধুনিক চিকিৎসা:

📌 থ্রম্বোলাইসিস
(স্ট্রোকের সময় হতে ৪:৩০ ঘন্টা পর্যন্ত)

📌 মেকানিকাল থ্রম্বেকটমি
(স্ট্রোক পরবর্তি ৪:৩০-২৪ ঘন্টা পর্যন্ত)

এখন ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে!

পপুলার স্ট্রোক ও নিউরো-কেয়ার সেন্টার
পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
ধানমণ্ডি-২, ঢাকা, বাংলাদেশ।

27/09/2025

পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া (মাসুম)-এর নেতৃত্বে পপুলার কার্ডিয়াক সেন্টারে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে প্রাইমারি PCI।

হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসায় বিশ্বস্বীকৃত সর্বোত্তম পদ্ধতি হলো প্রাইমারি PCI, যা হৃদয়ের ব্লক হওয়া ধমনী দ্রুত খুলে দিয়ে স্বাভাবিক রক্তপ্রবাহ ফিরিয়ে আনে এবং জীবন বাঁচায়।

পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি অত্যাধুনিক ক্যাথ ল্যাব ২৪/৭ খোলা থাকে, যেখানে আমরা Door-to-Balloon (D2B) সময় ৯০ মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করি, যাতে প্রতিটি রোগী দ্রুত ও সঠিক চিকিৎসা পান।



👨‍⚕️ চিকিৎসক পরিচিতি

ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া (মাসুম)
এমবিবিএস (ডিএমসি), এমডি (কার্ডিওলজি)
হৃদরোগ, উচ্চ রক্তচাপ, বাতজ্বর ও মেডিসিন বিশেষজ্ঞ
ডায়াবেটিস ও বক্ষব্যাধিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ
পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা

📅 রোগী দেখার সময়
শনিবার–বৃহস্পতিবার:
➡️ দুপুর ১২:০০ – ২:০০ টা
➡️ বিকাল ৫:০০ – রাত ৯:০০ টা

শুক্রবার:
➡️ সকাল ১০:০০ – দুপুর ১২:৩০ টা
📍 ৫ম তলা, রুম নং #৫০৫, ভবন নং-০১

মোবাইল নাম্বার:
01824662440
01748634393

আলহামদুলিল্লাহ!আজ থেকে পপুলার কার্ডিয়াক সেন্টার (২৪/৭)–এ শুরু হলো নতুন স্বপ্নের যাত্রা — অত্যাধুনিক ক্যাথল্যাব (Cathlab...
12/09/2025

আলহামদুলিল্লাহ!
আজ থেকে পপুলার কার্ডিয়াক সেন্টার (২৪/৭)–এ শুরু হলো নতুন স্বপ্নের যাত্রা — অত্যাধুনিক ক্যাথল্যাব (Cathlab) এর আনুষ্ঠানিক উদ্বোধন।

এই পদক্ষেপ আমাদের রোগীদের জন্য উন্নত ও নির্ভরযোগ্য হৃদরোগ সেবার দ্বার উন্মোচন করবে।

“হৃদয়ের যত্নে, আমরা আছি আপনার পাশে।”

📍 পপুলার কার্ডিয়াক সেন্টার
পপুলার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল
ভবন ৪, রোড নং ২, ধানমন্ডি, ঢাকা ১২০৫
📅 ১১ সেপ্টেম্বর ২০২৫, রাত ৮:৪০ টা

শুভ উদ্বোধন! পপুলার মেডিকেল কলেজ বহিঃ বিভাগ স্পেশালাইজড চেম্বার (ভবন-৬) শুরু হতে যাচ্ছে। প্রতিদিন সকাল ১১.০০ টা থেকে দুপ...
12/08/2025

শুভ উদ্বোধন!
পপুলার মেডিকেল কলেজ বহিঃ বিভাগ স্পেশালাইজড চেম্বার (ভবন-৬) শুরু হতে যাচ্ছে।
প্রতিদিন সকাল ১১.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত

#পপুলার_মেডিকেল_কলেজ

আমরা গভীরভাবে শোকাহত।
23/07/2025

আমরা গভীরভাবে শোকাহত।


পপুলার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান,মরহুমা মিসেস তাহেরা ম্যাডাম এর ৫ম মৃত্যুবার্ষিকীতেগভীর শ্রদ্ধাঞ্জলি
10/06/2025

পপুলার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান,
মরহুমা মিসেস তাহেরা ম্যাডাম এর ৫ম মৃত্যুবার্ষিকীতে
গভীর শ্রদ্ধাঞ্জলি

Honoring the heart of healthcare. Celebrating, International Nurses Day 2025 at Popular Medical College Hospital with gr...
13/05/2025

Honoring the heart of healthcare. Celebrating, International Nurses Day 2025 at Popular Medical College Hospital with gratitude and pride for our compassionate caregivers.


বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল ২০২৫“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যত হোক আলোকিত”🩺 বিস্তারিত জানতে অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর...
07/04/2025

বিশ্ব স্বাস্থ্য দিবস
৭ এপ্রিল ২০২৫

“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যত হোক আলোকিত”

🩺 বিস্তারিত জানতে অথবা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে কল করুন: ০৯৬৬৬ ৭৮৭৮০০


Address

House No: 08, Road No: 02, Dhanmondi
Kalabaga
1207

Alerts

Be the first to know and let us send you an email when Popular Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Popular Medical College Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category