কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • Home
  • Bangladesh
  • Kapasia
  • কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্?

আপনার বিছানা-ই আপনার অসুস্থতার কারন নয়তো?বিছানার ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাস হলো:১) বিছানার চাদর: সপ্তাহে একদিন গরম পানি...
29/10/2025

আপনার বিছানা-ই আপনার অসুস্থতার কারন নয়তো?

বিছানার ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাস হলো:
১) বিছানার চাদর: সপ্তাহে একদিন গরম পানি দিয়ে ধোয়া
২) বালিশের কভার: প্রতি ২-৩ দিন পর পর বদলানো
৩) যেকোন অসুস্থতার পর পরেই চাদর বদল করা
৪) ৬ মাস পর পর বালিশ বদল করা বা ধোয়া (প্রযোজ্য ক্ষেত্রে)

এই অভ্যাসগুলো নিয়মিত বা করলে বিছানায় জমে যেতে পারে ডাস্ট মাইট, এক ধরনের আণুবীক্ষণিক কীট। এরা মৃত চামড়া খেয় বেচে থাকে এবং শরীরে এলার্জি, একজিমা ও শ্বাসকস্টের মত রোগের সৃষ্টি করতে পারে।

বালিশে কভার ও বালিশ ব্যাক্টেরিয়ার শস্যক্ষেত্রে পরিনত হয়ে যেতে পারে, তৈরি করতে পারে ব্রণের মত সমস্যার। এছাড়াও পেটের ক্ষতিকর জীবাণু বিছানার চাদরে ৪ ঘন্টা এবং ইনফ্লুয়েঞ্জার জীবাণু ১৫ মিনিট পর্যন্ত বেচে থাকতে পারে।

যাদের বাসায় পোষা প্রাণী আছে তাদের ক্ষেত্রে নানা ধরনের জীবাণু পশুর গা থেকে বিছানায় এবং সেখান থেকে মানুষে সংক্রমন করতে পারে।

সুতরাং, সুস্থতার খাতিরে বিছানা পরিষ্কার রাখুন!

টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫.গাজীপুর জেলার মধ্যে কাপাসিয়া উপজেলা রেজিষ্ট্রেশন ও টিকা প্রদানে প্রথম।টিকা নিন,সুস্থ থাকুন।
28/10/2025

টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫.
গাজীপুর জেলার মধ্যে কাপাসিয়া উপজেলা রেজিষ্ট্রেশন ও টিকা প্রদানে প্রথম।
টিকা নিন,সুস্থ থাকুন।

28/10/2025
সহকারী অধ্যাপক হিসাবে পদন্নোতি পাওয়াতে অভিনন্দন।
23/10/2025

সহকারী অধ্যাপক হিসাবে পদন্নোতি পাওয়াতে অভিনন্দন।

সুপারী ও সিগারেট খাওয়ার অভ্যাস মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। এসব পদার্থে থাকা রাসায়নিক উপাদান মুখের কোষের ক্ষতি ...
22/10/2025

সুপারী ও সিগারেট খাওয়ার অভ্যাস মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। এসব পদার্থে থাকা রাসায়নিক উপাদান মুখের কোষের ক্ষতি করে এবং সময়ের সাথে ক্যান্সার সৃষ্টি করে। নিয়মিত সুপারী বা তামাকজাত পণ্য সেবনে মুখে ঘা, সাদা দাগ বা ব্যথা হতে পারে যা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। তাই এসব অভ্যাস পরিহার করা জরুরি।।
চাচার ভাষ্যমতে সুপারি না চিবাইলে নাকি মাথা ঝিমায়।।
এই ঘা নিয়ে নাকি তার কোন সমস্যা হয় না।।রিপোর্টে এ আসল ক্যান্সার ,চাচা আজকে থেকে বিড়ি ও সুপারি খাওয়া বাদ দেয়ার নিয়ত করল।।
Courtesy:Liton Mmc

আজ আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিভি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ হাবিব...
21/10/2025

আজ আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিভি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ হাবিবুর রহমান ।

জলাতঙ্ক (র‍্যাবিস) রোগে আক্রান্ত হয়ে পরাপারে চলে গেলেন কাজী মনিরুজ্জামান মান্না (৩৪)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজ...
20/10/2025

জলাতঙ্ক (র‍্যাবিস) রোগে আক্রান্ত হয়ে পরাপারে চলে গেলেন কাজী মনিরুজ্জামান মান্না (৩৪)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার বাসা ঝালকাঠি শহরের বাকলাই ফাঁড়িতে। বিকাশের ঝালকাঠি ব্রাঞ্চে সুপারভাইজার কাজ করতেন। মাসখানেক আগে সন্ধ্যায় নিজ এলাকায় একটি বিড়ালকে আদর করছিলেন। বিড়ালটি হঠাৎ তাকে কামড় দেয়। এসময় আশপাশ থেকে মানুষ এসে তার হাত থেকে বিড়ালটিকে ছাড়িয়ে দেয়। অনেকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তাকে। তবে পরে দেখবেন বলে বিষয়টিকে হালকা ভাবে নেন মান্না। কয়েকদিন আগে অফিসে বসে অবস্থা শঙ্কাপূর্ণ হলে চিকিৎসকের কাছে যান৷ এসময় এ রোগের চিকিৎসা নেই বলে জানান ডাক্তার।

👉👉 আমাদের সচেতন হতে হবে। বিড়াল ও নিজেকে অবশ্যই টিকা নিতে হবে।।

টাইফয়েড টিকার শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া গাজীপুর।
12/10/2025

টাইফয়েড টিকার শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া গাজীপুর।

11/10/2025

EPI Bangladesh
Bayazid Molla
আগামীকাল (১২/১০/২০২৫) থেকে টাইফয়েড এর টিকা দেওয়া শুরু
তাই দ্রুত রেজিষ্ট্রেশন করেফেলুন।

10/10/2025

বাচ্চাদের ঠিকমত গ্রোথ না হওয়া অর্থাৎ বয়স অনুযায়ী ওজন অনেক কম হওয়া,বদ হজম,খাবারে অরুচি,পেটে ব্যাথা,রক্তশূণ্যতা দেখা দেয়া,শরীর দূর্বল লাগা ইত্যাদি নানান সমস্যার জন্য বিভিন্ন ফ্যাক্টর দায়ী।এর মধ্যে কৃমি অন্যতম!

তাই বাচ্চার স্বাস্থ্যগত দিকটা সবসময় খেয়াল রাখা উচিত বাবা মায়ের।সন্তানের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সর্বেচ্চ সতর্ক থাকতে হবে।এ ব্যাপারে কোন অবহেলা করা উচিত না।

কৃমির প্রকোপ থেকে বাঁচতে নিম্নোক্ত কিছু পরামর্শ মেনে চলতে পারেন।

# ডোজ অনুযায়ী পরিবারের সবাই একইসাথে ঔষধ খাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

# বাচ্চাসহ সকলের হাত-পায়ের নখ কেটে ছোট রাখতে হবে।

# টয়লেটে অবশ্যই জুতা ব্যবহার করবেন।

# টয়লেটের পরে অবশ্যই ভাল করে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।

# প্রতিদিন সাবান দিয়ে গোসল করবেন।

# প্রতিদিন সাবান/ডিটারজেন্ট পাওডার দিয়ে নিত্য ব্যাবহার্য কাপড় চোপড় ধৌত করে রোদে শুকাবেন।

# যে কোন খাবার অবশ্যই ঢেকে রাখবেন।

# যতটা সম্ভব বাচ্চাদের বাহিরের খোলামেলা খাবার পরিহার করে চলবেন।বিশেষ করে স্কুলের বাচ্চারা স্কুলের সামনে খোলামেলা অস্বাস্থ্যকর খাবার বেশী খেতে দেখা যায়।

# খাওয়ার আগে ও পড়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।

# কোষ্ঠকাঠিন্য আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হয়ে কৃমির ঔষধ দেওয়ার আগে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করতে হবে।

# তাছাড়া কিছু সমস্যা থাকলে কৃমির ওষুধ খাওয়া যায়না।সেক্ষেত্রে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের পরামর্শ নিন।

# অনেকের ভুল ধারনা হলো কৃমির ওষুধ বৃষ্টির সিজনে খেতে হয়।এটা ঠিক না।কৃমির ওষুধ যে কোন সিজনেই খাওয়া যায়।

সরকারি হাসপাতালে কৃমির ওষুধ পাওয়া যায়।তাই প্রতি ৬ মাস অন্তর বাড়ীর সবাই কৃমির ওষুধ গ্রহন করুন।কৃমির বিভিন্ন রোগ থেকে বাঁচুন।

সচেতন থাকুন,সুস্থ থাকুন।❤️

গত২৬/৯/২০২৫ এবং ২৭/৯/২০২৫ তারিখ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬+৬  ২ দিনে মোট ১২ টি নরমাল ডেলিভারি হয়েছে। এবং মা ...
28/09/2025

গত২৬/৯/২০২৫ এবং ২৭/৯/২০২৫ তারিখ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬+৬ ২ দিনে মোট ১২ টি নরমাল ডেলিভারি হয়েছে। এবং মা ও বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।

21/09/2025

টাইফয়েড টিকার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল্যবান
পরামর্শ।
প্রচারে: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাপাসিয়া গাজীপুর।

Address

Kapasia
1730

Alerts

Be the first to know and let us send you an email when কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category