25/03/2023
The ordinary Retinol 0.2% in Squalane - 30ml
‣ For more details/price/order please contact us.
✉ Message: m.me/ochershopping
✆ Call:01633365567
রেটিনল ব্যবহার শুরু করতে চান? কিন্তু কোন পার্সেন্টেজ বা ব্র্যান্ড দিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না?
তাহলে বলবো দ্যা অর্ডিনারী রেটিনল ০.২% দিয়ে আপনার রেটিনল জার্নি শুরু করতে পারেন। এটি একদম বিগিনারদের কথা মাথায় রেখে ফর্মুলেট করা হয়েছে ফলে এর পার্সেন্টেজ একদমই কম মাত্রায় রাখা হয়েছে।
আপনার বয়স ২৫+ হয়ে থাকলে আপনি রেটিনল ব্যবহার শুরু করতে পারেন ত্বকে বয়সের ছাপ পড়াকে বিলম্বিত করতে। রেটিনল মূলত এই কারণেই জনপ্রিয় যে এটি অ্যান্টি-এজিং স্কিনকেয়ার ইনগ্রেডিয়েন্ট হিসেবে -
• আপনার ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করবে৷
• নিয়মিত ব্যবহারে ফাইন-লাইনস, রিংকেলস, পিগমেন্টেশন, আনইভেন স্কিনটোন, ওপেন পোরস, ইত্যাদি সমস্যা দূর করবে।
• নিউ একনি-ব্রেকআউটস রোধ করবে, এবং পুরনো একনি স্পটস কমিয়ে আনবে।
• অভারওল স্কিন টেক্সচার ইমপ্রুভ করবে লক্ষণীয়ভাবে।
• রেটিনল একনি-ট্রিটমেন্ট হিসেবেও বিশেষভাবে সমাদৃত। তাই একনি-প্রোন স্কিনে প্রথমবার রেটিনল/রেটিনয়েড ব্যবহারে একনি বেড়ে যেতে পারে। এতে যদিও ভয় পাওয়ার কিছু নেই, তবুও এই সতর্কতা মাথায় রেখে রেটিনল এড করবেন।
• তবে একনির জন্য রেটিনল ব্যবহার করতে চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে করা ভালো।
⛔ সতর্কতাঃ প্রথমবার রেটিনল ব্যবহারের সময় অনেকেরই স্কিনে ইরিটেশন, রেডনেস, পিলিং হয় বিশেষ করে চোখ ও মাউথ এরিয়ার আশেপাশে। তাই রেটিনল সবসময় লোয়েস্ট কনসেনট্রেশন থেকে ব্যবহার শুরু করতে হয় স্কিনকে এডজাস্ট হতে দেওয়ার জন্য।
❌❌❌ রেটিনল স্কিনকে সান সেনসিটিভ করে দেয় তাই হাইয়েস্ট সান প্রটেকশন ব্যবহার করার চেষ্টা করবেন। স্ট্রিক্টভাবে সানস্ক্রিন রুটিন মেইনটেইন করতে না পারলে রেটিনল বা এই জাতীয় স্ট্রং একটিভ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবেন না। তাতে ত্বক আরও ড্যামেজ হওয়ার আশংকা থাকে৷
❌ প্রেগন্যান্ট বা ব্রেস্টফিডিং মাদাররা রেটিনল/রেটিনয়েড আছে এমন প্রোডাক্ট ব্যবহার করবেন না।
👉 How to use:
Apply a small amount to face in the PM as part of your skincare regimen, after water-based serums but before heavier treatments. Do not use with other retinoid treatments. Avoid unprotected sun exposure.
✅ Patch testing before use is advised.
✅ If you are a beginner, start with just once a week, and then slowly increase usage up to a maximum of four times a week.
❌ Do not use other retinoid treatments such as retinol and retinoic acid, and vitamin-c, peptides, or direct acids on the same routine.