04/09/2025
হার্টের এওর্টিক ভালব পরিবর্তনের ১৫ বছর পরের ফলো আপ-
এই রোগীর অপারেশন করি ২০১০ সালে। রোগীর হার্টের এওর্টিক ভালব এ ক্যালসিয়াম জমে একদম শক্ত হয়ে চিকন হয়ে গিয়েছিল। একইসাথে হার্টের ফাংশন একদম কমে গিয়েছিল। সাথে 3rd degree heart block হয়ে হার্টের গতিও অনেক কমে গিয়েছিল। এত জটিল রোগীর জন্য সিদ্ধান্ত নেই অপারেশন করে এওর্টিক ভালব পরিবর্তন করে পরবর্তীতে পেসমেকার বসানোর। পরবর্তীতে সফল অপারেশনের মাধ্যমে রোগী সুস্থ হয়ে উঠে।
অনেকদিন পরে এবার এই রোগী চেম্বারে দেখাতে আসল। সে এখন খুবই ভাল আছে, সুস্থ আছে। আমি তার দীর্ঘায়ু কামনা করি।