Professor Dr. Asit Baran Adhikary D.Sc

Professor Dr. Asit Baran Adhikary D.Sc Cardiac Surgeon Prof Dr Asit Baran Adhikary (MBBS, MS(CV&T), PhD, DSc, FICS,FIACS,FRCS(Ed), FRCS(Eng)

হার্টের এওর্টিক ভালব পরিবর্তনের ১৫ বছর পরের ফলো আপ-এই রোগীর অপারেশন করি ২০১০ সালে। রোগীর হার্টের এওর্টিক ভালব এ ক্যালসিয়...
04/09/2025

হার্টের এওর্টিক ভালব পরিবর্তনের ১৫ বছর পরের ফলো আপ-
এই রোগীর অপারেশন করি ২০১০ সালে। রোগীর হার্টের এওর্টিক ভালব এ ক্যালসিয়াম জমে একদম শক্ত হয়ে চিকন হয়ে গিয়েছিল। একইসাথে হার্টের ফাংশন একদম কমে গিয়েছিল। সাথে 3rd degree heart block হয়ে হার্টের গতিও অনেক কমে গিয়েছিল। এত জটিল রোগীর জন্য সিদ্ধান্ত নেই অপারেশন করে এওর্টিক ভালব পরিবর্তন করে পরবর্তীতে পেসমেকার বসানোর। পরবর্তীতে সফল অপারেশনের মাধ্যমে রোগী সুস্থ হয়ে উঠে।
অনেকদিন পরে এবার এই রোগী চেম্বারে দেখাতে আসল। সে এখন খুবই ভাল আছে, সুস্থ আছে। আমি তার দীর্ঘায়ু কামনা করি।

03/09/2025
03/09/2025

💓 হৃদয়ের যত্নে, হৃদয় থেকে সেবা।

জনাব আবুল কাশেম পাটোয়ারী সাহেবের শ্বশুর আনোয়ার হোসেন কিছুদিন ধরে বুকে ব্যথা ও হাঁটাচলার সমস্যায় ভুগছিলেন।
পরীক্ষা-নিরীক্ষা ও অভিজ্ঞ প্রফেসর ডা. চন্দন কুমার সাহা স্যারের পরামর্শে অ্যাঞ্জিওগ্রাম করালে দেখা যায়, তাঁর হার্টে দুটি ব্লক রয়েছে এবং বাইপাস সার্জারি করা প্রয়োজন।

স্যার তাঁকে রেফার করেন অভিজ্ঞ হার্ট সার্জন প্রফেসর ডা. অসিত বরন অধিকারী স্যারের কাছে।
ইমপাল্‌স হাসপাতালেই সফলভাবে সার্জারি সম্পন্ন হয়, আর বর্তমানে রোগী প্রায় সম্পূর্ণ সুস্থ।

🌿 একজন জটিল হৃদরোগী, সঠিক সময়ে সঠিক চিকিৎসায় ফিরে পেয়েছেন সুস্থ জীবন।

PROF. DR. ASIT BARAN ADHIKARY
MBBS, MS (CV & T), Ph.D, D.Sc (CTS), FICS, FIACS, FRCS (Ed), FRCS (Eng)
Gold Medalist, Ex-President, Association of Thoracic & Cardiovascular Surgeons of Asia (ATCSA)
President, Bangladesh Association of Cardiac, Vascular & Thoracic Surgeon (BACVTS)
Council Member ASCVTS, Ex-Chairman & Chief of Special Unit, Cardiac Surgery,
BSSMMU, Dhaka
Cardiac, Vascular and Thoracic Specialist

📍 ইমপাল্‌স হাসপাতাল, তেজগাঁও, ঢাকা
📞 ০১৩১৩৪৩৪৪২২ / ০১৩১৩৪৩৪৪২৫
☎ হটলাইন: ১০৬৪৪

জটিল জন্মগত ত্রুটির (Tetralogy of Fallot's) সফল অপারেশন সম্পন্ন করা হল-মেয়েটির ছোটবেলা থেকেই খেলাধূলা করলে বা কোন ভারী ক...
09/07/2025

জটিল জন্মগত ত্রুটির (Tetralogy of Fallot's) সফল অপারেশন সম্পন্ন করা হল-

মেয়েটির ছোটবেলা থেকেই খেলাধূলা করলে বা কোন ভারী কাজ করলেই সারা শরীর নীল হয়ে যেত। এভাবে অনেকদিন পার হয়েছে। মাঝে অনেক ডাক্তার দেখিয়েছে তারা। এরপর কিছুদিন আগে আমার কাছে আসে। আমি তাদের অপারেশনের সফলতা ও ঝুকির কথা বিস্তারিত ব্যাখ্যা করি।

পরবর্তীতে রোগীর সকল পরীক্ষা নীরিক্ষা করে তার অপারেশন সম্পন্ন করি। হার্টের ছিদ্রটি অনেক বড় ছিল। সেটা বন্ধ করি (PTFE patch closure of VSD)। এরপর তার ফুসফুসের মূল রক্তনালী ও বাম দিকের ফুসফুসের রক্তনালী অনেক চিকন ছিল। দুইটি রক্তনালী একিসাথে বড় করি (Excision of infundibular muscle band and pericardial patch augmentation of MPA and LPA) যেটা অনেক চ্যালেঞ্জিং ছিল। সব মিলিয়ে সবকিছু ঠিকভাবেই সম্পন্ন হয়।

অপারেশনের ৫ দিন পরে রোগীকে সুস্থ অবস্থায় ছুটি দেই। মেয়েটি এখন পুরোপুরি সুস্থ, তার মুখে ভয়ের ছাপ থেকে এখন হাসি চলে এসেছে।

হার্টের অপারেশন অনেক জটিল একটি প্রক্রিয়া। একেকটি অসুস্থ হার্টের অপারেশন করতে গিয়ে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জটিলতার সম্মুখীন হই। বেশিরভাগ ক্ষেত্রে সফলতা আসলেও প্রতি ১০০ জনে ১-২ জনের ক্ষেত্রে শত চেষ্টার পরেও সৃস্টিকর্তার সিদ্ধান্তের উপর হার মানতে হয়। সৃষ্টিকর্তা আমাদের আরও বেশি মানুষের সুস্থ করে তুলতে সহায়তা করুন এটাই কামনা।

হার্টের বাইপাস সার্জারীর ( Coronary Artery Bypass Surgery) সফলতার গল্প-এই ভদ্রলোক এসেছিলেন বেশ কিছুদিন আগে। উনার হার্টের...
02/07/2025

হার্টের বাইপাস সার্জারীর ( Coronary Artery Bypass Surgery) সফলতার গল্প-

এই ভদ্রলোক এসেছিলেন বেশ কিছুদিন আগে। উনার হার্টের প্রধান ৩টি রক্তনালী খুব বেশি মাত্রায় ব্লক হয়ে গিয়েছে। দীর্ঘদিন এমন ব্লক থাকায় হার্টের গতি অনেক কমে গিয়ে যেখানে স্বাভাবিক হার্টের গতি থাকে ৭০-১০০ বিট/মিনিট, উনার হয়ে গিয়েছিল ৩৫-৪৫ বিট/মিনিট। উনাকে বেশ কয়েকজন কার্ডিওলজিষ্ট বলেছেন পেসমেকার বসানোর জন্য।
পরবর্তীতে রোগী আমার কাছে আসে। আমি দেখলাম রোগীর এমন অবস্থায় বাইপাস সার্জারী করে দিলে হার্টের রক্ত চলাচল স্বাভাবিক হলে তার এই হার্টের গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে রোগীকে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি রেখে ঔষধপত্র দিয়ে অপারেশনের জন্য রেডী করে সফলভাবে বাইপাস সার্জারী সম্পন্ন করি।
অপারেশন পরবর্তী ৫ দিনের মাঝে রোগীর হার্টের গতি পূর্বের তুলনায় ৩৫-৪০ বিট/মিনিট থেকে বেড়ে ৮০ বিট/মিনিট এ উন্নীত হয়। রোগীকে ছুটি দেওয়ার সময় তার হার্টের গতি ছিল ৮৫ বিট/মিনিট।

এরকম রোগী এর আগে প্রায় ৬০ জনের মত অপারেশন করেছি। তাদের মাঝে মাত্র ১ জনের ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হয়েছি। বাকী সবাই সৃষ্টিকর্তার আশীর্বাদে ভাল আছে, সুস্থ আছে। সৃষ্টিকর্তা সকল রোগীদের দীর্ঘায়ু দিন এই কামনা করি।

হার্টের ভালব অপারেশনের (Mitral Valve Replacement) ২৯ বছর পরে রোগীর ফলো আপ-রোগী মাইট্রাল ভালব এর সমস্যা নিয়ে এসেছিলেন সেই...
29/06/2025

হার্টের ভালব অপারেশনের (Mitral Valve Replacement) ২৯ বছর পরে রোগীর ফলো আপ-

রোগী মাইট্রাল ভালব এর সমস্যা নিয়ে এসেছিলেন সেই ১৯৯৬ সালে। সেইসময় সবকিছু দেখে পরীক্ষা নীরিক্ষা করে সফলভাবে উনার ভালব পরিবর্তন করি (Mitral Valve Replacement)।
এরপর দীর্ঘ ২৯ বছর পার হয়ে গিয়েছে। এখনো নিয়মিত ঔষধ খান, সঠিকভাবে হাটাচলা করেন, নিয়ম মেনে চলেন। উনার এত ভাল অবস্থা দেখে খুব ভাল লাগল।
আমি উনার দীর্ঘায়ু কামনা করি।

হার্টের টিউমারের(Left Atrial Myxoma) সফল অপারেশন -ভদ্রলোকের বাড়ি হবিগঞ্জ জেলায়। কয়েকদিন আগে চেক করাতে গিয়ে হার্টে এই টিউ...
27/06/2025

হার্টের টিউমারের(Left Atrial Myxoma) সফল অপারেশন -

ভদ্রলোকের বাড়ি হবিগঞ্জ জেলায়। কয়েকদিন আগে চেক করাতে গিয়ে হার্টে এই টিউমার ধরা পড়ে। পরবর্তীতে উনারা বেশ কয়েকজন ডাক্তার দেখিয়েছেন, সর্বশেষে আমার কাছে আসেন। আমি উনাদের আশ্বস্ত করি।

পরবর্তীতে সকল চেক আপ করে রোগীর ফিটনেস দেখে নিয়ে টিউমারটি হার্টের ভিতর থেকে সফলভাবে অপসারণ করি। টিউমারটি বড় হয়ে হার্টের ভিতরে রক্ত চলাচল প্রায় বন্ধ করে দিয়েছিল। অপারেশনের পরবর্তী ২ ঘন্টার মাঝেই রোগীর জ্ঞান ফিরে আসে। এরপর ৬ দিন পরে রোগীকে ছুটি দেই। সে এখন ভাল আছে, সবদিক দিয়ে সুস্থ আছে। আমি তার দীর্ঘায়ু কামনা করি।

হার্টের এওর্টিক ভালব পরিবর্তনের (Aortic Valve Replacement) ১৫ বছর পরে ফলো আপ-ভদ্রলোকের বাতজ্বরজনিত কারণে হার্টের এওর্টিক...
24/06/2025

হার্টের এওর্টিক ভালব পরিবর্তনের (Aortic Valve Replacement) ১৫ বছর পরে ফলো আপ-

ভদ্রলোকের বাতজ্বরজনিত কারণে হার্টের এওর্টিক ভালব নষ্ট হয়ে গিয়েছিল। সেই ২০১০ সালে অপারেশন করেছি। পরে ফলো আপে ছিলেন। এবার আসলেন অনেকদিন পর। প্রায় ১৫ বছর পার হয়ে গেছে এর মাঝে। ভদ্রলোক এখনও নিয়ম মেনে চলেন, ঠিকমত ঔষধ খান। আমি উনার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করি।

জটিল জন্মগত হৃদরোগ (Tetralogy of Fallots with Atrial Septal Defect) এর সফল অপারেশন সম্পন্ন করা হল-বাচ্চার বয়স ২ বছর। বাড়...
20/06/2025

জটিল জন্মগত হৃদরোগ (Tetralogy of Fallots with Atrial Septal Defect) এর সফল অপারেশন সম্পন্ন করা হল-

বাচ্চার বয়স ২ বছর। বাড়ি সিলেটে। জন্মের পর থেকেই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। একটু কিছু করলেই সারা শরীর নীল হয়ে যেত। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন। পরবর্তীতে কিছুদিন আগে আমার কাছে আসলে আমি উনাদের অপারেশনের সকল লাভ, ক্ষতি, ঝুকি বুঝিয়ে বলি। উনারা রাজি হন।
এর পরে রোগীর সফলভাবে অপারেশন করে ফুসফুসের রক্ত যাওয়ার প্রধান রক্তনালী (Main Pulmonary Artery) রিপেয়ার করি এবং হার্টের ২টি ছিদ্র (VSD & ASD) বন্ধ করে অপারেশন সম্পন্ন করি। অপারেশনের ৬ দিন পরে রোগীকে ছুটি দিয়ে দেই। বাচ্চাটা সবসময় সুস্থ থাকুক, ভাল থাকুক এই কামনা করি।

হার্টের জটিল জন্মগত ত্রুটি (Tetralogy of Fallot's) এর রোগীর অপারেশনের পরবর্তী ফলো আপ-এই রোগীকে প্রথম দেখি ২০১০ সালের দিক...
16/06/2025

হার্টের জটিল জন্মগত ত্রুটি (Tetralogy of Fallot's) এর রোগীর অপারেশনের পরবর্তী ফলো আপ-

এই রোগীকে প্রথম দেখি ২০১০ সালের দিকে। বাচ্চার শরীর একদম নীলচে হয়ে গিয়েছিল, ওজন একেবারেই বাড়ছিল না, ফুসফুসের অবস্থাও খুব খারাপ ছিল। সেই সময় রোগীর সকল রিপোর্ট ও শারীরিক কন্ডিশন দেখে এই জটিল জন্মগত হৃদরোগের অপারেশনের সিদ্ধান্ত নেই ২ স্টেজে করার। প্রাথমিক পর্যায়ের অপারেশন (Modified BT Shunt) সেইসময় সম্পন্ন করি।
এরপর ২য় পর্যায়ের অপারেশন (Total correction of TOF) করি প্রায় ৮ বছর পরে। সেইসময় রোগী একদম সুস্থ হয়ে বাড়ি চলে যায়। এরপর মাঝে মাঝে ফলো আপে আসত।

এবার কিছুদিন আগে ফলো আপে আসল। ছেলেটাকে দেখে মনটা ভাল হয়ে গেল। আগের কোন শ্বাসকষ্টের সমস্যাই নেই এখন। তার বয়সী অন্য ১০টা ছেলের মত সেও পড়ালেখা করে, অন্যান্য সবকিছুই করে। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

জটিল জন্মগত হৃদরোগ (Tetralogy of Fallots with Atrial Septal Defect) এর সফল অপারেশন সম্পন্ন করা হল-বাচ্চাটির বয়স ২ বছর। জ...
14/06/2025

জটিল জন্মগত হৃদরোগ (Tetralogy of Fallots with Atrial Septal Defect) এর সফল অপারেশন সম্পন্ন করা হল-

বাচ্চাটির বয়স ২ বছর। জন্ম থেকেই শ্বাসকষ্টের সমস্যা। একটু খেলাধুলা করলেই সারা শরীর নীল হয়ে যেত। বিভিন্ন হাসপাতালে বাচ্চাকে দেখিয়েছেন উনারা অপারেশনের জন্য। পরবর্তীতে আমার কাছে আসলে আমি উনাদের অপারেশনের সকল লাভ, ক্ষতি, ঝুকি বুঝিয়ে বলি। উনারা রাজি হন।
এর পরে রোগীর প্রিপারেশন করে সফলভাবে হার্ট থেকে ফুসফুসে রক্ত যাওয়ার প্রধান রক্তনালী (Main Pulmonary Artery) রিপেয়ার করি এবং হার্টের ২টি ছিদ্র (VSD & ASD) বন্ধ করে অপারেশন সম্পন্ন করি। অপারেশনের ৫ দিন পরে রোগীকে ছুটি দিয়ে দেই। বাচ্চাটা সবসময় সুস্থ থাকুক, ভাল থাকুক এই কামনা করি।

হার্টের দুইটি ভালব (Aortic and Mitral) পরিবর্তনের (Double Valve Replacement) ১৭ বছর পরে রোগীর ফলো আপ-এই রোগীর হার্টের দু...
05/06/2025

হার্টের দুইটি ভালব (Aortic and Mitral) পরিবর্তনের (Double Valve Replacement) ১৭ বছর পরে রোগীর ফলো আপ-

এই রোগীর হার্টের দুইটি ভালব এওর্টিক ভালব ও মাইট্রাল ভালব নষ্ট হয়ে গিয়েছিল। ২০০৮ সালে অপারেশন করে নষ্ট ভালব ২টি অপসারণ করে ২টি কৃত্রিম ভালব প্রতিস্থাপন (Double valve replacement) করি। এরপর মাঝে মাঝে ফলো আপে এসে ঔষধের ডোজ ঠিক করিয়ে যান।
এবার আসলেন কিছুদিন আগে। মাঝে ১৭ বছর পার হয়েছে। উনি ভাল আছেন, সুস্থ আছেন। সৃষ্টিকর্তা উনাকে আরও অনেক বছর ভাল রাখুন এই কামনা করি।

Address

Impulse Hospital, 304/E Tejgaon, Dhaka
Kazipara

Opening Hours

Monday 12:00 - 21:00
Tuesday 12:00 - 21:00
Wednesday 12:00 - 21:00
Thursday 12:00 - 17:00
Saturday 12:00 - 21:00
Sunday 12:00 - 21:00

Telephone

+8801310854424

Alerts

Be the first to know and let us send you an email when Professor Dr. Asit Baran Adhikary D.Sc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Professor Dr. Asit Baran Adhikary D.Sc:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram