20/09/2025
রোগীর নামঃ অর্ণব মজুমদার
বয়সঃ ৪ বছর পিতাঃসাধন মজুমদার
সিরিয়াল নাম্বারঃ ৭৯৪০ , ঠিকানাঃ কৃষ্ণ টিলা।
মাটিরাঙ্গা উপজেলা খাগড়াছড়ি পার্বত্য জেলা।
গত ০৩/০৯/২৫ তারিখে তার বাবা অর্ণব মজুমদার কে নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসেন। এসে বলেন তার ঘাড়ে, গলায় ও মাথায় উভয় পাশে গ্ল্যান্ড টিউমার আছে এবং মাথায় সোরিয়াসিস সাদৃশ্য skin disease ।আমি রোগীটিকে দেখে শুনে লক্ষণ সাদৃশ্য হোমিওপ্যাথিক ওষুধ ব্যবস্থা করি। ০৩/০৯/২৫ তারিখে প্রথম ডোজ এবং ১৬/০৯/২৫তারিখের দ্বিতীয় ডোজ ওষুধ নিতে এলে দেখা যায়, বাচ্চাটি প্রায় ৮০% সুস্থ হয়ে গেছে।মাথার চর্মারোগ গুলো নেই বললেই চলে এবং গ্ল্যান্ড টিউমার গুলোও ছোট হয়ে গেছে। যা আগের মত দেখা যাচ্ছে না।তাই রোগীর লক্ষণ মূল্যায়ন করে দ্বিতীয় ব্যবস্থাপত্র প্রদান করি।
হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ সবল জীবন গড়ুন।
যোগাযোগ ০১৯৭৩৬১১৩৬৫ / ০১৮৪২৬১১৩৬৫