স্মৃতি হোমিও হল-Srity Homoeo Hall

স্মৃতি হোমিও হল-Srity Homoeo Hall গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য চেকাপ এব?

20/09/2025

রোগীর নামঃ অর্ণব মজুমদার
বয়সঃ ৪ বছর পিতাঃসাধন মজুমদার
সিরিয়াল নাম্বারঃ ৭৯৪০ , ঠিকানাঃ কৃষ্ণ টিলা।
মাটিরাঙ্গা উপজেলা খাগড়াছড়ি পার্বত্য জেলা।
গত ০৩/০৯/২৫ তারিখে তার বাবা অর্ণব মজুমদার কে নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসেন। এসে বলেন তার ঘাড়ে, গলায় ও মাথায় উভয় পাশে গ্ল্যান্ড টিউমার আছে এবং মাথায় সোরিয়াসিস সাদৃশ্য skin disease ।আমি রোগীটিকে দেখে শুনে লক্ষণ সাদৃশ্য হোমিওপ্যাথিক ওষুধ ব্যবস্থা করি। ০৩/০৯/২৫ তারিখে প্রথম ডোজ এবং ১৬/০৯/২৫তারিখের দ্বিতীয় ডোজ ওষুধ নিতে এলে দেখা যায়, বাচ্চাটি প্রায় ৮০% সুস্থ হয়ে গেছে।মাথার চর্মারোগ গুলো নেই বললেই চলে এবং গ্ল্যান্ড টিউমার গুলোও ছোট হয়ে গেছে। যা আগের মত দেখা যাচ্ছে না।তাই রোগীর লক্ষণ মূল্যায়ন করে দ্বিতীয় ব্যবস্থাপত্র প্রদান করি।
হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ সবল জীবন গড়ুন।
যোগাযোগ ০১৯৭৩৬১১৩৬৫ / ০১৮৪২৬১১৩৬৫

রোগীর নামঃ আরিয়ান হোসেনবয়সঃ৪ বছর    ,  পিতাঃ মোঃ আব্দুল মালেকসিরিয়াল নাম্বারঃ ৭৪৩৪ , ঠিকানাঃ ভুধুম পাড়া। মাটিরাঙ্গা উপ...
05/11/2024

রোগীর নামঃ আরিয়ান হোসেন
বয়সঃ৪ বছর , পিতাঃ মোঃ আব্দুল মালেক
সিরিয়াল নাম্বারঃ ৭৪৩৪ , ঠিকানাঃ ভুধুম পাড়া।
মাটিরাঙ্গা উপজেলা খাগড়াছড়ি পার্বত্য জেলা।
গত ১৮/০৮/২৪ তারিখে তার বাবা আরিয়ান কে নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসেন। এসে বলেন তার ঘাড়ে ও গলায় উভয় পাশে গ্লেন টিউমার আছে ।পূর্বে এলোপ্যাথিক চিকিৎসা নিয়েছেন ।এমনকি বিজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্রথমবার অপারেশন করেন বেশ কিছুদিন ভালো থাকার পরে আবারো সেই স্থানে অর্থাৎ অপারেশনের আশেপাশে গ্ল্যান্ড টিউমার দেখা দেয়, অতঃপর রোগী পুনরায় ডাক্তারদের পরামর্শ নিলে ডাক্তারগণ দ্বিতীয়বার অপারেশন করতে বলেন। তারা দ্বিতীয়বারও অপারেশন করিয়ে নেয় । কিছুদিন ভালো থাকার পর পুনরায় আবার গ্ল্যান্ড টিউমার অপারেশনে আশেপাশে স্থানগুলোতে দেখা দেয়।আমি রোগীটিকে দেখে শুনে লক্ষণ সাদৃশ্য হোমিওপ্যাথিক ওষুধ ব্যবস্থা করি। ১৮/ ৮/ ২৪ তারিখে প্রথম ডোজ এবং ০২/০৯/২৪ তারিখের দ্বিতীয় ডোজ ঔষধ ব্যবস্থা করি ০৪/১১/২৪ আরিয়ানকে নিয়ে তার বাবা এসে দেখালো এবং জানালো তার গ্ল্যান্ড টিউমার ভালো হয়ে গেছে। হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ সবল জীবন গড়ুন।

15/10/2024

হোমিও চিকিৎসা সেবা গ্রহণ করুন,
রোগমুক্ত জীবণ গড়ুন।

গত ১৮/০৮/২৪ ইং রাতে আমার চেম্বারে নতুন পাড়া থেকে একটি রোগী এসে,, বলে আমার ২ বছরের বাচ্ছা এটি রূপার চেইন খেয়ে ফেলেছে  ১০-...
19/08/2024

গত ১৮/০৮/২৪ ইং রাতে আমার চেম্বারে নতুন পাড়া থেকে একটি রোগী এসে,, বলে আমার ২ বছরের বাচ্ছা এটি রূপার চেইন খেয়ে ফেলেছে ১০-১৫ দিন হচ্ছে। মাটিরাংঙ্গা, খাগড়াছড়ি,ও চট্টগ্রামে ড্ঃ দেখিয়েছেন। দেখে বিশেষঅজ্ঞ ডাক্তার গণ-বলেছেন,বর্তমানে চেইনটি পাকস্থলীর ভিতরে আছে। অপারেশন করতে হবে। অতঃপর গতকাল আমার কাছে আসলে আমি কিছু লক্ষ্যনসাদৃশ্য ঔষধ দিয়ে বিদায় করি। আজ ১৯/০৮/২৪ইং তারিখে সকাল ১১ টায় ফোন করে জানায় পায়খানার সাথে চেইটি বের হয়ে গেছে। বর্তমানে বাচ্ছা সুস্থআছে।

26/03/2023
18/03/2023

রোগীর নামঃ লাদু ত্রিপুরা
বয়সঃ ৩৭ বছর , পিতাঃ বোঙ্কে ত্রিপুরা
সিরিয়াল নাম্বারঃ ৬৫২০ , ঠিকানাঃ নারায়ণ পাড়া।
মাটিরাঙ্গা উপজেলা খাগড়াছড়ি পার্বত্য জেলা।
দুই মাস যাবত প্রসাবে জ্বালাপোড়া ,প্রস্রাবের শেষ মুহূর্তে জ্বালা। প্রস্রাব লাল রংয়ের হয়। প্রস্রাব আটকে আসে ইত্যাদি লক্ষণ নিয়ে গত ২৭/০২/২৩ইং তারিখে রোগীটি চিকিৎসার জন্য আমার কাছে আসে। আমি লক্ষণ সাদৃশ্য ঔষধ প্রদান করি। অতঃপর ০৬/০৩/২৩ইঃ তারিখে পুনরায় রোগীটি আমার কাছে আসে এবং সে জানায় প্রসাবের সাথে তাঁর দু-তিনটা পাথর বের হয়ে যায়। সে পাথর গুলো হাতে ধরে দেখেছে। পাথর গুলো বের হওয়ার পর থেকে তার জ্বালাপোড়া কিছুই নেই, সুস্থ হয়ে গেছে।অতপর আমি তাকে PT ঔষধ দিয়ে বিদায় করি।সাক্ষাৎকারমূলক ভিডিও নিতে গেলে রোগীটি খুবি নারভাস ফিল করছিল। কেননা সে প্রত্যন্ত অঞ্চলের ট্রাভেল জনগোষ্ঠীর ছিল গুছিয়ে কথা বলতে পারছিল না, অনেক কথা বলতেও ভুলে গেছেন।

20/09/2022
25/12/2021
25/12/2021

হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিন, নিজেকে সুস্থরাখুন।

Address

Choudhury Market, Matiranga Bazar, Matiranga
Khagrachari
4450

Opening Hours

Monday 10:00 - 13:30
16:30 - 21:30
Tuesday 10:00 - 13:30
16:00 - 21:30
Wednesday 10:00 - 13:30
16:00 - 21:30
Thursday 10:00 - 13:30
16:00 - 21:30
Friday 10:00 - 13:30
16:00 - 21:30
Saturday 10:00 - 13:30
16:00 - 21:30
Sunday 10:00 - 13:30
16:00 - 21:30

Telephone

+8801713611365

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্মৃতি হোমিও হল-Srity Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to স্মৃতি হোমিও হল-Srity Homoeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram