20/10/2025
#এভাবেই_চলছে_আমাদের_জরুরি সেবা।
আজ সকাল সাড়ে ৭টায় ইমার্জেন্সি থেকে সিনিয়র নার্স Nunika Chakma মেসেঞ্জারে এক্সরে ছবি পাঠিয়ে দিয়ে জানালেন রোগীর ব্লি★ডিং হচ্ছে।
এক্সরে দেখলাম ক*নুই জো*ড়া স*রে গেছে (Elbow Dislocation)- যা ইমার্জেন্সি।
রোগীকে দেখতে যাবো- কিন্তু ছোট ছেলে ইথানকে দেখাশোনা করার মতো কেউ নেই।
মিসেস গেছে ভাতিজা বিপিলকে নিয়ে বাজার করতে আজ নাকি হাফ বাজার। কাজের মেয়ে টিউটর এর নাস্তা বানাতে ব্যস্ত।
ইন্টার্ণ প্রসিতকে বললাম বাইক নিয়ে আসতে, কি আর করা ইথানকে কোলে নিয়ে আমরা গেলাম জরুরি বিভাগে।
বিপত্তি বাধলো - ইথান আমাকে ছাড়া কারো কাছে যাবে না।
তাই ওকে কোলে নিয়ে ক*নুই জো*ড়া বসিয়ে দিলাম।
ধন্যবাদ সিনিয়র স্টাফ নার্স নুনিকা - রোগীর জরুরি অবস্থা জেনে অসময়ে কল দিয়ে রোগীকে য*ন্ত্রণা থেকে মু*ক্তি দেয়ার জন্য। প্রসিতকে ও ধন্যবাদ।