BAG O BAZAR

BAG O BAZAR Future shop for your choice and health.

21/04/2023

আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদ মোবারক

  ,  ,  ,  , রক্তচাপ বা ব্লাড প্রেসার এর কথা আমরা অনেকেই শুনেছি। কিন্তু আমরা অনেকেই এর সম্পর্কে বিস্তারিত জানি না।রক্ত চ...
26/02/2023

, , , ,
রক্তচাপ বা ব্লাড প্রেসার এর কথা আমরা অনেকেই শুনেছি। কিন্তু আমরা অনেকেই এর সম্পর্কে বিস্তারিত জানি না।রক্ত চলাচলের সময় ধমনির গায়ে যে চাপ তৈরি হয়, তাকে রক্তচাপ বলে।
রক্তচাপ দুই প্রকার৷ যথা:
(১) সিস্টোলিক রক্তচাপ
(২) ডায়াস্টোলিক রক্তচাপ
স্বাভাবিক রক্তচাপ
সাধারণত 120/80 mmHg এর চেয়ে কম রক্তচাপকে স্বাভাবিক বলা হয়, যেখানে 120 সিস্টোলিক এবং 80 ডায়াস্টলিক রক্তচাপ। যদিও বয়স নির্বিশেষে রক্তচাপ খানিকটা বেশি বা কম হতে পারে।
যদি আপনার রক্তচাপ 90/60 বা তার কম থাকে, তারমানে আপনার নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার। যদি আপনার রক্তচাপ 140/90 বা তার বেশি হলে হয়ত আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হয়েছে (হাইপারটেনশন)।
উচ্চ রক্তচাপ হলে কী সমস্যা হয়ঃ
১. উচ্চ রক্তচাপ থেকে হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে যেতে পারে এবং এর ফলে দুর্বল হৃদযন্ত্র রক্ত পাম্প করতে না পেরে ব্যক্তির হৃতপিণ্ড কাজ বন্ধ করতে পারে বা হার্ট ফেল করতে পারে।
২. মস্তিষ্কে স্ট্রোক বা রক্তক্ষরণও হতে পারে। এরকম ক্ষেত্রে রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকে।
আর বিশেষ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণে রেটিনায় রক্তক্ষরণ হয়ে একজন মানুষ অন্ধত্বও বরণ করতে পারেন।
উচ্চ রক্তচাপের লক্ষণ
• বমি বমি ভাব বা বমি হওয়া
• রাতে ভালো ঘুম না হওয়া
• প্রচণ্ড মাথা ব্যথা করা, মাথা গরম হয়ে যাওয়া এবং মাথা ঘোরানো
• ঘাড় ব্যথা করা
• অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলা

রক্তচাপের স্বাভাবিক মাত্রা যখন কমের দিকে অর্থাৎ লো ব্লাড প্রেসারঃ
• বয়স্ক ব্যক্তিদের নানা কারণে রক্তচাপ কমতে পারে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো নানাবিধ ওষুধের ব্যবহার।
• রাতে, ঘুমের মধ্যে বা ঘুমের পরে এবং খাওয়ার পর রক্তচাপ খানিকটা কম থাকে।
• অন্তঃসত্ত্বা অবস্থার প্রথম দিকে রক্তচাপ কম থাকতে পারে।
কম রক্তচাপের লক্ষণ
রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমে গেলে সাধারণত যেসব লক্ষণ দেয়, তা হলো:
• মাথা ঝিমঝিম, মাথা ঘোরা বা মাথা হালকা বোধ করা।
• বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালে ভারসাম্যহীনতা।
• দুর্বল লাগা।
• চোখে ঘোলা বা অন্ধকার দেখা।
• খুব তৃষ্ণা অনুভূত হওয়া।
• হঠাৎ পড়ে যাওয়া বা জ্ঞান হারানো।
• স্বাভাবিকের চেয়ে দ্রুত গতির হৃৎস্পন্দন।
• হাত-পা ঠান্ডা হয়ে আসা।
• প্রস্রাব কম হওয়া।
রক্তচাপ বেড়ে গেলে বা কমে গেলে দুটাই শরীরের জন্য খারাপ। তাই সবসময় আপনার শরীরের রক্তচাপ বা ব্লাড প্রেসার সম্পর্কে সচেতন থাকুন আর নিয়মিত ব্লাড প্রেসার মাপুন। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।
ব্লাড প্রেসার মাপার জন্য আজকাল অনেকেই নিজের বাসায় ব্লাড প্রেসার মাপার মেশিন রাখেন। তবে খেয়াল রাখবেন প্রেসার মাপার মেশিনটা যেনো ভাল মানের হয় নাহলে কিন্তু রিডিং সঠিক হবে না। আর এতে আপনি বিভ্রান্তও হতে পারেন। তাই ভালো মানের একটি প্রেসার মাপার মেশিন কিনুন নিজ দ্বায়িত্বে।
আমরা আপনাদের দিচ্ছি অরিজিনাল জাপানি কম্পানির সবচাইতে ভালো মেশিন **ALPK2**.

আমাদের অরিজিনাল ALPK2 মেশিনটির বর্তমান মূল্য = ৩০০০টাকা

তোকমা দানা ঃতোকমা দানা চেনেন না এরকম লোক খুবই কমই আছে। জেনে অবাক হবেন, অ্যাজটেক ও মায়ান সভ্যতার সময়ে এখনকার তোকমা দানাকে...
26/02/2023

তোকমা দানা ঃ
তোকমা দানা চেনেন না এরকম লোক খুবই কমই আছে। জেনে অবাক হবেন, অ্যাজটেক ও মায়ান সভ্যতার সময়ে এখনকার তোকমা দানাকে বেশ সমাদর ও প্রয়োজনীয় উপাদান হিসেবে দেখা হতো। প্রচুর পুষ্টিগুন ও মিনারেল সমৃদ্ধ এই দানা স্বাস্থ্যসচেতন প্রতিটি মানুষের কাছে বেশ পরিচিত। ছোট ছোট নরম এই বীজটি `সালভিয়া হিসপানিকা` নামেও পরিচিত। বাদামি, কালো, সাদা বিভিন্ন রঙয়ের হয়ে থাকে এই তোকমা।
গুনাগুনঃ
এই তোকমা দানায় রয়েছে প্রয়োজনীয় ম্যাংগানিজ, ক্যালসিয়াম, লৌহ, ক্যালসিয়াম, থিয়ামিন, ম্যাংগানিজ, দস্তা, ফসফরাস, ভিটামিন-বি, ফোলেইট এবং রিবোফ্ল্যাভিন।
উপকারিতাঃ
 ওজন কমাতে
 শরীরে শক্তি উত্পন্ন করে
 দেহের তাপ কমায়
 রক্তে চর্বির পরিমাণ কমায়
 রক্তের শর্করা নিয়ন্ত্রণ
 কোষ্টকাঠিন্য দূর করে
 এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্রদাহ, ক্যানসার কোষ প্রতিরোধ এবং বার্ধক্য রোধে সহায়তা করে
 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
মূল্যঃ
আমরা আপনাদের দিচ্ছি উন্নতমানের তোকমা দানা সুলভ মূল্যে।
***১০০ গ্রাম প্যাকের দাম = ৪০ টাকা,
***২৫০ গ্রাম প্যাকের দাম = ৯০ টাকা
***৫০০গ্রাম প্যাকের দাম = ১৭০ টাকা

ইসবগুলের ভুসি (Psyllium husk) ঃদীর্ঘদিন যাবৎ যারা পেটের কোষ্ঠকাঠিন্যে ভুগছেন; তারা বেশিরভাগ সময়ই লজ্জায় এ মারাত্মক সমস্য...
26/02/2023

ইসবগুলের ভুসি (Psyllium husk) ঃ
দীর্ঘদিন যাবৎ যারা পেটের কোষ্ঠকাঠিন্যে ভুগছেন; তারা বেশিরভাগ সময়ই লজ্জায় এ মারাত্মক সমস্যার কথা কাউকে বলতে পারেন না। কিন্তু এতে তিনি নিজের ক্ষতিই করছেন। এসব সমস্যার সমাধান করবে ইসবগুলের ভুসি ইসবগুলের ভুসিকে বলা হয় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের সবচেয়ে কার্যকরী ঔষধ। এতে উপস্থিত অদ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য রোগের নিরাময় করতে সাহায্য করে।
আসুন জেনে নেই ইসুবগুলের ভুসির সকল গুনের কথাঃ
১. কোষ্ঠকাঠিন্য দূর করে,
২. রক্তে কোলেস্টেরল কমায়,
৩. ডায়রিয়া প্রতিরোধ করে,
৪. ওজন কমায়,
৫. ডায়াবেটিস প্রতিরোধ করে,
৬. অ্যাসিডিটি কমায়

ইসবগুলের ভুসি খাওয়ার নিয়মঃ
৫-১০ গ্রাম ইসবগুল নিয়ে ১ কাপ ঠাণ্ডা বা গরম পানিতে আধাঘণ্টা ভিজিয়ে রেখে তাতে ২-৩ চামচ চিনি মিশিয়ে সকালে খালি পেটে খেলে বা রাতে শোয়ার আগে খেলে উপকার পাওয়া যায়। যারা দীর্ঘদিনের কোষ্ঠকঠিন্যতায় ভুগছেন তারা ২ মাস নিয়মিত খেলে কোষ্ঠকঠিন্য দূর হবে। পেট স্বাভাবিক হলে সপ্তাহে ১-২ দিনের বেশি না খাওয়াই ভালো। বেশি মাত্রায় খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে।

তবে খেয়াল রাখবেন যেনো ভাল মানের ইসবগুলের ভুসিই আপনাকে সঠিক ফলাফল দেবে। তাই আমরা আপনাদের স্বাস্থের কথা বিবেচনা করে দিচ্ছি উৎকৃষ্ট মানের ইসবগুলের ভুসি। তাও আবার সুলভ মূল্যে।
আমাদের প্রতিঃ
**১০০ গ্রাম প্যাকের মূল্য = ১৫০ টাকা ও
**২৫০ গ্রামে প্যাকের মূল্য = ৩৬০ টাকা

চিয়া সিড (Chia Seeds)ঃ  Seeds,  ,  ,  ,  সালিভা হিসপানিকা উদ্ভিদ থেকে পাওয়া যায় এই চিয়া সিড। এতে রয়েছে ক্লোরোজেনিক এসিড ...
26/02/2023

চিয়া সিড (Chia Seeds)ঃ
Seeds, , , ,
সালিভা হিসপানিকা উদ্ভিদ থেকে পাওয়া যায় এই চিয়া সিড। এতে রয়েছে ক্লোরোজেনিক এসিড নামক এক ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট, রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩, ক্যাফিক এসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, কোয়েরসেটিন, কেম্পফেরল এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ।
চিয়া সিডের পুষ্টিগুনঃ
এর মধ্যে আছে অনেক পুষ্টিগুন। দুধের চেয়ে পাঁচ গুন ক্যালশিয়াম, ভিটামিন সি আছে কমলালেবুর চেয়ে সাত গুন, আয়রন আছে পালং শাকের তিন গুন। পটাশিয়াম আছে কলার চেয়ে দ্বিগুন ওমেগা থ্রি আছে মাছে চেয়ে আট গুন।
চিয়া সিড খাওয়ার নিয়মঃ
বর্তমান সময়ে স্বাস্থ্যকর ব্রেকফাস্টের তালিকায় যোগ হয়েছে এই চিয়া সিড। সর্বাধিক উপকারিতা পাওয়ার জন্য এটি পানিতে ভিজিয়ে খেতে হবে। এটি শরবত হিসেবেও খেতে পারেন। আপনি চাইলে টিক দই, শসার সাথে খেতে পারেন। এছাড়া ব্লেন্ডারে কলা, খেজুর, বাদাম ইত্যাদির সাথে খেতে পারেন এই বীজ। সালাদ হিসেবেও চিয়া বীজ খাওয়া যায়। নারিকেলের পানি বা পছন্দের মতো অন্য ফলের রসের সাথেও খেতে পারেন।
**ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর আগে পানি ও ২/৩ চামুচ লেবুর রসের সাথে চিয়া সিড খেলে খুবই ভালো ফল পাবেন।
চিয়া সিডের উপকারিতাঃ
১. শক্তি বাড়ায় ও কর্মক্ষমতাও বৃদ্ধি করে।
২. ওজন কমায়
৩. রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রনে রাখে
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৫. হাড়ের ক্ষয় রোধ করে
৬. শরীরের টক্সিন পদার্থ বের করে আনে
৭. ক্যান্সার রোধ করে
৮. হজমে সহায়তা করে
৯. ত্বক, চুল, ও নখ সুন্দর রাখে
১০. প্রদাহজনিত সমস্যা দূর করে

*** সকল জিনিসেরই কিছু ক্ষতিকারক দিক থাকে। চিয়া সিডও এর ব্যাতিক্রম নয়। এটি শুকনো খাওয়া যাবে না, অতিরিক্তও খাওয়া যাবে না।

এবার আসি এর মূল্য কতো?
আমরা দিচ্ছি আপনাদের একদম ফ্রেস বাছাই করা চিয়া সিড। তবে এর কাজ ও গুনাগুনের তুলনায় অনেক কম দামে।
*** ১০০ গ্রামের দাম = ৯৫টাকা,
***২৫০ গ্রামের দাম = ২২০টাকা

সরিষার তেল (mustard oil) এর গুনাগুন সম্পর্কে আমরা সকলেই জানি। এই তেল দিয়েই আমাদের নানী/দাদী, মা/খালারা রান্না করতেন। শরী...
11/02/2023

সরিষার তেল (mustard oil) এর গুনাগুন সম্পর্কে আমরা সকলেই জানি। এই তেল দিয়েই আমাদের নানী/দাদী, মা/খালারা রান্না করতেন। শরীরেও ব্যাবহার করা হয় এই সরিষার তেল। তবে অনেকেই আমরা জানি না এতে কি কি উপাদান আছে।
সরিষার তেলে আছে ওমেগা ৩, ওমেগা ৫, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই।
উপকারিতাঃ
সরিষার তেলের ঝাঁঝালো উপাদান শ্লেষ্মা এবং অবরুদ্ধ সাইনাস পরিষ্কার করতে অনেক সাহায্য করে। রসুন ও লবঙ্গ দিয়ে সরিষার তেল গরম করে পা এবং বুকে মালিশ করলে সর্দি-কাশি থাকে না। এই তেল কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং লোহিত রক্তকণিকার ঝিল্লি গঠনের উন্নতি করে।
হার্টের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি ভালো কোলেস্টেরল বৃদ্ধিতেও সহায়ক।। জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে।
আমরা দিচ্ছি আপনাদের একদম ভেজালমুক্ত খাঁটি সরিষার তেল।
আমাদের তেলের মূল্যঃ
**৫০০মিlলি—১৫০টাকা
** ১ লিটার -- ২৮০টাকা
** ৫ লিটার – ১৩৫০টাকা

কাজু বাদামকে (Cashew nut) আমরা অনেকেই পায়েস, মিষ্টি বা আইসক্রিমের সাথে খেতে পছন্দ করি। আবার অনেকেই কাজু বাদামের জ্যুস কর...
08/02/2023

কাজু বাদামকে (Cashew nut) আমরা অনেকেই পায়েস, মিষ্টি বা আইসক্রিমের সাথে খেতে পছন্দ করি। আবার অনেকেই কাজু বাদামের জ্যুস করে বা খালি খেতেও পছন্দ করি।
বাচ্চারাতো কাজু বাদাম খুবই পছন্দ করে এর অসাধারণ স্বাদের জন্য। কেশোনাট সালাদ তো আজকাল সকল রেস্টুরেন্টে খুব জনপ্রিয় একটি খাবার। সমনে আসছে গরমের মৌসুম। এই মৌসুমে একগ্লাস কাজু বাদামের জ্যুসের কথা নাই বা বললাম।
বিশেষজ্ঞদের মতে, এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, ফাইবার এবং শর্করা।
কাজু বাদামের উপকারিতাঃ
১. এর অ্যান্টিঅক্সিডেন্ট দেহের টিউমার ও ক্যান্সার সেলের বিরুদ্ধে কাজ করে।
২. ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে রাখে।
৩. হার্টের জন্য কাজু বাদামের তুলনা নাই।
৪. রক্তের কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রনের রাখে।
৫. চুলের গোড়া শক্ত করে।
৬. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৭. দেহের শক্তি বৃধি করে।
৮. কোষ্টকাঠিন্য দূর করে।
৯. হাড়ের গঠন মজবুত করে।
১০. ওজন কমায়।
কাজু বাদাম খাওয়ার নিয়মঃ
কেউ যদি নিয়ম করে প্রতিদিন একমুঠ পরিমান কাজু বাদাম খায় তাহলে অনেক উপকার পাবেন।
এই অসাধারণ বাদামের জন্য আপনাকের আর বাজারে যেতে হবে না। ঘরে বসেই অর্ডার করুন আমাদের পেইজে। খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন ঘরে বসেই।
আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কাজু বাদামের মূল্যঃ
**প্রতি ১৫০গ্রাম প্যাকের মূল্য ২০০টাকা,
**প্রতি ৫০০গ্রাম প্যাকের মূল্য ৬৪০টাকা ও
**প্রতি ১কেজি প্যাকের মূল্য ১২৫০টাকা।

কাঠবাদাম (Almond) কোন সাধারণ বাদাম নয়। এর রয়েছে অনেক গুন।যা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা বাড়ানোর পা...
07/02/2023

কাঠবাদাম (Almond) কোন সাধারণ বাদাম নয়। এর রয়েছে অনেক গুন।যা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি অনেক রোগ থেকে আমাদের রক্ষা করে।
আগে জেনে নেই এতে কি কি উপাদান আছে। এতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিংক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ভিটামিন ই।
এটি কি কি উপকার করেঃ
১. চুল মজবুত করে,
২. ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে,
৩. রক্তস্বল্পতা দূর করে,
৪. হৃদরোগের ঝুঁকি কমায়,
৫. কোষ্ঠকাঠিন্য দূর করে,
৬. শ্বাসতন্ত্রের সমস্যা কমায়,
৭. মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি,
৮. কোলন ক্যানসার প্রতিরোধে,
৯. ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ কর ডায়াবেটিস প্রতিরোধ করে,
১০. ওজন নিয়ন্ত্রণের সহায়ক,
১১. হাড় ও দাঁত ভালো রাখে,
১২. কোষের ক্ষমতা বৃদ্ধি পায়

কতোটুকি খাবেঃ
প্রতিদিন ৮-১০টি বা বড়জোর একমুঠ পরিমাণ কাঠবাদাম খাওয়া স্বাস্থ্যকর।

কিভাবে খাবেনঃ
সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়াটাই সবচাইতে উত্তম।
**মনে রাখবেন কোনকিছুই কিন্তু অতিরিক্ত ভালো না। তাই মনে রাখবেন কাঠবাদাম কেবল তুলনামূলকভাবে ফ্যাটই তৈরি করে না, এর অত্যধিক গ্রহণে শ্বাসকষ্ট, এবং হজমের মতো সমস্যা দেখা দিতে পারে।

এবার আসুন মূল্য প্রসঙ্গে।
আমরা আপনাদের দিচ্ছি সুলভ মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির কাঠবাদাম। আমাদের মূল্যতালিকাঃ
***প্রতি ১৫০গ্রাম প্যাকের মূল্য = ১৮০ টাকা
***প্রতি ৫০০গ্রাম প্যাকের মুল্য = 48৪ টাকা
***প্রতি ১কেজি প্যাকের মূল্য = ৯৯০ টাকা

স্বাস্থ্য সচেতন প্রতিটা পরিবারেই এখন ওজন মাপার একটি মেশিন ( #  bathroom scale,  #  machine )  থাকা জরুরী। আমরা অনেকেই হয়...
08/01/2023

স্বাস্থ্য সচেতন প্রতিটা পরিবারেই এখন ওজন মাপার একটি মেশিন ( # bathroom scale, # machine ) থাকা জরুরী।
আমরা অনেকেই হয়তো জানিনা আমাদের নিজের উচ্চতার সাথে আমাদের শরীরের ওজনের একটা সামঞ্জস্য থাকা উচিত। কারণ শরীরের ওজন বেড়ে গেলে বা কমে গেলে উভয় ক্ষেত্রেই দেখা দেয় নানা সমস্যা। তাই আসুন দেখে নেই প্রতিটি মানুষের উচ্চতা অনুযায়ী আদর্শ ওজনের তালিকা।
উচ্চতা পুরুষ(কেজি) নারী(কেজি)
৪’৭” ৩৯-৪৯ ৩৬-৪৬
৪’৮” ৪১-৫০ ৩৮-৪৮
৪’৯” ৪২-৫২ ৩৯–৫০
৪’১০” ৪৪-৫৪ ৪১–৫২
৪’১১” ৪৫-৫৬ ৪২-৫৩
৫ফিট ৪৭-৫৮ ৪৩-৫৫
৫’১” ৪৮-৬০ ৪৫-৫৭
৫’২” ৫০-৬২ ৪৬-৫৯
৫’৩” ৫১-৬৪ ৪৮-৬১
৫’৪” ৫৩-৬৬ ৪৯-৬৩
৫’৫” ৫৫-৬৮ ৫১-৬৫
৫’৬” ৫৬-৭০ ৫৩-৬৭
৫’৭” ৫৮-৭২ ৫৪-৬৯
৫’৮” ৬০-৭৪ ৫৬-৭১
৫’৯” ৬২-৭৬ ৫৭-৭১
৫’১০” ৬৪-৭৯ ৫৯-৭৫
৫’১১” ৬৫-৮১ ৬১-৭৭
৬ ফিট ৬৭-৮৩ ৬৩-৮০
৬’১” ৬৯-৮৬ ৬৫-৮২
৬’২” ৭১-৮৮ ৬৭-৮৪

তাই আজই নিয়ে নিন নির্ভুল ওজন মাপার একটি মেশিন। আমরা আপনাদের দিচ্ছি দীর্ঘদিন নির্ভুল ওজন মাপার অসাধারণ, স্মার্ট একটি মেশিন। আর এর দমটাও অবশ্যই আপনাদের নাগালের মধ্যে।
# # এই মেশিনটির দাম মাত্র ৯৮০/= টাকা। # #

 #  এমন একটি যন্ত্র যা আপনাকে অনেক বিপদ থেকে উদ্ধার করতে পারে কিছুক্ষনের মধ্যেই। শীতের দিনে আপনার সোনামনির প্রায়ই ঠান্ডা...
07/01/2023

# এমন একটি যন্ত্র যা আপনাকে অনেক বিপদ থেকে উদ্ধার করতে পারে কিছুক্ষনের মধ্যেই। শীতের দিনে আপনার সোনামনির প্রায়ই ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়, আবার কফে বুক গর গর করতে থাকে। তখন আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর প্রতিটা শিশুবিশেষজ্ঞ ডাক্তারেরই পরামর্শ থাকে বাচ্চাকে নেবুলেইজারের মাধ্যমে চিকিৎসা দেয়ার। অগত্তা আপনার বাচ্চাকে নিয়ে যেতে হয় নিকটবর্তী ফার্মেসিতে নেবুলেইজারের মাধ্যমে গ্যাস দেয়ার। কিন্তু আপনি কি জানেন ওই নেবুলেইজারের দ্বারা কতো বাচ্চাকে নেবুলাইজ করা হয়েছে? কতোরকমের জীবাণু আছে ওতে? জানেন না। তাই এইসকল জীবানু থেকে আপনার বাচ্চাকে বাঁচাতে এবং বার বার ফার্মেসিতে যাওয়া থেকে রেহাই পেতে আজই কিনে আনুন আপনার পরিবারের জন্য একটি উন্নতমানের নেবুলেইজার মেশিন খুবই কম মুল্যে। যা আপনাকে সেবা দেবে অনেক দিন যাবত।
আবার অনেক পরিবারেই এখন এজমার রোগী দেখা যায়। কারণ আমাদের প্রতিদিনই বাইরে যেতে হয় ধুলা বালির মধ্যে। এর এই ধুলা বালির কারনেই প্রতিনিয়ত বাড়ছে আমাদের দেশে এজমার রোগী। আর এই এজমা রোগীদের সবসময়ই নেবুলাইজারে মাধ্যমে ঔষধ সেবন করতে হয়।
তাই এখন অধিকাংশ পরিবারেই নেবুলেইজার হয়ে উঠেছে একটা অপরিহার্য জিনিস।
আপনাদের এইসকল সমস্যার কথা মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি স্বল্প মূল্যে উন্নতমানের নেবুলেইজার । যা আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন যেকোন জায়গায় অতি সহজে।

Price only 1950 tk

Address

644/A, Road# 22, Dhaka
Khilgaon
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when BAG O BAZAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram