18/11/2020
অক্সিমিটার এবং অক্সিজেন ক্যান একে অন্যের সহায়ক। 🌿🌿🌿 ===============
প্রকৃতপক্ষে অক্সিজেন ক্যান অক্সিমিটার থেকেও বেশী প্রয়োজন। আমরা অনেকেই সাবধানতার জন্য দাম দিয়ে অক্সিমিটার কিনে রেখেছি কিন্তু অক্সিজেনের ব্যবস্থা নাই!!!! অথচ যেকোন জরুরী সময়ে রুগীকে তাৎক্ষণিকভাবে অক্সিজেন সরবরাহ করতে পারলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। কিন্তু হাসপাতাল ছাড়া অক্সিজেন নেয়ার ব্যবস্থা অপ্রতুল।
তাছাড়া অক্সিজেন সিলিন্ডার বা কনসেনট্রেটর অনেক দামী এবং সচরাচর এগুলো রাখাও হয় না। তাই বাসা-বাড়ী, অফিস বা যে কোন স্থানে জরুরী অবস্থায় বিশুদ্ধ অক্সিজেন পাওয়ার সব থেকে সহজলভ্য মাধ্যম হতে পারে অক্সিজেন ক্যান; যা দামে সস্তা এবং আমরা হাতের কাছে রাখতে পারি। আর ব্যবহার করতে পারি খুব সহজেই, যেকোন সময়, যে কোন স্থানে।
এই অক্সিজেন ক্যানের জন্য আমাদের আছে ইন্টারন্যাশনাল ব্রান্ড (Portable Canned Oxygen), যার মাধ্যমে আমরা পেতে পারি ৯৯% বিশুদ্ধ অক্সিজেন।
এছাড়া শরীরের অক্সিজেন মাপার জন্য "Jumper" অক্সিমিটার তো থাকছেই।
যোগাযোগ:
01711-433180;
01712-674995;