NikahMedia.Com

NikahMedia.Com বিয়ের জন্য দ্বীনদার, সুযোগ্য জীবনসঙ্গী খুঁজে পেতে আমরা Nikah Media আছি আপনার পাশে। ইনশাআল্লাহ ।

আধুনিক জীবন ভীষণ ব্যস্ত। এখানে কেউ কাউকে সময় দিতে পারেনা। স্ব-স্ব পেশায় ব্যস্ততা ও জটিল জীবনধরনের কারণে কেউ কারো খবর রাখে না। উপরন্ত গ্রামে আত্মীয়-স্বজন আপন জনকে রেখে প্রত্যেকে শহরে/বিদেশে বিচ্ছিন্ন ভাবে জীবন যাপন করে। একই বিল্ডিং এ বসবাসকারী এক ফ্ল্যাটের লোকজন আর এক ফ্ল্যাটের মানুষের সংবাদ রাখে না। কিন্ত প্রকৃতির আপন নিয়মে প্রত্যেকের জীবনে বিয়ের উপযুক্ত সময় আসে। পরিচিত পরিসরে মনের মতো পাত্র বা পাত্রী না পেয়ে বিক্ষিপ্তভাবে খোঁজতে থাকে। জীবনের এই জটিল ও গুরুত্বপূর্ন কাজটি অত্যন্ত সহজ করে দিতে আমাদের এই উদ্যোগ।

আমরা লক্ষ্য করেছি যে, যেসব ভাই-বোন পরিবারে দ্বীনি পরিবেশ না থাকা সত্ত্বেও কষ্ট করে দ্বীনের উপর অবিচল থাকার চেষ্টা করেন, তারা বিবাহের সময় প্রতিকূল পরিস্থিতিতে পড়েন। দেখা যায় যে, পরিবার পাত্র-পাত্রী নির্বাচনে দ্বীন ব্যতিত সব বিষয়কেই যথাযথ গুরুত্ব প্রদান করে, যেখানে শরিয়তে দ্বীন ব্যতিত সবই গৌণ।

কুরআন-হাদীসের ভাষ্য অনুযায়ী মানব প্রজন্ম রক্ষার সাথে সাথে চরিত্র রক্ষা ও মনের প্রশান্তিলাভও বিবাহের অন্যতম প্রধান উদ্দেশ্য। যে কোনো পক্ষে দ্বীনদারীর অভাব থাকলে এসব উদ্দেশ্যের সবটাই ঝুঁকিতে পড়ে যায়। এভাবে দ্বীনদার পাত্র-পাত্রীর সাথে বিবাহ না হলে, পরবর্তীতে বিবাহ পরবর্তী নতুন জীবনে নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হওয়ার ঝুঁকিতে পড়েন। এতে দুনিয়ার শান্তি কিংবা দ্বীনের উপর অবিচলতা দুটোই হুমকির মুখে পড়ে যায়।

এমতাবস্থায় আমরা কজন গুনাহগার বান্দা মুসলিম ভাই-বোনদের বিবাহের বিধান পালনে সহায়তা করতে এ উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে দ্বীনের ব্যাপারে উদাসীন পরিবারের ভাই-বোনেরা এই প্লাটফর্মের মাধ্যমে দ্বীনদার পাত্র-পাত্রী সন্ধানের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা পাবেন ইন শা আল্লাহ। পাশাপাশি ধর্মীয় পরিবেশে যারা বড় হয়েছেন তাদের ক্ষেত্রেও এ ওয়েবসাইট সহায়ক হিসেবে কাজ করবে। আমাদের লক্ষ্য হচ্ছে, এ ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের জন্য শরিয়ত সম্মত এক সার্বিক প্লাটফর্ম গড়ে তোলা যার মাধ্যমে বিবাহের পথ কিছুটা হলেও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।

আমরা আশা করছি যে, শরিয়াহ অনুসারে, অতি শীঘ্রই দেশব্যাপি এ খেদমত দক্ষতা ও দ্রুততার সাথে ছড়িয়ে দিতে পারবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের এ খেদমত কে সহজ করে দিন ও কবুল করুন। আমিন।

01/07/2025

"নিকাহ মিডিয়া" — শুধু একটি ম্যারেজ মিডিয়া নয়,
বরং তাকওয়া ও বিশ্বস্ততার আলোয় পথচলা একটি পরিবার গড়ার প্ল্যাটফর্ম।

👉 যারা একজন দ্বীনদার, জীবনসঙ্গী খুঁজছেন,
👉 যারা বিয়েকে জীবন গঠনের গুরুত্বপূর্ণ অধ্যায় মনে করেন,
👉 তাদের জন্যই আমাদের এই গান, এই বার্তা।

তাকওয়ার বন্ধন, ভালোবাসার সমাধান — নিকাহই হোক প্রথম পছন্দ।

আরও জানতে ও জীবনসঙ্গী খুঁজতে ভিজিট করুন: https://www.facebook.com/nikahmedia
মোবাইলঃ ০১৮২৮-৭৭০৭০৭
নিকাহ মিডিয়া – ২৪৩ খানজাহান আলী রোড, খুলনা। (খুলনা আলিয়া কামিল মাদ্রাসার বিপরীতে)

কখনও ভেবে দেখেছেন.?
17/09/2024

কখনও ভেবে দেখেছেন.?

06/09/2024

আমাদের ভাই রহমতের শুভ বিবাহ। ভাই নিজের বিবাহের খুতবা নিজেই প্রদান করছেন।

06/05/2024

ইসলামে মাশওয়ারা তথা পরামর্শকে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। কুরআনে সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেয়া হয়েছে যে কোন বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আল্লাহর পক্ষ থেকে ওয়াহী অবর্তীণ হয়। তিনি চাইলে পরামর্শ নাও নিতে পারেন। কিন্তু পরামর্শ করা যে গুরুত্বর্পূণ এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তায়ালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আদেশ করেছেন সাহাবায়ে কেরামদের রা. সাথে পরামর্শ করার জন্য।

05/05/2024

শুধুই কি দ্বীনদ্বার মেয়ে বিবাহ করবেন? আর কিছু কি দেখার প্রয়োজন আছে? বিবাহের আগে একবার ভাবুন।

14/04/2024

হাজার বছরের বাঙালি সংস্কৃতি ছিলো অল্প বয়সে বিয়ে করা।
এটা কেউ পালন করছে না কেন?

12/04/2024

আমাদের পেজের কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও বিবাহ শাদীর কাজ বন্ধ নেই। আমাদের ৩১ তম সফল বিবাহ অনুষ্ঠিত হচ্ছে আজ।
নব দম্পতির জন্য সকলে দোয়া করবেন।

28/11/2023

দোকানের কর্মচারীর বিয়ে হয়ে যায় জব করে বলে।
অথচ মালিকের বিয়ে হয়না ব্যবসা করে বলে

26/11/2023

বিয়ে করে ফেলাটা ঠিক কী না- এটার আগে বলবো..
ভালো প্রস্তাব আসলে আপনার উচিত বিয়ে করে ফেলা।

দ্বীনদার সুযোগ্য-প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান করতে আমাদের সাথে যোগাযোগ করুন।Contact Our Whatsapp: 01828770707   #নিকা...
25/11/2023

দ্বীনদার সুযোগ্য-প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Contact Our Whatsapp: 01828770707
#নিকাহমিডিয়া #ম্যারেজমিডিয়া #বিয়ে
নিকাহ মিডিয়া (ম্যারেজ মিডিয়া)
চক্ষু শীতলকারীর সন্ধানে।

14/11/2023

বিবাহ করছেন না কেন?

Address

243 Khan Jahan Ali Road, (Besaid Khulna Alia Kamil Madrsha)
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when NikahMedia.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NikahMedia.Com:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram