ডাঃ এম এ ইরফান- শিশু বিশেষজ্ঞ ও সার্জন

  • Home
  • Bangladesh
  • Khulna
  • ডাঃ এম এ ইরফান- শিশু বিশেষজ্ঞ ও সার্জন

ডাঃ এম এ ইরফান- শিশু বিশেষজ্ঞ ও সার্জন MBBS (DU), MS (Pediatric Surgery; BSMMU)
Ex-Resident, Dhaka Shishu (Children) Hospital
General, Laparoscopic child surgeon. Asstt.

Professor & Head of Pediatric Surgery,
Gazi Medical College Hospital, Khulna, Bangladesh. After being a Doctor in 2012, I immediately enrolled in Pediatric Surgery course as a Resident doctor in 2015. I am very passionate about surgery of children and I always try to make a difference in their lives as a surgeon. I have completed my MS in Pediatric Surgery in 2022 from BSMMU. Now I am working in IOM- UN migration as a medical officer and serving the deprived humanity of Myanmar. Humanity is always a cherished job for me and here in IOM i am fulfilling my dream. I dont want to stop dreaming and I want to do a PhD in Pediatric Surgery. I don't want to stop dreaming and I want to do a PhD in Pediatric Surgery.

👶 ৬ মাস থেকে ১ বছরের বাচ্চার বাড়তি খাবার শুরু 🍲🥄শুধু মায়ের দুধ ৬ মাস পর্যন্ত বাচ্চার জন্য যথেষ্ট। কিন্তু ৬ মাস পার হলে ব...
18/09/2025

👶 ৬ মাস থেকে ১ বছরের বাচ্চার বাড়তি খাবার শুরু 🍲🥄

শুধু মায়ের দুধ ৬ মাস পর্যন্ত বাচ্চার জন্য যথেষ্ট। কিন্তু ৬ মাস পার হলে বাচ্চার শরীরের বাড়তি পুষ্টির চাহিদা মেটাতে খাবার দেওয়া জরুরি। এটা নিয়ে আমাদের মা-বাবাদের জিজ্ঞাসার শেষ নেই৷

👉 কীভাবে শুরু করবেন?
✅ প্রথমে পাতলা খিচুড়ি, ভাত-মাংসের ঝোল, ডাল, স্যুপ, আলু-সবজি মিশ্রিত নরম খাবার দিন।
✅ প্রতিদিন ২-৩ বেলা অল্প অল্প করে শুরু করুন।
✅ ধীরে ধীরে খাবারের পরিমাণ ও ঘনত্ব বাড়ান।
✅ নতুন খাবার একসাথে না দিয়ে একেকটা খাবার কয়েকদিন পর পর দিন। এতে বুঝতে পারবেন কোনটা মানাচ্ছে।
✅ চিনি, লবণ, মশলা এড়িয়ে চলুন প্রথম বছরটায়৷
✅ বাচ্চাকে সবসময় বসিয়ে খাওয়ান এবং খাওয়ার সময় পাশে থাকুন। বাচ্চাকে উৎসাহ দিন কিন্তু কখনও জোর করবেন না৷

👉 ১ বছর বয়সে বাচ্চা পরিবারের খাবার নরম করে খেতে পারবে।

💡 মনে রাখবেন, মায়ের দুধ ২ বছর পর্যন্ত চলবে, তবে ৬ মাস থেকে পুষ্টিকর খাবারও সমান জরুরি। অনেক বাচ্চা এসময় শুধু বুকের দুধ খেতে থাকে এবং অপুস্টির স্বীকার হয়৷

❤️ সুস্থ বাচ্চা, সুখী পরিবার।

#শিশুস্বাস্থ্য #প্যারেন্টিং #৬মাসথেকেখাবার 🍼🍚🥦

17/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

✨ “শিশুর কোষ্ঠকাঠিন্য অবহেলা করবেন না 🚨 👶 শিশুর কোষ্ঠকাঠিন্য – অবহেলা নয়, যত্ন নিন আজই!অনেক বাবা-মা  মনে করেন 👉 “শিশুর ক...
17/09/2025

✨ “শিশুর কোষ্ঠকাঠিন্য অবহেলা করবেন না 🚨

👶 শিশুর কোষ্ঠকাঠিন্য – অবহেলা নয়, যত্ন নিন আজই!

অনেক বাবা-মা মনে করেন 👉 “শিশুর কোষ্ঠকাঠিন্য সাধারণ বিষয়, বড় হলে ঠিক হয়ে যাবে।”
কিন্তু সত্যি হলো—
🔴 এটাই হতে পারে বড় রোগের প্রথম সংকেত!

🍽️ শিশুর মধ্যে যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন:
✅ ২-৩ দিনেও মলত্যাগ না করা
✅ খুব কষ্ট করে বা কান্না করে মলত্যাগ করা
✅ পেট ব্যথা, বমি, খিদে না পাওয়া
✅ বারবার পেটে ফাঁপা বা গ্যাস জমা

⚠️ সমস্যা অবহেলা করলে কী হতে পারে?
👉 অন্ত্র ব্লক (Intestinal Obstruction) 🚧
👉 জন্মগত অসুখ যেমন Hirschsprung’s disease 🧬
👉 দীর্ঘমেয়াদে সার্জারির প্রয়োজন হতে পারে

🌿 আপনার করণীয়:
🥦 শিশুকে নিয়মিত শাকসবজি, ফল ও পানি দিন
👩‍👦 দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে দেরি না করে চিকিৎসকের কাছে যান
👨‍⚕️ শিশু বিশেষজ্ঞ বা শিশু সার্জনের পরামর্শ নিন

💡 মনে রাখবেন –
👉 শিশুদের ছোট সমস্যা অনেক সময় বড় অসুখের অ্যালার্ম 🚨
👉 সময়মতো ব্যবস্থা নিলে আপনার সন্তান থাকবে সুস্থ ও হাসিখুশি 🌸

✍️
ডা. এম এ ইরফান
শিশু বিশেষজ্ঞ সার্জন
খুলনা

💬 যদি পোস্টটি উপকারী মনে হয় 👉 লাইক, কমেন্ট ও শেয়ার করুন
🔔 শিশু স্বাস্থ্য নিয়ে আরও সচেতনতামুলক পোস্ট পেতে Follow করুন আমার পেজ

#খুলনা #শিশুস্বাস্থ্য #পেডিয়াট্রিকসার্জারি

আপনার সন্তানের খতনা: বয়স কতটা গুরুত্বপূর্ণ?নবজাতক সন্তানের বাবা-মায়ের সামনে অনেক সিদ্ধান্ত আসে, তার মধ্যে একটি গুরুত্বপূ...
05/09/2025

আপনার সন্তানের খতনা: বয়স কতটা গুরুত্বপূর্ণ?

নবজাতক সন্তানের বাবা-মায়ের সামনে অনেক সিদ্ধান্ত আসে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো খতনা (Circumcision)।

খতনা করানো কি জরুরি?
বাংলাদেশের প্রেক্ষাপটে,এটি প্রায়শই ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে এটির কিছু সম্ভাব্য স্বাস্থ্য সুবিধাও আছে, যেমন urinary tract infections (UTIs) এর ঝুঁকি কমা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হওয়া।

সঠিক সময় কোনটা? Early নাকি Late?

১. কম বয়সে করানো (Early Circumcision):

· সুবিধা (নবজাতক) এবং ছোট শিশুরা দ্রুত সুস্থ হয়। তাদের স্নায়ুতন্ত্র পুরোপুরি বিকশিত হতে কিছুটা সময় লাগে, তাই ব্যথা সহ্য করার ক্ষমতা ভিন্ন হয় (যদিও ব্যথানাশক ব্যবহার জরুরি)।
প্যাম্পার পরার সময়ও যত্ন নিতে সুবিধা হয়।
সাধারণত : জন্মের পর প্রথম সপ্তাহ বা কয়েক মাসকে সর্বোত্তম বিবেচনা করা হয়৷

২. পরে করানো (Late Circumcision):

· অসুবিধা: বড় শিশু বা কিশোর বয়সে করালে প্রক্রিয়াটি বেশি জটিল হতে পারে৷
বাচ্চা সচেতনভাবে বাধা দিতে পারে
ইনফেকশনের হার বেড়ে যায়
সুস্থ হতে বেশি সময় লাগে,
রক্তপাতের ঝুঁকি এবং খতনা পরবর্তী রিকভারি কঠিন হয়। শিশুটি সচেতন থাকায় ভয় বাড়তে পারে।

চূড়ান্ত সিদ্ধান্ত ও সতর্কতা: আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন। শিশুর যদি কোনো জন্মগত ত্রুটি বা রক্তক্ষরণ সংক্রান্ত সমস্যা (bleeding disorder) থাকে, তাহলে তা ডাক্তারকে জানাতে হবে।

যদি খতনা করানোরই সিদ্ধান্ত নেন, তাহলে শিশুর বয়স কম থাকতেই (প্রথম বছরেই) করিয়ে নেওয়া নিরাপদ৷
উন্নত বিশ্বে এই ধারা অনেক আগেই শুরু হয়েছে৷

#মাতৃত্ব #পিতৃত্ব #নবজাতক_যত্ন #শিশু_স্বাস্থ্য #বাংলাদেশ #খতনা

19/08/2025

মালদ্বীপের মিনিস্ট্রি অব হেলথে জয়েন করার পর ৮০ দিনে রোগী দেখছি ৮০০ জন।
এভারেজ দিনে দশ থেকে ১৫ জন রোগী দেখতে হয় আমাকে।একদিন সর্বোচ্চ ২৫ জন রোগী দেখা লাগছে আমার।

৮ ঘন্টার শিফটে এক ঘন্টা লাঞ্চ বা ডিনার ব্রেক,আধা ঘন্টা কফি/টি ব্রেক।তারমানে ৮ ঘন্টার শিফটে আমি কাজ করি সাড়ে ৬ ঘন্টা।

সাড়ে ৬ ঘন্টায় যদি দশ জন রোগী দেখা লাগে তাহলে প্রতি রোগীকে আমি ৩৯ মিনিট সময় দিতে পারি।
আধা ঘন্টা খুব ইজিলি দেওয়া যায়।

কোন রোগী দেখা নিয়ে আমার তাড়াহুড়া কর‍তে হয়না।
ধীরেসুস্থে রোগীর সব কথা শুনে,ক্লিনিক্যাল এক্সামিনেশন সেরে তারপর চিকিৎসা দেওয়ার পর্যাপ্ত সময় মিলে।

আমি এখন যেই হেলথ সেন্টারে পারমানেন্ট পোস্টিং পেয়ে কাজ করছি,সেখানে আমরা দুইজন ডাক্তার পোস্টেড।

আজকের এই মুহুর্ত অব্দি দুইজনে রোগী দেখছি মোট ২৭ জন।আমি ১২ জন দেখছি পুরো ইভেনিং শিফটে,মর্নিং শিফটে আমার কলিগ ১৫ জন দেখে গেছে।

এখন বলুন কোন রোগী কিভাবে অভিযোগ দিবে যে,ডাক্তার সময় দেয়না?ডাক্তার কথা শুনেনা এটা বলার সুযোগ কি আছে?

আমি এখানে মাসে যেই স্যালারি পাই,সেটা বাংলাদেশের একজন ৯ম গ্রেডের বিসিএস চিকিৎসকের ৭ মাসের বেতনের সমান।
বাংলাদেশে উপজেলা গুলোতে একজন চিকিৎসককে সকাল ৮ টা থেকে দুপুর ২টার মধ্যে একশো রোগী দেখা লাগে।

একশো রোগীর কথা শুনা, হিস্ট্রি নেওয়া,এক্সামিনেশন করা, টেস্ট রিপোর্ট ইভালুয়েট করা,চিকিৎসা দেওয়া,এডভাইজ দেওয়া, কাউন্সেলিং করা কিভাবে সম্ভব এই সময়ের মধ্যে?
একশো প্রেসক্রিপশন হাতে লিখতে কত সময় লাগা উচিত বলে মনে করেন আপনারা?
তাছাড়া সাপোর্টিভ কয়জন স্টাফ থাকে একজন ডাক্তারের জন্য?

আমার বাংলাদেশের একজন কলিগ আমার চেয়ে দশ গুন বেশি রোগী দেখে আমার বেতনের ৭ ভাগের এক ভাগ স্যালারি পায়, তখন সে আপনাকে কতটা সেবা দিতে সক্ষম হবে ভেবে দেখবেন প্লিজ।

আমি এই আইল্যান্ডে আসার পর একদিন ৭ জন রোগী এডমিট করেছি।
একটা বাচ্চা ছিলো এজমার,বাকি ৬জন ডেঙ্গু রোগী।
মিনিস্ট্রি দেখলো এই হেলথ সেন্টারের ৭টা বেড ফিলাপ।
তারা ডাইরেক্টরকে কল দিয়ে ব্যাখ্যা চাইলো আমার থেকে।
আমি প্রতিটি রোগী গাইড লাইন অনুযায়ী এডমিশন ক্রাইটেরিয়া মেনে এডমিট করেছি কিনা।

আমি ব্যাখ্যা দিলাম।তারা সন্তুষ্ট হলো।
তারা তখন আমাকে জানালো,যেহেতু এখানে আর বেড খালি নেই,নেক্সট এডমিশন দেওয়ার মতো পেশেন্ট আসলে এটল হসপিটালে রেফার করতে।

নীচের ছবিটা খেয়াল করুন।
কোন মানুষ এভাবে চিকিৎসা নিতে পারে?
ফ্লোরে শুয়ে একটা দেশের নাগরিক কেন চিকিৎসা নিবে?
কেন একশো বেডের হাসপাতালে ৫০০ রোগী থাকবে?
কিভাবে একশো বেডের হাসপাতালের ডাক্তার নার্স অন্যান্য স্টাফ দিয়ে আপনি ৫০০ রোগীকে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন?
এদেশের মানুষের জীবনের মূল্য এত সস্তা কারা করলো?
এদেশের মানুষকে পশুর মতো ট্রিট করছে কারা?

মালদ্বীপে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কোন মানুষের একটা প্যারাসিটামল কিনে খাওয়ার সুযোগ নেই।
সেখানে আমার দেশের একজন ডেঙ্গু পজেটিভ রোগীকে স্টেরয়েড ও ব্যথার মেডিসিন দিয়ে চিকিৎসা করছে LMAF নামক হাতুড়ে ডাক্তার।
একজন ডেঙ্গু রোগীকে ব্যথার মেডিসিন ও স্টেরয়েড দেওয়া কবীরা গুনাহ।
এই রোগীর ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়ে মারা গেলে এর দায় কি সেই LMAF নিবে?

দায় নেওয়ার কথা পরে,কিভাবে একজন হাতুড়ে ডাক্তার প্রেসক্রিপশন লিখতে পারেন,অপচিকিৎসা ও মারাত্মক ভুল চিকিৎসা দিতে পারেন?

দুনিয়ার কোথাও মানুষের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা সম্ভব?

ডাক্তার বেশি টেস্ট দেয়।
ডাক্তার কমিশন খায়।
ডাক্তার আজেবাজে কোম্পানির মেডিসিন লিখে।
ডাক্তার রোগীর কথা শুনেনা।

এসব অভিযোগ ঢালাওভাবে সত্য না।
কিন্তু এসব অভিযোগ ভিত্তিহীনও না।
কিন্তু কে নির্ধারণ করবে কোন রোগীর কয়টা টেস্ট লাগবে?
কোন রোগীর জন্য সঠিক চিকিৎসা কি?

সিস্টেমের গোড়ায় হাত দেন।
সিস্টেম টা ভুলে ভরা।
সিস্টেমটা আপনাকে মানুষ হিসেবে, দেশের মালিক হিসেবে ট্রিট করছেনা সেটা ভেবে দেখেছেন?

আপনি যেই নেতার পেছনে মিছিল দেন,যেই নেতার জন্য অন্য মানুষের মাথা ফাটান,সেই নেতা ও তার পরিবার সন্তানরা সবাই বিদেশে চিকিৎসা নেয়।

বাংলাদেশের কোন এমপি কোনদিন উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে?
বাংলাদেশের কোন মন্ত্রী কোনদিন জেলা সদর হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়েছে?
এমপি মন্ত্রীদের স্ত্রী পুত্র কন্যা পরিজনরা কোনদিন উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে?

নেতারা চিকিৎসা নিবেন বিদেশে, নেতারা লুটপাট করবেন,আর আপনার সন্তানকে সরকারি হাসপাতালে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে, আপনি আবার সেই নেতার জন্য গলা ফাটান।

এজন্যই আপনাদের কপালে জুটে LMAF,আপনাদের সন্তানদের জন্য জুটে ফ্লোর।

সিস্টেমের গোড়ায় হাত না দিয়ে ডাক্তারদের বিরুদ্ধে বিষোদগার করে মনের জ্বালা মিটাতে পারবেন কিন্তু কোনদিন বাংলাদেশের হেলথ সিস্টেমে আপনি মানুষ হিসেবে বিবেচিত হবেন না।
এর দায় কোন ডাক্তারের না,আপনারা যাদের জন্য গলা ফাটান, ভোট বাক্স দখল করেন, দিনের ভোট রাতে দেন,সব দায় তাদের।সাথে অনেক দায় আমলাদের।

যাদের দায়, তাদের টুটি চেপে যেদিন ধরতে পারবেন,
যেদিন আপনাদের এমপি মন্ত্রীদেরকে উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিতে বাধ্য করতে পারবেন সেদিন বাংলাদেশের হেলথ
সিস্টেমে আপনি মানুষ হিসেবে বিবেচিত হবেন,তার আগে না৷

Collected

বাচ্চার খৎনা ইদানীং বাবা-মার জন্য আতংকের কারণ হয়ে গেছে! কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। কোন জটিল রোগে আক্রান্ত অথবা জটিল...
11/07/2025

বাচ্চার খৎনা ইদানীং বাবা-মার জন্য আতংকের কারণ হয়ে গেছে! কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। কোন জটিল রোগে আক্রান্ত অথবা জটিল অপারেশনে বাচ্চা মারা যাওয়া ভিন্ন ব্যাপার। কিন্তু সুস্থ বাচ্চা খৎনা করতে গিয়ে মারা যাবে সেটা মেনে নেওয়া যায়না। তাই কিছু কথা বলতে চাই:

১. অপারেশন যত ছোটই হোক সেটা অপারেশন। এর জটিলতা হতে পারে এব্যাপারে সাবধান থাকতে হবে। কোন ছোট অপারেশনকে অবহেলা করা যাবে না।

২. শিশুরা এডাল্টের ছোট ভার্সন নয়। শিশুদের ক্ষেত্রে ঔষধের ডোজ সম্পূর্ন ভিন্ন। শিশুদের চিকিৎসা এডাল্ট ডাক্তার দিয়ে করানোর আগে ভেবে দেখবেন ব্যাপারটা।

৩. অভিজ্ঞ সার্জন ও এনাস্থেশিয়া ডাক্তার নির্বাচন করতে হবে। এখন পর্যন্ত কোন শিশু সার্জন এবং শিশু এনাস্থেশিয়ার ডাক্তারের হাতে এরকম সুস্থ বাচ্চা মারা গেছে তার রেকর্ড নাই।

৪. খৎনা বিষয়ে হুটহাট সিদ্ধান্ত নিবেন না। অযথা তাড়াহুড়া করবেন না। যেমন আজ সকালে আপনার মনে হলো আজ ও আগামীকাল আপনার ছুটি। তাড়াহুড়া করে আজই করে ফেলতে চাইবেন না।

৫. খৎনা সহ সকল অপারেশনের ক্ষেত্রে প্রি-এনাস্থেশিয়া চেক আপ (পাকু) জরুরী। অপারেশনের আগে ডাক্তারের উচিত বাচ্চার বুক চেক করা। কিছু বেসিক পরীক্ষা নিরিক্ষা (সিবিসি, ক্রিয়েটিনিন, বিটি, সিটি) দেখে নেয়া।

৬. বাচ্চার কোন ঠান্ডা সর্দি, কাশি, জ্বর, পাতলা পায়খানা ইত্যাদি থাকলে এরকম রুটিন অপারেশন পিছিয়ে দিতে হবে।

৭. বাচ্চার কোন জানা রোগ থাকলে ডাক্তারকে জানাতে হবে। বাচ্চার কোন এলার্জি থাকলে জানাতে হবে। পূর্বে কোন ঔষধে কোন রিয়াকশন হলে জানাতে হবে।

৮. অবশ্যই অবশ্যই খালি পেটে বাচ্চার অপারেশন করতে হবে। সলিড খাবার ৬ ঘন্টা আগে এবং তরল খাবার ৪ ঘন্টা আগে বন্ধ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। খাওয়ানোর কারণে অনেক বাচ্চা অপারেশন টেবিলে মারা যায়। বিষয়টা ব্যাখা করা জরুরী। এনাস্থেশিয়া ঔষধ দেয়ার ফলে খাদ্য নালীর পাকস্থলীর উপড়ের অংশে স্পিংটার ঢিলা হয়ে যায় এবং বাচ্চা শোয়া অবস্থায় থাকে। ফলে পাকস্থলি ভরা থাকলে সেখানের খাবার ব্যাক ফ্লো করে উপড়ে উঠে যায় এবং ফুসফুসে চলে গিয়ে শ্বাসনালী ব্লক করে ফেলে। ফলে বাচ্চা শ্বাসরোধ হয়ে মারা যায়।

৯. অজ্ঞান না করে লোকাল দিয়ে শুধু পেনিস অবশ করে খাৎনা করা যায়৷ ভাগ্য খুব খারাপ না হলে এবং সঠিক ভাবে লোকাল এনাস্থেশিয়ার ঔষধ দেয়া হলে সাধারণত রিয়্যাকশন হতে দেখা যায়না। তবে যেহেতু রিয়্যাকশনের সম্ভাবনা কাগজে কলমে আছে তাই তার জন্য ডাক্তারদের প্রস্তুত থাকতে হবে। লোকাল এনাস্থেশিয়া দেয়ার সময় অনভিজ্ঞ ডাক্তার সেটা মাংসে না দিয়ে শিরায় দিয়ে দিলে রিয়্যাকশন হতে পারে। তাই পুনরায় অভিজ্ঞ ডাক্তারের ব্যাপারটি চলে আসছে।

অপারেশন ছোট বড় যেমনই হোক উপড়ের বিষয় গুলো মাথায় রাখবেন। জীবণ মৃত্যু আল্লাহর হাতে। তবুও আমাদের সকলকে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে আরো সচেতন হতে হবে।

~
ডা: আদনান আল বিরুনী

Address

Sonadanga
Khulna

Telephone

+8801817088714

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ এম এ ইরফান- শিশু বিশেষজ্ঞ ও সার্জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ এম এ ইরফান- শিশু বিশেষজ্ঞ ও সার্জন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category