Zaman Medical Hall

Zaman Medical Hall জরুরী প্রয়োজনে ঔষুধ সেবা প্রদান

12/10/2022

খাদ্য উৎপাদন এর জন্য সবাই জোর চেষ্টা চালানো উচিত।

রেগুলার জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে এইভাবে একটা সময় সকল কিছুর দাম বেড়ে যাবে।

তাই যাদের খালি জায়গা জমি আছে দয়া করে শীতকালীন শাকসবজি চাষ করুন যাতে অন্তত নিজের পরিবার এর সবাই মিলে খেতে পারেন।

এবং খাবার অপচয় রোধ করুন যতটুকু দরকার এর বেশী খরচ করা থেকে বিরত থাকুন।

অনেক Economist বরাবর সর্তক করছেন অর্থ মন্দার বিষয়ে।

আল্লাহ আমাদেরকে সকল বিপদ থেকে মুক্তি দিক।
---সাইবার ৭১'

23/08/2022
এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোট...
24/07/2022

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subc

অ্যালজিন হল এক ধরনের কার্বোহাইড্রেট যাবাদামী সামুদ্রিক শৈবালের মধ্যে পাওয়া যায়।এটি কিছু ব্যাকটেরিয়া দ্বারা উত্পাদিত হ...
09/12/2021

অ্যালজিন হল এক ধরনের কার্বোহাইড্রেট যা
বাদামী সামুদ্রিক শৈবালের মধ্যে পাওয়া যায়।
এটি কিছু ব্যাকটেরিয়া দ্বারা উত্পাদিত হয়।
অ্যালজিন ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
অ্যালজিন কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং
স্ট্রন্টিয়াম, বেরিয়াম, টিন, ক্যাডমিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক
এবং পারদ সহ ভারী রাসায়নিকের পরিমাণ কমাতে ব্যবহৃত
হয় যা শরীর দ্বারা গ্রহণ করা হয়।ইহা পরিপাকনালী ও
পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ
ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও এটি মূত্রনালী ও
স্ত্রী জননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও
ব্যথার চিকিৎসায় নির্দেশিত।

Did you know your medication has an expiration date??
27/10/2021

Did you know your medication has an expiration date??

ইনশাল্লাহ আজকে থেকে পাওয়া যাবে😊জামান মেডিকেল হল,খুলনা।For Order- 01965546092Home Delivery Service Available
01/07/2021

ইনশাল্লাহ আজকে থেকে পাওয়া যাবে😊
জামান মেডিকেল হল,খুলনা।
For Order- 01965546092
Home Delivery Service Available

সচেতনতামূলক_পোস্টঃ এসি এভাবে ব্লাস্ট হয় জানা ছিল না। এখন এসি ব্লাস্ট হচ্ছে, এসি রুমে অগ্নিকাণ্ডে মানুষ মারা যাচ্ছে। গুগল...
05/09/2020

সচেতনতামূলক_পোস্টঃ

এসি এভাবে ব্লাস্ট হয় জানা ছিল না। এখন এসি ব্লাস্ট হচ্ছে, এসি রুমে অগ্নিকাণ্ডে মানুষ মারা যাচ্ছে।

গুগল করে একটা লেখা পেলাম, গরম অনেক বাড়ছে, এবং অনেকেই এসি কিনছেন খুব একটা চিন্তা না করেই। ইনভারটার শব্দটি দেখলেই লাফিয়ে পড়ছেন। তবে কষ্ট করে হলেও একটু দেখবেন যে কুল্যান্ট যেইটা ব্যাবহার হচ্ছে, সেইটার নাম R22 নাকি R410a নাকি R32

একটু উদ্ভট শুনালেও, এইটা বেশ ইম্পরট্যান্ট। ২০২০ সালের পর (মানে কয়েক মাস পরেই) মূলত R22 গ্যাসটি অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। কারণ এইটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং ওজন লেয়ারের অনেক ক্ষতি করে।

কারণ বাজার সয়লাব আরও খারাপ কুল্যান্ট দিয়ে বানানো এসিতে, যেগুলো ফ্লেমেবল (আগুন ধরে)। উত্তরায় আস্ত এক ফ্যামিলি এসি ব্লাস্ট হয়ে আগুনে পুড়ে গেল না? সেইটা হয়েছিল কারণ এসির মধ্যে আগুন ধরে এমন কুল্যান্ট ছিল। কমদামী কুল্যান্ট এর মধ্যে আগুন ধরে। সহজ হিসাব। আজকে না ধরলে কালকে ধরবে। ধরবেই। মাফ নাই। স্টেডিয়াম মার্কেটে ব্রান্ড এর সিল মারা এসি গুলোতে মূলত এই ধরনের গ্যাস ব্যাবহার করা হয়।

R22 তে আগুন কম ধরে। কিন্তু তবুও আপনি কেন R22 থেকে দূরে থাকবেন? কারণ তিন চার বছর পর এই গ্যাসটির প্রডাকশন অনেক আংশেই কমে যাবে (অলরেডি যাচ্ছে, এবং উন্নত বিশ্বের অনেক দেশেই পাওয়া যায়না)। তো যেইটা হবে, তা হচ্ছে যে আপনি কয়েক বছর পর এসি নষ্ট হলে ঠিক করতে যেয়ে অসুবিধায় পড়ে যাবেন।

বাংলাদেশে পাওয়া যায় এমন অনেকগুলো এসিতেই কুল্যান্ট হিসেবে R22 ব্যাবহার হয়। থাইল্যান্ড এর জেনারেল, গ্রি, মিনিস্টার, ওয়াল্টন, চিগো, মিডিয়া, ইত্যাদি ব্র্যান্ডের অনেকগুলোর মধ্যেই R22 ব্যাবহার হয়।

তো কি কিনবেন? R410A/R32 কিনবেন। এটাতে আগুন ধরেনা। ওজন ডিপ্লিট করেনা। যদিও গ্লোবাল ওয়ার্মিং এইটা ব্যাবহারেও হয়, তবুও এইটা খারাপের ভাল।কিন্তু R32, R410A এর থেকেও ভালো। এটাতে গ্লোবাল ওয়ার্মিং ও কম আবার কম ফ্লেমেবল। এখন বেশিরভাগ এসি নির্মাতা প্রতিষ্ঠানই R32 এর দিকে ঝুঁকছে।

28/06/2020

সিড়ি দিয়ে উঠার সময়,সাইকেলিং করার সময়,দৌড়ানোর সময়,দৈহিক বল দিয়ে ভার জিনিস বহন করার সময় মাস্ক পরিধান থেকে বিরত থাকুন,ইহা মৃত্যু ঝুঁকির কারণ।

কারণ??

উক্ত কাজগুলো করতে অনেক বেশি অক্সিজেনের দরকার হয় আর মাস্ক পরিধান করা থাকলে রক্তে এবং মস্তিষ্কে অক্সিজেনস্বল্পতা দেয়,যা চলমান থাকলে মৃত্যু ঝুঁকি(স্টোক) বাড়িয়ে দেয়।

  আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত💚আমরা আপনার জরুরি অবস্থায় বাসায় গিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে দিবো,,,এছাড়াও যেকোনো প্রকার ঔষ...
23/06/2020

আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত💚

আমরা আপনার জরুরি অবস্থায় বাসায় গিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে দিবো,,,এছাড়াও যেকোনো প্রকার ঔষুধের প্রয়োজন হলে প্রেসক্রিপশনের ছবি তুলে আমাদের কে ইনবক্স করুন...যত দ্রুত সম্ভব হোম ডেলিভারী সার্ভিস দেওয়ার চেষ্টা করবো❤

For More Information... Please Inbox Us-Telemedicine-টেলি মেডিসিনTelemedicine-টেলি মেডিসিনTelemedicine-টেলি মেডিসিনন

জরুরি সেবায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ❤❤

19/06/2020

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের
দিকেও আমাদের খেয়াল রাখা উচিৎ!!!
তাই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলে নিম্নোক্ত
বিষয় গুলি মেনে চলুন!! !....
১ঃশারীরিক স্বাস্থ্যের যত্ন নিন।
২ঃভালো লাগে এমন সব কাজ নিয়ে ব্যস্ত থাকুন।
৩ঃপ্রিয় জনদের সাথে সময় কাটান।
৪ঃনির্ভর যোগ্য উৎস থেকে খবর জানুন।
৫ঃখবর দেখা বা শোনার জন্য একটি সময় বেছে
নিন।..সব সময় খবর শোনা থেকে নিজেকে দুরে
রাখুন।
৬ঃ Social media থেকে নিজেকে যত পারেন
দুরে রাখেন।
৭ঃঅপ্রয়োজনীয় গুরুপে এড থাকা থেকে
নিজেকে বিরত রাখুন।
৮ঃNegative সব বিষয় গুলো থেকে নিজেকে
সরিয়ে ফেলুন।
এই গুলো করে দেখুন আপনার মানসিক স্বাস্থ্য
ভালো থাকবে এবং ডিপ্রেশনে কম পরবেন।
# নিজেকে সুস্থ রাখার জন্য সুস্থ বিষয়ের দিকে
নিজেকে রাখুন। নিজে ভালো থাকবেন এবং
অপরকেও ভালো রাখতে পারবেন।

06/06/2020

Telemedicine-টেলি মেডিসিন
Online Medicine Home Delivery Service
আর নয় দুশ্চিন্তা, আর নয় ঘন্টার পর ঘন্টা
লাইনে দাঁড়িয়ে ঔষধ কেনা।
শুধুমাত্র একটি ফোন কল।
আমরা ছুটে যাবো আপনাদের কাছে আমাদের মাধ্যমে খুলনা শহরের যেকোনো প্রান্ত থেকে ঘরে বা অফিসে বসে ঔষধ এবং মেডিকেল আইটেম হোম ডেলিভারি পেতে পারেন।।ঔষধ অর্ডার দেয়ার নিয়মাবলী...
* নূন্যতম ২৫০/ টাকার ঔষধ অর্ডার করতে হবে।
*ঔষধের মূল্য বর্তমান বাজার মূল্য হিসেবেই
নির্ধারিত থাকবে।বাজারে বর্তমানে MRP
চলছে, ম্যাক্সিমাম রিটেইল প্রাইস/সর্বোচ্চ
খুচরা মূল্য এবং যাতায়াত ভাড়া বাবদ স্থানভেদে অতিরিক্ত ৪০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত চার্জ করা হয়ে থাকে।
* ঔষধ হোম ডেলিভারী করলে ঔষধের মূল্যের সাথে সার্ভিস চার্জ হিসেবে ৩০/ টাকা
পরিশোধ করতে হবে।
* ঔষধ নগদ টাকায় ক্রয় করতে হবে।
*অর্ডার দেয়ার পর কিছু সময় দিতে হবে।
অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবেনা।
ইমার্জিন্সী হলে বিষয়টি আলাদা।
*আমরা যত দ্রুত সম্ভব ঔষধ আপনাদের বাসায়
পৌঁছে দিয়ে আসবো।
*ঔষধের চূড়ান্ত অর্ডার একেবারেই দিতে হবে।
*বিক্রয়ের পরে কোন ঔষধ ফেরৎ বা বদল
হবেনা।
*আপনাদের জন্য আমরা আমাদের সর্বোচ্চ
সেবাটি দেয়ার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ্।
*প্রেসক্রিপশন থেকে অর্ডার করতে চাইলে
অবশ্যই আপনার প্রেশক্রিপশান এর ছবি তুলে
আমাদের পেজের ইনবক্সে সেন্ড করতে হবে।
*এন্টিবায়োটিক ও ঘুমের ঔষধের ক্ষেত্রে
অবশ্যই রেজিষ্টার্ড চিকিৎসকের
প্রেসক্রিপশান দেখানো বাধ্যতামূলক।

আমাদের এই যাত্রায় আপনাদের মতামত,উপদেশ এবং সহযোগিতা কামনা করছি।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।

আপনার প্রয়োজনীয় ঔষুধ ঘরে কিংবা অফিসে বসে পেতে ভিজিট করুন-
Telemedicine-টেলি মেডিসিনTelemedicine-টেলি মেডিসিনTelemedicine-টেলি মেডিসিন

Address

Khulna

Telephone

+8801965546092

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaman Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram