29/10/2025
আপনি কি জানেন, বিড়াল যদি হঠাৎ করে প্রস্রাব বন্ধ করে দেয়,
তাহলে সেটা জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা বোঝায়? 😿
এই বিড়ালটিকে আনা হয়েছিল ঠিক এমন অবস্থায় —
আমাদের ক্লিনিকে Catheterization করার পর এখন সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে 💚
🐾 লক্ষণগুলো যেগুলো দেখলে দেরি না করে Vet Clinic-এ আসবেন:
🔹 প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া
🔹 প্রস্রাবের সাথে রক্ত আসা
🔹 প্রস্রাব করতে কষ্ট হওয়া বা ঘন ঘন চেষ্টা করা
🐾 কেন এমনটা হয়? (Urinary Blockage-এর কারণ):
🔸 মূত্রনালিতে পাথর বা ক্রিস্টাল জমে যাওয়া
🔸 পর্যাপ্ত পানি না খাওয়া
🔸 অতিরিক্ত শুকনা খাবার (Dry food) খাওয়া
🔸 স্ট্রেস বা স্থূলতা (Obesity)
🔸 পুরুষ বিড়ালে মূত্রনালি সরু হওয়ায় ব্লক হওয়ার ঝুঁকি বেশি
💊 সমাধান কী?
✅ দ্রুত Vet Clinic-এ নিয়ে গিয়ে Catheterization ও চিকিৎসা করানো
✅ পর্যাপ্ত পানি খাওয়ানো ও Wet food খাওয়ার অভ্যাস করানো
✅ নিয়মিত চেকআপ ও Urinary diet বজায় রাখা
✅ বিড়ালের স্ট্রেস কমানোর চেষ্টা করা
👉 আপনার বিড়াল কি হঠাৎ করে বাথরুমে যেতে চায় কিন্তু পারে না?
তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন!
🐾 We care because they can’t speak for themselves.
📍 ঠিকানা: 171 Sher-e-Bangla Road, Power House More, Khulna
📞 01793-617454
🔹
🔹
🔹
🔹