Uphcsdp II Adams, Kcc, PA -1

Uphcsdp II  Adams, Kcc, PA -1 The Project provides following services, based on the national expanded Essential Services Delivery (ESD+) package of the government:
1. Antenatal Care
2.

Delivery Care (NVD & CS)
3. Postnatal Care
4. Menstrual Regulation
5. Post Abortion Care
6. Family P

১৬ই ডিসেম্বর বিজয় দিবস  উদযাটন-২০২৪ সারা বাংলাদেশের ন্যায় ১৬ ই ডিসেম্বর, বিজয় দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে, আরবান প্রাইমা...
16/12/2024

১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাটন-২০২৪

সারা বাংলাদেশের ন্যায় ১৬ ই ডিসেম্বর, বিজয় দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প, এ্যাডামস, কেসিসি পিএ-০১ এর উদ্যোগে নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনের কর্মরত সকল কর্মীদের নিয়ে উদযাপিত হলো ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস। দিবস উদযাপনের কার্যক্রেমর মধ্যে ছিল আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় , ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস চেক আপ, চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মনিটরিং অফিসার এস এম মুকিতুজ্জামান ও এ্যাকাউন্টস অফিসার কাজী সোহেল আহমেদ, এ্যাডামস, প্রধান কার্যালয়ের উপ-নির্বাহী কর্মকর্তা' জনাব আশিক মাহমুদ (চয়ন) ইউপিএইচসিএসডিপি-০২(পর্যায়) প্রকল্পের, প্রকল্প ব্যবস্থাপক, জনাব মাহবুব আলম, ম্যানেজার এ্যাডমিন এন্ড ফিনান্স, জনাব জাহিদুল ইসলাম , এমআইএস অফিসার, জনাব মোঃ ফারুক হোসেন, এফপি কো-অর্ডিনেটর, ডাঃ সুমাইয়া পারভীন প্রমুখ।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস এর ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায় কেসিসি, পিএ-০১ অ্যাডামস এর পরিবার পরিকল্পনা ...
22/11/2024

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস এর ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায় কেসিসি, পিএ-০১ অ্যাডামস এর পরিবার পরিকল্পনা কার্যক্রম স্বজমিনে পরিদর্শন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ সাইফুল্লাহিল আজম উক্ত পরিদর্শনের সফর সঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব তাসলিম উদ্দিন খান ডিরেক্টর এম আই এস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর আরো উপস্থিত ছিলেন বিকাশ কুমার দাস, ডিরেক্টর পরিকল্পনা খুলনা ডিভিশন, মোহাম্মদ আকিব উদ্দিন ডেপুটি ডিরেক্টর পরিবার পরিকল্পনা, খুলনা পরিদর্শন কালে পরিবার পরিকল্পনার কার্যক্রম দীর্ঘমেয়াদি স্বল্প মেয়াদী, স্থায়ী এবংঅস্থায়ী পদ্ধতি কার্যক্রম পরিচালনার সকল ডকুমেন্টারি গুলো ক্রস চেক করেন এবং নগর মাতৃ সদনে ডেলিভারি রোগীদের সাথে খোঁজখবর নেন এবং কথা বলেন।

১৫ ই আগস্ট ২০২৩। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম  শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউপিএইচসিএসডিপি-২, স্থানীয় সরকার ...
15/08/2023

১৫ ই আগস্ট ২০২৩। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউপিএইচসিএসডিপি-২, স্থানীয় সরকার বিভাগ এর আওতায় পরিচালিত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রসমূহে দিনব্যাপী ফ্রি চিকিৎস্যসহ অন্যান্য সেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

Exposure visit 2022RCC PA -1&2
16/07/2022

Exposure visit 2022
RCC PA -1&2

Happy birthday dada
01/06/2022

Happy birthday dada

আরবান প্রাইমার হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প, এ্যডামস্ কেসিসি,পিএ-০১ এর  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন কর...
19/04/2022

আরবান প্রাইমার হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প, এ্যডামস্ কেসিসি,পিএ-০১ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের কর্ম এলাকার সম্মনীত ওর্য়াড কাউন্সিলরবৃন্দ, কেসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও এ্যাডামসে্র উপ-নির্বাহী পরিচালক, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের কর্মকর্তা- কর্মচারী বৃন্দসহ প্রকল্পের সকল কর্মীগণ ও সুশীল সমাজের প্রতিনিধি,ইমাম,সাংবাদিকবৃন্দসহ মোট ২৫০ জনের অধিক অংশগ্রহণকারী উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্প ব্যবস্থাপক আগত অথিতিদের স্বাগত জানান।পরবর্তীতে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও এর তাৎপর্য এর উপর আলোচনা করে দেশ ও জাতির তথা প্রকল্পের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয়।অনুষ্ঠানের শেষে আগত সকল অতিথিদের সম্মানে ইফতারি পরিবেশন করা হয়।

১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন । মহামানবের  ১০০ তম জন্মদিন উপলক্ষে  আরবার প্রাইমরী হেলথ্ কেয়া...
27/03/2022

১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন । মহামানবের ১০০ তম জন্মদিন উপলক্ষে আরবার প্রাইমরী হেলথ্ কেয়ার সার্ভিসেস্ ডেলিভারী প্রজেক্ট ২য় পর্যায়ের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট ও খুলনা সিটি কের্পোরেশন এর সিদ্ধান্ত অনুযায়ী মহামানবের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কের্পোরেশন পার্টনারশীপ এরিয়া-০১ এ্যাডামস্ কর্ম এলাকার নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃ সদনে ফ্রি মেডিকেল ক্যাম্পের এয়াজন করা হয় । দিনের দ্বিতীয়ার্ধে খুলনা মহানগরীর ঐহ্যিবাহী মহেশ্বরপাশা শাড়াডাঙ্গা ফুডবল মাঠে এ্যাডামস্ এর প্রধান কার্যালয় ও আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভেসেস্ ডেলিভারী প্রজেক্ট কেসিসি, পিএ-০১, এ্যাডামস্ এর উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে এ্যাডামস্ প্রধান কার্যালয় বিজয়ী ও আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভেসেস্ ডেলিভারী প্রজেক্ট রানার আপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন জনাব মাহাফুজা শাহাবুদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ আওয়ামী লীগ, দৌলতপুর থানা, খুলনা, বিশেষ অতিথি হিসাবেেউপস্থিত ছিলেন জনাব মো: আব্দুস সালাম, সম্মানীত কাউন্সিলর, ওয়ার্ড নং-০৩, কেসিসি, জনাব মো: মাকসুদ হাসান পিকু, সাকে কাউন্সিলর , ওয়ার্ড নঙ-০৩, কেসিসি, জনাব মো: শাহাদাৎ মিনা, সাবেক কাউন্সিলর, কেসিসি, জনাব কাজী নাসিবুল হাসান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, অনুষ্ঠানে সভাপতিত্ব করন জনাব এস এম আলী আসলাম, নির্বাহী পরিচালক-এ্যাডামস্, উক্ত অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিতত ছিরেন জনাব সাকিনা আক্তার বারী, পরিরচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন-এ্যাডামস্, জনাব আশিক মাহামুদ চয়ন, উপনির্বাহী পরিচালক, এ্যাডামস্ প্রমুখ।

Address

Khalishpur
Khulna
GPO9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uphcsdp II Adams, Kcc, PA -1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram