24/10/2023
আজ বিশ্ব পোলিও দিবস।
পোলিওমাইলাইটিসের সংক্ষিপ্ত অর্থ হল পোলিও। এটি পোলিওভাইরাস দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ। এটি প্রাথমিকভাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে। ভাইরাসটি প্রাথমিকভাবে সংক্রামিত ব্যক্তির মল এবং হাঁচির ফোঁটার মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোলিও বিভিন্ন মাত্রার পক্ষাঘাত হতে পারে, হালকা পেশী দুর্বলতা থেকে সম্পূর্ণ পক্ষাঘাত পর্যন্ত। গুরুতর ক্ষেত্রে, এটি মৃত্যুর কারণ হতে পারে। পোলিওর কোনো প্রতিকার নেই, তবে টিকা দেওয়ার মাধ্যমে এটি প্রতিরোধ করা যায়।
আজ বিশ্ব পোলিও দিবস। পোলিও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। চিকিৎসাশাস্ত্রে এ ভাইরাসে আক্রান্ত হওয়াকে পোলিওমায়েলাইটিস বা সংক্ষেপে পোলিও বলা হয়।
২০০৬ সালে বাংলাদেশ পোলিওমুক্ত হয়েছে। সরকারের স্বাস্থ্য বিভাগের সঙ্গে রোটারি ক্লাবের স্বেচ্ছাসেবী কর্মসূচি, নানা শ্রেণি ও সংগঠনের সম্পৃক্ততা, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ সফলতা এসেছে।