Khulna Pongu & General Hospital

Khulna Pongu & General Hospital Khulna Pongu Hospital is committed to providing best-in-class, accessible, private healthcare for all

08/09/2025

শিশুর জন্মগত রোগ, হার্নিয়া, হাইড্রোসিল, আধুনিক পদ্ধতিতে মুসলমানি বা অন্যান্য সার্জিক্যাল সমস্যার সমাধান এখন হাতের নাগালে।

খুলনা পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতালে এখন থেকে নিয়মিত রোগী দেখছেন —
👨‍⚕️ ডা. অনীক দেউরী
🩺 নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ও সার্জন

📌 শিশুদের যে সমস্যাগুলোর জন্য পাওয়া যাবে চিকিৎসা ও পরামর্শঃ
✔️ আধুনিক পদ্ধতিতে মুসলমানি
✔️ হাইড্রোসিল
✔️ নাভি ও কুঁচকিতে হার্নিয়া
✔️ অণ্ডকোষ সঠিক স্থানে না থাকা
✔️ ফিমোসিস ও প্যারাফিমোসিস
✔️ জন্মগতভাবে প্রস্রাবের পথ সঠিক স্থানে না থাকা
✔️ খাবার নালী তৈরি না হওয়া অথবা বন্ধ থাকা
✔️ কিডনির টিউমার

📅 রোগী দেখবেন:
👉 শনিবার থেকে বুধবার
⏰ দুপুর ৩টা থেকে বিকাল ৭টা

🏥 খুলনা পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতাল
📍 ৩/২ হাজী মহসিন রোড, খুলনা
📞 হটলাইন: +88 01887878888

Khulna Pongu Hospital is committed to providing best-in-class, accessible, private healthcare for all

03/09/2025

কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সঠিক চিকিৎসা এখন হাতের নাগালেই!

👉 ডা. মোঃ জিয়াউর রহমান – অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ.

✅ কিডনি ও প্রস্রাবের যে কোনো জটিল রোগ
✅ ক্রনিক কিডনি ডিজিজ (CKD)
✅ কিডনি ইনজুরি (AKI)
✅ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি
✅কিডনি ডায়ালাইসিস
✅ ইউরিনারি ইনফেকশন(uti)

📍খুলনা পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতাল
📅 রবিবার থেকে বুধবার
⏰ বিকেল ৪টা – রাত ৭টা



#খুলনা_পঙ্গু_হাসপাতাল

Khulna Pongu Hospital is committed to providing best-in-class, accessible, private healthcare for all

নাক–কান–গলার সমস্যায় কষ্ট পাচ্ছেন?বিশেষজ্ঞের যত্নে ফিরিয়ে আনুন সুস্থ জীবন।👨‍⚕️ ডা. শেখ আব্দুল্লাহ আল মামুনথাইরয়েড,কান...
01/09/2025

নাক–কান–গলার সমস্যায় কষ্ট পাচ্ছেন?
বিশেষজ্ঞের যত্নে ফিরিয়ে আনুন সুস্থ জীবন।

👨‍⚕️ ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন
থাইরয়েড,কানের মাইক্রো সার্জারি এবং
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য)
এন্ডসকপি সাইনাস সার্জারি
স্পেশালাইজড ট্রেনিং ইন
ডিএলও (ইএনটি), সিসিডি (বারডেম)
নাক,কান,গলারোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

✔ নাকের পলিপ
✔ কানে ইনফেকশন
✔ টনসিল সমস্যা
✔ গলার ব্যথা

📍 ঠিকানা: খুলনা পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতাল
🕔 সময়: প্রতি শুক্রবার বিকাল ৫টা – ৭টা

📞 যোগাযোগ: +88 01887878888

#খুলনা_পঙ্গু_হাসপাতাল #স্বাস্থ্যসচেতনতা

অস্টিওআর্থ্রাইটিস (OA) ও ফিজিওথেরাপি চিকিৎসা🔹 অস্টিওআর্থ্রাইটিস কী?এটা হলো জয়েন্টের ক্ষয়জনিত রোগ। এতে হাঁটু, কোমর, মেরুদ...
21/08/2025

অস্টিওআর্থ্রাইটিস (OA) ও ফিজিওথেরাপি চিকিৎসা

🔹 অস্টিওআর্থ্রাইটিস কী?

এটা হলো জয়েন্টের ক্ষয়জনিত রোগ। এতে হাঁটু, কোমর, মেরুদণ্ড বা হাতের জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট শক্ত হয়ে যায় আর ধীরে ধীরে নড়াচড়া কমে যায়।

🔹 রোগের ধাপ (সহজভাবে)

1. শুরুতে: হালকা ব্যথা, ছোট হাড় বের হওয়া।

2. মাঝামাঝি: ব্যথা বাড়ে, জয়েন্টে শক্তভাব আসে।

3. অগ্রসর ধাপ: হাঁটা-চলা কষ্টকর, জয়েন্ট বিকৃত হয়।

🔹 ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা

✅ প্রাথমিক ধাপ (হালকা ব্যথা):

ওজন নিয়ন্ত্রণ, জীবনযাত্রার পরিবর্তন।

হাঁটা, সাঁতার, সাইক্লিং-এর মতো হালকা ব্যায়াম।

পা ও কোমরের পেশী শক্ত করার ব্যায়াম।

প্রয়োজনে সাপোর্ট ব্রেস বা টেপ ব্যবহার।

✅ মাঝামাঝি ধাপ (ব্যথা বেশি হলে):

বিশেষ ব্যায়াম (বসা-থেকে-দাঁড়ানো, সিঁড়ি ওঠা-নামা অনুশীলন)।

পানিতে ব্যায়াম (Hydrotherapy)।

ভারসাম্য বজায় রাখার অনুশীলন।

লাঠি বা ওয়াকার ব্যবহার করলে হাঁটা সহজ হয়।

✅ শেষ ধাপ (অত্যন্ত গুরুতর):

ব্যথা কমাতে TENS বা গরম/ঠান্ডা প্যাক।

সহজ ব্যায়াম (কোয়াড্রিসেপস শক্ত করার ব্যায়াম, হালকা স্ট্রেচ)।

হাঁটার সহায়ক যন্ত্র ব্যবহার।

অপারেশনের আগে পা শক্ত করার ব্যায়াম (Prehab) → এতে অপারেশনের পরে দ্রুত সুস্থ হওয়া যায়।

🔹 গুরুত্বপূর্ণ পরামর্শ

শুধু ওষুধে সমাধান হয় না, ব্যায়ামই প্রধান চিকিৎসা।

ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটা ও সক্রিয় থাকা খুব জরুরি।

সার্জারি (যেমন জয়েন্ট রিপ্লেসমেন্ট) তখনই হয় যখন ব্যথা ও অক্ষমতা খুব বেশি হয় এবং অন্য চিকিৎসায় কাজ হয় না।

🏥 খুলনা পঙ্গু হাসপাতালে এখন শুক্রবারেও অর্থপেডিক সেবা!ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডাঃ কাজী...
18/08/2025

🏥 খুলনা পঙ্গু হাসপাতালে এখন শুক্রবারেও অর্থপেডিক সেবা!

ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডাঃ কাজী করিম নেওয়াজ (MS, Orthopedics) এখন থেকে রোগী দেখবেন প্রতি শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালে।

খুলনা পঙ্গু হাসপাতাল প্রতি শুক্রবার প্রস্তুত বিশ্বমানের অর্থোপেডিক সেবা দিতে — এছাড়াও আমাদের অর্থোপেডিক চিকিৎসা সেবা চালু থাকে সপ্তাহের ৭ দিন।

💪 হাড় ভাঙা, হাত, পা, হাঁটু ব্যাথা ও ফোলা অথবা জয়েন্টের যেকোনো সমস্যায় আজই নিন বিশেষজ্ঞ চিকিৎসা।

📅 সাপ্তাহিক সময়সূচি: প্রতি শুক্রবার | বিকাল ৫টা – রাত ৮টা
📍 ঠিকানা: খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল

#অর্থোপেডিকসেবা #হাড়ওজয়েন্টেরযত্ন #ডাঃকাজীকরিমনেওয়াজ #খুলনাপঙ্গুহাসপাতাল #ঢাকামেডিকেল #সুস্থহাড় #জয়েন্টকেয়ার

ঘুমানোর ভঙ্গি ও কোমর ব্যথার সম্পর্ক:আপনার ঘুমানোর ভঙ্গি সরাসরি আপনার মেরুদণ্ডের ওপর প্রভাব ফেলে। ভুল ভঙ্গিতে ঘুমালে পিঠ,...
16/08/2025

ঘুমানোর ভঙ্গি ও কোমর ব্যথার সম্পর্ক:

আপনার ঘুমানোর ভঙ্গি সরাসরি আপনার মেরুদণ্ডের ওপর প্রভাব ফেলে। ভুল ভঙ্গিতে ঘুমালে পিঠ, কোমর ও ঘাড়ে চাপ পড়ে — যার ফলে দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে।

✅ সঠিক ভঙ্গি কী?

চিৎ হয়ে ঘুমানো, হাঁটুর নিচে বালিশ দিয়ে রাখলে মেরুদণ্ড স্বাভাবিক অবস্থায় থাকে।

কাত হয়ে ঘুমানো, দুই পায়ের মাঝখানে বালিশ রাখলে কোমরে চাপ কমে।

❌ সবচেয়ে খারাপ ভঙ্গি?

উল্টো হয়ে (পেটের উপর) ঘুমানো — এতে ঘাড় বাঁকানো থাকে ও মেরুদণ্ড সোজা থাকে না, ফলে ব্যথা বাড়ে।

দীর্ঘদিন কোমর ব্যথা থাকলে, শুধু ঘুমানোর ভঙ্গি ঠিক করলেই অনেকটা আরাম পাওয়া যায়। আপনার মেরুদণ্ডও বিশ্রাম চায় — সেটা যেন সঠিকভাবে পায়!

16/08/2025

📅 শুভ জন্মাষ্টমী ২০২৫ | ১৬ আগস্ট
খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল পরিবারের পক্ষ থেকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।

আমরা প্রতিজ্ঞাবদ্ধ— আপনার সুস্থতার পথে সদা পাশে থাকব।

🏥 ঠিকানা: হাজী মহসিন রোড, খুলনা

🧠 ব্রেইন টিউমার, স্ট্রোক ও স্পাইন সমস্যার সঠিক ও নিরাপদ সমাধান এখন হাতের নাগালে!ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞ নিউরোসার্জন ড...
12/08/2025

🧠 ব্রেইন টিউমার, স্ট্রোক ও স্পাইন সমস্যার সঠিক ও নিরাপদ সমাধান এখন হাতের নাগালে!

ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞ নিউরোসার্জন ডাঃ কাজী ইরফান সোবহান এর তত্ত্বাবধানে:
✔ ব্রেইন অপারেশন
✔ স্ট্রোক চিকিৎসা
✔ কোমর ও ঘাড়ের ব্যথা
✔ ডিস্ক প্রলাপ্স (PLID)
✔ স্পাইন সংক্রান্ত জটিল রোগের আধুনিক চিকিৎসা ও সফল সার্জারি

বিশ্বাসযোগ্যতা, অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমরা আছি আপনার পাশে।
📍 ঠিকানা: ৩/২ হাজী মহসিন রোড, খুলনা
🏥 পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল, খুলনা

#সুস্থথাকুন #স্বাস্থ্যসচেতনতা #খুলনা_পঙ্গু_হাসপাতাল #সচেতনতা

🎉 প্রাণঢালা অভিনন্দন🎉খুলনা পঙ্গু হাসপাতালের পক্ষ থেকেডাঃ জ্যোতির্ময় সরকার -কে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি প্রাপ্ত...
10/08/2025

🎉 প্রাণঢালা অভিনন্দন🎉

খুলনা পঙ্গু হাসপাতালের পক্ষ থেকে
ডাঃ জ্যোতির্ময় সরকার -কে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি প্রাপ্তির জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এটি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও রোগী সেবায় অবদানের যথাযোগ্য স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, আগামীতেও তিনি তাঁর পেশাগত উৎকর্ষ ও মানবসেবার মাধ্যমে খুলনা পঙ্গু হাসপাতালের গৌরব আরও সমুন্নত রাখবেন।

✨ আপনার আগামীর যাত্রা হোক আরও সাফল্যমণ্ডিত ✨

🎉 প্রাণঢালা অভিনন্দন🎉খুলনা পঙ্গু হাসপাতালের পক্ষ থেকেডাঃ জ্যোতির্ময়-কে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি প্রাপ্তির জন্য...
10/08/2025

🎉 প্রাণঢালা অভিনন্দন🎉

খুলনা পঙ্গু হাসপাতালের পক্ষ থেকে
ডাঃ জ্যোতির্ময়-কে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি প্রাপ্তির জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এটি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও রোগী সেবায় অবদানের যথাযোগ্য স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, আগামীতেও তিনি তাঁর পেশাগত উৎকর্ষ ও মানবসেবার মাধ্যমে খুলনা পঙ্গু হাসপাতালের গৌরব আরও সমুন্নত রাখবেন।

✨ আপনার আগামীর যাত্রা হোক আরও সাফল্যমণ্ডিত ✨

অপারেশন এর মাত্র দুই সপ্তাহ পরে রোগীর অবস্থা দেখে অনেকেই অবাক!
06/08/2025

অপারেশন এর মাত্র দুই সপ্তাহ পরে রোগীর অবস্থা দেখে অনেকেই অবাক!

Address

3/2 Haji Mohsin Road
Khulna
9000

Telephone

+8801712995294

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Pongu & General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category