Medical support & information Center

Medical support & information Center Specialist doctor Consultation,12 lead ECG, 2D Echocardiogram, 3D colour Doppler Ultrasonography, Digital 500ma X-ray

অধ্যাপক ডাঃ পরিতোষ কুমার চৌধুরী
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
ডিটিসিটি, পিজিটি ( মেডিসিন ও বক্ষব্যাধি)
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রেসপিরেটরি মেডিসিন ও মেডিসিন বিভাগ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
মেডিসিন, বক্ষব্যাধি, অ্যাজমা রোগ বিশেষজ্ঞ

ডাঃ মোঃ ইউনুছ আলী
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
ডিডিভি(বি,এস,এম,এম,ইউ)
মেডিকেল অফিসার( চর্ম ও যৌন বিভাগ)
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
চর্ম ও যৌন বিশেষজ্ঞ

ডাঃ মোহাইমিনুল হক
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
এফসিপিএস মেডিসিন (এফপি),ডি-কার্ড( কার্ডিওলোজি)
রেজিষ্ট্রার মেডিসিন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
কনসালটেন্ট কার্ডিওলজি
মেডিসিন, বাত্বজ্বর হরমোন ও বক্ষব্যধি অভিজ্ঞ ও হৃদরোগ বিশেষজ্ঞ।

ডাঃ গৌতম মূখার্জী
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
ডি-অর্থো(বি,এস,এম,এম,ইউ), এফসিপিএস (সার্জারি-এফপি)
অর্থোপেডিক ও ট্রমা সার্জন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
অর্থোপেডিক বিশেষজ্ঞ

ডাঃ শেখ তৈয়েবুর রহমান
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
ডি-অর্থো(বি,এস,এম,এম,ইউ),
অর্থোপেডিক ও ট্রমা সার্জন
প্রাক্তন কনসালটেন্ট
আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল

ডাঃ বিপ্লব বিশ্বাস
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
এফসিপিএস (সার্জারি)
ফেলো ল্যাপারোস্কপিক সার্জারি(এফ এম এইচ এস), ভারত
আবাসিক সার্জন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
সার্জারি বিশেষজ্ঞ

ডাঃ সওকাত আলী
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
এফসিপিএস (সার্জারি)
ফেলো ল্যাপারোস্কপিক সার্জারি(এফ এম এইচ এস), ভারত
আবাসিক সার্জন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
সার্জারি বিশেষজ্ঞ

ডাঃ পলাশ কুমার দে
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
এফসিপিএস (সার্জারি)
আবাসিক সার্জন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
সার্জারি বিশেষজ্ঞ

ডাঃ ওয়াসিউর রহমান চৌধুরী
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
এম, এস (কোর্স)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
নাক, কান ও গলা বিশেষজ্ঞ

ডাঃ স ম দেলোয়ার হোসেন
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
ডি-কার্ড( কার্ডিওলজি)
বিভাগীয় প্রধান (হৃদরোগ)
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
হৃদরোগ বিশেষজ্ঞ

ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
এফসিপিএস(মেডিসিন),এম,এ,সি,পি (আমেরিকা)
আবাসিক মেডিকেল অফিসার
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

ডাঃ রাকেশ সাহা
এম,বি,বি,এস, এমসিজিপি,
সিসিডি(বারডেম), পিজিটি (মেডিসিন)
স্পেশাল ট্রেনিং ইন কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
এসএমও, ফরর্টিস এসকর্ট হার্ট ইনস্টিটিউট হাসপাতাল
মেডিসিন রোগে অভিজ্ঞ

ডাঃ দেবাশীষ সরকার
এম,বি,বি,এস, এফসিজিপি(এফ মেডিসিন), এফ,আর,এফ,এইচ(লন্ডন) সিসিডি(বারডেম), পিজিটি (মেডিসিন ও কার্ডিওলজি)
মেডিকেল অফিসার,ল্যাব এইড,ঢাকা Ex
এইচএমও,খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল Ex
এম এস, ফরর্টিস এসকর্ট হার্ট ইনস্টিটিউট হাসপাতাল

ডাঃ মিথুন দেবনাথ
এম,বি,বি,এস, বি,সি,এস (স্বাস্থ্য),
এমডি (নেফ্রোলজি)
ভিজিটিং কনসালটেন্ট ফরর্টিস এসকর্ট হার্ট ইনস্টিটিউট
কিডনী বিশেষজ্ঞ

ডাঃ সুকান্ত বিশ্বাস
এম,বি,বি,এস, বিসিএস ( স্বাস্থ‍্য),
আবাসিক মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বটিয়াঘাটা, খুলনা

ডাঃ যাকিয়াহ্ ফেরদৌসী
এম,বি,বি,এস, বিসিএস ( স্বাস্থ‍্য),
এম,এস(গাইনী ও অবস)
গাইনী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ
রেজিষ্ট্রার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।৭০০০২২২

ডাঃ মোছাঃ আসমা খাতুন
এম,বি,বি,এস, বিসিএস ( স্বাস্থ‍্য),
এফ, সি, সি,এস(এফপি) (গাইনী ও অবস)
গাইনী রোগে অভিজ্ঞ
রেজিষ্ট্রার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

ডাঃ শাহিন আক্তার শেখ
এম,বি,বি,এস (রাজ), বিসিএস (স্বাস্থ্য)
এফ,সি,পি,এস ( মেডিসিন) ফাইনাল পার্ট
পিজিটি (নিউরোলজি)
রেজিষ্ট্রার (মেডিসিন বিভাগ)
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা।
মেডিসিন ও নিউরোলজি বিষয়ে অভিজ্ঞ।

ডাঃ এ এস এমন হুমায়ূন কবীর অপু
এম,বি,বি,এস, বিসিএস ( স্বাস্থ‍্য),
এম এস (ইউরোলজী)
উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ইন ইউরোলজী (ভারত)
সহকারী অধ্যাপক
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা
কিডনী ও মুত্রতন্ত্র রোগ বিশেষজ্ঞ

ডাঃ মিথুন কুমার পাল
এম,বি,বি,এস, বিসিএস ( স্বাস্থ‍্য),
ডিএলও(ঢাকা)
নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

ডাঃ এন এন বারুরী
এম,বি,বি,এস, (ঢাকা), বিসিএস ( স্বাস্থ‍্য), ডিসিএইচ (ঢাকা)
সহকারী অধ্যাপক (শিশু)
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।
শিশু রোগ বিশেষজ্ঞ

24/10/2025
20/09/2025
18/09/2025
15/09/2025

দেশের নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি বাড়ছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আরও একটি ৫০০ শয্যার নতুন ভবন চালুর প্রস্তুতি চলছে।

এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রগুলোর একটিতে পরিণত হবে।

আগারগাঁওয়ে অবস্থিত ৫০০ শয্যার হাসপাতালের পাশেই ১৫-তলার নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। নতুন ভবন চালুর প্রক্রিয়া শেষ পর্যায়ে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপন করা হয়ে গেছে। এখন কিছু সাজসজ্জার কাজ বাকি আছে।

হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নতুন ভবনটি উদ্বোধনের জন্য প্রস্তুত। এটি চালু হলে বেশিসংখ্যক রোগীকে সেবা দিতে পারব। বর্তমানে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে ফিরিয়ে দিতে হয়।'

তিনি আরও বলেন, 'নতুন ভবনটি শিগগিরই উদ্বোধন হবে। তবে এখনও তারিখ নির্ধারিত হয়নি। মন্ত্রণালয় থেকে উদ্বোধনের তারিখ জানানো হবে।'

আরও বেশি রোগীর সেবায় প্রস্তুত

নতুন ৮৫২টি পদের জন্য জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

১৫ তলা ভবনের নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে থাকবে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও থাকবে। উপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট থাকবে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, এখানে সবচেয়ে বেশি আসে স্ট্রোকের রোগী। তারপরই রয়েছে দুর্ঘটনার রোগী (মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত)। এছাড়া পার্কিনসন্স ডিমেনশিয়া, জিবিএস, মৃগী, হাইড্রোকেফালাসসহ নিউরোলজিক্যাল বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এ হাসপাতালে সেবা নেয়। শিশু থেকে বৃদ্ধ সবার নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা মেলে এ হাসপাতালে।

২০১২ সালের ১২ সেপ্টেম্বর ঢাকার আগারগাঁওয়ে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে নিউরোসায়েন্সেস হাসপাতাল। রোগীর চাপ বাড়ায় পরে আরও ২০০ শয্যা যোগ করা হয়। কিন্তু তাতেও চাপ কমেনি।

প্রতিবন্ধকতা পেরিয়ে আধুনিক সেবা

২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ৫০০ শয্যা বাড়ানোর জন্য ৫০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে। একই বছরের ২৯ অক্টোবর জিকে ট্রেডার্সকে ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় এবং নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ২০১৯ সালের সেপ্টেম্বরে জিকে শামীম গ্রেপ্তার হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়। তখন পর্যন্ত কেবল পাইলিংয়ের কাজ শেষ হয়েছিল।

প্রায় ২১ মাস বন্ধ থাকার পর ২০২১ সালে নতুন করে টেন্ডার পায় ওয়াহিদ কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটি নতুন ৫০০ শয্যার এই ভবনের নির্মাণকাজ পুনরায় শুরু করে, যা এখন পুরোপুরি শেষ হয়েছে।

সরকারি হাসপাতাল বলতেই অপরিচ্ছন্নতা, মেশিন নষ্ট, সেবা পেতে দেরি হওয়ার যে সাধারণ ধারণা আছে, তা থেকে মুক্ত নিউরোসায়েন্সেস হাসপাতাল। এ হাসপাতালে চিকিৎসা পেতে রোগীদের ভোগান্তি কম।

তবে রোগীর চাপ অনেক বেশি হওয়ায় এখানে শয্যা পেতে সমস্যা হয়। শয্যা ছাড়া এখানে রোগী ভর্তি করা হয় না। হাসপাতাল সূত্র জানিয়েছে, নতুন ৫০০ শয্যা এ সংকট কাটাতে সহায়তা করবে।

২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ছয় বছর দেশসেরা বিশেষায়িত হাসপাতাল হিসেবে 'স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার' পেয়েছে হাসপাতালটি।

~ The Business Standard

08/09/2025

রাশিয়া ক্যা’নসার ভ্যাকসিনের প্রাক-ক্লিনিক্যাল পরীক্ষা সফ’লভাবে সম্পন্ন করেছে

31/08/2025
31/08/2025
30/08/2024
23/11/2023

Address

18/2, Madrasha Road, In Front Of Khulna Medical College Hospital Gate, Choto Boyra, Sonadanga
Khulna
9000

Opening Hours

Monday 09:00 - 20:00
21:00 - 22:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

8801717000222

Alerts

Be the first to know and let us send you an email when Medical support & information Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram