খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Khulna
  • খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র

খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র অসুস্থ মানুষকে সেবার মাধ্যমে সুস্থাব

তালমূলী গাছের উপকারিতা অতুলনীয়। সেগুলি হলো –১/তালমূলীর কন্দমূল যৌনশক্তি বাড়াতে সাহায্য করে ২/পিত্তথলির পাথর সারাতে সাহা...
17/09/2025

তালমূলী গাছের উপকারিতা অতুলনীয়। সেগুলি হলো –

১/তালমূলীর কন্দমূল যৌনশক্তি বাড়াতে সাহায্য করে
২/পিত্তথলির পাথর সারাতে সাহায্য করে
৩/কাটাছেঁড়ায়, চর্মরোগের উপকারী ঔষধ
৪/এটি সর্পদংশনের প্রতিষেধক হিসেবে কাজ করে।
*যৌন অক্ষমতায় কন্দের মিহিচূর্ণ ঘি ও চিনির সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
*কাটাছেঁড়া, চর্মরোগ বা সর্পদংশনে মূলের কন্দ বেটে ক্ষতস্থানে বাহ্যিকভাবে ব্যবহার করলে সুফল পাওয়া যায়। তালমূল যাদুকরী ভূমিকা পালন করে ।
৫/অনিয়মিত মাসিকে তালমূল খেলে দ্রুত আরগ্য লাভ করবে।
৬/ অর্শ রোগ থাকলে তা সেরে উঠে।
❤️মূল্য ২২০/-

প্রাপ্তিস্থানঃ
হালাল শপ বাংলাদেশ
খুলনা সদর, খুলনা
মোবাইল নাম্বার ০১৮৯৬-১৫৭৮৫২, ০১৭২৭-৩৩১৩৮৬ (হোয়াটসঅ্যাপ)

শরীরের কোথাও পুড়ে গেলে যাদুর মত কাজ করে  .   (ক্যান্থারিস ) যে মেডিসিন টি প্রত্যেকের ঘর, বাড়ি, অফিস, কল কারখানা এবং শি...
17/09/2025

শরীরের কোথাও পুড়ে গেলে যাদুর মত কাজ করে .
(ক্যান্থারিস ) যে মেডিসিন টি প্রত্যেকের ঘর, বাড়ি, অফিস, কল কারখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে রাখা উচিত। কখন ব্যবহার করবেন কিভাবে করবেন আসুন সেটা জেনে নেই!
শরীরের যে কোন জায়গায় পুড়ে গেলে ক্যান্সারিস ঔষধটি দ্রুত সেটাকে সারিয়ে তুলতে সক্ষম। যেকোনো ভাবে বার্ন বা পুড়ে গেলে অবশ্যই আভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে ক্যান্থারিস ব্যবহার করতে পারবেন।

সেবন বিধি:
১.Cantharis -30/200
ডিস্ট্রিল ওয়াটার বা ফিলট্রেট পানিতে মিশিয়ে ১০/১৫/২০ ফোঁটা করে চার ঘন্টা অন্তর সেবন করুন।
২.cantharis-Q
যতটুকু ঔষধ ততটুকু পানির সাথে মিশিয়ে পুড়ে যাওয়া স্থানে বাহ্যিক প্রয়োগ করুন।
কল্পনাতীতভাবে খুবই দ্রুত পুড়ে যাওয়া স্থান হিলিং হবে ইনশাআল্লাহ।

ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর
(Dr. Saifullah Mansur)
৩২, শামসুর রহমান রোড, বাকি বিল্লাহ ভবন ২য় তলা, শান্তিধাম মোড়, খুলনা
০১৯১৩-৩৩৩২৩১ হোয়াটসঅ্যাপ+ইমু, ০১৭২৭-৩৩১৩৮৬

আজকে ঔষধ পাঠানো হলো কুমিল্লার মুরাদনগরে।
16/09/2025

আজকে ঔষধ পাঠানো হলো কুমিল্লার মুরাদনগরে।

আলহামদুলিল্লাহ, আজ মালয়েশিয়া প্রবাসী দুই ভাইয়ের জন্য ঔষধ পাঠানো হলো। আল্লাহ প্রিয় ভাইদের শেফায়ে কুল্লি আজেলা দান করুন ও...
15/09/2025

আলহামদুলিল্লাহ, আজ মালয়েশিয়া প্রবাসী দুই ভাইয়ের জন্য ঔষধ পাঠানো হলো। আল্লাহ প্রিয় ভাইদের শেফায়ে কুল্লি আজেলা দান করুন ও সুস্থতার নিয়ামতে ধন্য করুন।

13/09/2025

খুলনাতে আমরা যেখানে কওমি-আলিয়ার ভাইয়েরা একসাথে উঠাবসা করছি, চমৎকার আমাদের সম্পর্ক। সারাদেশেই বলা যায় একই রকম চিত্র। জামায়াতের ভাইয়েরা সব সময় কওমী আলেমদের অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেন। সেখানে কিছু কওমী আলেমরা বাগড়া বাধাতে খুব পছন্দ করেন। আপনাদের, জামায়াতের প্রসংশা করা লাগবে শুধু কুৎসা রটানো বন্ধ করেন দেখবেন জামায়াতের প্রতিটি কর্মী হৃদয়ের মনি কুঠায় আপনাদের জায়গা দিবে। কারণ জামায়াতের মত বড় হৃদয়ের মানুষ আমি আমি অন্য কোন দলে দেখিনি। মনে রাখবেন, জামায়াতের কর্মীদের সকল মতের মানুষদের গ্রহন করার, সম্মান দেওয়ার হিম্মত শেখানো হয়।

খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর বৃক্ষ রোপণ করছেন।
12/09/2025

খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর বৃক্ষ রোপণ করছেন।

🎍🎍ABCDপ্রতিটি অক্ষরে ৫০টি করে হোমিও ঔষধ ও প্রধান প্রধান কাজ। মোট ২০০টি শেয়ার করে রাখতে পারেন।★🅰️ অক্ষরে ৫০টি হোমিও ঔষধ ও...
09/09/2025

🎍🎍ABCDপ্রতিটি অক্ষরে ৫০টি করে হোমিও ঔষধ ও প্রধান প্রধান কাজ। মোট ২০০টি শেয়ার করে রাখতে পারেন।

★🅰️ অক্ষরে ৫০টি হোমিও ঔষধ ও কাজ

1. Aconitum Napellus – হঠাৎ ভয়, শীতল বাতাসে সর্দি, উচ্চ জ্বর

2. Agaricus Muscarius – স্নায়বিক কম্পন, কাঁপুনি, ঠান্ডায় সমস্যা

3. Agnus Castus – যৌন দুর্বলতা, টেস্টোস্টেরন কম, মানসিক অবসাদ

4. Allium Cepa – পানির মত নাক দিয়ে সর্দি, কাশি

5. Allium Sativum – হজম সমস্যা, গ্যাস, রক্তচাপ

6. Aloe Socotrina – পাইলস, পাতলা পায়খানা, গ্যাস

7. Alumina – কোষ্ঠকাঠিন্য, চর্মরোগ, মানসিক বিভ্রান্তি

8. Ambra Grisea – নার্ভাসনেস, অনিদ্রা, বার্ধক্যজনিত সমস্যা

9. Ammonium Carbonicum – হাঁপানি, দুর্বলতা, শ্বাসকষ্ট

10. Ammonium Muriaticum – সর্দি, কাশি, লিভারের সমস্যা

11. Anacardium Orientale – দুর্বল স্মৃতি, দ্বিধাগ্রস্ত মন, অবসাদ

12. Anacardium Occidentale – চর্মরোগ, একজিমা

13. Antimonium Crudum – বদহজম, মুখে সাদা আস্তর, ফুসকুড়ি

14. Antimonium Tartaricum – শ্বাসকষ্ট, ফুসফুসে কফ জমা, হাঁপানি

15. Apis Mellifica – ফোলা, অ্যালার্জি, ইউরিনারি সমস্যা

16. Apocynum Cannabinum – ফোলা, জল জমা, কিডনির সমস্যা

17. Aralia Racemosa – হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি

18. Aranea Diadema – ম্যালেরিয়া টাইপ জ্বর, দুর্বলতা

19. Argentum Metallicum – গলার সমস্যা, কণ্ঠস্বর বসা

20. Argentum Nitricum – ভীতি, উদ্বেগ, ডায়রিয়া, গ্যাস

21. Arnica Montana – আঘাত, ব্যথা, ফোলা, দুর্ঘটনা পরবর্তী শক

22. Arsenicum Album – খাদ্যে বিষক্রিয়া, ডায়রিয়া, উদ্বেগ

23. Arsenicum Iodatum – শ্বাসকষ্ট, ব্রংকাইটিস, দুর্বলতা

24. Arum Triphyllum – গলা ব্যথা, কণ্ঠস্বর বসা, সর্দি

25. Asafoetida – গ্যাস, হজমের সমস্যা, স্নায়বিক রোগ

26. Asarum Europaeum – মাথা ঘোরা, কান বাজা, স্নায়বিক দুর্বলতা

27. Asclepias Syriaca – ঘাম, ইউরিন কম হওয়া, শ্বাসকষ্ট

28. Asclepias Tuberosa – বুক ব্যথা, শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা

29. Asterias Rubens – ব্রেস্ট টিউমার, স্নায়বিক সমস্যা

30. Atropinum Sulphuricum – চোখের সমস্যা, উচ্চ জ্বর, খিঁচুনি

31. Aurum Metallicum – হতাশা, বিষণ্ণতা, হৃদরোগ

32. Aurum Muriaticum Natronatum – জরায়ু ও ডিম্বাশয়ের টিউমার

33. Aurum Arsenicosum – হৃদরোগ, উচ্চ রক্তচাপ, উদ্বেগ

34. Abrotanum – শিশুদের দুর্বলতা, মাড়ি ও হাড়ের সমস্যা

35. Absinthium – মৃগী রোগ, স্নায়বিক ব্যাধি

36. Acetic Acid – ডায়রিয়া, দুর্বলতা, রক্তশূন্যতা

37. Actaea Racemosa (Cimicifuga) – নারীদের মাসিক সমস্যা, মানসিক ভীতি

38. Adonis Vernalis – হৃদযন্ত্রের দুর্বলতা, প্রস্রাব কম হওয়া

39. Aesculus Hippocastanum – পাইলস, কোমরের ব্যথা

40. Aethusa Cynapium – শিশুদের বমি, দুধ হজম না হওয়া

41. Ailanthus Glandulosa – টাইফয়েড, ফুসকুড়ি

42. Alstonia Scholaris – ডায়রিয়া, ম্যালেরিয়া জ্বর

43. Anemone Pulsatilla (Pulsatilla) – সর্দি, মাসিকের সমস্যা, মানসিক কান্না

44. Anthracinum – অ্যানথ্রাক্স জাতীয় চর্মরোগ

45. Antipyrinum – অ্যালার্জি, চুলকানি, জ্বর

46. Aranea Scinencia – অজানা জ্বর, দুর্বলতা

47. Aristolochea – চর্মরোগ, একজিমা

48. Asarum Canadense – মাথা ব্যথা, স্নায়বিক উত্তেজনা

49. Asparaginum – কিডনির সমস্যা, প্রস্রাব কম হওয়া

50. Atropa Belladonna (Belladonna) – উচ্চ জ্বর, লাল চোখ, হঠাৎ ব্যথা

★🅱️ অক্ষরে ৫০টি হোমিও ঔষধ ও কাজ

51. Bacillinum – টিউবারকুলোসিস প্রবণতা, ফুসফুস দুর্বলতা

52. Badiaga – গাঁটে ব্যথা, রিউমাটিজম, ফোলা

53. Balsamum Peruvianum – শ্বাসকষ্ট, গলা ব্যথা, ক্ষত

54. Baptisia Tinctoria – টাইফয়েড জ্বর, ডায়রিয়া, দুর্বলতা

55. Barosma Crenata (Buchu) – কিডনি ও মূত্রনালীর সমস্যা

56. Baryta Carbonica – শিশুদের বৃদ্ধি বিলম্ব, বৃদ্ধদের স্মৃতি দুর্বলতা

57. Baryta Iodata – গ্রন্থি ফোলা, টনসিল বড় হওয়া

58. Baryta Muriatica – ধমনীর শক্ত হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ

59. Belladonna – হঠাৎ জ্বর, মাথা ব্যথা, লালচে চোখ

60. Bellis Perennis – অভ্যন্তরীণ আঘাত, সার্জারির পর ফোলা

61. Berberis Vulgaris – কিডনির পাথর, কোমর ব্যথা, প্রস্রাবের সমস্যা

62. Bismuthum – বমি, পেট ব্যথা, পাকস্থলীর প্রদাহ

63. Blatta Orientalis – হাঁপানি, শ্বাসকষ্ট

64. Borax Veneta – মুখে ঘা, শিশুদের মুখের ঘা, ভ্রমণের ভয়

65. Bovista Lycoperdon – অ্যালার্জি, চর্মরোগ, পিরিয়ড সমস্যা

66. Brachyglottis Repens – কিডনি সমস্যা, প্রস্রাব কম হওয়া

67. Bromium – থাইরয়েড গ্রন্থি ফোলা, শ্বাসকষ্ট

68. Bryonia Alba – শুকনো কাশি, বুক ব্যথা, মাথা ব্যথা

69. Bufo Rana – এপিলেপসি (মৃগী রোগ), মানসিক অসুস্থতা

70. Buthus Australis – তীব্র স্নায়বিক ব্যথা, খিঁচুনি

71. Baptisia Australis – সংক্রমণজনিত জ্বর, দুর্বলতা

72. Baryta Acetica – গ্রন্থি বড় হওয়া, শিশুদের শারীরিক দুর্বলতা

73. Belladonna Folia (Ext.) – জ্বর, চোখ লাল, মাথা ভারী

74. Belladonna Radix (Ext.) – স্নায়বিক খিঁচুনি, উচ্চ তাপমাত্রা

75. Berberis Aquifolium – চর্মরোগ, ব্রণ, রক্ত পরিশোধক

76. Blatta Americana – হাঁপানি, শ্বাসকষ্ট

77. Boletus Laricis – ম্যালেরিয়া জাতীয় জ্বর, শরীর দুর্বলতা

78. Bothrops Lanceolatus – স্ট্রোক, রক্ত জমাট বাঁধা

79. Bovinum (Nosode) – যক্ষ্মা প্রবণতা, দুর্বলতা

80. Bromatum Kali – স্নায়বিক খিঁচুনি, নিদ্রাহীনতা

81. Brunfelsia Americana – জয়েন্টে ব্যথা, চর্মরোগ

82. Bryonia Dioica – শুকনো কাশি, বুকে ব্যথা

83. Buchu – প্রস্রাবের প্রদাহ, কিডনি সমস্যা

84. Bursa Pastoris – অতিরিক্ত মাসিক, রক্তপাত

85. Buthus Tamulus – বিষক্রিয়া, ব্যথা, শ্বাসকষ্ট

86. Baptisia Nuttalliana – টাইফয়েড জাতীয় জ্বর, দুর্বলতা

87. Baryta Bromata – গ্রন্থি বড় হওয়া, থাইরয়েড সমস্যা

88. Blatta Indica – হাঁপানি, শ্বাসকষ্ট

89. Borax Acidum – মুখে ঘা, সাদা আস্তর

90. Bothrops Atrox – স্নায়বিক সমস্যা, রক্ত জমাট

91. Bromium Iodatum – গ্রন্থি ও থাইরয়েড সমস্যা

92. Bryonia Sulphurica – বুক ব্যথা, শুষ্ক কাশি

93. Baryta Sulphurica – লিম্ফ গ্রন্থি ফোলা

94. Badiaga Sibirica – একজিমা, চর্মরোগ

95. Belladonna Atropia – হঠাৎ মাথা ব্যথা, জ্বর

96. Berberis Canadensis – কিডনির ব্যথা, প্রস্রাব কম

97. Boletus Satanas – ডায়রিয়া, গ্যাস্ট্রিক সমস্যা

98. Bovista Gigantea – অ্যালার্জি, মাসিক সমস্যা

99. Brassica Nigra (Mustard) – কাশি, গলা ব্যথা

100. Bromium Sulphuricum – শ্বাসকষ্ট, থাইরয়েড বড় হওয়া

★🅲 অক্ষরে ৫০টি হোমিও ঔষধ ও কাজ

101. Cactus Grandiflorus – হৃদরোগ, বুক চাপা, রক্তচাপ

102. Cadmium Sulphuratum – বমি, দুর্বলতা, ক্যান্সার পরবর্তী সমস্যা

103. Calcarea Carbonica – শিশুদের হাড় দুর্বলতা, স্থূলতা, ভয়

104. Calcarea Fluorica – হাড় শক্ত হওয়া, গুটি, ভেরিকোজ ভেইন

105. Calcarea Iodata – টনসিল ফোলা, গ্রন্থি বড় হওয়া

106. Calcarea Phosphorica – হাড় বৃদ্ধি, শিশুদের দুর্বলতা

107. Calcarea Sulphurica – ফোঁড়া, চর্মরোগ, পুঁজ জমা

108. Calendula Officinalis – ক্ষত নিরাময়, কাটা-ছেঁড়া, প্রদাহ

109. Camphora – শক, অজ্ঞান, ঠান্ডা অনুভূতি

110. Cannabis Indica – মানসিক বিভ্রান্তি, অতিরিক্ত চিন্তা, ঘুম সমস্যা

111. Cannabis Sativa – মূত্রনালীর প্রদাহ, প্রস্রাবে জ্বালা

112. Cantharis Vesicatoria – প্রস্রাবে জ্বালা, পোড়া, ফোসকা

113. Capsicum Annuum – কান ব্যথা, জ্বর, মদ্যপ প্রবণতা

114. Carbo Animalis – ক্যান্সার জাতীয় রোগ, দুর্বলতা, শিরা ফোলা

115. Carbo Vegetabilis – গ্যাস, শ্বাসকষ্ট, দুর্বলতা

116. Carcinosinum – ক্যান্সার প্রবণতা, অনিদ্রা, ভীতি

117. Carduus Marianus – লিভারের রোগ, জন্ডিস

118. Caulophyllum Thalictroides – নারীদের মাসিক ও প্রসব সমস্যা

119. Causticum – পক্ষাঘাত, পুড়ে যাওয়া, স্নায়বিক দুর্বলতা

120. Cedron – ম্যালেরিয়া জ্বর, মাথা ব্যথা

121. Ceanothus Americanus – প্লীহা (spleen) বড় হওয়া, জন্ডিস

122. Cepa Allium (Allium Cepa) – নাক দিয়ে পানি পড়া, সর্দি

123. Chamomilla – দাঁত ওঠা, শিশুর কান্না, বিরক্তি

124. Chelidonium Majus – লিভারের রোগ, জন্ডিস, ডান কাঁধ ব্যথা

125. Chenopodium Anthelminticum – কৃমি রোগ, কানে বাজা

126. China Officinalis (Cinchona) – রক্তশূন্যতা, দুর্বলতা, গ্যাস

127. Chininum Arsenicosum – ম্যালেরিয়া জ্বর, দুর্বলতা

128. Chininum Sulphuricum – পুনঃপুনঃ জ্বর, স্নায়বিক দুর্বলতা

129. Chlorum – গলা ব্যথা, শ্বাসকষ্ট

130. Cholesterinum – লিভারের সমস্যা, পিত্তাশয়ের পাথর

131. Chrysarobinum – চর্মরোগ, একজিমা, চুলকানি

132. Cicuta Virosa – খিঁচুনি, স্নায়বিক ব্যথা

133. Cina Maritima – শিশুদের কৃমি, পেট ব্যথা, খিটখিটে স্বভাব

134. Cinchona Rubra – রক্তশূন্যতা, দুর্বলতা

135. Cistus Canadensis – গ্রন্থি ফোলা, টনসিল, গলা ব্যথা

136. Clematis Erecta – অণ্ডকোষ ফোলা, মূত্রনালী প্রদাহ

137. Cocculus Indicus – মাথা ঘোরা, বমি, দুর্বলতা

138. Coffea Cruda – অনিদ্রা, স্নায়বিক উত্তেজনা

139. Colchicum Autumnale – গাউট, জয়েন্ট ব্যথা

140. Colocynthis – পেট ব্যথা, গ্যাস, স্নায়বিক ব্যথা

141. Condurango – পাকস্থলীর ক্যান্সার, ক্ষত

142. Conium Maculatum – গ্রন্থি ফোলা, ক্যান্সার, মাথা ঘোরা

143. Copaiva Officinalis – মূত্রনালী প্রদাহ, প্রস্রাবে জ্বালা

144. Corallium Rubrum – হুপিং কাশি, কাশি

145. Crocus Sativus – রক্তপাত, হ্যালুসিনেশন, বিষণ্ণতা

146. Crotalus Horridus – সাপের বিষ প্রতিকার, রক্ত জমাট, স্নায়বিক দুর্বলতা

147. Crotalus Cascavella – রক্তক্ষরণ, সংক্রমণ

148. Croton Tiglium – ডায়রিয়া, ত্বকে ফুসকুড়ি

149. Cubeba Officinalis – মূত্রনালী প্রদাহ, কাশি

150. Cundurango – পাকস্থলীর ক্যান্সার, ক্ষত নিরাময়

★🅳 অক্ষরে ৫০টি হোমিও ঔষধ ও কাজ

151. Daphne Indica – তীব্র ব্যথা, নেশা ছাড়ার কষ্ট (বিশেষ করে তামাক, আফিম)

152. Digitalis Purpurea – হৃদরোগ, দুর্বল নাড়ি, প্রস্রাব কম

153. Dioscorea Villosa – পেট ব্যথা, গ্যাস, পেট মোচড়ানো

154. Diphtherinum (Nosode) – ডিপথেরিয়া, গলা ব্যথা

155. Diosma Crenata (Barosma) – কিডনির সমস্যা, প্রস্রাব কম

156. Drosera Rotundifolia – হুপিং কাশি, গভীর কাশি

157. Dulcamara – ঠান্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশে সর্দি-কাশি, চর্মরোগ

158. Duboisia Myoporoides – চোখের সমস্যা, অস্থিরতা

159. Datura Stramonium (Stramonium) – মানসিক ভীতি, বিভ্রান্তি, শিশুদের খিঁচুনি

160. Damiana (Turnera Aphrodisiaca) – যৌন দুর্বলতা, স্নায়বিক অবসাদ

161. Doryphora Decemlineata – চর্মরোগ, ফুসকুড়ি

162. Datura Tatula – বিভ্রান্তি, ভয়, হ্যালুসিনেশন

163. Datura Ferox – মানসিক উত্তেজনা, ভয়

164. Doryphora Pallida – ত্বকে ফুসকুড়ি, জ্বর

165. Dracontium Foetidum – হাঁপানি, শ্বাসকষ্ট, বুক ব্যথা

166. Dioscorea Mexicana – পেট মোচড়ানো, গ্যাস

167. Drimys Winteri – পেট ব্যথা, হজম সমস্যা

168. Dipsacus Sylvestris – বাত, জয়েন্টে ব্যথা

169. Daphne Mezereum (Mezereum) – চর্মরোগ, পোড়া পরবর্তী ব্যথা

170. Dicentra Formosa – নার্ভ পেইন, পেট ব্যথা

171. Dalbergia Sissoo – হাড় দুর্বলতা, বাত

172. Datura Alba – ভীতি, মৃগী রোগ, বিভ্রান্তি

173. Dictamnus Fraxinella – চর্মরোগ, ঘাম

174. Dioscorea Paniculata – পেট ব্যথা, গ্যাস

175. Dionaea Muscipula – মানসিক উত্তেজনা, স্নায়বিক সমস্যা

176. Datura Quercifolia – খিঁচুনি, বিভ্রান্তি

177. Dryopteris Filix-mas – কৃমি রোগ

178. Dionaea Muscipula (Venus Flytrap) – ক্যান্সার চিকিৎসায় সাপোর্টিভ

179. Dicentra Canadensis – নার্ভ ব্যথা

180. Daphne Gnidium – চর্মরোগ, একজিমা

181. Doryphora Bohemica – চর্ম সমস্যা

182. Datura Sanguinea – খিঁচুনি, মানসিক রোগ

183. Duboisia Hopwoodii – তামাক আসক্তি, স্নায়বিক সমস্যা

184. Daphnoides – তীব্র চর্মরোগ

185. Doryphora Tetraspora – চর্মরোগ, প্রদাহ

186. Dactylopius Coccus (Coccus Cacti) – কাশি, কিডনি ব্যথা

187. Dysentery Co. (Nosode) – আমাশয়, ডায়রিয়া

188. Diptherotoxinum – ডিপথেরিয়া

189. Datura Arborea – ভয়, বিভ্রান্তি

190. Dipsacus Fullonum – বাত, জয়েন্ট ব্যথা

191. Duboisia Australis – চোখের সমস্যা, খিঁচুনি

192. Daphnia Pulex – কিডনির রোগ, প্রস্রাব বেশি হওয়া

193. Diodia T. – লিভারের সমস্যা

194. Doryphora Sarissophora – ত্বকের প্রদাহ

195. Drosera Anglica – কাশি, শ্বাসকষ্ট

196. Dioscorea Spiculosa – হজম সমস্যা, গ্যাস

197. Diphtherinum Test – ডিপথেরিয়া পরবর্তী দুর্বলতা

198. Dioscorea Polyandra – পেট ব্যথা, দুর্বলতা

199. Datisca Cannabina – পেট ব্যথা, জন্ডিস

200. Doryphora Hybridum – ত্বকের রোগ

A = ১–৫০

B = ৫১–১০০

C = ১০১–১৫০

D = ১৫১–২০০

মোট ২০০টি হোমিও ঔষধ ও কাজ ✅

শেয়ার করে রেখে দিন।

> ❝সহবাসে যদি ৩০ মিনিট না পারো — তুমি শক্তিশালী পুরুষ নও!❞এই ধারণা শুধু ভুল না — এটি স্বাস্থ্যবিরোধী, বৈজ্ঞানিকভাবে অস্ব...
02/09/2025

> ❝সহবাসে যদি ৩০ মিনিট না পারো — তুমি শক্তিশালী পুরুষ নও!❞
এই ধারণা শুধু ভুল না — এটি স্বাস্থ্যবিরোধী, বৈজ্ঞানিকভাবে অস্বাভাবিক দাম্পত্য জীবন সম্পর্কের জন্য ক্ষতিকর।

---

📊 এখন চলুন দেখা যাক আন্তর্জাতিক গবেষণায় কী বলা হয়েছে:

🔹 গবেষণা ১: (Pennsylvania State University, USA)

👉 গবেষক Dr. Eric Corty এবং Jenay Guardiani-এর নেতৃত্বে এক যৌন স্বাস্থ্য জরিপে দেখা যায়:

ধরন সহবাসের সময়কাল (গড়)

“Too short” ১–২ মিনিট
“Adequate” ৩–৭ মিনিট
“Desirable” ৭–১৩ মিনিট
“Too long” ১০–২০ মিনিটের বেশি (অনেক নারী বিরক্ত বা ব্যথা অনুভব করে)

📌 এই গবেষণা অনুযায়ী, ৩–৭ মিনিট সহবাসই অধিকাংশ দম্পতির জন্য যথেষ্ট এবং স্বাভাবিক।

---

🔹 গবেষণা ২: (Journal of Sexual Medicine, 2008)

👉 ৫০০ দম্পতির উপর পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে:

প্রবেশের পর গড় সহবাসকাল: ৫.৪ মিনিট

“থ্রাস্ট” সংখ্যা (পুশ ইন–আউট): গড়ে ১০০–৫০০ বার, যার চেয়ে বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে ক্লান্তি বা বিরক্তি তৈরি হয়।

📌 গবেষকরা বলেন:

> “Longer in*******se is not equal to better satisfaction. Connection, communication and emotional intimacy matter far more.”

---

🔹 গবেষণা ৩: (University of Queensland, Australia)

👉 Dr. Brendan Zietsch-এর নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়:

“Intercourse duration does not correlate with relationship satisfaction.”

অর্থাৎ, সহবাসের সময় বেশি হলেও দাম্পত্য সুখ বাড়ে না, বরং সঙ্গীর চাহিদা ও আরাম বোঝাই আসল বিষয়।

---

📛 সমাজ কী শিখাচ্ছে?

🔴 “৩০ মিনিট না পারলে ব্যর্থ”
🔴 “হাজার বার থ্রাস্টই সুখ”
🔴 “দ্রুত বীর্যপাত মানেই দুর্বলতা”

এই সব কুসংস্কার পুরুষদের মনে দুশ্চিন্তা, হীনম্মন্যতা ও আত্মবিশ্বাসহীনতা তৈরি করে।
আর স্ত্রীদের জন্য এটি হতে পারে — শরীরী কষ্ট, মানসিক দুরত্ব, নিরব ক্ষোভ।

---

🌙 ইসলাম কী বলে?

রাসূল ﷺ বলেছেন:

> “তোমরা স্ত্রীর সঙ্গে পশুর মতো আচরণ করো না। আগে আদর করো, পরস্পরের অনুভূতি বোঝো, তারপর মিলনে যেয়ো।”
(ইহইয়া উলুমুদ্দিন – ইমাম গাযযালি)

📌 কোনো হাদীস, কোনো ইসলামী শিক্ষায় —
❌ থ্রাস্টের সংখ্যা
❌ সময়ের দৈর্ঘ্য
— এগুলোর উপর কোনো গৌরব বা শর্ত নেই।

---

✅ উপসংহার:

> ❝ সহবাসে সাফল্য মানে — কতবার পুশ ইন–আউট হলো নয়, বরং স্ত্রী চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ফেললো কি না — সেটাই সত্যিকারের জয়। ❞
❝ বিজ্ঞান ও দ্বীন — উভয়েই বলে, সময় নয় — অনুভবই মুখ্য! ❞

---

📣 তরুণদের জন্য বার্তা:

➤ ৩ মিনিটে প্রেমে জয় করা যায়, ৩০ মিনিটে ক্লান্তি ডেকে আনা যায়

➤ হাজার থ্রাস্টে নয়, স্ত্রীর সন্তুষ্টির হাসিতে প্রমাণ হয় পুরুষত্ব

➤ বিজ্ঞানের কথা শোনো, সমাজের কুসংস্কার ভাঙো
সমস্যা বেশি হলে চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র
০১৯১৩-৩৩৩২৩১ হোয়াটসঅ্যাপ+ইমু
শান্তিধাম মোড়, খুলনা

✅শিমুল মূলের উপকারীতা✅শিমুল মূল পুরুষের যৌন শক্তি, শুক্রাণু সংখ্যা বৃদ্ধি, দ্রুত বীর্যপাত রোধ এবং শারীরিক ও মানসিক দুর্ব...
27/08/2025

✅শিমুল মূলের উপকারীতা✅
শিমুল মূল পুরুষের যৌন শক্তি, শুক্রাণু সংখ্যা বৃদ্ধি, দ্রুত বীর্যপাত রোধ এবং শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করতে সাহায্য করে। এটি ত্বকের ব্রণ ও দাগ দূর করতে এবং গর্ভবতী মহিলাদের বুকের দুধ বৃদ্ধিতে সহায়ক। এছাড়াও, এটি হজমের সমস্যা ও অনিদ্রা নিরাময়ে এবং অতিরিক্ত রক্তস্রাব ও মেছতা কমাতে উপকারী।
অর্ডারঃ
হালাল সপ বাংলাদেশ
ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর
শান্তিধাম মোড়, খুলনা
০১৮৯৬-১৫৭৮৫২, ০১৭২৭-৩৩১৩৮৬ (হোয়াটসঅ্যাপ)

25/08/2025

খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের সকল রুগীদের আল্লাহ তায়ালা সুস্থতার নিয়ামতে ধন্য করুন।
আমিন

শিশুদের বিছানায় প্রস্রাব ও হোমিওপ্যাথি  চিকিৎসা--এই সমস্যা সাইকোসোমেটিকের কারণে (ভয়, চিন্তা, অপমান, ক্রোধ) অথবা শারীরি...
25/08/2025

শিশুদের বিছানায় প্রস্রাব ও হোমিওপ্যাথি চিকিৎসা--

এই সমস্যা সাইকোসোমেটিকের কারণে (ভয়, চিন্তা, অপমান, ক্রোধ) অথবা শারীরিক সমস্যা অর্থাৎ মূত্রনালীতে স্ফিঙ্কটার মাংসপেশীর দুর্বলতার জন্য হতে পারে। সঠিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসায় খুব অল্প সময়ের মধ্যেই বিছানায় প্রস্রাব করার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

✴✴স্নায়বিক উত্তেজনা, ক্রিমি দোষ প্রভৃতির কারনে মূত্রাশয়ের সংরক্ষণ শক্তির হ্রাস পেলে কিছু বেশি বয়সেও শিশু ঘুমন্ত অবস্থায় অসাড়ে বিছানায় প্রস্রাব করে।

🔯🔯হোমিওপ্যাথি চিকিৎসা:

✅✅শিশুদের বিছানায় প্রস্রাব করার সেরা হোমিওপ্যাথি ঔষধ
ক্রিমির জন্য হলে সিনা।

✅✅অ্যাসিড ফস

স্নায়ুতন্ত্রের কারণে মানসিক ও শারীরিক অক্ষমতা (রাতে বিছানায় মূত্রত্যাগ) নিয়ন্ত্রণ করতে উপযোগী।

✅✅ক্রিয়োজোট

রাতের প্রথম প্রহরে বিছানায় প্রস্রাব করা নিয়ন্ত্রণ করে। বাচ্চা নিদ্রায় স্বপ্ন দেখে যে সে বাথরুমে প্রস্রাব করছে। বিছানায় প্রস্রাব করে সে অপরাধ বোধে ভোগে। প্রস্রাবের ইচ্ছা হলে শিশু নিজেকে রুখতে পারে না।

✅✅স্ট্যাফিসেগ্রিয়া

মূত্রাশয়ের ক্রিয়া প্রণালীতে খারাপ বোধ হওয়া, খিটখিটেপণা ও ঘাবরানির লক্ষণ দেখা যায়। পরিণাম স্বরুপ না চাইলেও প্রস্রাব করার ইচ্ছা হয়। বার বার প্রস্রাব হওয়ার জন্য সে প্রস্রাবের বেগ রুখতে পারে না। এই সমস্যার সমাধানে স্ট্যাফিসাগ্রিয়া খুব ভালো কাজ করে।

✅✅পেট্রোসেলিনাম স্যাটিভাম

এটি মূত্রত্যাগের ইচ্ছা নিয়ন্ত্রণ করে মাংসপেশীর খিঁচুনি কম করে। এই প্রকারে মূত্রথলিতে মূত্র রোধ করার ক্ষমতা শোধরায়।

✅✅ট্যাবেকাম

এটি স্ফিঙ্কটার এর দুর্বলতা দূর করে বিছানা ভিজানোর লক্ষণ গুলো নিয়ন্ত্রণ করে।

✅✅ফেরাম ফস

এটি স্ফিঙ্কটার এর দুর্বলতা থেকে নকচ্যুরাল অনুরোসিস এর জন্য শ্রেষ্ঠ। এই রোগ হলে বাচ্চার রং হলুদ বর্ণের হয়ে যায়। তার রক্ত স্বল্পতা দেখা দেয় ও বার বার প্রস্রাব করার ইচ্ছা প্রকাশ করে।

✅✅গভীর ঘুমের সময় প্রস্রাব হলে – বেলেডোনা।

✅✅দিনে বা রাতে প্রস্রাব ধারণে অক্ষমতা বা প্রস্রাব করার সময় স্বপ্ন দেখলে ইকুইজিটাম।

✅✅দিনে বা রাতে প্রস্রাব ধারণে অক্ষম হলে –
জেলসিমিয়াম।

✅✅প্রস্রাবে ইউরিক এসিড থাকলে – লাইকো।

✳মূলেন অয়েল এর একটি উৎকৃষ্ট ঔষধ। এটি ২ থেকে ৫ ফোঁটা দিনে ২ বার খেলে ভালো কাজ করে।

✳রাতে শিশুকে বিছানা থেকে উঠিয়ে মাঝে মাঝে প্রস্রাব করালে সময় সময় ঔষধ ছাড়াই ভালো হতে দেখা যায়।

✴✴শিশু বিছানায় প্রস্রাব করলে করণীয় কি?
যথাযথ ক্রিমি নাশক ওষুধ খাওয়ানো হলে, ঘুমানোর আগে বেশি পরিমাণ পানি পান থেকে বিরত রেখে বা নিয়ন্ত্রণ করে, মূত্রনালীর সংক্রমণ, জননাঙ্গ সংক্রান্ত অস্বাভাবিকতা ও অন্যান্য সম্ভাব্য কারণের চিকিৎসা করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

✳✳বি:দ্র: চিকিৎসক এর পরামর্শ ছাড়া ঔষধ সেবনে হিতে বিপরীত হতে পারে। কারন হোমিওপ্যাথি ঔষধ নিজে সেবন করতে হলে অর্গানন অব মেডিসিন সম্পর্কে সঠিক জ্ঞান থাকা আবশ্যক।

খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র
চিকিৎসা নিতে কল করুন ০১৯১৩-৩৩৩২৩১ হোয়াটসঅ্যাপ, ০১৮৯৬-১৫৭৮৫২
শান্তিধাম মোড়, খুলনা

Address

৩২, শামসুর রহমান রোড, বাকি বিল্লাহ ভবন (২য় তলা)
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram