21/10/2025
৬৫ বছর বয়সের রোগী। জন্ডিস হয়েছে। গ্রামে ঝাড়-ফুক, হলুদ পড়া কবিরাজদের আরো কত কারসাজি। অবশেষে শহরে এসে একজন চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনো রক্ত পরীক্ষার পর পিত্ত থলি ও নালীতে বড় বড় আকারের পাথর ধরা পড়ে। পিত্ত নালীর পাথরের কারণে তার জন্ডিস দেখা দেয়। রোগীর ভয় হচ্ছিল অপারেশনের পর কোন পাথর থেকে যায় কিনা। পরবর্তিতে রোগী গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ডা. গাজী মিজানুর রহমানকে দেখায়। আজ অপারেশন হল সকল পাথর অপসারণের পর কলেডোকোস্কপ মেশিনে চেক করে দেখা হল -সব পাথর Clear. উল্লেখ্য কলেডোকোস্কপ মেশিন খুলনায় শুধুমাত্র গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আমরা নিশ্চয়তা দিতে পারি পিত্ত নালীর পাথর সব অপসারণ করার।