12/02/2024
আমি একটি কবিতা লিখতে চাই,
কিন্তু কি লিখবো ভেবে পাচ্ছিনা।
ও ও ও মনে পড়েছে,
(তুমি,) তোমাকে নিয়ে একটা কবিতা লিখব।
তোমার মনে আছে?
তোমাকে নিয়ে অনেক কবিতা লিখেছি আমি,
একটা কবিতায় লিখেছিলাম ,
তুমি কাছে থাকলে ভোরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতাম জোসনা রাতের তারার ঝিলিমিলি,
জোনাক পোকার মিটিমিটি আলো,
আরো লিখেছিলাম,
ছাদে বা উঠানের মাঝখানে দাঁড়িয়ে
মেঘলা আকাশ দেখবো আমরা,
বৃষ্টিতে ভিজবো জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকবো,
আরো কত কি,
এই আবেগের কথাগুলো এখন আর বলতে ইচ্ছা করে না।
আমার ৫০ তোমার ৬০ পেরিয়েছে,
আর এসব বলতে ইচ্ছা করে না।
এখন তোমাকে নিয়ে ভাবতে ইচ্ছা করে,
শেষ বয়সে আমাদের দুজনকে কে দেখবে?
ওরা যদি আমাদের যত্ন দেখাশুনা না করে, ভালো ভালো খেতে না দেয়, আমি আবার খেতে পছন্দ করি তুমি তো জানো! তেমনই তুমি,।
ছেলে-মেয়েদের ছোট থেকে বড় করা,পড়াশোনা পুঁজি পাট্টা নেই কিন্তু আমার, তোমার কি আছে লুকানো কিছু?
তোমার কথাই ভাবি বেশি আমি, আমার কথা নয়, আমার কথা নয় কেন জানিনা,
আমি জানি, তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো,
আরো একটা কথা '''''':
তোমাকে ভালোবাসি কিনা জানিনা,
হয়তো ভালোবাসার চেয়ে মায়া করি তোমাকে বেশি,
, হতে পরে,
তবে তোমার চোখের জল আমাকে কাঁদায়।
তুমি মুখখানা কালো করে বসে থাকলে আমি কষ্ট পাই,
তোমাকে নিয়ে আমি ভাবি,
তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই
,এটাকে'''''''
ভালোবাসা বলে কিনা জানিনা।