19/11/2025
'জীবন নষ্ট হইছে' এই ভাবনাটা আমার ভেতরে তেমন ব্যথা জাগায় না। মানুষ তো ভুল করেই বাঁচে, হোঁচট খেয়েই পথ চিনে নেয়। কিন্তু আমার যেটাতে বুক ধকধক করে ওঠে, সেটা হলো, এই জীবনটাকে নষ্ট করেছি নিজের হাতেই। নিজের হাতে আগুন জ্বেলে আবার সেই আগুনেই পুড়েছি। কেউ আমাকে ঠেলে দেয়নি, আমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম।
সময়গুলো যখন ফিরে দেখি, মনে হয় আমি যেন ইচ্ছে করেই চোখ বন্ধ রেখে হাঁটছিলাম। ভালো-মন্দ বুঝতাম, তবু ভুলটাকেই বেছে নিয়েছি বারবার, যেন কোনো অদ্ভুত নেশায়। কেউ যদি ভুল পথে টেনে নিত, আমি হয়তো তাকে দোষ দিতে পারতাম। কিন্তু নিজের হাতেই যখন নিজের ভবিষ্যৎটা ভাঙচুর করেছি, জীবনকে তাসের ঘরের মত উলোটপালট করেছি, তখন অভিযোগ করার জায়গা থাকে না; থাকে শুধু নীরব অনুতাপের একটা ভারী ঢেউ।
তবু এখনো বাঁচতে ইচ্ছে করে। কারণ নষ্ট হওয়া জীবনও কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না, যদি মানুষ নিজের ভুলটা চিনতে পারে। আজ আমি বুঝি, হারানোর সবচেয়ে বড় কষ্ট মানুষ হারানোতে নয়, নিজেকে হারানোর ভয়ে। তাই আজ থেকে নিজের হাতটাই বদলাতে চাই। যা ধ্বংস করেছে, এবার সেটাই গড়ে তুলুক। ভুলের দায় আমার,ঠিক করার দায়িত্বটাও আমারই।