08/09/2025
নখ দেখে কিভাবে বুঝবেন আপনার
কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে?
আমাদের নখ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, শরীরের ভেতরের গোপন রোগেরও বার্তা বহন করে। অনেক সময় ডাক্তারি পরীক্ষা করার আগেই নখ দেখে কিছু রোগের সম্ভাবনা বোঝা যায়। আসুন দেখে নেই—
🔹 সাদা নখ (White Nails)
👉 জন্ডিস
👉 লিভারের সমস্যা
👉 রক্তস্বল্পতা
🔹 হলুদ নখ (Yellow Nails)
👉 ফুসফুসের রোগ
👉 ডায়াবেটিস বা সোরিয়াসিস
👉 থাইরয়েড রোগ
🔹 নীলচে নখ (Bluish Nails)
👉 হৃদরোগ
👉 ফুসফুসের বাতাসের সমস্যা (Emphysema)
🔹 ফ্যাকাশে নখ (Pale Nails)
👉 রক্তস্বল্পতা
👉 হৃদযন্ত্র দুর্বলতা
👉 লিভারের রোগ
👉 অপুষ্টি
🔹 নখের নিচে কালো দাগ (Dark Lines)
👉 মেলানোমা (এক ধরনের মারাত্মক ত্বকের ক্যান্সার)
🔹 বিউ’স লাইনস (Beau’s Lines)
👉 দীর্ঘস্থায়ী রোগের ইঙ্গিত
🔹 টেরির লাইনস (Terry’s Lines)
👉 লিভার ফেইলিওর
👉 সিরোসিস
👉 ডায়াবেটিস
👉 হৃদযন্ত্রের দুর্বলতা
👉 হাইপারথাইরয়েডিজম
মনে রাখবেন, নখের এসব পরিবর্তন কোনো রোগের সম্ভাবনা জানায়, তবে নিশ্চিত রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ।