Online Ambulance

Online Ambulance 01711 23 47 45. বি:দ্র: দালাল থেকে সাবধান!! অসহ?

05/12/2021
05/12/2021

সকলের সূস্হ্য জীবন কামনায়

05/09/2020

নারায়ণগঞ্জে জেলা মসজিদে এসি অগ্নিকাণ্ডে 37জন আহত হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ্ যেন সবাইকে সুস্হ করে দেন । আমিন।
হে প্রভু আপনার নির্দেশ ছাড়া কোন কিছুই হয়না, হে প্রভু আপনি এ দুর্ঘটনায় নিহতদের জান্নাত নসিব করুন।
আমাদের জন্য সবাই দোয়া করবেন ।
আমরা যেন সব সময় মানুষকে সেবা দিতে পারি।
ক্ষমার মালিক একমাত্র আল্লাহ্ আমাদের সবাইকে মাফ করে দিন,আমিন।

জরুরী প্রয়োজনে রোগীর জন্য আমাদের আছে আরামদায়ক অ্যাম্বুলেন্স। আমাদের সেবা সমূহের মধ্যে রোগীর জন্য  উল্লেখযোগ্য যা থাকে ...
03/09/2020

জরুরী প্রয়োজনে রোগীর জন্য আমাদের আছে আরামদায়ক অ্যাম্বুলেন্স। আমাদের সেবা সমূহের মধ্যে রোগীর জন্য উল্লেখযোগ্য যা থাকে :

(১) অ্যাম্বুলেন্স সমূহ পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হয়।

(২) প্রয়োজনে এসির ব্যবস্থা আছে।

(৩) দুশ্চিন্তামুক্ত এবং পর্যাপ্ত ফ্লো সমৃদ্ধ অক্সিজেনের ব্যবস্থা।

(৪) আপনার রোগীর জরুরি প্রয়োজনে রয়েছে যথার্থ লাইফ সাপোর্ট সরঞ্জামাদি।

(৫) অ্যাম্বুলেন্সের অভ্যন্তরে রয়েছে, বিপদমুক্ত নিরাপদ দন্ডায়মান অক্সিজেন সিলিন্ডার, যা বিস্ফোরণের সাধারণত কোনো সুযোগ নেই।

(৬) আপনাদের সেবায় আমাদের রয়েছে দক্ষ চালক, সহকারী ও লাইফ সাপোর্ট মেশিন অপারেটর।

(৭) বিশেষ প্রয়োজনে রয়েছে সংশয় মুক্ত(অনেক সময়ে প্রিয় জনের মরদেহ পর্যাপ্ত ঠান্ডার অভাবে তৈরিকৃত ফ্রিজার ভ্যানে গন্ধে ফুলে-ফেঁপে ওঠে) অরিজিনাল ফ্রিজার ভ্যান।

সর্বোপরি আমরা কথায় নয় রোগীর প্রকৃত সেবায় বিশ্বাসী। আমাদেরই রয়েছে প্রায় সফল সাড়ে তিন বছরের লাইফ সাপোর্ট রোগী পরিবহনের অভিজ্ঞতা।

জরুরী প্রয়োজনে 01711 23 47 45 এই নস্বরে যোগাযোগ করুন।

করোনা বা কোভিড-19 এ আক্রান্ত রোগীদের জন্য, এই প্রথম বাংলাদেশে পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেশনসহ বিশেষ এ্যাম্বুলেন্স সার্ভ...
22/07/2020

করোনা বা কোভিড-19 এ আক্রান্ত রোগীদের জন্য, এই প্রথম বাংলাদেশে পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেশনসহ বিশেষ এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি। আপনাদের
সুস্থতা এবং সেবায় সর্বদাই আমরা নিয়োজিত। জরুরী
প্রয়োজনে 01711 23 47 45 এই নস্বরে যোগাযোগ করুন।

Address

Khulna City Medical
Khulna
9000

Telephone

+8801711234745

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Ambulance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Online Ambulance:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram