25/05/2023
* দ্বীনদার পাত্র চাইঃ-
প্রথম অংশ - পাত্রীর বিবরণঃ
❒ জন্মতারিখঃ ২৮-০৯-২০০১
❒ জাতীয়তাঃ বাংলাদেশী
❒ শিক্ষাগত যোগ্যতাঃ জেনারেল ৫ ম, কওমী লাইনে নাহবেমীর, বর্তমানে (চলমান) ডিপ্লোমা ইন কোরআন, হিফজ।
❒ পেশাঃ ছাত্রী
❒ উচ্চতাঃ৫.৩"
❒ ওজনঃ ৪৮
❒ গায়ের রং সম্পর্কেঃআলহামদুলিল্লাহ ( পরে জানানো হবে)
❒ শারীরিক গঠনঃ (পরে জানানো হবে)
❒ বৈবাহিক অবস্থাঃ তালাকপ্রাপ্তা
❒ ডিভোর্সের (প্রযোজ্য হলে) কারনঃদ্বীনদারীত্ব
❒ সন্তানের (প্রযোজ্য হলে) বিবরণঃ
❒ বর্তমান ঠিকানাঃ গোয়ালখালি,জিপিও ৯০০০,খালিশপুর,খুলনা।
❒ স্থায়ী (জেলা ও বিভাগ) ঠিকানাঃ গোয়ালখালি,জিপিও ৯০০০,খালিশপুর,খুলনা।
❒ পারিবারিক অবস্থাঃ আলহামদুলিল্লাহি আ'লা কুল্লি হাল।
❒ পিতার পেশাঃ চাকুরীজীবী
❒ মাতার পেশাঃ গৃহিণী
❒ ভাই-বোন সম্পর্কে বিবরণঃ চার বোন (সবাই মাদ্রাসার ছাত্রী), ছোট বোনের বয়স ৩ বছর ৬দ মাস।
❒ নিজের সম্পর্কে বিবরণঃআমার জীবনের উদ্দেশ্য হলো মহান আল্লাহ সুবহানাহুয়া তা'লার ক্ষমা পাওয়া ও তার সন্তুষ্টি অর্জনে সর্বত্তম চেষ্টা করি এবং আল্লাহর ভালোবাসার পাত্রী হতে চাই। আমি পরিপূর্ণভাবে দ্বীন পালনের চেষ্টা করছি।ইসলামের প্রতিটি বিধান বিশেষ করে ফরজ,ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদাহ গুলো পালনের যথা সাধ্য চেষ্টা করি।হারাম থেকে বেচে থাকার চেষ্টা করি।মাহরাম,গায়রে মাহরাম মেনে চলি।ইসলামিক বই পড়তে পছন্দ করি।বিশেষ করে ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (র),আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল হামিদ ফায়জী এবং ড.মুযাফ্ফার বিন মুহসীন প্রমূখ উনাদের বই পড়তে খুব ভালো লাগে।রাহে বেলায়েত,ইসলামি আকিদা সহ অন্যান্য অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। পর্দায় থাকতে পছন্দ করি,থাকার জন্য সিলেট জেলা পছন্দ কারন শৈশব, কৈশোর কাটিয়েছি বর্তমানে মক্কা মদিনা থাকার ইচ্ছা আল্লাহ যেন আমাকে কবুল করেন আমিন।
দ্বিতীয় অংশ - কাঙ্ক্ষিত পাত্রের/পাত্রীর বিবরণঃ
❒ বয়সঃ ২৭-২৮ ব
❒ উচ্চতাঃ ৫.৭", ৫.৮"
❒ শিক্ষাগত যোগ্যতাঃ হাফিজ আলিম হলে ভালোহয়
❒ পেশাঃ হালাল রুজি
❒ পরিবারের ধরনঃ দ্বীনদার।
❒ কোন জেলার পাত্র/পাত্রী চাচ্ছেনঃআল্লাহ যেখানে রেখেছেন আলহামদুলিল্লাহ সৌদির জন্য আগ্রহি।
❒ কেমন পাত্র/পাত্রী হলে খুশী হবেনঃআমার জীবনে এমন জীবন সঙ্গী চাই যিনি দুনিয়া ও আখেরাতে আমার সঙ্গী হবে।আমাকে দ্বীনের পথে আগলে রাখবে।এমন ভালোবাসা যা পছন্দ করেন আল্লাহ ও তার রাসুল (সাঃ)।যে হবে আল্লাহর রঙে রঙিন।আর ভালোবেসে রাঙিয়ে দেবে আমাকেও আল্লাহর রঙে। এমন একজন পাত্র চাই যিনি আল্লাহকে অন্তর থেকে ভয় করেন।জীবনের প্রতিটা ক্ষেত্রে দ্বীন পালন করেন।যিনি সর্বপরি দ্বীনকে প্রাধান্য দেন।কিন্তু আজকাল লেবাসধারী দ্বীনদারই বেশী।দয়া করে লেবাসি দ্বীনদার কেউ যোগাযোগ করবেন না।উপরে দ্বীনদারিত্তের মোরকে নিজেকে আগলে নিলেও দিলে দ্বীনদারিত্ত দ্বীনদারিত্ত আগলে নিতে পারেনি অনেকে ;এমন লোক থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন।
আমি এমন একজন জীবন সঙ্গী চাই ইনশাল্লাহ। যিনি প্রকৃত আল্লাহ ভীরু,তাকওয়াবান,পরহেজগার, সবসময় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে,যে আখেরাত মুখী।হালাল উপার্জন করেন যদিও তা খুবই সামান্য।যার উপার্জনে হারাম নাই।যিনি দ্বীনি ইলম অর্জনে প্রবল আগ্রহী এবং আমাকে দ্বীনি ইলম অর্জনে তাগিদ দিবেন।ইসলামিক বই পড়তে এবং কুরআন তিলাওয়াত করতে পছন্দ করেন।সলাতে মনোযোগী, ইবাদতে আগ্রহী এবং আমাকে ইবাদতে তাগিদ দিবেন ইনশাআল্লাহ। নন মাহরাম মেনে চলেন।নিজের চক্ষুদ্বয় সংযত করেন।যিনি আমার পর্দার ব্যাপারে খুবই কঠোর হবেন।নন মাহরাম এর সামনে যেতে দিবে না, যাই হোক না কেন।গায়রত ওয়ালা।একমাত্র গায়রতওয়ালা পুরুষই পারেনিজেকে দাঈ'য়্যুস হওয়া থেকে নিজেকে বাঁচাতে। অবশ্যই বাসায় পর্দার পরিবেশ থাকতে হবে।ফিতনা ভরা যুগে ঈমান আগলে বাঁচা কঠিন।তাই যিনি ফিতনা থেকে আমাকে আগলে রাখবে। নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবে।যাকে দেখে এক দেখায় আমার মন ভরে যাবে।
❒ পাত্র/পাত্রীর কোন গুণটি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেনঃদ্বীনদারীত্ব
❒ স্ত্রীর কাজ (পাত্রের ক্ষেত্রে) করার অনুমতি আছে কিঃ
❒ বিয়ের পর (পাত্রীর ক্ষেত্রে) চাকরি করার আগ্রহ আছে কিঃ দ্বীনিখেদমত করার ইচ্ছে আছে।
❒ সন্তান আছে এরকম কাউকে কি বিয়ে করতে রাজি আছেনঃদ্বীনদারীত্ব এবং আনুসাঙ্গিক বিষয় আলোচনা করে বিবেচনা করা হবে।
❒ ডিভোর্স হয়েছে এরকম কাউকে কি বিয়ে করতে রাজি আছেনঃ দ্বীনদারীত্ব থাকলে আলহামদুলিল্লাহ।
❒ স্বামী/স্ত্রী মারা গেছে এরকম কাউকে কি বিয়ে করতে রাজি আছেনঃজ্বী আলহামদুলিল্লাহ।
❒ ভবিষ্যৎ পরিবার নিয়ে আপনার পরিকল্পনা কিঃ আদর্শ ইসলামী পরিবার গঠনে আদর্শ স্বামীর ভূমিকা অনেক।
❒ এক্সট্রা নোটঃ বিয়ে অর্ধেক দ্বীন পূর্ণ করে তাই বিয়ে করা সুন্নত।আধুনিক সংস্কৃতিকে বাদ দিয়ে ইসলামের ছায়াতলে পরিবার গঠন করার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ এমন একজন কে খুজছি যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ মেনে চলবে এবং আমাকে দ্বীন পলনে সর্বাত্তক সহযোগিতা করবেন।
তৃতীয় অংশ - পাত্রের/পাত্রীর আকীদা ও আমলের বিবরণঃ
❒ আল্লাহ কোথায় আছেন? সর্বত্র বিরাজমান নাকি আরশেঃ আরশে আযীম
❒ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি নাকি নূরের তৈরিঃ মাটির
❒ আকীদা বলতে কি বুঝেনঃইসলামের মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাস
❒ আকীদার গুরুত্ব কেমনঃঅপরিহার্য যা না থাকলে ঈমান ঠিক থাকবে না।
❒ ইসলামে তাবিজ পড়া কি জায়েজঃ না
❒ পীরের মুরিদ হওয়া কি জরুরীঃ না
❒ মাজারে গিয়ে মানত করার ব্যাপারে মতামত কিঃ শির্রক
❒ মাজহাব মানা কি জরুরীঃ না
❒ আপনি কোন মাযহাব অনুসরণ করেনঃ সালাফি মানহাজ
❒ আপনি কি স্ত্রীকে পর্দায় রাখতে আগ্রহী ও সক্ষমঃ
❒ আপনার আয় কি হালালঃ
❒ আপনি কি মাহরাম নন-মাহরাম মেইন্টেইন করেনঃ জী আলহামদুলিল্লাহ
❒ ইসলামি কোন দল পছন্দ করেনঃ দ্বীনের কাজ দাওয়াত ও তাবলীগ হক্ব পথের দলে
❒ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন কিঃ জী আলহামদুলিল্লাহ
❒ রমজানের বাইরে কি রোজা রাখেনঃআলহামদুলিল্লাহ রাখা হয়
❒ দ্বীনের জ্ঞানচর্চা (নিয়মিত/মাঝেমাঝে/কখনো না) কতটুকু করেনঃ নিয়মিত
❒ মানসিক বা শারীরিক অসুস্থতা আছে কিঃআলহামদুলিল্লাহ সুস্থ
❒ সুন্নাহসম্মত দাঁড়ি (পুরুষের ক্ষেত্রে) আছে