Treatment View

Treatment View Diagnostic & Medical Services

31/03/2025

সবাইকে ঈদ মোবারক

☘️স্বল্প খরছে স্বল্প সময়ে পলিপাস, নাকের মাংস বৃদ্ধির স্থায়ীভাবে সঠিক চিকিৎসা গ্রহন করুন। এটি সম্পূর্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে...
06/01/2023

☘️স্বল্প খরছে স্বল্প সময়ে পলিপাস,
নাকের মাংস বৃদ্ধির স্থায়ীভাবে সঠিক চিকিৎসা গ্রহন করুন।

এটি সম্পূর্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক নিয়মে চিকিৎসার মাধ্যমে স্থায়ী সমাধান।
🌳চিকিৎসার বৈশিষ্ট্য :
🌹কোন প্রকার এসিড ব্যাবহার করা হয়না।
🌹কোন প্রকার ইনজেকশন বা সুচ ব্যাবহার করা হয়না।
🌹 কোন প্রকার কাটা ছেঁড়া বা রক্ত বের করা হয়না।
🌹আধুনিক পদ্ধতিতে মাত্র ৭-১০ দিনে স্থায়ীভাবে পলিপাস ও সাইনাস নির্মূল করা হয়।
♦পলিপাস বর্তমানে একটি ভয়ঙ্কর নাম। ছোট বড় সকলেরই জানা। কি কি সমস্যায় আপনি ভুগতে পারেন পলিপাস হইলে তা নিম্নে উপস্থাপন করা হলো।
✅ নাকের মধ্যে মাংস বৃদ্ধি পেতে পারে।
✅ ঘনঘন হাঁচি বা একসাথে অনেকগুলো হাঁচি হতে পারে।
✅ঠান্ডা বা সর্দি সবসময় লেগেই থাকতে পারে।
✅প্রচন্ড মাথা ব্যথা হতে পারে।
✅মাথার সামনের অংশে অথবা কপালে কফ বা সর্দি জমে থাকতে পারে।
✅ আপনার নাক বন্ধ হয়ে আসতে পারে অথবা এক নাক বন্ধ হবে এবং এক নাক চালু হতে পারে।
✅রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে আপনার শ্বাস বন্ধে হয়ে আসতে পারে।
✅ঘুমের মধ্যে নাক ডাকা হতে পারে।
✅আপনার নাকে সঠিক ঘ্রান নাও পেতে পারেন।

সঠিকভাবে পলিপাসের চিকিৎসা এখনই গ্রহণ করুন ।
*. সকল বয়সের মানুষ পলিপাসের চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

🌿 #যোগাযোগ ০১৭১২৭৩৫৫৮৪/০১৯৭২৭৩৫৫৮৪

31/12/2022

Happy New Year 2023

আপনার কি নাক বন্ধ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘনঘন ঠান্ডা  লেগে থাকে, চোখে ঝাপসা, মাথা ব্যথা হয়, আপনার কি নাকের পলিপাস? ...
30/11/2022

আপনার কি নাক বন্ধ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘনঘন ঠান্ডা লেগে থাকে, চোখে ঝাপসা, মাথা ব্যথা হয়, আপনার কি নাকের পলিপাস? তাহলে আর দেরি নয় আজ‌ই যোগাযোগ করুন- ০১৭১২৭৩৫৫৮৪

সবাইকে বসন্তের শুভেচ্ছা ও ভালবাসা
14/02/2022

সবাইকে বসন্তের শুভেচ্ছা ও ভালবাসা

03/09/2021

"অটোফেজি" বা "উপবাস" এর উপকারিতা :-
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

হিন্দু বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলা হয় "উপবাস"।
খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ‘’ফাস্টিং"।
মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় "সিয়াম"।
বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ‘’অনশন"।
আর, মেডিক্যাল সাইন্সে উপবাস করলে, তাকে বলা হয় "অটোফেজি"।

২০১৬ সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার
‘ওশিনরি ওসুমি’-কে অটোফেজি আবিষ্কারের জন্যে পুরষ্কার দেন ।

যাই হোক, ‘Autophagy‘ কি ?
Autophagy শব্দটি একটি গ্রিক শব্দ ।
Auto অর্থ নিজে নিজে এবং Phagy অর্থ খাওয়া ।
সুতরাং, অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া ।

মেডিক্যাল সাইন্স থেকে জানা যায়, শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার না পেয়ে, নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখন মেডিক্যাল সাইন্সের ভাষায় তাকেই অটোফেজি বলা হয়।

আরেকটু সহজভাবে বলি -
আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে, অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে ।
সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে, ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না। ফলে, কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায় ।
শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে,
তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে। ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকেই। মানুষ যখন খালি পেটে থাকে, তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে। কিন্তু তারা তো আর অলস হয়ে বসে থাকে না, তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে দেয় ।
কোষগুলোর আমাদের মতো আবর্জনা ফেলার কোন জায়গা নেই বলে, তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে। মেডিক্যাল সাইন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি।

শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার করেই জাপানের, ওশিনরি ওসুমি (Yoshinori Ohsumi) ২০১৬ সালে নোবেল পুরস্কারটা পেয়ে গেলেন ।
তিনি আবিষ্কার করেন যে ১২-২৪ ঘন্টা উপবাস রাখলে মানুষের দেহে অটোফেজি চালু হয়।
তিনি প্রমান করেন যে, উপবাস থাকার মাধ্যমে মানুষের নিম্নলিখিত উপকার গুলো হয়-

১| দেহের সেল পরিস্কার হয়।
২| ক্যান্সার সেল ধ্বংস হয়।
৩| পাকস্থলীর প্রদাহ সেরে যায়।
৪| ব্রেইনের কার্যকরীতা বাড়ে।
৫| শরীর নিজে নিজেই সেরে যায় (Autophazy)।
৬| ডায়াবেটিস ভালো হয়।
৭| বার্ধক্য রোধ করা যায়।
৮| স্থূলতা দূর হয়।
৯| দীর্ঘ জীবন লাভ করা যায়।
............সংগৃহীত

20/07/2021
19/04/2021

নাকের পলিপাস সমস্যাটি নিয়ে অনেকেই ভুগে থাকেন। দীর্ঘদিন ধরে সর্দি, কাশি বা এলার্জির কারণে বিনা চিকিৎসায় থাকলে পলিপাস হতে পারে।

01/10/2020

ফ্রিজের মাছ, মাংস তাড়াতাড়ি রান্নার জন্য বের করে পানিতে ভিজিয়ে রাখবেন না। কারন ক্ষতিকর ব্যাকটেরিয়া বরফে সুপ্ত অবস্থায় থাকে যা পানিতে ভিজিয়ে রাখলে ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই হয় যা রান্নার পরেও যায় না ফলে পেটে ব্যাথা ও ডায়রিয়া পর্যন্ত হতে পারে। তাই কাঁচা মাছ-মাংস রান্নার অনেক আগে বের করে নিজ তাপমাত্রায় স্বাভাবিক হতে দিন। একে বলে " Thawing Procedure. "

ট্রিটমেন্ট ভিউ এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক।
24/05/2020

ট্রিটমেন্ট ভিউ এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক।

16/04/2020

করোনা ভাইরাস এ আক্রান্ত রোগীরা নিজেরাই অনুভব করতে পারেন:-------

০১। নাক দিয়ে জল পরা ।
০২। হাচি এবং কাশি ।
০৩। গলা ব্যাথা ।
০৪। শুকনা কাশি ।
০৫। শ্বাসকষ্ট ।
০৬। জ্বর(১০০ ডিগ্রি বা বেশি) ।
০৭। শ্বাস কষ্ট (গুরুতর ক্ষেত্রে) ।
০৮। পাতলা পায়খানা ( severity বেশি হলে) ।

তাই উপরোক্ত লক্ষন যদি থাকে আপনার
প্রথম কাজ ঘরেই থাকুন ।
জ্বর, ঠান্ডা, কাশি হলে ডাক্তারের কাছে আগেই আসার দরকার নেই । নিম্নোক্ত প্রেসক্রিপশনে সাতদিন ঔষধ খেতে থাকুন ।

Tab. Napa rapid 500mg/Napa Extend/ 665mg ( ভরা পেটে) ।
১+১+১-------------------- ৭দিন ।

Tab. Deslor / Tab. Fexo (120/180)
১+0+১-----------৭ দিন ।

Tab. Monas/Trilock/Lumona10mg
০+০+১----------৭দিন ।

Syp.Ambrox/ Dexpofen/Tuska plus
২ চামচ করে ৩ বেলা----------- ৭দিন
(কাশি বের হলে) ।

Tab.Ometid 20mg
১+০+১------------- ৭ দিন
( খাবার আগে) ।

যদি শ্বাসকস্ট হয় :------
Inhaler Bexitrol F
১ কাফ ১২ ঘন্টা পর পর ।
হাপানি রোগীরা বাড়িতে আগে থেকে অবশ্যই
নেবুলাইজার মেশিন রাখবেন এবং windal plus দিয়ে নেবুলাইজ করবেন ।

#অন্যান্যঃ----
প্রচুর পরিমান পানি খাবেন ।
গরম পানি খাবেন, গরম পানির কুলকুচি করবেন ।
৭ দিন ঘরে অবস্থান করবেন ।
মাস্ক পরিধান করবেন ।
হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ডওয়াশ দিয়ে পরিস্কার করুন ।
হাচি কাশির সময় টিস্যু ব্যবহার করুন।

৭ দিন পরও সুস্থ না হলে করোনা ভাইরাস চিকিৎসার নির্দিষ্ট হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন এবং আইডিসিআর এ ফোন দিয়ে তাদের আপনার অবস্থা বিষয়ে অবহিত করুন ।

Address

বাবর আলী রেল গেট, কুষ্টিয়া
Khustia
7000

Telephone

+8801972735584

Website

Alerts

Be the first to know and let us send you an email when Treatment View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Treatment View:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram