Mediscan Specialized Imaging Centre

Mediscan Specialized Imaging Centre আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার।

কিশোরগঞ্জে আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক ও কনসালটেশন সেবা নিয়ে আপনার পাশে আছেন আপনার বিশ্বস্ত ও আস্থার প্রতিষ্ঠান মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার।

বৃহস্পতিবার (04.12.2025) যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বার করবেন:     * নিউরোমেডিসিন / স্নায়ুরোগ বিশেষজ্ঞ     *  মেডিসিন...
03/12/2025

বৃহস্পতিবার (04.12.2025) যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বার করবেন:

* নিউরোমেডিসিন / স্নায়ুরোগ বিশেষজ্ঞ
* মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ
* মেডিসিন, লিভার ও পরিপাকতন্ত্র এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ
* নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ, হেড নেক সার্জন
* কিডনী,মুত্রথলি, প্রোস্টেট ও পুং প্রজননতন্ত্র বিশেষজ্ঞ ও সার্জন
* জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারী বিশেষজ্ঞ
* নবজাতক, শিশু ও শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ
* স্ত্রীরোগ, গাইনী, প্রসূতী রোগ বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন

বিস্তারিত তথ্য ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
হটলাইন: 09614-333 999 | 01931-231717
মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার
আমিরাত টাওয়ার, স্টেশন রোড, কিশোরগঞ্জ

🌿 এখন কিশোরগঞ্জে বিশ্বমানের নাক, কান, গলা ও এন্ডোস্কোপিক সার্জারি সেবা! 🌿থাইরয়েড, মাইক্রোইয়ার ও পলিপ, সাইনুসাইটিসসহ জটিল...
03/12/2025

🌿 এখন কিশোরগঞ্জে বিশ্বমানের নাক, কান, গলা ও এন্ডোস্কোপিক সার্জারি সেবা! 🌿
থাইরয়েড, মাইক্রোইয়ার ও পলিপ, সাইনুসাইটিসসহ জটিল নাক-কান-গলার সমস্যার আধুনিক চিকিৎসা এখন হাতের নাগালে!

👨‍⚕️ ডা. গালিবুল ইসলাম গালিব
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমএস (নাক, কান, গলা)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

🩺 যে রোগগুলোর চিকিৎসা দিয়ে থাকেন:
✅ টনসিল, এডেনয়েড অপারেশন
✅ নাক ডাকা, হা করে ঘুমানো
✅ কান পাকা রোগ, কানে কম শোনা
✅ থাইরয়েড ও লালা গ্রন্থির অপারেশন
✅ নাকের মাংস বা পলিপ
✅ সাইনুসাইটিস, নাক বন্ধ ভাব
✅ গলা ব্যথা, গলায় টিউমার
✅ নাক-কান-গলার ক্যান্সারসহ সকল সার্জারি

☎️ হটলাইন: 09614-333 999, 01931-231717
📍 মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার
🏢 এমিরেটস টাওয়ার, স্টেশন রোড, কিশোরগঞ্জ

❤️ হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিনডা. আজহারুল ইসলাম রাফিএমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য),এমডি (কার্ডিওলজি), এ...
03/12/2025

❤️ হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন

ডা. আজহারুল ইসলাম রাফি
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য),
এমডি (কার্ডিওলজি), এমসিপিএস (মেডিসিন)
সহকারী অধ্যাপক
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা

🫀 হৃদরোগ ও মেডিসিন বিষয়ক জটিল সমস্যায় বিশেষজ্ঞ পরামর্শের জন্য যোগাযোগ করুন—
📞 হটলাইন: 09614-333 999 | 01931-231717
🏥 মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার
📍 এমিরেটস টাওয়ার, স্টেশন রোড, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও মেডিস্ক্যান কিশোরগঞ্জ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর১ ডিসেম্বর ২০২৫আজ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়...
02/12/2025

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও মেডিস্ক্যান কিশোরগঞ্জ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
১ ডিসেম্বর ২০২৫
আজ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং মেডিস্ক্যান কিশোরগঞ্জ ভবিষ্যতে স্বাস্থ্যসেবাভিত্তিক বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম যৌথভাবে পরিচালনা করবে।
উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা। মেডিস্ক্যান কিশোরগঞ্জের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
উপাচার্যের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব নায়লা ইয়াসমিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন এবং পারস্পরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চুক্তির আওতায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ মেডিস্ক্যান কিশোরগঞ্জের সকল শাখায় নির্ধারিত হারে ছাড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এই সুবিধা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন,
"এই সমঝোতা স্মারকটি আমাদের বৃহত্তর বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ। স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আরও অনুপ্রাণিত হবেন এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ মনোযোগ দিতে পারবেন। মেডিস্ক্যানের মতো একটি স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে এই মঙ্গলজনক অংশীদারিত্বকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।"
মেডিস্ক্যান কিশোরগঞ্জ-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) বলেন,
"কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এমন একটি জনহিতকর ও কল্যাণকর চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের উপকারে আসবে এবং এই ফলপ্রসূ সহযোগিতা ভবিষ্যতে আরও ব্যাপক ও বিস্তৃত হবে।"

বুধবার(০৩.১২.২০২৫ ইং) যেসকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বার করবেন...* নিউরোলজি/স্নায়ুরোগ বিশেষজ্ঞ* মেডিসিন বিশেষজ্ঞ* জেনারেল ...
02/12/2025

বুধবার(০৩.১২.২০২৫ ইং) যেসকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বার করবেন...
* নিউরোলজি/স্নায়ুরোগ বিশেষজ্ঞ
* মেডিসিন বিশেষজ্ঞ
* জেনারেল ও লেপারোস্পিক সার্জারী বিশেষজ্ঞ
* নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ, হেড নেক সার্জন ও কক্লিয়ার ইমপ্লান্ট সার্জন
* মেডিসিন, লিভার ও পরিপাকতন্ত্র এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ
* নবজাতক, শিশু ও শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ
* চর্ম, যৌন, নক, চুল, এলার্জি রোগ বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন
* স্ত্রীরোগ, গাইনী, প্রসূতী রোগ বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন
* ব্যথা বিশেষঞ্জ (Pain Medicine Management)

বিস্তারিত তথ্যে ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন আমাদের
হটলাইন নম্বরে- 09614-333 999, 01931-231717
মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার
এমিরেটস টাওয়ার, স্টেশন রোড, কিশোরগঞ্জ

স্ত্রীরোগ, গাইনী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জনডা. ফাতেমা আকতারএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)এমসিপিএস (অবস...
02/12/2025

স্ত্রীরোগ, গাইনী, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন

ডা. ফাতেমা আকতার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমসিপিএস (অবস্ এন্ড গাইনী)
এমএস (অবস্ এন্ড গাইনী)
সহকারী অধ্যাপক, অবস্ এন্ড গাইনী বিভাগ
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ।

রোগী দেখেন
প্রতিদিন: বিকাল ৩.৩০ টা - রাত ৯ টা পর্যন্ত
শুক্রবার বন্ধ

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
হটলাইন নম্বরে- 09614-333 999, 01931-231717
💠 মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার
↘️ এমিরেটস টাওয়ার, স্টেশন রোড, কিশোরগঞ্জ।

মঙ্গলবার (০২.১২.২০২৫) যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বার করবেন:🧠 নিউরোমেডিসিন / স্নায়ুরোগ বিশেষজ্ঞ🫀 মেডিসিন ও হৃদরোগ বিশে...
01/12/2025

মঙ্গলবার (০২.১২.২০২৫) যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বার করবেন:

🧠 নিউরোমেডিসিন / স্নায়ুরোগ বিশেষজ্ঞ
🫀 মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ
💊 মেডিসিন বিশেষজ্ঞ
👂 নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ, হেড নেক সার্জন ও কক্লিয়ার ইমপ্লান্ট সার্জন
🩺 জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ
💊 মেডিসিন, লিভার ও

🌬️ নিউমোনিয়ার ঝুঁকি বেশি কারা?সঠিক তথ্য জানুন, নিজের ও পরিবারের সুরক্ষায় সচেতন থাকুন।🔹 শিশু ও বৃদ্ধরা — দুর্বল রোগ-প্রতি...
01/12/2025

🌬️ নিউমোনিয়ার ঝুঁকি বেশি কারা?
সঠিক তথ্য জানুন, নিজের ও পরিবারের সুরক্ষায় সচেতন থাকুন।

🔹 শিশু ও বৃদ্ধরা — দুর্বল রোগ-প্রতিরোধ ক্ষমতার কারণে দ্রুত সংক্রমিত হতে পারেন।
🔹 ডায়াবেটিস, কিডনি বা হৃদরোগে আক্রান্তরা — জটিলতার ঝুঁকি বেশি।
🔹 ধূমপায়ী ও অ্যালকোহল সেবনকারীরা — ফুসফুসের সক্ষমতা কমে যায়।
🔹 যাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম — যেমন ক্যান্সারের রোগী, স্টেরয়েড বা ইমিউনোস্যাপ্রেসিভ ওষুধ গ্রহণকারী।
🔹 যারা দীর্ঘদিন শয্যাশায়ী — শ্বাস-প্রশ্বাস ঠিকমতো চলতে না পারায় ইনফেকশন বাড়ে।

💡 সচেতন থাকুন:
পর্যাপ্ত পানি পান, সঠিক পুষ্টি, ধূমপান পরিহার, হাত ধোয়া, এবং ঠান্ডা-কাশি হলে অবহেলা না করাই সবচেয়ে বড় সুরক্ষা। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

👶 নবজাতক ও শিশু-কিশোর রোগের বিশেষজ্ঞ চিকিৎসা এখন কিশোরগঞ্জে!আপনার সন্তানের সুস্থতা ও সঠিক যত্নে পরামর্শ নিন —ডা. সালেহীন...
01/12/2025

👶 নবজাতক ও শিশু-কিশোর রোগের বিশেষজ্ঞ চিকিৎসা এখন কিশোরগঞ্জে!
আপনার সন্তানের সুস্থতা ও সঠিক যত্নে পরামর্শ নিন —

ডা. সালেহীন ইমতিয়াজ
এমবিবিএস (ডি.ইউ.), এমডি (শিশু)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) ও ইনচার্জ, নবজাতক আইসিইউ
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ

📞 বিস্তারিত তথ্য ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
09614-333 999, 01931-231717
📍 মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার
🏢 এমিরেটস টাওয়ার, স্টেশন রোড, কিশোরগঞ্জ

সোমবার (০১.১২.২০২৫ ইং) যেসকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বার করবেন...* নিউরোলজি/স্নায়ুরোগ বিশেষজ্ঞ* মেডিসিন বিশেষজ্ঞ* জেনারেল...
30/11/2025

সোমবার (০১.১২.২০২৫ ইং) যেসকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বার করবেন...
* নিউরোলজি/স্নায়ুরোগ বিশেষজ্ঞ
* মেডিসিন বিশেষজ্ঞ
* জেনারেল ও লেপারোস্পিক সার্জারী বিশেষজ্ঞ
* অ্যাজমা, শ্বাসকষ্ট, এলার্জি, যক্ষা, বক্ষব্যধি, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ
* কিডনী,মুত্রথলি, প্রোস্টেট ও পুং প্রজননতন্ত্র বিশেষজ্ঞ ও সার্জন
* মেডিসিন, লিভার ও পরিপাকতন্ত্র এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ
* নবজাতক, শিশু ও শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ
* চর্ম, যৌন, নক, চুল, এলার্জি রোগ বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন
* ডায়াবেটিস, মেডিসিন, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ
* স্ত্রীরোগ, গাইনী, প্রসূতী রোগ বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন

বিস্তারিত তথ্যে ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন আমাদের
হটলাইন নম্বরে- 09614-333 999, 01931-231717
মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার
এমিরেটস টাওয়ার, স্টেশন রোড, কিশোরগঞ্জ

🌿 ফুসফুসের সুরক্ষা — নিজের নিশ্বাসের দায়িত্ব নিজেরই! 🌿ফুসফুস আমাদের শরীরের অক্সিজেন ইঞ্জিন। তাই এটিকে নিরাপদ রাখা মানেই ...
30/11/2025

🌿 ফুসফুসের সুরক্ষা — নিজের নিশ্বাসের দায়িত্ব নিজেরই! 🌿

ফুসফুস আমাদের শরীরের অক্সিজেন ইঞ্জিন। তাই এটিকে নিরাপদ রাখা মানেই সুস্থ জীবন নিশ্চিত করা। কিন্তু চারপাশের বায়ুদূষণ, ধুলা, ধোঁয়া আর জীবাণুর আক্রমণে আমাদের ফুসফুস প্রতিদিনই চ্যালেঞ্জের মুখে পড়ে।

✅ ফুসফুসের সুরক্ষা কী?
ফুসফুসকে ধুলা, ধোঁয়া, দূষণ, জীবাণু ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করে সুস্থ ও শক্তিশালী রাখার প্রক্রিয়াই হলো ফুসফুসের সুরক্ষা।
যেমন—
✔ মাস্ক ব্যবহার
✔ ধূমপান এড়িয়ে চলা
✔ পরিষ্কার বাতাসে থাকা
✔ নিয়মিত ব্যায়াম
✔ শ্বাসযন্ত্রের টিকা ও নিয়মিত চেকআপ

🔰 ফুসফুসের সুরক্ষা কেন প্রয়োজন?

🔥 ১. সুস্থ শ্বাস-প্রশ্বাস রক্ষায়
ফুসফুস অক্সিজেন দেয়, বিষাক্ত গ্যাস বের করে—এটাই জীবনের মূল শক্তি।

🌫️ ২. দূষণের ক্ষতি থেকে বাঁচতে
বর্তমান বায়ুদূষণ অ্যাজমা, ব্রঙ্কাইটিস থেকে ক্যান্সার পর্যন্ত ঝুঁকি বাড়ায়।

🦠 ৩. সংক্রমণের প্রথম আঘাত ফুসফুসেই লাগে
নিউমোনিয়া, ফ্লু, কোভিড—সবচেয়ে বেশি প্রভাব ফেলে ফুসফুসে।

🚭 ৪. ধূমপানের ভয়াবহ ড্যামেজ প্রতিরোধে
ধূমপান ফুসফুস নষ্ট করে দেয়—সিওপিডি ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

💪 ৫. জীবনমান ও আয়ু দুটোই বাড়ায়
সুস্থ ফুসফুস = বেশি এনার্জি + কম অসুখ + স্বাভাবিক শ্বাস + ভালো ঘুম।

✨ নিজেকে সুরক্ষিত রাখুন, কারণ প্রতিটি নিশ্বাসই মূল্যবান।

30/11/2025

🩺 পেইন মেডিসিন ডাক্তারের শরণাপন্ন কেন হবেন — এ বিষয়ে বিশেষ পরামর্শ দিচ্ছেন...

ডা. নাজমুল হাসান ভূঁইয়া (সোহেল)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডিএ (বিএসএমএমইউ)
কনসালটেন্ট, পেইন মেডিসিন
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ

🕥 রোগী দেখার সময়:
মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার: বিকাল ৩ টা - রাত ৮ টা

☎️ হটলাইন: 09614-333 999, 01931-231717
📍 মেডিস্ক্যান স্পেশালাইজড ইমেজিং সেন্টার
🏢 এমিরেটস টাওয়ার, স্টেশন রোড, কিশোরগঞ্জ

Address

Emirates Tower, Station Road
Kishoreganj
2300

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Telephone

+8809614333999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mediscan Specialized Imaging Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mediscan Specialized Imaging Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram