01/12/2025
আলহামদুলিল্লাহ ! এবার নতুন চমক, আবারো নরমাল ডেলিভারিতে রেকর্ড গড়লো ফাতেমা (রা.) মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল ! গত নভেম্বরে মাসে ১৬৪ টি নরমাল ডেলিভারিসহ এ পর্যন্ত মোট নরমাল ডেলিভারি হয়েছে ৪৭৭৭+ টি যেটি ব্যতিক্রমী উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত আর এর কর্ণধার কিশোরগঞ্জের গর্ব ডা.তৌফিকুর রহমান জয় (টি . আর .জয় ) স্যারের ব্যতিক্রমী এ উদ্যোগের জন্য সারা দেশে প্রশংসায় ভাসছেন ডা. টি. আর জয় স্যার । যারা গর্ভবতী মা আছেন তারা আস্থা রাখতে পারেন ফাতেমা (রা.) মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালের উপর ।