মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।

মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ। সবচেয়ে কম খরচে, সবার জন্য, সবচেয়ে উন্নত স্বাস্থ্যসেবা। কিশোরগঞ্জে প্রথম এবং একমাত্র বন্ধ্যাত্ব সেন্টার (18-12-2023)

08/08/2025
01/08/2025

#কিশোরগঞ্জ এ সম্পূর্ণ দালাল মুক্ত প্রতিষ্ঠান মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ। আলহামদুলিল্লাহ!!

29/07/2025

আপনার রিযিক, আপনার ভবিষ্যত আল্লাহর হাতে। বুক ফুলিয়ে ,মাথা উঁচু করে অন্যায়কে অন্যায় বলুন।জালিমরা এক দরজা বন্ধ করে দিলে আল্লাহ হাজার দরজা খুলে দিবেন।

28/07/2025

শ্বাসনালী সহ শরীরের ৪০% দগ্ধ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী আয়ান না ফেরার দেশে 😭 সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন 🤲🤲

25/07/2025

আলহামদুলিল্লাহ 💗 কিশোরগঞ্জ যারা ডা. তাকিয়া আখতার ঈশিতা ম্যাডামকে দেখানোর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য

চেম্বার:
মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।
ঠিকানা: মুকসেদপুর (গাইটাল বাসস্ট্যান্ডের পর পল্লী বিদ্যুৎ অফিসের গেইটের বিপরীতে), কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
সময়সূচি: প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫ টা.

এপয়েন্টমেন্ট ও সিরিয়ালের জন্য কল করুন:
☎ 01310-991644
☎️ 01750-455722

★ কল রিসিভ না হলে, কল ব্যাক করা হবে। অথবা পুনরায় চেষ্টা করবেন।
❤ ধন্যবাদ ❤
সবার সুস্বাস্থ্য কামনায়....
🩺 মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।

20/07/2025
18/07/2025

আলহামদুলিল্লাহ!!! আলহামদুলিল্লাহ!!!!
আমার করা বন্ধ্যাত্বের চিকিৎসার আধুনিক ও কার্যকরী চিকিৎসা পদ্ধতি আই ইউ আই (iui success) এর সফলতা টাইমলাইনে রেখে দিলাম।
সবাই আমার পেসেন্টের জন্য দোয়া করবেন।

------------------------------------------------------------

ডা. তাকিয়া আখতার ঈশিতা
এমবিবিএস (ঢাকা),
সিএমইউ(আল্ট্রাসনোগ্রাম), ডিএমইউ(আল্ট্রাসনোগ্রাম)
এমসিপিএস (গাইনি এন্ড অবস)।
ফেলোশিপ কোর্স ইন ইনফার্টিলিটি ( বেঙ্গালুরু, ইন্ডিয়া)
এডভান্স ট্রেনিং ইন টিভিএস এন্ড কালার ডপলার আল্ট্রাসনোগ্রাফী

চেম্বার : মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।
ঠিকানা: বাসস্ট্যান্ডের পর পল্লী বিদ্যুৎঅফিসের গেইটের বিপরীতে মুকসেদপুর, কিশোরগঞ্জ।
Appointment এরজন্য কল করুন:
📞01310-991644
📞01750- 455722

িশোরগঞ্জ #বন্ধ্যাত্ব #ফলোয়ার #বন্ধ্যাত্ব

18/07/2025

আলহামদুলিল্লাহ!! সকাল সকাল সুখবর!! #কিশোরগঞ্জ এ আমাদের আরেকটি সাকসেস!! বিস্তারিত আসছে....

04/07/2025

ওষুধ খাওয়া হচ্ছে , Insulin নেয়া হচ্ছে..
Diet ও করা হচ্ছে টুকটাক।
কিন্তু Diabetes Control হচ্ছে না!
কেন হচ্ছে না?

এর একটা Important কারন রাত জাগা।

যতো রাত জাগবেন, ততো Stress hormone Cortisol Release হবে। আর Cortisol এর অন্যতম Metabolic Effect হলো এটা Blood Glucose বাড়ায়!
এছাড়া যারা Stressful job করেন। যেমন Doctors, Lawyers. এদের ও Stress এর কারনে প্রচুর Cortisol release হয়। এবং এই জন্য এই প্রফেশনে যারা আছেন, তাদের Diabetes control হতে চায় না।
এই কারনে Diabetes control করতে পরিমান মতো বিশ্রাম, Meditation এগুলোর ও প্রয়োজন....

#ডাঃসওগাত_এহসান

01/07/2025

কেন মাঝে মাঝে প্রেসার মাপা জরুরী ??
আমাদের শরীর একটা গাড়ির মত। মাঝে মাঝে গাড়ির ব্রেক, প্লাগ, মবিল চেক করার মত শরীরের চেক আপ করা খুব জরুরী, তা না হলে এক্সিডেন্ট হবার সম্ভবনা অনেক বেশি। গতকাল চেম্বারের ২ জন রোগী নিয়ে লিখছি তা হলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে।
রোগী ০১।
বয়স ৪৫ বছর, পেশায় স্কুল শিক্ষিকা, উনার সমস্যা হলো দুই হাত কব্জি থেকে ব্যথা ৩ মাস থেকে। ব্যথা তীব্র না, তবে রাতে শোয়ার পর বেশি হয়। উনার প্রেসার ১ম বার ১৮০/১১০, ২য় বার ১৮০/১০০, ৩য় বার ১৮৮/১০৪। উনার আগে কোন প্রকার হাইপ্রেসার রোগ বা এই রোগের ঔষধ খাবার ইতিহাস ছিল না। শেষ পর্যন্ত উনার হাইপ্রেসার রোগ নির্ণয় হল এবং চিকিৎসা শুরু হল। এই রোগীর হাইপ্রেসারের কোন লক্ষন ছিল না। যদি উনি হাতের ব্যথার জন্য ডাক্তার না দেখাতেন তাহলে হয়ত কিছুদিন পর একটা বড় সমস্যা যেমন- ব্রেন স্ট্রোক, হার্ট এ্যটাক এ আক্রান্ত হতেন।
রোগী ০২।
বয়স ৫৫, পেশায় গৃহিনী। উনার সমস্যা হল একটু হাঁটলেই হাইপাই (শ্বাসকষ্ট) হয়, আর শরীর (পা)ফুলে গেছে। উনার প্রেসার ১ম বার ১৭০/১০০, ২য় বার ১৭০/৯৮, ৩য় বার ১৭৪/১০০। সকল পরীক্ষা-নীরিক্ষা শেষে জানা গেল এই রোগীর হার্টের সমস্যা হয়েছে। উনি এর আগে কখনো প্রেসার মাপেন নাই বা চিকিৎসা করেন নাই।
এই রোগীর হাইপ্রেসার হয়ত অনেকদিন থেকে ছিল, এবং প্রেসারের কারনে হার্টের সমস্যা হবার পর তার লক্ষন হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সাধারনত হাইপ্রেসারের তেমন কোন লক্ষন থাকে না, যখন হাইপ্রেসারের কারনে হার্ট বা ব্রেন বা কিডনীর কোন সমস্যা দেখা দেয় তখন লক্ষন প্রকাশ পায়।
সুতরাং মাঝে মাঝে, বছরে অন্তত একবার নিজের প্রেসার মাপুন। প্রেসার ছাড়াও ডায়াবেটিস, কিডনীর পরীক্ষা, রক্তে চর্বির পরীক্ষা করুন। বিশেষ করে যাদের
-ওজন বেশি
-বাবা-মার হাইপ্রেসার বা ডায়াবেটিস বা হার্টের সমস্যা আছে
-বয়স ৪০ বছরের বেশি।
প্রেসার, ডায়াবেটিস হচ্ছে আমাদের শরীরে ব্রেক। এগুলো সব সময় চেক করতে হবে। তা না হলে ব্রেক ছাড়া গাড়ি যেমন এক্সিডেন্ট হবেই, তেমনী শরীরেরও এক্সিডেন্ট হবে।

কার্টেসী-
ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল,স্যার
মেডিসিন বিশেষজ্ঞ।
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।

29/06/2025

Address

মুকসেদপুর (অপজিট পল্লী বিদ্যুৎ অফিস গেইট), কিশোরগঞ্জ সদর
Kishoreganj
২৩০০

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801310991644

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেডিকেয়ার হেল্থ সেন্টার, মুকসেদপুর, কিশোরগঞ্জ।:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram