Tanjila Tanju

Tanjila Tanju নাম : তানজিলা তানজু।
ঠিকানা : কুয়াকাটা, পটুয়াখালী, বরিশাল।
ব্লাড গ্রুপ : B+

15/03/2024

__আমার ভুল করার আগে একবার ভাবিনা।
''আর যখন ভুল করে ফেলি,,
__তখন ভাবতে ভাবতে ডিপ্রেশনে চলে জাই।
___💔🙂💔___

_ছোট বেলা থেকে আঁকা-যোকাকরতে আমার অনেক ভালো লাগে। 🥰🥰_কে কে আঁকতে পারেন  ??
14/03/2024

_ছোট বেলা থেকে আঁকা-যোকা
করতে আমার অনেক ভালো লাগে। 🥰🥰
_কে কে আঁকতে পারেন ??

রমজান মাসে বসে বসে হাতের কাজ করছি। 🥰🥰ভাবিরা আপুরা কারা কারা সিলাই কাজ করতে পারেন দেখি হাত উঠান। 🙋‍♀️
14/03/2024

রমজান মাসে বসে বসে হাতের কাজ করছি। 🥰🥰
ভাবিরা আপুরা কারা কারা সিলাই কাজ করতে পারেন দেখি হাত উঠান। 🙋‍♀️

12/03/2024

রমাদান মুবারাক 🌙

★একনজরে রমাদানের খুবই গুরুত্বপূর্ণ ২৭টি আমল :-
১. রমাদানের চাঁদ দেখা & দোয়া পড়া
২. রোজা রাখা
৩. তারাবিহ পড়া
৪. সেহরি খাওয়া
৫. সেহরি শেষ দিকে খাওয়া
৬. ইফতার করা
৭. তারাতাড়ি ইফতার করা
৮. ইফতারের সময় দোয়া পড়া
৯. ইফতারে খেজুর খাওয়া
১০. সকল পাপ থেকে নিজেকে মুক্ত রাখা
১১. মিথ্যা বলা থেকে বিরত থাকা
১২. দিনভর বেশি বেশি দোয়া ইস্তিগফার করা
১৩. ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকা
১৪. শেষ রাতের নামাজ পড়া
১৫. বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তির দোয়া পড়া
১৬. মেসওয়াক করা
১৭. ইত্তিকাফ করা
১৮.সম্ভব হলে ওমরা করা
১৯. বেশি বেশি ভালো কাজ করা
২০. লাইলাতুল কদরের রাত তালাশ করা
২১. লাইলাতুল কদরের দোয়া পড়া
২২. সদাকাতুল ফিতর আদায় করা
২৩. বেশি বেশি কুরাআন পড়া
২৪. কুরআন অন্যকে শুনানো
২৫. অন্যকে ইফতার করানো
২৬. দান সদাকা করা
২৭. সাধারন আমলগুলো গুরুত্ব সহকারে করা।

Ahmadullah

12/03/2024

•দয়া করে প্রয়জন ছাড়া কেউ SMS দিবেন না।🙏
•আমার পরিচয় জানতে ইনবক্সে জাওয়ার কোনো দরকার নেই।
•নামঃ তানজিলা তানজু।
•ঠিকাঃ কুয়াকাটা, পটুয়াখালী, বরিশাল।
•ব্লাড গ্রুপঃ B(+)
•পড়াশুনাঃ ইন্টার পরিক্ষার্থী 2024

•হয় তো ১০০ জনকে রক্ত দিতে পারবো না। 🙂
•কিন্তু ১০০০ জনকে রক্ত খুজে দিতে পারবো । ইনসাআল্লাহ্।
✅ প্রিয় সংগঠন। 🥰🥀❤

👉 কুয়াকাটা ব্লাড সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি ।
•(এডমিন)-

👉 পটুয়াখালী ব্লাড ডোনার্স সোসাইটি( PBDS)৬৪ জেলা।।
•(এডমিন)-

👉 Saghata Blood Donor's Society(SBDS)
•(এডমিন)-

👉 ম্যান ফর ম্যান ফোর্স পটুয়াখালী জেলা পরিচালক।
•(এডমিন)-

👉 আনন্দ সংঘ-Ananda Sangha
(কলাপাড়া উপজেলার সমন্বয়ক)।

👉 Unique Blood Donors Club (UBDC)
(যুগ্ম সংগঠিত সম্পাদক)।

👉 জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ
•(মডারেটর)-

👉 সহযোগীতা সেচ্ছাসেবী সংগঠন
•(মডারেটর)-

👉

12/03/2024

◆ইফতারির ছবি ফেসবুকে পোষ্ট না করার অনুরোধ রইল।🙏
◆অনেকের ঘরে নুন ভাত ছাড়া অন্য কিছু না ও থাকতে পারে।🥲🥲
◆আপনার বিলাসি এই ইফতারের পোস্ট দেখে যেন কারো চোখে পানি না আসে।😭😭
◆আবার অনেকে প্রথম রোজা সেহেরি ইফতার ডান এই সব লিখে পোস্ট করেন।👎
◆এই কাজটা কাউকে না করার অনুরোধ রইল। 🙏
◆কারন রোজা নামাজ কাউকে দেখানোর জন্য নায়। আল্লাহ্ জন্য করুন। 🤲❤🥰
◆ইফতারের কোন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করার অনুরোধ রইল সবার কাছে। 🙏🙏
◆পারলে রাস্তার পাশে থাকা মানুষের মুখে খাবার তুলে দেন,, যারা রোজা রেখে ইফতার করতে পারেনা।
👏👏আশা করি সবাই বুঝতে পেরেছেন। •☆•সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। 🌙
🙂🙂

বয়স আমার ১৯ কিন্তু মা আজও আমায় দুধ দিয়ে সুজি সাগু রান্না করে দেয় ছোট বাচ্চাদের মতো। 🥰❤আমি আজও আমার মায়ের কাছে ছোট। 🥰❤I L...
11/03/2024

বয়স আমার ১৯ কিন্তু মা আজও আমায় দুধ দিয়ে সুজি সাগু রান্না করে দেয় ছোট বাচ্চাদের মতো। 🥰❤
আমি আজও আমার মায়ের কাছে ছোট। 🥰❤
I Love Ma ❤

03/03/2024

✌✌

03/03/2024

🥴🥴

01/03/2024

বরিশাল না কুমিল্লা ? 🏆
বরিশাল জিতবে ইনশাআল্লাহ। ✌

23/02/2024

◆আসসালামু আলাইকুম
◆১৯ জানুয়ারি অটো গাড়ি অ‍্যাকসিডেন্ট হয়েছে।
◆আমার কাজিনের মেয়ে হইছে, দেখতে জাওয়ার সময়।
◆আমার ৫ জন আহাত হই।
◆আমাদের কুয়াকাটা হাসপাতালে নেওয়া হয়।
◆আমি সহ ৪ জনকে বরিশালে রেফার করে।
◆আমার আম্মু একনো অসুস্থ সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য ।

Address

Kuakata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanjila Tanju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category