25/11/2025
🌸 পোস্ট–মেনোপজাল ব্লিডিং: সচেতন হোন 🌸
(Menopause বন্ধ হওয়ার ১২ মাস পর যেকোন রক্তস্রাব)
💥 মনে রাখুন:
Menopause-এর পর যেকোন রক্তস্রাবই অস্বাভাবিক — অবহেলা করা যাবে না।
🔍 সম্ভাব্য কারণ:
√এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি (জরায়ুর আস্তরণ পাতলা হওয়া)
√এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া
√এন্ডোমেট্রিয়াল/সার্ভিক্যাল ক্যান্সার
√পলিপ (Polyp)
√HRT/ওষুধজনিত কারণ
🚨 কী কী লক্ষণকে গুরুত্ব দেবেন?
💥হালকা বা বেশি রক্তস্রাব
💥বাদামী/কালচে ডিসচার্জ
💥পিরিয়ড শেষ হওয়ার বহু বছর পর হঠাৎ রক্ত দেখা
💥ব্যথা/দুর্বলতা/ওজন কমে যাওয়া।
🧪 জরুরি করণীয় পরীক্ষা:
TVS (Transvaginal USG) – Endometrial thickness
Pap's Smear
Endometrial biopsy / D&C
🩺 কখন ডাক্তার দেখাবেন?
➡️ Menopause-এর পর এক ফোঁটা রক্ত এলেও
➡️ বারবার স্পটিং/ডিসচার্জ হলে
➡️ উচ্চ রক্তচাপ/ডায়াবেটিস/স্থূলতা থাকলে
💗 সচেতনতা বার্তা👎👎
>সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসা নিলে ৯০% ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
>অবহেলা করবেন না — আপনার স্বাস্থ্যই আপনার শক্তি।
--------------------
ডা. শাপলা খাতুন
এমবিবিএস, বিসিএস
এম এস (অবস ও গাইনি)
স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন।