Dr. Shapla khatun

Dr. Shapla khatun Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Shapla khatun, Obstetrician-gynaecologist, Chuadanga sadar hospital, Kushtia.

চেম্বারঃ
সনো ডায়াগনস্টিক সেন্টার, ইউনিট -৪।
হাসপাতাল রোড, চুয়াডাঙ্গা।
চেম্বার টাইম:প্রতিদিন ৩.৩০ -৮.০০পিএম।
শুক্রবার সকাল দশটা।
সিরিয়াল নাম্বার -019-223-93636

আপনি গর্ভবতী খুশিমনে আল্ট্রাসাউন্ড করতে আসছেন কিন্তু দুঃখজনক হলো আলট্রাসাউন্ড করে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না।আপনা...
23/12/2025

আপনি গর্ভবতী খুশিমনে আল্ট্রাসাউন্ড করতে আসছেন কিন্তু দুঃখজনক হলো আলট্রাসাউন্ড করে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না।আপনারা প্রায়ই যে প্রশ্ন করে থাকেন কেন এমন হলো!!এটা কি আমার কোন দোষের কারণে??সুস্থ বাচ্চা হবে তো ম্যাডাম??চলুন জানা যাক।

Blighted O**m (Empty Sac) কী?
গর্ভধারণের শুরুতে স্যাক তৈরি হলেও ভ্রূণ তৈরি না হলে তাকে Blighted O**m বলা হয়।
এটি সাধারণত ক্রোমোজোমের ত্রুটির কারণে হয়—মায়ের কোনো দোষ নয়।
👉 উপসর্গ:
• পজিটিভ প্রেগনেন্সি টেস্ট
• আল্ট্রাসাউন্ডে শুধু স্যাক, ভ্রূণ নেই।

Sac size কত হলে Blighted O**m বলা যায়?
👉 Transvaginal USG (TVS) এ যদি
Mean Sac Diameter (MSD) ≥ 25 mm
তবু ভ্রূণ (fetal pole) দেখা না যায়,
তখন Blighted O**m (Anembryonic pregnancy) নিশ্চিত ধরা হয়।
🔹 Abdominal USG এ সাধারণত
MSD ≥ 30 mm হলেও ভ্রূণ না থাকলে সন্দেহ জোরালো হয়, তবে নিশ্চিতকরণের জন্য TVS ভালো।
🔹 গাইডলাইন অনুযায়ী নিশ্চিতকরণ:
• প্রথম স্ক্যানে সন্দেহ হলে
• ৭–১০ দিন পর পুনরায় USG করে নিশ্চিত করা।

Treatment:
• অপেক্ষামূলক ব্যবস্থাপনা (expectant)
• ওষুধের মাধ্যমে (medical management)
• প্রয়োজন হলে D&C / MVA

Take home message for All:
ভুলভাবে ডায়াগনোসিস এড়াতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
Early pregnancy-তে ছোট sac থাকলে সময় ও ফলো-আপ খুব গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন:
এটি মায়ের কোনো দোষ নয় এবং ভবিষ্যতে স্বাভাবিক গর্ভধারণ সম্ভব।

❤️❤️ভালো থাকুন সুস্থ থাকুন। আপনাদের নিরাপদ মাতৃত্বই আমাদের একান্ত কাম্য। ❤️❤️

ডা.শাপলা খাতুন
এমবিবিএস, এম.এস
স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন
জেলা সদর হাসপাতাল,চুয়াডাঙ্গা।

বিশেষ এই দিনে প্রতি বছর যেন মহান আল্লাহপাক এভাবেই সেবা করার সুযোগ প্রদান করেন।আলহামদুলিল্লাহ...
19/12/2025

বিশেষ এই দিনে প্রতি বছর যেন মহান আল্লাহপাক এভাবেই সেবা করার সুযোগ প্রদান করেন।আলহামদুলিল্লাহ...

🌼🌼সফলতার গল্প 🌼🌼ডাক্তার রোগী হিসেবে ছবির এই মানুষটির সাথে আমার হয়তোবা দুই বছরের সম্পর্ক।বাচ্চা নেবার চিকিৎসা নিতে আসলে দ...
13/12/2025

🌼🌼সফলতার গল্প 🌼🌼

ডাক্তার রোগী হিসেবে ছবির এই মানুষটির সাথে আমার হয়তোবা দুই বছরের সম্পর্ক।বাচ্চা নেবার চিকিৎসা নিতে আসলে দীর্ঘ প্রতীক্ষার পর মহান রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দেন।পুরো গর্ভকালীন সময় বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।এই নয় মাসে ১৭ বার চেকআপে আসতে হয়েছে তবে আশ্চর্যের বিষয় আমি কখনো তার মাঝে বিরক্তবোধ দেখিনি তবে প্রচন্ড রকম হারানোর ভয় তাদের চোখে মুখে দেখেছি।শেষবার চেকআপে আসলেন ৩৬ সপ্তাহে।এইবার প্রেসার বেশির পাশাপাশি প্রিটার্ম লেবার পেইন শুরু হলো। তবে প্রোগ্রেস স্যাটিসফেক্টরি ছিলনা,পাশাপাশি বাচ্চার নড়াচড়া একেবারেই কমে গেল।যথাযথ কাউন্সিলিং শেষে ভোর বেলাতে ইমারজেন্সি সি সেকশন করা হলো। আলহামদুলিল্লাহ আজ মা এবং বাচ্চাকে ছুটি দিলাম।চোখে মুখে যে তৃপ্তি নিয়ে আজকে তারা বিদায় নিল সেই মুহূর্তকেই ক্যামেরা বন্দী করা হলো।অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তোমাদের জন্য।ধন্যবাদ জ্ঞাপন করছি শেষ পর্যন্ত এই ঝুঁকিপূর্ণ গর্ভ অবস্থাতেও আমার প্রতি ভরসা রাখার জন্য।নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে। ❤️❤️

বিদায় বেলায় রোগী বলে গেছেন আপনি কিন্তু আমার ছবিটা আপনার পেইজে দিবেন।🫣😊

"বিজয়ের চেতনা শুধু উদযাপন নয়,         মানুষের জন্য কিছু করার প্রতিশ্রুতি।"মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও...
09/12/2025

"বিজয়ের চেতনা শুধু উদযাপন নয়,
মানুষের জন্য কিছু করার প্রতিশ্রুতি।"

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও থাকছে ফ্রি মেডিকেল ক্যাম্প--

🩺 চেকআপ,চিকিৎসা পরামর্শ
💊 সীমিত ওষুধ বিতরণ
📅 তারিখ: ১৬ ডিসেম্বর
🕘 সময়: সকাল ১০টা – বিকেল ৩টা

📣 সবার জন্য উন্মুক্ত। পরিবারসহ আমন্ত্রিত

স্থান :খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,খেজুরতলা, চুয়াডাঙ্গা।

আপনার উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণা হবে।

25/11/2025

🌸 পোস্ট–মেনোপজাল ব্লিডিং: সচেতন হোন 🌸

(Menopause বন্ধ হওয়ার ১২ মাস পর যেকোন রক্তস্রাব)

💥 মনে রাখুন:
Menopause-এর পর যেকোন রক্তস্রাবই অস্বাভাবিক — অবহেলা করা যাবে না।

🔍 সম্ভাব্য কারণ:

√এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি (জরায়ুর আস্তরণ পাতলা হওয়া)

√এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া

√এন্ডোমেট্রিয়াল/সার্ভিক্যাল ক্যান্সার

√পলিপ (Polyp)

√HRT/ওষুধজনিত কারণ

🚨 কী কী লক্ষণকে গুরুত্ব দেবেন?

💥হালকা বা বেশি রক্তস্রাব

💥বাদামী/কালচে ডিসচার্জ

💥পিরিয়ড শেষ হওয়ার বহু বছর পর হঠাৎ রক্ত দেখা

💥ব্যথা/দুর্বলতা/ওজন কমে যাওয়া।

🧪 জরুরি করণীয় পরীক্ষা:

TVS (Transvaginal USG) – Endometrial thickness

Pap's Smear

Endometrial biopsy / D&C

🩺 কখন ডাক্তার দেখাবেন?

➡️ Menopause-এর পর এক ফোঁটা রক্ত এলেও
➡️ বারবার স্পটিং/ডিসচার্জ হলে
➡️ উচ্চ রক্তচাপ/ডায়াবেটিস/স্থূলতা থাকলে

💗 সচেতনতা বার্তা👎👎

>সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসা নিলে ৯০% ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
>অবহেলা করবেন না — আপনার স্বাস্থ্যই আপনার শক্তি।
--------------------

ডা. শাপলা খাতুন
এমবিবিএস, বিসিএস
এম এস (অবস ও গাইনি)
স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন।

Want to be best healer with love and compassion.❤️❤️❤️
12/11/2025

Want to be best healer with love and compassion.❤️❤️❤️

“PCOS— নারীস্বাস্থ্যের নীরব প্রতিবন্ধক”PCOS (Polycystic O***y Syndrome) হলো মহিলাদের মধ্যে একটি সাধারণ হরমোনজনিত সমস্যা।...
27/08/2025

“PCOS— নারীস্বাস্থ্যের নীরব প্রতিবন্ধক”

PCOS (Polycystic O***y Syndrome) হলো মহিলাদের মধ্যে একটি সাধারণ হরমোনজনিত সমস্যা। সাধারণত প্রজনন বয়সী নারীদের মধ্যে এটি বেশি দেখা যায়।

#প্রধান বৈশিষ্ট্য:

1. অনিয়মিত মাসিক – মাসিক চক্র দেরিতে আসা বা একেবারেই বন্ধ হয়ে যাওয়া।
2. অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন – মুখে ব্রণ, শরীর ও মুখে অতিরিক্ত লোম, চুল পড়ে যাওয়া।
3. ডিম্বাশয়ে একাধিক ছোট সিস্ট – আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায়।

#কেন হয়?
PCOS-এর সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি। তবে সম্ভাব্য কারণগুলোর মধ্যে আছে:
>জেনেটিক ফ্যাক্টর (পরিবারে থাকলে ঝুঁকি বেশি)
>ইনসুলিন রেজিস্ট্যান্স → শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ না করায় ডিম্বাশয়ে হরমোনের ভারসাম্য নষ্ট হয়।

#উপসর্গ:
মাসিক অনিয়ম
বন্ধ্যাত্ব (ovulation না হওয়ার কারণে)
স্থূলতা বা ওজন বৃদ্ধি (বিশেষ করে কোমরের চারপাশে)
ব্রণ, ত্বক তেলতেলে হওয়া
মুখে ও শরীরে বাড়তি লোম
মাথার চুল পাতলা হওয়া

#জটিলতা
চিকিৎসা না করলে ভবিষ্যতে বাড়তি ঝুঁকি তৈরি করে—
টাইপ ২ ডায়াবেটিস
হাই ব্লাড প্রেসার
হার্টের রোগ
গর্ভাবস্থায় জটিলতা (গর্ভপাত, গেস্টেশনাল ডায়াবেটিস, প্রি-এক্ল্যাম্পসিয়া)
এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি

#চিকিৎসাওনিয়ন্ত্রণ:

🔹 Lifestyle পরিবর্তনই মূল চাবিকাঠি

ওজন নিয়ন্ত্রণ (৫–১০% ওজন কমালেই উপসর্গ অনেকটা কমে যায়)

নিয়মিত ব্যায়াম (প্রতিদিন ৩০–৪৫ মিনিট হাঁটা/এক্সারসাইজ)

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস (কম ক্যালোরি, কম চিনি, বেশি শাক-সবজি, প্রোটিন, ফাইবার)

🔹 ঔষধ (ডাক্তারের পরামর্শে)

মাসিক নিয়ম করতে হরমোনাল ওষুধ (যেমন Oral Contraceptive Pill)

ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে Metformin

প্রজনন চাইলে Ovulation Induction ওষুধ

🔹 কাউন্সেলিং
PCOS দীর্ঘমেয়াদি কন্ডিশন, তাই একে ম্যানেজ করতে ধৈর্য ও সচেতনতা জরুরি।

ডা.শাপলা খাতুন
এমবিবিএস, বিসিএস,এমএস
স্ত্রী,প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন

Now available...Day has been started with blessings from Almighty.
04/08/2025

Now available...Day has been started with blessings from Almighty.

Me with my E poster presentation ❤️❤️
01/08/2025

Me with my E poster presentation ❤️❤️

চারদিন চেম্বার বন্ধ ছিল। আজ হতে আবার সেই কর্মব্যস্ত জীবনের শুরু।❤️❤️
24/06/2025

চারদিন চেম্বার বন্ধ ছিল। আজ হতে আবার সেই কর্মব্যস্ত জীবনের শুরু।❤️❤️

From today available  diagnostic centre Ltd,Chuadanga branch
12/05/2025

From today available diagnostic centre Ltd,Chuadanga branch

20/04/2025

ফিওনা,চার বছর বয়স।যখনই ওর মাবাবার সাথে আমার চেম্বারে আসে,আমাকে নতুন কিছু শুনিয়ে যাই। ফিওনা বড় হয়ে আমার মত ডাক্তার হতে চাই। সবাই দোয়া করবেন ফিওনার জন্য। একদিন এই ছোট্ট ফিওনা আমাকেও ছাড়িয়ে যাবে। অনেক অনেক দোয়া তোমার জন্য।আল্লাহপাক তোমার মনের সৎ ইচ্ছেগুলো পূরণ করুন।

Address

Chuadanga Sadar Hospital
Kushtia
7200

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shapla khatun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shapla khatun:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram