23/12/2025
আপনি গর্ভবতী খুশিমনে আল্ট্রাসাউন্ড করতে আসছেন কিন্তু দুঃখজনক হলো আলট্রাসাউন্ড করে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না।আপনারা প্রায়ই যে প্রশ্ন করে থাকেন কেন এমন হলো!!এটা কি আমার কোন দোষের কারণে??সুস্থ বাচ্চা হবে তো ম্যাডাম??চলুন জানা যাক।
Blighted O**m (Empty Sac) কী?
গর্ভধারণের শুরুতে স্যাক তৈরি হলেও ভ্রূণ তৈরি না হলে তাকে Blighted O**m বলা হয়।
এটি সাধারণত ক্রোমোজোমের ত্রুটির কারণে হয়—মায়ের কোনো দোষ নয়।
👉 উপসর্গ:
• পজিটিভ প্রেগনেন্সি টেস্ট
• আল্ট্রাসাউন্ডে শুধু স্যাক, ভ্রূণ নেই।
Sac size কত হলে Blighted O**m বলা যায়?
👉 Transvaginal USG (TVS) এ যদি
Mean Sac Diameter (MSD) ≥ 25 mm
তবু ভ্রূণ (fetal pole) দেখা না যায়,
তখন Blighted O**m (Anembryonic pregnancy) নিশ্চিত ধরা হয়।
🔹 Abdominal USG এ সাধারণত
MSD ≥ 30 mm হলেও ভ্রূণ না থাকলে সন্দেহ জোরালো হয়, তবে নিশ্চিতকরণের জন্য TVS ভালো।
🔹 গাইডলাইন অনুযায়ী নিশ্চিতকরণ:
• প্রথম স্ক্যানে সন্দেহ হলে
• ৭–১০ দিন পর পুনরায় USG করে নিশ্চিত করা।
Treatment:
• অপেক্ষামূলক ব্যবস্থাপনা (expectant)
• ওষুধের মাধ্যমে (medical management)
• প্রয়োজন হলে D&C / MVA
Take home message for All:
ভুলভাবে ডায়াগনোসিস এড়াতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
Early pregnancy-তে ছোট sac থাকলে সময় ও ফলো-আপ খুব গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন:
এটি মায়ের কোনো দোষ নয় এবং ভবিষ্যতে স্বাভাবিক গর্ভধারণ সম্ভব।
❤️❤️ভালো থাকুন সুস্থ থাকুন। আপনাদের নিরাপদ মাতৃত্বই আমাদের একান্ত কাম্য। ❤️❤️
ডা.শাপলা খাতুন
এমবিবিএস, এম.এস
স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন
জেলা সদর হাসপাতাল,চুয়াডাঙ্গা।