20/01/2022
প্রিয় সহযোদ্ধা ভাইয়ের কুষ্টিয়া জেলাতে বেশকিছুদিন সড়ক দুর্ঘটনায় বেশ কিছু লোকের প্রানহানি হয়েছে। যার মুল কারন সড়কের বেশামাল অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি পরিচালনা করা। এবং ড্রাম ট্রাকের গতি ও হাইড্রোলিক হর্নয়ের কারনে।ও এরি সাথে রাস্তায় গুরুত্বপূর্ণ স্থান গুলোতে বিট,জেব্রাক্রসিং,ফুটওভার ব্রিজ না থাকার কারনে জনগনের নানা ভোগান্তি ও প্রান হারাচ্ছে । তাই আমাদের প্রয়োজন জনগনের পাশে থেকে জনগণের সমস্যা এবং এই রাস্তায় প্রান যেনো না হারায় সেই লক্ষে আগামী শুক্রবার ২১/০১/২০২২ তারিখে কুষ্টিয়া মজমপুর গেটে ছাত্র, যুব,শ্রমিক,গন,পেশাজীবি, ও সকল অঙ্গসংগঠনের লোকজন নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।তাই আপনারা সকলে আগামী শুক্রবার সকাল ৯ ঘটিকায় শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সকলে উপস্থিত হয়ে জনগনের পাশে থেকে কর্মসূচি সফল করুন
সার্বিক প্রয়োজনেঃ মো খালিদ সাইফুল্লাহ লিমন
সদস্য ছাত্র অধিকার পরিষদ
সদর উপজেলা শাখা