MK Homoeo Hall

MK Homoeo Hall BARKHADA, KUSHTIA

এক সময় ছিল, শরীরের মেশিন নষ্ট হলে ডাক্তার শুধু বলতেন— “আর কিছু করার নাই।”কিন্তু এখন বিজ্ঞান এমন জায়গায় এসে দাঁড়িয়েছ...
21/10/2025

এক সময় ছিল, শরীরের মেশিন নষ্ট হলে ডাক্তার শুধু বলতেন— “আর কিছু করার নাই।”
কিন্তু এখন বিজ্ঞান এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে,
মানুষের শরীরের **নিজস্ব ‘ব্যাটারি’ শেষ হলেও**, বিকল্প ব্যাটারি লাগানো যায়!

👉 ছবিটা আসলে এক্স-রে, যেখানে নিচের দিকে দেখা যাচ্ছে
একজন রোগীর শরীরে বসানো হয়েছে **Pe**le Prosthesis** —
মানে একরকম কৃত্রিম যন্ত্র, যা পেনিসের ভেতরে সার্জারির মাধ্যমে স্থাপন করা হয়
যাদের প্রাকৃতিকভাবে ইরেকশন (উত্তেজনা) হয় না।

চিন্তা করো,
দুই পাশে পুরো হিপে আর্টিফিশিয়াল জয়েন্ট,
আর মাঝখানে আর্টিফিশিয়াল ‘ইলেকশন ডিভাইস’ —
বলা যায়, মানুষটা পুরোপুরি “রিবুটেড” ভার্সন ২.০! 😄

🔍 কীভাবে কাজ করে?
এই ডিভাইস তিন ধরনের হতে পারে—

1. Malleable (Semi-rigid)– সবসময় কিছুটা শক্ত অবস্থায় থাকে।
2. Inflatable (Hydraulic) – পাম্পের মাধ্যমে পানি ভরে শক্ত হয়, পরে খালি করে আবার স্বাভাবিক।
3. Two-piece বা three-piece system – একটু জটিল, কিন্তু দেখতে এবং অনুভবে প্রায় প্রাকৃতিক।

সার্জারিতে পেনিসের দুইটি সিলিন্ডার অংশে এই টিউব ঢোকানো হয়,
একটা ছোট রিজার্ভার থাকে স্ক্রোটামের পাশে,
আর একটা ক্ষুদ্র পাম্প বসানো হয়, যেটা হাতে চাপ দিলে পেনিসে রক্তের মতো তরল ঢুকে শক্ত করে।

মানে এখন ‘মুড’ থাকলে শুধু একটু পাম্প করলেই কাজ সারা! 😏

⚙️ কারা এই অপারেশন করায়?
যাদের ডায়াবেটিস, নার্ভ ড্যামেজ, প্রোস্টেট সার্জারি, বা দীর্ঘদিন ওষুধে কাজ হচ্ছে না —
তাদের জন্য এটা “শেষ কিন্তু কার্যকর সমাধান।”

💬 সংক্ষেপে বললে,
এটা শুধু পুরুষত্ব ফিরিয়ে দেয় না —
অনেকে বলেন, “বিয়ের পর আবার হানিমুন শুরু!”

05/12/2024
রূপ পুর
25/05/2024

রূপ পুর

MK Homoeo Hall
12/11/2022

MK Homoeo Hall

02/04/2022

পক্স ও চিকেন পক্স এর চিকিৎসা হোমিপ্যাথিক মেডিসিনে ভাল হয়

29/03/2022

জানেন কী?
দীর্ঘমেয়াদে গ্যাসের ঔষধ খেতে থাকলে শরীরে ভিটামিন-ডি এর অভাবে হাড় ক্ষয়,হাড় ভংগুর হয়ে যেতে পারে !!!

26/03/2022

সিমেন এনালাইসিস রিপোর্ট (বীর্য পরীক্ষার রিপোর্ট এর বিস্তারিত ঃ

♦নরমাল রিপোর্টে যা থাকে

১) Appearance(দেখতে যেমন)ঃ Whitish to grey (সাদাটে থেকে ধূসর রঙ এর)।

২) Shape(আকার) ঃ
বীর্যের মধ্যে থাকা ১ টি শুক্রাণুর মধ্যে ৩ টি অংশ থাকে। মাথা, শরীর এবং লেজ। ৩০% শুক্রাণুর শারিরীক এই গঠনে এবনরমালিটি থাকলে তা স্ত্রীর ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবেনা।

৩)Motility/Movement (শুক্রাণুর নড়াচড়া করার অবস্থা /গতি) ঃ
৫০ % শুক্রাণুর মধ্যে স্বাভাবিক নড়াচড়া থাকতে হবে।

৪) PH ঃ বীর্যের পিএইচ এর মাত্রা ৭.২-৭.৮ থাকতে হবে। ৮ এর বেশি হলে ইনফেকশন নির্দেশ করবে।

৫)Volume (বীর্যের পরিমাণ) ঃ ২ মিলি বা তার বেশি হবে।এই পরিমাণের কম বেশি হলে বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণও কম বেশি হবে।

৬)Sperm count (শুক্রাণুর সংখ্যা) ঃ ২০-২০০ মিলিয়ন শুক্রাণু প্রতি মিলি লিটার বীর্যের মধ্যে থাকতে হবে।

৭)Viability (কার্যকরতা/কত পারসেন্ট শুক্রাণু কার্যক্ষম) ঃ
৭৫% অথবা তার বেশি Viable /কার্যক্ষম হতে হবে।

♦এবনরমাল রিপোর্ট এর কমেন্ট ঃ

১)Aspermia (অ্যাস্পার্মিয়া)
--বীর্যই তৈরি হয়না।

২)Azoospermia (অ্যাজুস্পার্মিয়া)
--বীর্য আছে কিন্তু এর ভেতর শুক্রাণু নাই।

৩) Oligospermia (অলিগোস্পার্মিয়া)
---শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিতে ২০ মিলিয়ন এর কম।

৪) Polyzospermia (পলিজুস্পার্মিয়া)
---শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিতে ৩৫০ মিলিয়ন এর বেশি।

৫)Asthenozospermia (অ্যাস্থেনোজুস্পার্মিয়া)
----৫০% এর কম শুক্রাণুর মধ্যে স্বাভাবিক মুভমেন্ট/নড়াচড়া আছে।

৬)Teratozospermia (টেরাটোজুস্পার্মিয়া)
----৭০% এর বেশি শুক্রাণুর শারিরীক গঠন অস্বাভাবিক।

৭)Nacrozospermia (নেক্রোজুস্পার্মিয়া)
----মৃত শুক্রাণু

৮)Oligoasthenozospermia (অলিগোঅ্যাস্থেনোজুস্পার্মিয়া)
---স্বাভাবিক সংখ্যক শুক্রাণুর স্বাভাবিক নড়াচড়া নাই এবং একই সাথে শুক্রাণুর সংখ্যাও কম।

04/12/2021

ধ্বজভঙ্গ কীঃ স্ত্রী সহবাসে আাংশিক বা সম্পূর্ণ অক্ষমতাকে ধ্বজভঙ্গ পীড়া বলে।স্তী সহবাসের ইচ্ছা আছে ক্ষমতা নাই। সহবাসকালীন অল্প সময়ে বীয স্থলন হয়ে পড়ে। পুরুষাঙ্গ ঢিলা বক্র, ছোট, অতিরিক্ত স্ত্রী সহবাস, হস্তমৈথুন, স্বপ্নদোষ, তারল্য, গনোরিয়া মদ্যপান ইত্যাদি কারণে ধ্বজভঙ্গ পীড়া হইতে পারে।

১.যেখানে দেখিবেন পায়খানার বসীয়া কোঁথ দিতে কিংবা প্রসাবের শেষে বীযপাত হইয়া শুক্র তারল্য রোগ দেখা দিয়াছে।
২.যেখানে শুনিবেন হস্তমৈথুন,স্বপ্নদোষ জনিত কারণে, পুরুষাঙ্গ ছোটো, নিস্তেজ ও বাঁকা হইয়াছে।
৩.যেখানে জানিবেন অনেক দিন কাম রিপু দমন করিয়া রাখিবেন ফলে ধ্বজভঙ্গ পীড়া হইতেছে।
৪. যেখানে শুনিবেন স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক কিন্তু খমতা কম অল্পতেই বীযপাত ঘটে।
৫. যেখানে দেখিবেন মোটা(স্থুলকায়)পুরুষের সঙ্গম ইচ্ছা প্রবল কিন্তু সহবাসে অক্ষম কিংবা ক্ষণস্থায়ী।
৬. যেখানে দেখিবেন মোটা (স্থুলকায়) পুরুষের অতি অল্প সময়ে বীযপাত ঘটে।
৭. যেখানে জানিবেন ঠিক সহবাসের সময় লিঙ্গি নিস্তেজ হইয়া যায়।
৮.যেখানে শুনিবেন বহুমূত্র রোগীর রমন ইচ্ছা কমিয়া গিয়াছে ইচ্ছা থাকিলেও সহবাসের ক্ষমতা নাই।
৯. যেখানে দেখিবেন হস্তমৈথুনও সপ্নদোষ কিংবা অধিক স্ত্রী সহবাস জনিত কারণে পুরুষত্বহীন হইয়া পড়িয়াছে ইচ্ছা সত্বেও সহবাস অক্ষম।
১০.যেখানে শুনিবেন নতুন বিবাহিত পুরুষের সহবাসের ইচ্ছা সত্বেও ক্ষমতা কম।
১১. যেখানে দেখিবেন হস্তমৈথুন,স্বপ্নদোষ বা অত্যাধিন শুক্র জনিত পীড়া ধজভঙ্গের পরিণত হইয়াছে।
১২. যেখানে দেখিবেন বহুদিনের শুক্র তারল্য পীড়া, ধজভঙ্গে পরিণত, হইয়াছে, মনের আবেগ খুব বেশী কিন্তু সহবাসে দূবল।
১৩. যেখানে দেখিবেন বাহ্যি, প্রসাবে বসিয়া, কোঁথ দিলে বীযপাত হয়, এমনকি চলিতে ফিরিতেও আসাড়ে বীযপাত ঘটে।
১৪.যেখানে শুনিবেন ধাতু দৌলব্য বা ধজ, ভঙ্গ পীড়ায় ঘন ঘন প্রসাবে, রাতে প্রসাবের পরিমাণ বেশি।
১৫.যেখানে জানিবেন অত্যাধিক শুক্র জনিত কারণেন ধজভঙ্গ পীড়া হইয়াছে, প্রসাব ধারণে অক্ষমতা দেখা দিয়াছে।
১৬.যেখানে শুনিবেন বহুমূত্র রোগীর ধজভঙ্গ পীরা।
১৭.যেখানে দেখিবেন অবিবাহিত পুরুষের স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক।
১৮.যেখানে দেখিবেন অতিরিক্ত হস্তমৈথুন জনিত ধ্বজভঙ্গ পীড়ায় স্ত্রী সহবাস কালিন অতিশীঘ্র বীযপাতঘটে।
১৯. অত্যাধিক ধজভঙ্গ জনিত পীড়া, লিঙ্গ আকারে ছোট ও বাঁকা।
২০. যেখানে শুনিবেন যাদের পূবের তুলনায় বতমানে সহবাস শক্তি অনেক কমিয়া গিয়াছে তাদেরকে।
এম কে হোমিও হল

Address

Trimohoni. Barkhada. Kushtia
Kushtia
7000

Opening Hours

Monday 09:00 - 13:00
16:00 - 20:00
Tuesday 09:00 - 13:00
16:00 - 20:00
Wednesday 09:00 - 13:00
16:00 - 20:00
Thursday 09:00 - 13:00
16:00 - 20:00
Saturday 09:00 - 13:00
16:00 - 20:00
Sunday 09:00 - 13:00
16:00 - 20:00

Telephone

+8801742156945

Website

Alerts

Be the first to know and let us send you an email when MK Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MK Homoeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category