Amin Diagnostic & Medical Services

Amin Diagnostic & Medical Services বিগত ২ দশক ধরে সাফল্যের সাথে সেরাদের নিয়েই পথচলা

আমিন ডায়াগনস্টিক ও মেডিকেল সার্ভিসেস-এ আপনাকে স্বাগতম!

কুষ্টিয়া জেলার সর্বপ্রথম ও একমাত্র নিউক্লিয়ার মেডিসিন সেন্টার এবং আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য, সর্বাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ পেশাদারদের সমন্বয়ে আপনার হাতে নির্ভুল রিপোর্ট পৌঁছে দেওয়া, কারণ আমরা বিশ্বাস করি— "শুদ্ধ চিকিৎসা গ্রহণে ২১ শতকের রোগই নিরাময়যোগ্য"

কেন আমিন ডায়াগনস্টিক সেরা?

• সার্বক্ষণিক সেবা: সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত আমরা সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি
• সর্বাধুনিক যন্ত্রপাতি: রোগ নির্ণয়ের জন্য আমাদের রয়েছে বিশ্বের সেরা ব্র্যান্ডের সব আধুনিক মেশিনারিজ
• অভিজ্ঞ টিম: আমাদের রয়েছে চায়না ও ভারত থেকে প্রশিক্ষিত ডাক্তার এবং দক্ষ টেকনোলজিস্টদের এক শক্তিশালী টিম
• নির্ভরযোগ্য রিপোর্টিং: প্রতিটি রিপোর্ট অভিজ্ঞ কনসালট্যান্ট দ্বারা নিরীক্ষা করা হয়, যা রিপোর্টের নির্ভুলতা নিশ্চিত করে
• সম্পূর্ণ কম্পিউটারাইজড ল্যাব: আমাদের প্যাথলজি বিভাগ সম্পূর্ণ কম্পিউটারাইজড হওয়ায় রিপোর্টের গুণগত মান থাকে অক্ষুণ্ণ

আমাদের প্রধান সেবাসমূহ:

• বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার: প্রায় সকল বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত আমিন ডায়াগনস্টিকে রোগী দেখছেন
• ইমেজিং ও রেডিওলজি: সিটি স্ক্যান (CT Scan), ডিজিটাল এক্স-রে, ফোর-ডি (4D) কালার ডপলার আলট্রাসনোগ্রাম, ওপিজি (OPG), ডেন্টাল এক্স-রে
• প্যাথলজি: হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি, সেরোলজি, মাইক্রোবায়োলজি, FNAC ও হিস্টোপ্যাথলজি, হরমোন, ক্যান্সার মার্কার ও অ্যালার্জি টেস্ট সহ সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা
• কার্ডিওলজি (হৃদরোগ বিভাগ): কম্পিউটারাইজড ইসিজি (ECG), ইকো কালার ডপলার (Echo Color Doppler)
• গ্যাস্ট্রোএন্টারোলজি: ভিডিও এন্ডোসকপি ও কলোনোস্কোপি

আপনার স্বাস্থ্য সুরক্ষায় আমরা सदैव আপনার পাশে আছি।

সিরিয়াল ও যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
📞 ফোন: 01712 243514 ও 01972 243514
🌐 ওয়েবসাইট: aminodiagnostic.net
📍 ঠিকানা: আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, আরসিআরসি স্ট্রিট, কোর্টপাড়া, কুষ্টিয়া ৭০০০
⏰ খোলা: প্রতিদিন, সকাল ৭টা থেকে রাত ১১টা

সুখী পরিবার গড়ার শুরু হয় সঠিক পরিকল্পনা থেকে 💖পরিবার পরিকল্পনা মানেই দায়িত্বশীল সিদ্ধান্ত, সুস্থ ভবিষ্যৎমা ও শিশু স্বাস্...
09/10/2025

সুখী পরিবার গড়ার শুরু হয় সঠিক পরিকল্পনা থেকে 💖
পরিবার পরিকল্পনা মানেই দায়িত্বশীল সিদ্ধান্ত, সুস্থ ভবিষ্যৎ

মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ
ডাঃ মোঃ নওয়াব আলী
এমবিবিএস, ডিপ্লোমা (পরিবার পরিকল্পনা)
মেডিকেল অফিসার
মা ও শিশু স্বাস্থ্য (অবসরপ্রাপ্ত)
সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা, কুষ্টিয়া

রোগী দেখার সময়
শনি থেকে বুধবার সকাল ১০টা- দুপুর ১টা পর্যন্ত।

"লক্ষণ দেখা দিলে, কখনও চিকিৎসা নিতে দেরী করতে হয় না, জেসমিন"প্রতিটি ছবিতে ক্লিক করে, ক্যাপশন পড়ে দেখুন এবং সচেতন হউন
08/10/2025

"লক্ষণ দেখা দিলে, কখনও চিকিৎসা নিতে দেরী করতে হয় না, জেসমিন"

প্রতিটি ছবিতে ক্লিক করে, ক্যাপশন পড়ে দেখুন এবং সচেতন হউন

কারণ বোঝার আগে চিকিৎসা নয়,আমিন ডায়াগনস্টিকের অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ এখন আপনার পাশে—আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন...
07/10/2025

কারণ বোঝার আগে চিকিৎসা নয়,
আমিন ডায়াগনস্টিকের অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ এখন আপনার পাশে—

আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

সিরিয়ালের জন্য কল করুন 01712 243514 অথবা 01972 243514 নাম্বারে

আমিন ডায়াগনস্টিক | সেরাদের নিয়েই পথযাত্রা

#সেরা_সেবা

Hb Electrophoresis Test — প্রতিদিন এখন কুষ্টিয়াতেই শুধু Amin Diagnostic & Medical Service - এ✅ কেন করবেন এখানে?•আমাদের ...
04/10/2025

Hb Electrophoresis Test — প্রতিদিন এখন কুষ্টিয়াতেই শুধু Amin Diagnostic & Medical Service - এ

✅ কেন করবেন এখানে?
•আমাদের টেস্ট রেট অন্যদের তুলনায় আরও সাশ্রয়ী
•ব্যবহার করা হচ্ছে বিশ্বমানের উন্নত মেশিন
•অভিজ্ঞ ডাক্তার ও প্যাথলজিস্টের তত্ত্বাবধানে নিখুঁত রিপোর্ট
•প্রতিদিন টেস্ট হবার কারণে দ্রুত রিপোর্ট সরবরাহ

বিশ্বস্ত ফলাফল পেতে Hb Electrophoresis টেস্টের জন্য কুষ্টিয়ায় সেরা ঠিকানা —
Amin Diagnostic & Medical Services

আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

সিরিয়ালের জন্য কল করুন 01712 243514 অথবা 01972 243514 নাম্বারে

আমিন ডায়াগনস্টিক | সেরাদের নিয়েই পথযাত্রা

#সেরা_সেবা

অতিরিক্ত ঘাম কি আপনারও সমস্যা?এটি শুধু অস্বস্তির কারণ নয়, বরং একটি মেডিকেল কন্ডিশন—যার নাম হাইপারহাইড্রোসিস (Hyperhidro...
03/10/2025

অতিরিক্ত ঘাম কি আপনারও সমস্যা?
এটি শুধু অস্বস্তির কারণ নয়, বরং একটি মেডিকেল কন্ডিশন—যার নাম হাইপারহাইড্রোসিস (Hyperhidrosis)।
এই অবস্থায় শরীর স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঘাম তৈরি করে, যা তাপমাত্রা বা কাজের চাপের উপর নির্ভর করে না। অর্থাৎ, ঠান্ডা আবহাওয়া কিংবা বিশ্রামের সময়ও অতিরিক্ত ঘাম হতে পারে।
উপসর্গসমূহঃ
✔ হাত, পা বা বগল অস্বাভাবিক ভিজে যাওয়া
✔ পোশাক ঘামে ভিজে যাওয়া
✔ লেখালেখি, হ্যান্ডশেক বা দৈনন্দিন কাজে অসুবিধা
✔ অনেক শিক্ষার্থীর খাতা ভিজে যাওয়া, ঠিকমতো লিখতে না পারা

🩺 সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়।
👉 নিজে জানুন, অন্যকেও জানান।
স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিন।

আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তাপ্রতি বছর হাজারো নারী স্তন ক্যানসারে আক্রান্ত হয়।কিন্তু প্রাথমিক পর্যায়ে সনাক্ত হলে বেঁচে...
02/10/2025

আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা

প্রতি বছর হাজারো নারী স্তন ক্যানসারে আক্রান্ত হয়।
কিন্তু প্রাথমিক পর্যায়ে সনাক্ত হলে বেঁচে ওঠা সম্ভব।

🎀 অক্টোবর আমাদের শেখায়—দেরি নয়, আজই পরীক্ষা করুন।

নবমীর সকাল। পঙ্কজ বাবুর বাড়িতে যেন উৎসবের আমেজ। লুচি, খিচুড়ি, পায়েস—বাড়ি ভরে উঠেছে রান্নার ঘ্রাণে। প্রতিবছরের মতো এবারও ...
01/10/2025

নবমীর সকাল। পঙ্কজ বাবুর বাড়িতে যেন উৎসবের আমেজ। লুচি, খিচুড়ি, পায়েস—বাড়ি ভরে উঠেছে রান্নার ঘ্রাণে। প্রতিবছরের মতো এবারও তিনি কিছু ভালো-মন্দ রান্না নিয়ে গেলেন পাশের বাসায়।

কিন্তু ঢুকেই দেখলেন, বাড়ির সবাই এক জায়গায় জটলা করে বসে আছে। ঘরের মেয়েটি প্রচণ্ড তলপেটের ব্যথায় কুঁকড়ে শুয়ে আছে। মুখে কষ্টের ছাপ, চারপাশে উৎকণ্ঠার ছায়া।

বিস্মিত হয়ে পঙ্কজ বাবু বললেন—
“এভাবে বসে থেকো না, তাড়াতাড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাও! দাঁড়াও, আমি আমার ছেলে প্লাবনকে ডাকি। ও হয়তো ভালো পরামর্শ দিতে পারবে।”

ডেকে আনা হলো প্লাবনকে। পরিস্থিতি দেখে প্লাবন শান্ত স্বরে বলল—
“সময় নষ্ট না করে এখনই ডাক্তার দেখান। আমিন ডায়াগনস্টিকে অভিজ্ঞ গাইনী বিশেষজ্ঞ ডাক্তার আছেন। সেখানে নিলে সঠিক চিকিৎসা পাওয়া যাবে।”

প্লাবনের পরামর্শ মতো তারা মেয়েটিকে নিয়ে গেল আমিন ডায়াগনস্টিকে। ডাক্তার পরীক্ষা করলেন, দ্রুত চিকিৎসা দিলেন। কিছু সময়ের মধ্যেই মেয়েটির কষ্ট কমে এলো, মুখে ফিরে এল স্বস্তির হাসি।

ফিরে এসে মেয়েটির মা কৃতজ্ঞ চোখে বললেন—
“আপনার ছেলে না থাকলে বুঝতামই না কী করতে হবে। ওর পরামর্শেই সঠিক সময়ে সঠিক জায়গায় নিতে পেরেছি।”

সন্ধ্যায় ঢাকের আওয়াজ, আলো–ঝলকানিতে আবার যখন পূজোমণ্ডপ জমে উঠল, পঙ্কজ বাবু মনে মনে ভাবলেন—
“পরিবার–প্রতিবেশী সবার জন্য সচেতন থাকা, সুস্থতার পথ দেখানো—এটাই আসল পূজোর আনন্দ।”

আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস! 🫀আপনার হৃদযন্ত্রের প্রতি যত্নবান হোন। একটি সুস্থ হৃদয় মানেই একটি সুস্থ জীবন। হৃদরোগ...
29/09/2025

আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস! 🫀

আপনার হৃদযন্ত্রের প্রতি যত্নবান হোন। একটি সুস্থ হৃদয় মানেই একটি সুস্থ জীবন। হৃদরোগের ঝুঁকি কমাতে আজই আমাদের ডায়াগনস্টিক সেন্টারে আসুন এবং আপনার রক্তচাপ, কোলেস্টেরল ও সুগার পরীক্ষা করিয়ে নিশ্চিত হোন।

মনে রাখবেন, সঠিক সময়ে স্ক্রিনিং, আপনার হৃদয়ের জন্য সেরা উপহার।

সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন!

#বিশ্বহার্টদিবস #সুস্থহৃদয় #আমিন_ডায়াগনস্টিক_সেন্টার

সপ্তমীর সকালে পঙ্কজ বাবু বের হয়েছিলেন তাঁর পুরোনো বন্ধু নিতাই বাবুর সাথে হাটতে। কয়েক পা হাঁটার পরই নিতাই বাবু হাঁপাতে শু...
29/09/2025

সপ্তমীর সকালে পঙ্কজ বাবু বের হয়েছিলেন তাঁর পুরোনো বন্ধু নিতাই বাবুর সাথে হাটতে। কয়েক পা হাঁটার পরই নিতাই বাবু হাঁপাতে শুরু করলেন। বুক ধরে বললেন—
“ইদানীং অল্পতেই শ্বাসকষ্ট হয়, বুকও ধড়ফড় করে।”

পঙ্কজ বাবু উদ্বিগ্ন হয়ে গেলেন। গতকালই তিনি আমিন ডায়াগনস্টিক সেন্টারে ছেলের উৎসাহে হেলথ চেকআপ করিয়েছেন। স্মিত হেসে বললেন—
“আমার ছেলের কারণে আমি সময়মতো চেকআপ করালাম। ওখানে হার্টের জন্য ভালো ডাক্তার আছে, আধুনিক মেশিনও। তুমি চলো, আজকেই তোমারও চেকআপ করাই।”

প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও বন্ধুর কথায় রাজি হলেন নিতাই বাবু। সেদিনই তিনি আমিন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে প্রয়োজনীয় টেস্ট করালেন। রিপোর্ট দেখে ডাক্তার জানালেন, সময়মতো আসায় বড় সমস্যার আগেই সতর্ক হওয়া গেছে।

নিতাই বাবুর মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে পঙ্কজ বাবুও যেন এক অন্যরকম তৃপ্তি অনুভব করলেন—
বন্ধুর পাশে দাঁড়াতে পারাই তো আসল উৎসবের আনন্দ।

হার্টের যত্ন নিন, সময়মতো চেকআপ করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

✅ গল্পের বাকি অংশ দেখতে থাকুন আমাদের সাথে। পরবর্তী পর্ব জানতে চোখ রাখুন আমাদের পেজে

অনেক বছর পর এবারের দুর্গাপূজায় কুষ্টিয়ার বাড়ি ভরে উঠলো আনন্দে। পংকজ বাবুর ছেলে প্লাবন পড়াশোনার কারণে শহরে থাকে, আর মেয়ে ...
28/09/2025

অনেক বছর পর এবারের দুর্গাপূজায় কুষ্টিয়ার বাড়ি ভরে উঠলো আনন্দে। পংকজ বাবুর ছেলে প্লাবন পড়াশোনার কারণে শহরে থাকে, আর মেয়ে রূপা বিয়ের পরে শ্বশুরবাড়িতেই থিতু। কিন্তু এবার দূর্গাপূজায় প্লাবন আর রূপা বাড়ি আসছে। এই নিয়ে পংকজ বাবুর আনন্দের সীমা নেই

ষষ্ঠীর দিন সকালে দরজার সামনে দাঁড়িয়ে একসাথে দুই সন্তানকে বুকে টেনে নিলেন তিনি। চোখে জল এসে গেল, মনে হলো— “এমন দিন কবে আবার আসবে কে জানে!”

কিন্তু আনন্দের মাঝেও প্লাবন খেয়াল করলো—বাবার শরীর আগের মতো নেই। কদিন ধরেই হাঁটতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাসেও ভার ভাব। কিছুদিন আগে ফেসবুকে প্লাবনের চোখে পড়েছিল আমিন ডায়াগনস্টিক এর নিয়মিত হেলথ চেকআপ প্যাকেজের বিজ্ঞাপন

বোনকেও পাশে পেয়ে এবারে সে আর দেরি করলো না। বাবাকে সঙ্গে নিয়ে গেল আমিন ডায়াগনস্টিকে। চেকআপ শেষে রিপোর্ট হাতে পেয়ে দু’জনেই স্বস্তির নিঃশ্বাস ফেললো। প্লাবন রূপাকে বললো, ”নাহ্‌, বাবার শরীর গুরুতর খারাপ না। যে সমস্যাগুলো পাওয়া গেলো, সেগুলো সাধারণ ওষুধেই ঠিক হয়ে যাবে। তবে এটাই পরে ভয়ংকর অবস্থায় পৌঁছাতে পারতো”

দুর্গাপূজার আলো আর ভিড়ের মাঝেই পংকজ বাবুর মুখে ফুটে উঠলো প্রশান্তির হাসি। তিনিও তার শরীর নিয়ে ঢের দুশ্চিন্তায় ছিলেন। আর প্লাবন-রূপা দু’জনেই বুঝলো— আসল উৎসব মানে প্রিয়জনকে সুস্থ ও সুখী রাখা

পংকজ বাবু ও তার পরিবারের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের জানাই দূর্গাপূজার শুভেচ্ছা

সুস্থতায় বেড়ে যাক উৎসবের আনন্দ

✅ গল্পের বাকি অংশ দেখতে থাকুন আমাদের সাথে। পরবর্তী পর্ব জানতে চোখ রাখুন আমাদের পেজে

এক জায়গায় সমাধান—মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও বাতজ্বর বিশেষজ্ঞ চিকিৎসামেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্...
26/09/2025

এক জায়গায় সমাধান—মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও বাতজ্বর বিশেষজ্ঞ চিকিৎসা

মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও বাতজ্বর বিশেষজ্ঞ

ডাঃ মোঃ সাইফুর রহমান
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এমসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি)
এমএসিপি (আমেরিকা), সিসিডি (বারডেম)
মেম্বার, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি
কনসালটেন্ট (কার্ডিওলজি)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা
বিএমডিসি রেজিঃ নং: এ-৬৬৬৫০

রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৯.৩০টা-দুপুর ১২টা পর্যন্ত

আমিন ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সার্ভিসেস
কলেজ মোড়, কোর্টপাড়া, কুষ্টিয়া।
সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার: ০১৯৭২-২৪৩৫১৪, ০১৭১২-২৪৩৫১৪

ওষুধ নয়, প্রথমেই দরকার সঠিক রোগ নির্ণয়।সেই সঠিক গাইডলাইন দিতেই আছেন মেডিসিন বিশেষজ্ঞডাঃ অনন্ত কুমার কুন্ডুএমবিবিএস, বিসি...
26/09/2025

ওষুধ নয়, প্রথমেই দরকার সঠিক রোগ নির্ণয়।
সেই সঠিক গাইডলাইন দিতেই আছেন মেডিসিন বিশেষজ্ঞ

ডাঃ অনন্ত কুমার কুন্ডু
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমআরসিপি (ইউকে), এফসিপিএস (শেষপর্ব)
এমডি (ইন্টারনাল মেডিসিন)
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুষ্টিয়া।

রোগী দেখার সময়
প্রতিদিন দুপুর ১টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)

আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

সিরিয়ালের জন্য কল করুন 01712 243514 অথবা 01972 243514 নাম্বারে

আমিন ডায়াগনস্টিক | সেরাদের নিয়েই পথযাত্রা

#সেরা_সেবা

Address

Amin Bhaban, 33/23/3, College More, RCRC Street, Courtpara
Kushtia
7000

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Telephone

+8801712243514

Alerts

Be the first to know and let us send you an email when Amin Diagnostic & Medical Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amin Diagnostic & Medical Services:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram