Healing Quran রুকইয়াহ

Healing Quran রুকইয়াহ Faith • Cure • Protection

রুকইয়াহ
মোবাইলঃ 01616783326
ই মেইলঃ mm5687776@gmail
ঠিকানাঃ লাকসাম বাইপাস,হাউজিং মসজিদের পুর্ব উত্তর পার্শে। লাকসাম কুমিল্লা

আমাদের সেবাঃ
কুরআনের আয়াত এবং হাদীসে বর্ণিত দোয়ার মাদ্ধমেঃ

১।জিনের চিকিৎসা।
২।যাদুটোনার চিকিৎসা।
৩।বান মারা রুগির চিকিৎসা।
৪। শারীরিক জটিল রোগের চিকিৎসা।
৫। মানুষিক জটিল রোগের চিকিৎসা।

#রুকইয়াহ

আর মাত্র ৩ দিন!!! রাক্বি হিসেবে ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ!আপনি কি চান! কুরআন ও সুন্নাহ অনুযায়ী মানুষের দুঃখ-দুর্দশা ...
27/11/2025

আর মাত্র ৩ দিন!!!

রাক্বি হিসেবে ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ!

আপনি কি চান!
কুরআন ও সুন্নাহ অনুযায়ী মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে, বদনজর, জিন ও যাদুর কষ্টে ভুগছে এমন মানুষদের পাশে দাঁড়াতে?
তাহলে Healing Quran Ruqyah Center দিচ্ছে আপনার জন্য এক বিশেষ সুযোগ 🌟

আমরা প্রশিক্ষণ দিচ্ছি দক্ষ ও সুন্নাহভিত্তিক রাকি (Raqi) তৈরির জন্য।
যারা পরিশ্রমী, আল্লাহভীরু এবং মানুষের কল্যাণে নিবেদিত তাদের জন্য রয়েছে এই সুবর্ণ সুযোগ।

📚 আমরা যা দিচ্ছি:
✅ রুকইয়াহ বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ
✅ অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধান
✅ অনলাইন ও অফলাইন কাজের সুযোগ
✅ সম্মানজনক বেতন (আলোচনা সাপেক্ষে)
ও আধ্যাত্মিক পরিবেশ

যোগ্যতাঃ
✅ হাফেজ আলেম/মুফতী
✅ পরিশ্রমি
✅ আল্লাহভীরু
✅ আরীবীতে দক্ষতা

আপনার সিভি পাঠিয়ে দিন
raqimahmud9@gmail.com

অথবা হোয়াটসঅ্যাপ করুন
01616-783326

📍 অবস্থান: E Block, Aftabnagar, Dhaka
📞 যোগাযোগ: 01616-783326
🌐 Website: BDRuqyah.com

বদনজর কী কী করতে পারে? (সহজভাবে)বদনজর সাধারণত মানুষের ওপর মানসিক, শারীরিক বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেল...
27/11/2025

বদনজর কী কী করতে পারে? (সহজভাবে)

বদনজর সাধারণত মানুষের ওপর মানসিক, শারীরিক বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিচে সবচেয়ে পরিচিত প্রভাবগুলো দেওয়া হলো—

---

✅ ১. হঠাৎ শরীর খারাপ লাগা

– কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা অনুভব করা
– শরীরে ভারী লাগা
– ক্লান্ত লাগা যদিও কাজ বেশি করা হয়নি

---

✅ ২. মন-মেজাজে প্রভাব

– ভালো থাকা সত্ত্বেও মন খারাপ হয়ে যাওয়া
– কোনো কাজে মন না বসা
– অযথা ভয় বা অস্বস্তি অনুভব করা

---

✅ ৩. জীবনে হঠাৎ সমস্যা দেখা দেওয়া

– ব্যবসায় বা কাজে অকারণে সমস্যা
– পরীক্ষায় বা কাজে কনফিডেন্স কমে যাওয়া
– পরিকল্পনা ঠিকমতো সফল না হওয়া

---

✅ ৪. বাচ্চাদের ক্ষেত্রে

– হঠাৎ কান্নাকাটি করা
– ঘুম না হওয়া
– খেলায় আগ্রহ কমে যাওয়া (কারণ ছাড়া)

---

✅ ৫. সম্পর্ক ও পরিবারে অশান্তি বেড়ে যাওয়া

– অকারণে ঝগড়া বা উত্তেজনা
– ভুল বোঝাবুঝি তৈরি হওয়া

---

মনে রাখবেন:

বদনজরের প্রভাব বাস্তব হলেও এটি কোনো স্থায়ী বা অপরিবর্তনীয় বিষয় না।
সঠিক রুকইয়াহ ও দু’আ করলে আল্লাহর ইচ্ছায় খুব সহজেই মুক্তি পাওয়া যায়।

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

25/11/2025

HEALING QURAN
Ruqyah & Hijama Center

ঢাকা শাখাঃ
আফতাবনগর ব্লক E, সেক্টর 1, রোড নং 2, বাসা নং 26. নিচতলা।
(গাড়ী পার্কিং এর ব্যবস্থা আছে)

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01577-267460 (Only Call)
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

কুমিল্লা শাখাঃ
লাকসাম বাইপাস হাউজিং মসজিদের পুর্ব পাশে পার্টি অফিসের সাথে,আবুল হাশেম হাউজ এর নিচ তলা।

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

হিজামা সিরিয়ালঃ
☎ 01616-783326

A) যাদুর (Black Magic) লক্ষণবাচ্চা নেয়ার ইচ্ছা থাকলেও দীর্ঘ বছর চেষ্টা করে ব্যর্থ হওয়ারিপোর্ট ভালো হলেও গর্ভধারণ না হওয়া...
20/11/2025

A) যাদুর (Black Magic) লক্ষণ

বাচ্চা নেয়ার ইচ্ছা থাকলেও দীর্ঘ বছর চেষ্টা করে ব্যর্থ হওয়া

রিপোর্ট ভালো হলেও গর্ভধারণ না হওয়া(মাঝে মাঝে রিপোর্ট খারাপ থাকলেও যাদু হতে পারে)

হঠাৎ গর্ভপাত হয়ে যাওয়া বারবার

স্বামী-স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া, দূরত্ব

রাতে ভয় পাওয়া, দুঃস্বপ্ন দেখা

শরীরে অকারণ ব্যথা, বিশেষ করে পেট/কোমর/পিঠে

B) জিনের প্রভাবের লক্ষণ

স্ত্রী হঠাৎ সন্তান নিতে ভয় পায় বা মানসিক বাধা অনুভব করে

যৌন সম্পর্কের সময় কষ্ট/ভয়/বিরক্তি

ঘুমের মধ্যে শরীর অবশ হয়ে যাওয়া (Sleep paralysis ঘনঘন)

বাচ্চা সম্পর্কে নেতিবাচক ভাবনা নিজে থেকেই চলে আসে

শরীর ভারী লাগা, বুক ধড়ফড়

C) বন্ধন (Sihr of Tying) — সবচেয়ে সাধারণ

এটি এমন যাদু যাতে স্বামী বা স্ত্রী সম্পর্ক করতে না পারে অথবা বীর্য ঠিকমতো কাজ না করে।

লক্ষণ:

স্বামী–স্ত্রীর ঘনিষ্ঠ হতে সমস্যা

স্বামী ঠিকমতো ইরেকশন ধরে রাখতে পারে না

স্ত্রী ব্যথা অনুভব করে

রিপোর্ট নরমাল কিন্তু কাজ হচ্ছে না

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

এই তাবিজে থাকা শিরকী শব্দ গুলো খুজে বের করুন।
16/11/2025

এই তাবিজে থাকা শিরকী শব্দ গুলো খুজে বের করুন।

রাক্বি হিসেবে ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ!আপনি কি চান —কুরআন ও সুন্নাহ অনুযায়ী মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে, বদনজর, জ...
12/11/2025

রাক্বি হিসেবে ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ!

আপনি কি চান —
কুরআন ও সুন্নাহ অনুযায়ী মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে, বদনজর, জিন ও যাদুর কষ্টে ভুগছে এমন মানুষদের পাশে দাঁড়াতে?
তাহলে Healing Quran Ruqyah Center দিচ্ছে আপনার জন্য এক বিশেষ সুযোগ 🌟

আমরা প্রশিক্ষণ দিচ্ছি দক্ষ ও সুন্নাহভিত্তিক রাকি (Raqi) তৈরির জন্য —
যারা পরিশ্রমী, আল্লাহভীরু এবং মানুষের কল্যাণে নিবেদিত তাদের জন্য রয়েছে এই সুবর্ণ সুযোগ।

📚 আমরা যা দিচ্ছি:
✅ রুকইয়াহ বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ
✅ অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধান
✅ অনলাইন ও অফলাইন কাজের সুযোগ
✅ সম্মানজনক বেতন (আলোচনা সাপেক্ষে)
ও আধ্যাত্মিক পরিবেশ

যোগ্যতাঃ
✅ হাফেজ আলেম/মুফতী
✅ পরিশ্রমি
✅ আল্লাহভীরু
✅ আরীবীতে দক্ষতা

আপনার সিভি পাঠিয়ে দিন
raqimahmud9@gmail.com

অথবা হোয়াটসঅ্যাপ করুন
01616-783326

📍 অবস্থান: E Block, Aftabnagar, Dhaka
📞 যোগাযোগ: 01616-783326
🌐 Website: BDRuqyah.com

রুকইয়াহ কী?রুকইয়াহ: জিন, যাদু, বদনজর ও অদৃশ্য বিপদ থেকে কুরআন-সুন্নাহভিত্তিক নিরাপদ চিকিৎসা।আজকাল অনেকেই শারীরিক-মানসিক ...
11/11/2025

রুকইয়াহ কী?

রুকইয়াহ: জিন, যাদু, বদনজর ও অদৃশ্য বিপদ থেকে কুরআন-সুন্নাহভিত্তিক নিরাপদ চিকিৎসা।

আজকাল অনেকেই শারীরিক-মানসিক সমস্যা, অজানা বিপদ, সংসারে অশান্তি, রিজিকের অভাব বা দাম্পত্য জটিলতা ইত্যাদি সমস্যায় পড়ে তাবিজ, কবজ, তান্ত্রিক কিংবা জাদুকরের দ্বারস্থ হন।
কিন্তু তাতে উপকার হয় না—উল্টো মানুষ জড়িয়ে পড়ে শিরকের মতো ভয়ানক পাপে।

কিন্তু ইসলাম তো দিয়েছে এক পরিপূর্ণ, নিরাপদ ও হালাল সমাধান — আর সেটাই হলো “রুকইয়াহ”।

রুকইয়াহ কী?

রুকইয়াহ তুশ শরইয়্যাহ হচ্ছে এমন এক চিকিৎসা পদ্ধতি, যা সম্পূর্ণ কুরআনের আয়াত, হাদীসের দোয়া এবং শরীয়তসম্মত জিকির-আজকারের মাধ্যমে করা হয়।
এর মাধ্যমে মানুষের ওপর আসা জিন, যাদু, বদনজর, হিংসা ইত্যাদির প্রভাব আল্লাহর ইচ্ছায় দূর হয়।

আল্লাহ বলেন:
"আর আমি কুরআন অবতীর্ণ করি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত"
(সূরা বনী ইসরাঈল - ৮২)

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“রুকইয়াহ যদি শিরকমুক্ত হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই।”
(সহীহ মুসলিম: ৫৫৪৪)

রুকইয়াহ কাদের জন্য?

আমাদের জীবনে যে সব সমস্যার সম্মুখীন হই, তার মূল ৫টি ধরণ হলো:

1. শারীরিক সমস্যা – যেমন: হঠাৎ অসুস্থতা, চিকিৎসায় ফল না পাওয়া, অজানা ব্যথা ইত্যাদি

2. মানসিক সমস্যা – হতাশা, ভীতি, দুঃস্বপ্ন, অতিরিক্ত দুশ্চিন্তা

3. ঈমান ও ইবাদাতে অনীহা – নামাজে মন না বসা, কুরআন পড়তে না পারা, দ্বীনের বিষয়ে সন্দেহ

4. রিজিক ও পারিবারিক সমস্যা – কাজকর্মে বরকত না পাওয়া, অজানা কারণে বিয়ে বা চাকরি আটকে যাওয়া, স্বামী-স্ত্রীর কলহ

5. নেশা ও অসক্তি – যা থেকে বের হতে পারছেন না

এই সমস্যাগুলোর পেছনে মূল কারণ হতে পারে চারটি:

1. আঈন (বদনজর) – হিংসুটে দৃষ্টির প্রভাব

2. হাসাদ (হিংসা) – কারও মনোভাবের ক্ষতিকর প্রভাব

3. জিনের আছর – অদৃশ্য জীবের ক্ষতিকর আচরণ

4. সিহর (যাদু) – জাদুর মাধ্যমে করা অনিষ্ট

রুকইয়ার মূল উদ্দেশ্য হলো এসব কারণকে চিহ্নিত করে, কুরআন-সুন্নাহ অনুসারে চিকিৎসা করা।

রুকইয়ার জন্য ৩টি গুরুত্বপূর্ণ শর্ত:

1. সঠিক নিয়ত – কেন রুকইয়া করছেন তা নির্দিষ্টভাবে ঠিক করা

2. ইয়াকিন – বিশ্বাস রাখা, কুরআনেই শিফা আছে

3. ধৈর্য ও প্রচেষ্টা – যত কষ্টই হোক, সুস্থ না হওয়া পর্যন্ত রুকইয়া চালিয়ে যাওয়া

সুস্থ হতে কত সময় লাগবে?

রোগ ও অবস্থাভেদে সময় লাগতে পারে। কেউ দ্রুত সুস্থ হয়, কেউ ধীরে।
সবকিছুই আল্লাহর ইচ্ছা ও রোগীর চেষ্টা-নিয়তের উপর নির্ভর করে।

রুকইয়াহ দিয়ে যা করা যায়নাঃ

* প্রেমে মনের মানুষকে কাছে টেনে আনা

* কারো সংসার ভাঙতে বা মিল করাতে
(তবে যাদুর কারনে বিচ্ছেদের অবস্থা তৈরি হলে রুকইয়াহ এর মাধ্যমে ইনশাআল্লাহ ভাল ফল পাওয়া যায়)

* গায়েবি খবর জানতে চাওয়া

কিংবা শরীয়তবিরোধী কোনো উদ্দেশ্য পূরণে

শুধু হালাল, শরিয়তসম্মত উদ্দেশ্যে করা রুকইয়াই আল্লাহর কাছে কবুল হয়।

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

08/11/2025

শয়তানের চিৎকার

আলহামদুলিল্লাহ প্রথম সেশনেই পেট থেকে যাদুর অংশ বের হয়ে আসে।পেশেন্ট কুরআনের হাফেজ - পাশাপাশি আলেম হচ্ছেন।আক্রান্ত ছোট বেল...
02/11/2025

আলহামদুলিল্লাহ প্রথম সেশনেই পেট থেকে যাদুর অংশ বের হয়ে আসে।
পেশেন্ট কুরআনের হাফেজ - পাশাপাশি আলেম হচ্ছেন।
আক্রান্ত ছোট বেলা থেকেই।কিন্তু পিতা মাতা কখনই উপলদ্ধি করতে পারেন নি! যার ফলে আজকে এই অবস্থা!
দিন দিন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন,পাশাপাশি জিন-যাদুর প্রভাবে চারিত্রিক ত্রুটি ঘটছিল।

মনে রাখবেন জিন-যাদুতে আক্রান্ত বেশিরভাগ পেশেন্টকে উপর থেকে দেখলে স্বাভাবিক ই লাগে।
আল্লাহ আমাদের হিফাজত করুন।

01/11/2025

যাদু কতটা ভয়ংকর!!! যাদুকর এবং হিংসুক ব্যক্তি মিলে যাদুকে এমন ভাবে সংরক্ষণ করেছে যে,যাতে পেশেন্ট মরার আগ পর্যন্ত কেউ সেটা খুজে না পায়।

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

আলহামদুলিল্লাহ, হুজুর আমি আগের থেকে বেটার আছি।ঘুমানোর সময় প্রবলেম হয়না।বাজে স্বপ্ন দেখিনা।শুধু মাঝে মধ্যে শব্দ পাই রাতে,...
29/10/2025

আলহামদুলিল্লাহ, হুজুর আমি আগের থেকে বেটার আছি।ঘুমানোর সময় প্রবলেম হয়না।বাজে স্বপ্ন দেখিনা।শুধু মাঝে মধ্যে শব্দ পাই রাতে,কিন্তু আমার ভয় করেনা।

আলহামদুলিল্লাহ এই ভাবেই এক বোন লিখে পাঠিয়েছেন। রুকইয়াহ চিকিৎসাতে এই ভাবে হাজারো মানুষ উপকার পাচ্ছে। শুধু দরকার আল্লাহর উপর পুর্ন আস্থা।

Address

Laksham

Alerts

Be the first to know and let us send you an email when Healing Quran রুকইয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healing Quran রুকইয়াহ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram