Healing Quran রুকইয়াহ

Healing Quran রুকইয়াহ Faith • Cure • Protection

রুকইয়াহ
মোবাইলঃ 01616783326
ই মেইলঃ mm5687776@gmail
ঠিকানাঃ লাকসাম বাইপাস,হাউজিং মসজিদের পুর্ব উত্তর পার্শে। লাকসাম কুমিল্লা

আমাদের সেবাঃ
কুরআনের আয়াত এবং হাদীসে বর্ণিত দোয়ার মাদ্ধমেঃ

১।জিনের চিকিৎসা।
২।যাদুটোনার চিকিৎসা।
৩।বান মারা রুগির চিকিৎসা।
৪। শারীরিক জটিল রোগের চিকিৎসা।
৫। মানুষিক জটিল রোগের চিকিৎসা।

#রুকইয়াহ

ছবিতে যা দেখা যাচ্ছেএকটা আস্ত খাসির মাংসসাথে অনেকগুলো মিষ্টি (প্রায় ১০ কেজি)নদীর ঘাটে বা নির্জন স্থানে রাখাএটা সাধারণত “...
27/09/2025

ছবিতে যা দেখা যাচ্ছে
একটা আস্ত খাসির মাংস
সাথে অনেকগুলো মিষ্টি (প্রায় ১০ কেজি)
নদীর ঘাটে বা নির্জন স্থানে রাখা

এটা সাধারণত “ভোগ দেওয়া” নামে পরিচিত। অনেক সময় মানুষ জ্বীন, ভূত, পীর-ফকির বা অদৃশ্য শক্তিকে খুশি করার জন্য এই ধরনের কোরবানি বা খাবার রেখে যায়।

ইসলামের দৃষ্টিতে এর অবস্থান
কোরবানি কেবল আল্লাহর জন্য

কোরআনে আল্লাহ বলেছেন:

> “তুমি নামাজ পড় আমার জন্য এবং কোরবানি কর কেবল আমার জন্য।”
(সূরা আল-কাউসার: ২)

অর্থাৎ কোরবানি বা যবেহ আল্লাহ ছাড়া অন্য কারো নামে দেওয়া যাবে না।
অন্য কারো নামে যবেহ করা শিরক

রাসূল ﷺ বলেছেন:

> “আল্লাহ তাঁর অভিশাপ বর্ষণ করেছেন সেই ব্যক্তির উপর, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করে।”
(সহিহ মুসলিম ১৯৭৮)

তাই জ্বীন, ফকির, গাছ, নদী, বটতলা—যার জন্যই হোক না কেন, এটা শিরক।
মানত / ভোগ

যদি কেউ বলে: “আমি যদি বিপদ থেকে বাঁচি তাহলে খাসি কেটে নদীতে রাখব”—এটা বাতিল, কবুল হয় না।

মানত বা নযর কেবল আল্লাহর জন্য, এবং তা গরিব-মিসকিনকে খাওয়ানোর মাধ্যমে পূর্ণ করতে হবে।

ফলাফল কী হয়

এতে জ্বীন আরও শক্তি পায় এবং মানুষের উপর প্রভাব বিস্তার করে।

যাদু-সিহরের পথ খুলে যায়।

সবচেয়ে বড় ক্ষতি—মানুষের ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।

করণীয়

এ ধরনের ভোগ মানত বা নিবেদন থেকে সম্পূর্ণ বিরত থাকা ফরজ।
আন্তরিকভাবে তাওবা করা দরকার।
দোয়া, কুরআন তিলাওয়াত, নামাজ ও বৈধ রুকইয়াহর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
মনে রাখতে হবে, সুরক্ষা ও সমস্যা দূর করার ক্ষমতা শুধু আল্লাহর কাছেই আছে।

মোট কথা
আস্ত খাসি আর মিষ্টি নদীর ঘাটে রাখা আল্লাহর জন্য না হলে এটি শিরক। ইসলামে এই কাজ সম্পূর্ণ হারাম। এতে ঈমান চলে যাওয়ার ভয় আছে।

CLTD

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

24/09/2025

HEALING QURAN
Ruqyah & Hijama Center

ঢাকা শাখাঃ
আফতাবনগর ব্লক E, সেক্টর 1, রোড নং 2, বাসা নং 26. নিচতলা।
(গাড়ী পার্কিং এর ব্যবস্থা আছে)

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01577-267460 (Only Call)
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

কুমিল্লা শাখাঃ
লাকসাম বাইপাস হাউজিং মসজিদের পুর্ব পাশে পার্টি অফিসের সাথে,আবুল হাশেম হাউজ এর নিচ তলা।

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

হিজামা সিরিয়ালঃ
☎ 01616-783326

রুকইয়াহ চিকিৎসা শুরু করার পর অনেক সময় রোগীর সমস্যাগুলো হঠাৎ বেড়ে যেতে দেখা যায়। এটাকে “healing crisis” (শিফার সূচনা ধাপ)...
18/09/2025

রুকইয়াহ চিকিৎসা শুরু করার পর অনেক সময় রোগীর সমস্যাগুলো হঠাৎ বেড়ে যেতে দেখা যায়। এটাকে “healing crisis” (শিফার সূচনা ধাপ) বলা যেতে পারে। এর কিছু প্রধান কারণ হলো:

১. জিন বা যাদুর প্রতিক্রিয়া

রুকইয়াহর কুরআনের আয়াত ও দু’আ শোনার সময় যদি রোগীর ভেতরে জিন বা শয়তান থাকে, তারা অশান্ত হয়ে ওঠে।

তারা শরীরে চাপ সৃষ্টি করে, ব্যথা বাড়িয়ে দেয়, ঘুম নষ্ট করে বা রোগীকে ভয় দেখানোর চেষ্টা করে।

আসলে এটি হলো কুরআনের প্রভাবের বিরুদ্ধে তাদের শেষ চেষ্টা।

২. লুকানো রোগ প্রকাশ পাওয়া

অনেক সময় দীর্ঘদিন ধরে যাদু বা বদনজর শরীরে কাজ করলেও স্পষ্ট বোঝা যায় না।

রুকইয়াহ শুরু করলে সেই লুকানো সমস্যা প্রকাশ পেতে থাকে।

এতে মনে হতে পারে রোগ আরও বেড়ে গেছে, কিন্তু বাস্তবে এটি রোগ নিরাময়ের ধাপ।

৩. শরীরের পরিশোধন প্রক্রিয়া

যেমন ভেষজ বা ওষুধ খেলে প্রথমে শরীর ডিটক্স হয়, অসুবিধা হয়—

তেমনি রুকইয়াহতেও দেহ ও আত্মা থেকে ক্ষতিকর প্রভাব বের হয়ে যেতে শুরু করলে সাময়িক অস্বস্তি দেখা দেয়।

৪. ঈমান ও ধৈর্যের পরীক্ষা

আল্লাহ তাআলা কখনও রোগীকে ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেন।

যেন রোগী কুরআনের প্রতি পূর্ণ আস্থা রাখে এবং ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যায়।

---

✅ করণীয়:

চিকিৎসা বন্ধ না করে ধৈর্য ধরে নিয়মিত রুকইয়াহ চালিয়ে যাওয়া।

আল্লাহর উপর ভরসা রাখা এবং মনে রাখা—আল্লাহর বাণী সবকিছুর উপরে প্রভাবশালী।

চিকিৎসক বা রাকির সাথে যোগাযোগ রাখা।

12/09/2025

সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে... কিন্তু কেন?"
"ঘুম আসছে না... শরীর ঠিক আছে, কিন্তু মন শান্ত না..."

"আপনার চারপাশে হয়তো এমন মানুষ আছেন—
যারা হঠাৎ বদলে গেছেন...
সারাদিন ক্লান্ত থাকেন...
অদ্ভুত সব স্বপ্ন দেখেন...

পরিবারে প্রতিদিন অশান্তি,
কাজে মন বসে না,
আর বাধাহীন জীবন হঠাৎ অচেনা হয়ে গেছে।

চিকিৎসা করালেন—সব রিপোর্ট ঠিক।
কিন্তু আপনার মনের গভীরে আপনি জানেন—
কিছু একটা ঠিক নেই।

আল্লাহ তাআলা বলেন:
"তারা এমন কিছু শিখত, যার দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত।"
(সূরা আল-বাকারা: ১০২)

রাসূলুল্লাহ (সা.)-ও যাদুর শিকার হয়েছিলেন।
তিনি ভাবতেন তিনি কিছু করছেন, অথচ করেননি।
(সহীহ বুখারী, হাদীস: ৫৭৬৫)

যাদু আজও আছে।
এটা মানুষের জীবনকে নিঃশব্দে ধ্বংস করে দিতে পারে।

যাদুর প্রভাবে দেখা দিতে পারে:

দাম্পত্য কলহ ও বিচ্ছেদ

বারবার গর্ভপাত

হঠাৎ মানসিক ভেঙে পড়া

ভয়ভীতি, সন্দেহ, আতঙ্ক

কাজে অদ্ভুত ব্যর্থতা

স্বপ্নে সাপ, আগুন, মৃত মানুষ ইত্যাদি দেখা

চিকিৎসায় সুফল না পাওয়া

বিয়ে আটকে থাকা

পড়াশুনাতে বাধা

সব সমস্যার পেছনে হয়তো যাদু নেই—
কিন্তু যদি থাকে, সেটা চিহ্নিত করে দ্রুত সমাধান করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

মনে রাখবেন:
প্রত্যেক সমস্যাই শুরুতে ছোট মনে হয়—
সমাধান না করলে তা ভয়াবহ রূপ নেয়।
আল্লাহ আমাদের হিফাজত করুন।

আমরা আপনাকে সাহায্য করতে পারি।
'Healing Quran রুকইয়াহ সেন্টার'-এ
কুরআন ও সহীহ হাদীসের আলোকে যাদু ও অদৃশ্য ক্ষতির আলামত নির্ণয় করে
রুকইয়াহ সেবার মাধ্যমে তার সমাধান করে থাকে।

আজই সরাসরি যোগাযোগ করুন।
Healing Quaran রুকইয়াহ সেন্টারে
01616-783326

11/09/2025

জীবনের সময় গুলো ফুরিয়ে যাচ্ছে. 😭😭😭
আমরা যেন কিসে আটকে আছি। অনেকের অনেক সমস্যা।অনেক মসিবত আমাদের উপর দিয়ে যাচ্ছে।আসল মসিবত আসলে কোথায়? আচ্ছা কখনো কী ভাবার সময় হয়েছে!! আখেরাতে আটকে যাবো কিনা!!

10/09/2025

নিজে নিজে শুনে চেক দিয়ে নিন।!!!

🎧রুকইয়াহ শোনার নিয়ম হলোঃ

প্রথমে আপনি অজু করে নিবেন। অতপর নিরব একটি স্থানে বসবেন।কোনো কিছুর সাথে হেলান না দিয়ে,আপনার দুই কানে হেডফোন লাগিয়ে দুই চোখ বন্ধ করে,আপনার পুরো শরীরের কন্ট্রোল ছেড়ে দিয়ে রুকইয়াহ এর নিয়তে অডিও টি শুনতে থাকবেন।

নিয়তঃ ইয়া আল্লাহ আমার শারীরিক মানসিকের উপর সকল প্রকার যাদুর প্রভাব, জ্বীনের প্রভাব, বদ নজর ও হাসাদের প্রভাব ধ্বংস করে দিন।

অতঃপর আপনি রুকইয়াহ শুনা অবস্থায় যদি আপনার নিচের রিয়্যাকশন গুলো শুরু হয়।

📝যেমন :আপনার মাথা ব্যাথ্যা হচ্ছে, শরীরের অন্য কোন স্থানের মাঝে ব্যাথ্যা হচ্ছে,আপনার বুকের মাঝে ধড়ফড় করছে, হাত পায়ের তালু ঝিমঝিম করছে, কিংবা প্রচুর মুঁচোড় দিয়ে উঠছে,
প্রচন্ড পরিমানে ঘুম চলে আসছে, শরীরের মাঝে অস্থিরতা কাজ করছে, পেট ব্যাথ্যা করছে, বা বমি বমি ভাব হচ্ছে, বিরক্ত লাগছে,কান্না আসছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে, ইত্যাদি বিষয়ের উপর রিয়্যাকশন হয়। তাহলে বুঝে নিবেন আপনার প্যারানরমাল জনিত কোনো সমস্যা আছে থাকতে পারে।

আপনার জন্য করনীয় হলোঃ
ভালো বিজ্ঞ একজন রাকির অধীনস্থ হয়ে, আপনার পুরো সমস্যা গুলো ডায়গোনোসিস রুকইয়াহ এর মাধ্যমে নির্ণয় করুন,এবং রুকইয়াহর
গাইড লাইন নিয়ে সেল্ফ রুকইয়াহ বা সরাসরি রুকইয়াহ করুন।

ইনশাআল্লাহ্ মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন।

সাদকায়ে জারিয়ার নিয়তে রুকইয়াহ টি শেয়ার করতে পারেন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
✅Healing Quran Ruqyah Center ✅

আমাদের পেইজ
https://www.facebook.com/HealingQuranRuqyahCenter?mibextid=LQQJ4d

ওয়েবসাইট bdruqya.com

রুকইয়াহ সিরিয়াল :
📳ফোনঃ +88.01616.783326 (হোয়াটসঅ্যাপ)

হিজামা সিরিয়াল : 01703.534099

10/09/2025

সাপ শয়তান......
HEALING QURAN
Ruqyah & Hijama Center

ঢাকা শাখাঃ
আফতাবনগর ব্লক E, সেক্টর 1, রোড নং 2, বাসা নং 26. নিচতলা।
(গাড়ী পার্কিং এর ব্যবস্থা আছে)

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01577-267460 (Only Call)
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

কুমিল্লা শাখাঃ
লাকসাম বাইপাস হাউজিং মসজিদের পুর্ব পাশে পার্টি অফিসের সাথে,আবুল হাশেম হাউজ এর নিচ তলা।

রুকইয়াহ সিরিয়ালঃ
☎ 01616-783326 (হোয়াটসঅ্যাপ )

হিজামা সিরিয়ালঃ
☎ 01616-783326

আমাদের একজন পেশেন্টের বাসায় এই ভাবেই যাদুর রক্ত ছিটানো হয়!!!রক্ত ছিটিয়ে জাদু কেন করা হয়?কালো জাদুতে অনেক সময় যাদুকরের...
09/09/2025

আমাদের একজন পেশেন্টের বাসায় এই ভাবেই যাদুর রক্ত ছিটানো হয়!!!

রক্ত ছিটিয়ে জাদু কেন করা হয়?

কালো জাদুতে অনেক সময় যাদুকরেরা রক্ত ব্যবহার করে। কারণ তারা বিশ্বাস করে যে রক্ত জীবনের শক্তি বহন করে।

রক্ত দিয়ে প্রতীকী বা আনুষ্ঠানিকভাবে জাদু করা হয় যাতে কোনো ব্যক্তি বা বস্তু অদৃশ্যভাবে প্রভাবিত হয়, যেমন: রোগ, মেরে ফেলা, সম্পর্কের সমস্যা ইত্যাদি।

ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি কঠোরভাবে হারাম। কেননা:

মানুষকে আঘাত করা, ভয় দেখানো বা শয়তানী শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা।

রক্ত ব্যবহার করা মানে অন্য জীবনের শক্তিকে অপব্যবহার করা।

এই ধরনের কিছু দেখলে কি করবেন?

৭ বার করে দুরুদ, সুরা ফাতিহা,আয়াতুল কুরসি,৩ কূল তিলাওয়াত করে পানিতে ফু দিয়ে রক্তের মধ্যে ছিটিয়ে রাখুন ৩ ঘন্টা - তারপর পরিস্কার করে ফেলুন।

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

06/09/2025

🎧রুকইয়াহ শোনার নিয়ম হলোঃ

প্রথমে আপনি অজু করে নিবেন। অতপর নিরব একটি স্থানে বসবেন।কোনো কিছুর সাথে হেলান না দিয়ে,আপনার দুই কানে হেডফোন লাগিয়ে দুই চোখ বন্ধ করে,আপনার পুরো শরীরের কন্ট্রোল ছেড়ে দিয়ে রুকইয়াহ এর নিয়তে অডিও টি শুনতে থাকবেন।

নিয়তঃ ইয়া আল্লাহ আমার শারীরিক মানসিকের উপর সকল প্রকার যাদুর প্রভাব, জ্বীনের প্রভাব, বদ নজর ও হাসাদের প্রভাব ধ্বংস করে দিন।

অতঃপর আপনি রুকইয়াহ শুনা অবস্থায় যদি আপনার নিচের রিয়্যাকশন গুলো শুরু হয়।

📝যেমন :আপনার মাথা ব্যাথ্যা হচ্ছে, শরীরের অন্য কোন স্থানের মাঝে ব্যাথ্যা হচ্ছে,আপনার বুকের মাঝে ধড়ফড় করছে, হাত পায়ের তালু ঝিমঝিম করছে, কিংবা প্রচুর মুঁচোড় দিয়ে উঠছে,
প্রচন্ড পরিমানে ঘুম চলে আসছে, শরীরের মাঝে অস্থিরতা কাজ করছে, পেট ব্যাথ্যা করছে, বা বমি বমি ভাব হচ্ছে, বিরক্ত লাগছে,কান্না আসছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে, ইত্যাদি বিষয়ের উপর রিয়্যাকশন হয়। তাহলে বুঝে নিবেন আপনার প্যারানরমাল জনিত কোনো সমস্যা আছে থাকতে পারে।

আপনার জন্য করনীয় হলোঃ
ভালো বিজ্ঞ একজন রাকির অধীনস্থ হয়ে, আপনার পুরো সমস্যা গুলো ডায়গোনোসিস রুকইয়াহ এর মাধ্যমে নির্ণয় করুন,এবং রুকইয়াহর
গাইড লাইন নিয়ে সেল্ফ রুকইয়াহ বা সরাসরি রুকইয়াহ করুন।

ইনশাআল্লাহ্ মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন।

সাদকায়ে জারিয়ার নিয়তে রুকইয়াহ টি শেয়ার করতে পারেন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
✅Healing Quran Ruqyah Center ✅

আমাদের পেইজ
https://www.facebook.com/HealingQuranRuqyahCenter?mibextid=LQQJ4d

ওয়েবসাইট bdruqya.com

রুকইয়াহ সিরিয়াল :
📳ফোনঃ +88.01616.783326 (হোয়াটসঅ্যাপ)

হিজামা সিরিয়াল : 01703.534099

রুকইয়াহর অভিজ্ঞতায় দেখা যায়, যাদের উপর জিন বা যাদুর প্রভাব থাকে, তাদের মধ্যে  অস্বাভাবিক ঘুম বা অতিরিক্ত অলসতা সাধারণ এক...
06/09/2025

রুকইয়াহর অভিজ্ঞতায় দেখা যায়, যাদের উপর জিন বা যাদুর প্রভাব থাকে, তাদের মধ্যে অস্বাভাবিক ঘুম বা অতিরিক্ত অলসতা সাধারণ একটি উপসর্গ। এর কিছু কারণ হতে পারে:

1. জিন শরীর ও মনে প্রভাব ফেলে – এতে অকারণে শরীর ভারী লাগে, সবসময় ঘুম পেতে থাকে।
(জ্বিন শরীরকে অলস করে দিতে পারে যাতে ইবাদত বা কাজ-কর্মে মনোযোগ না থাকে।)

2. যাদুর প্রভাবে মানসিক চাপ – যাদু মস্তিষ্কে প্রভাব ফেললে মানুষ দুর্বল হয়ে পড়ে এবং ঘুমকে আশ্রয় বানায়।

3. ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়া – শয়তানের একটি কৌশল হলো মানুষকে অতিরিক্ত ঘুমে ডুবিয়ে রাখা, যাতে নামাজ, কুরআন তেলাওয়াত বা জিকির থেকে দূরে রাখা যায়।

📌 তবে খেয়াল রাখতে হবে,

অনেক সময় শারীরিক অসুস্থতা (যেমন থাইরয়েড, ভিটামিনের ঘাটতি, ডিপ্রেশন ইত্যাদি) থেকেও অতিরিক্ত ঘুম হতে পারে।

তাই চিকিৎসার পাশাপাশি রুকইয়াহর মাধ্যমে যাচাই করা জরুরি যে এটা প্যারানরমাল নাকি শারীরিক কারণ।

সচেতনতার জন্য শেয়ার করুন

Healing Quran রুকইয়াহ

শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326

BDruqyah.com

يا معشر الجنّ  বারবার বলা হচ্ছিলো, তখন  ভিতর থেকে জবাবে জিন রেগেমেগে মোটা কণ্ঠে বলে ওঠে:-- কী...??? 😈 তারপর যখন বলা হলোঃ...
05/09/2025

يا معشر الجنّ
বারবার বলা হচ্ছিলো, তখন ভিতর থেকে জবাবে জিন রেগেমেগে মোটা কণ্ঠে বলে ওঠে:--
কী...??? 😈

তারপর যখন বলা হলোঃ
তোমাদের উপর প্রেরণ করা হবে অগ্নিশিখা ও কালো ধোঁয়া ,
তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না।
উত্তর :- 🗣️কে বলছে???👺দেখি!!😤

এভাবে চ্যালেঞ্জ করতেছে জিন শয়তান

আমাদের পেশেন্ট বাসায় যখন সেল্ফ রুকইয়াহ চলছিল। তখন জিন শয়তানের পতিক্রিয়া।
ইনশাআল্লাহ সফলতা আল্লাহর পক্ষ থেকেই আসবে।

Address

Laksham

Alerts

Be the first to know and let us send you an email when Healing Quran রুকইয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healing Quran রুকইয়াহ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram