11/11/2025
রুকইয়াহ কী?
রুকইয়াহ: জিন, যাদু, বদনজর ও অদৃশ্য বিপদ থেকে কুরআন-সুন্নাহভিত্তিক নিরাপদ চিকিৎসা।
আজকাল অনেকেই শারীরিক-মানসিক সমস্যা, অজানা বিপদ, সংসারে অশান্তি, রিজিকের অভাব বা দাম্পত্য জটিলতা ইত্যাদি সমস্যায় পড়ে তাবিজ, কবজ, তান্ত্রিক কিংবা জাদুকরের দ্বারস্থ হন।
কিন্তু তাতে উপকার হয় না—উল্টো মানুষ জড়িয়ে পড়ে শিরকের মতো ভয়ানক পাপে।
কিন্তু ইসলাম তো দিয়েছে এক পরিপূর্ণ, নিরাপদ ও হালাল সমাধান — আর সেটাই হলো “রুকইয়াহ”।
রুকইয়াহ কী?
রুকইয়াহ তুশ শরইয়্যাহ হচ্ছে এমন এক চিকিৎসা পদ্ধতি, যা সম্পূর্ণ কুরআনের আয়াত, হাদীসের দোয়া এবং শরীয়তসম্মত জিকির-আজকারের মাধ্যমে করা হয়।
এর মাধ্যমে মানুষের ওপর আসা জিন, যাদু, বদনজর, হিংসা ইত্যাদির প্রভাব আল্লাহর ইচ্ছায় দূর হয়।
আল্লাহ বলেন:
"আর আমি কুরআন অবতীর্ণ করি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত"
(সূরা বনী ইসরাঈল - ৮২)
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“রুকইয়াহ যদি শিরকমুক্ত হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই।”
(সহীহ মুসলিম: ৫৫৪৪)
রুকইয়াহ কাদের জন্য?
আমাদের জীবনে যে সব সমস্যার সম্মুখীন হই, তার মূল ৫টি ধরণ হলো:
1. শারীরিক সমস্যা – যেমন: হঠাৎ অসুস্থতা, চিকিৎসায় ফল না পাওয়া, অজানা ব্যথা ইত্যাদি
2. মানসিক সমস্যা – হতাশা, ভীতি, দুঃস্বপ্ন, অতিরিক্ত দুশ্চিন্তা
3. ঈমান ও ইবাদাতে অনীহা – নামাজে মন না বসা, কুরআন পড়তে না পারা, দ্বীনের বিষয়ে সন্দেহ
4. রিজিক ও পারিবারিক সমস্যা – কাজকর্মে বরকত না পাওয়া, অজানা কারণে বিয়ে বা চাকরি আটকে যাওয়া, স্বামী-স্ত্রীর কলহ
5. নেশা ও অসক্তি – যা থেকে বের হতে পারছেন না
এই সমস্যাগুলোর পেছনে মূল কারণ হতে পারে চারটি:
1. আঈন (বদনজর) – হিংসুটে দৃষ্টির প্রভাব
2. হাসাদ (হিংসা) – কারও মনোভাবের ক্ষতিকর প্রভাব
3. জিনের আছর – অদৃশ্য জীবের ক্ষতিকর আচরণ
4. সিহর (যাদু) – জাদুর মাধ্যমে করা অনিষ্ট
রুকইয়ার মূল উদ্দেশ্য হলো এসব কারণকে চিহ্নিত করে, কুরআন-সুন্নাহ অনুসারে চিকিৎসা করা।
রুকইয়ার জন্য ৩টি গুরুত্বপূর্ণ শর্ত:
1. সঠিক নিয়ত – কেন রুকইয়া করছেন তা নির্দিষ্টভাবে ঠিক করা
2. ইয়াকিন – বিশ্বাস রাখা, কুরআনেই শিফা আছে
3. ধৈর্য ও প্রচেষ্টা – যত কষ্টই হোক, সুস্থ না হওয়া পর্যন্ত রুকইয়া চালিয়ে যাওয়া
সুস্থ হতে কত সময় লাগবে?
রোগ ও অবস্থাভেদে সময় লাগতে পারে। কেউ দ্রুত সুস্থ হয়, কেউ ধীরে।
সবকিছুই আল্লাহর ইচ্ছা ও রোগীর চেষ্টা-নিয়তের উপর নির্ভর করে।
রুকইয়াহ দিয়ে যা করা যায়নাঃ
* প্রেমে মনের মানুষকে কাছে টেনে আনা
* কারো সংসার ভাঙতে বা মিল করাতে
(তবে যাদুর কারনে বিচ্ছেদের অবস্থা তৈরি হলে রুকইয়াহ এর মাধ্যমে ইনশাআল্লাহ ভাল ফল পাওয়া যায়)
* গায়েবি খবর জানতে চাওয়া
কিংবা শরীয়তবিরোধী কোনো উদ্দেশ্য পূরণে
শুধু হালাল, শরিয়তসম্মত উদ্দেশ্যে করা রুকইয়াই আল্লাহর কাছে কবুল হয়।
সচেতনতার জন্য শেয়ার করুন
Healing Quran রুকইয়াহ
শিডিউল :
Dhaka: 01577-267460
Cumilla: 01616-783326
BDruqyah.com