Natural Medicare ন্যাচারাল মেডিকেয়ার

Natural Medicare ন্যাচারাল মেডিকেয়ার Health is Wealth

চিনির পরিবর্তে আমরা খাচ্ছি মেগনেসিয়াম সালফেট???"এমন কোনো রোগ নাই যা আমাদের হবে না"শুনুন তাহলে বিষ+বিষ এর ভয়াবহ কাহিনী যা...
29/11/2025

চিনির পরিবর্তে আমরা খাচ্ছি মেগনেসিয়াম সালফেট???
"এমন কোনো রোগ নাই যা আমাদের হবে না"

শুনুন তাহলে বিষ+বিষ এর ভয়াবহ কাহিনী যা আমদের খাওয়ানো হচ্ছে। নিষিদ্ধ ঘন চিনি (সোডিয়াম সাইক্লামেট) হাজার হাজার টন আমদানি হয়ে দেশে ঢুকছে কিভাবে? অনেক দিনের চেষ্টায় ক্লু পেয়ে গেলাম বণিক বার্তা পত্রিকার এক সংবাদে। সাইট্রিক এসিড নামে আমদানি হচ্ছে এই বিষ। দেয়া হচ্ছে, মিষ্টি, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কন্ডেন্সড মিল্ক প্রভৃতি মিষ্টি
জাতীয় খাদ্য দ্রব্যে।

চিনির চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি মিষ্টি এই ঘন চিনি পৃথিবীর অনেক দেশেই নিষিদ্ধ। ক্যান্সার, কিডনি বিকল, হজম শক্তি হ্রাস সহ নানাবিধ জটিল রোগের সৃষ্টি করতে পারে এই চিনি।
সাইট্রিক এসিড এর মত দেখতে হুবহু এক রকম বলে অসাধু ব্যবসায়ীরা অতি সহজেই সাইট্রিক এসিড নামে ও কোডে ঘন চিনি আমদানি করছে।

ঢাকার মিটফোর্ড থেকে বের করলাম আরও এক নামে ঘন চিনি আমদানি হচ্ছে। সোডিয়াম সাইট্রেট দেখতেও ঘন চিনির মত দেখতে। সাইট্রিক এসিড এবং সোডিয়াম সাইট্রেট নামে আসছে নিষিদ্ধ বিষ ঘন চিনি। বণিক বার্তার সাংবাদিক ভাই খবর দিলেন মিটফোর্ডে দুই রকম
ঘন চিনি বিক্রি হয়। একটা পিউর অন্যটা ভেজাল মিশ্রিত। পিউর ঘন চিনি কেজি ২২০ টাকা হলে ভেজাল ঘন চিনি ১৪০ টাকা কেজি। মাথাটা ঘুরে গেল!! বিষের সাথে বিষ! সেখানে সংবাদ নিলাম কম দাম বিধায় এই ভেজাল ঘন চিনির বিক্রি সর্বাধিক। সবাই গাড়ি ভর্তি করে এই ভেজাল ঘন চিনি নিয়ে যায় বিভিন্ন খাদ্যদ্রব্যে দেয়ার জন্য।
ভেজাল মিশাতে হলে তো ঘন চিনির মতই অন্য কোন একটি দ্রব্য মেশাতে হবে, যার দাম হবে খুব কম এবং মিষ্টি অথবা টেস্টলেস হতে হবে। কি হতে পারে তা?? দুই দিন ঘুমাতে পারিনি। সমানে পারমুটেশন কম্বিনেশন করতে লাগলাম। কি সেই আইটেম? কেউ বলে না। গুগলে ঘন চিনির ছবি
বের করে তার সাথে মিল রেখে খুঁজতে লাগলাম আইটেম।
হটাত মাথার মধ্যে বিদ্যুৎ চমকে উঠল। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কি করে সম্ভব!! আমার এক ভাই সার (ফার্টিলাইজার) বিক্রি করে। তাকে বললাম, “চিনির মত দানাদার সার কি আছে
রে?” ইউরিয়া? না ইউরিয়া গোলাকার এবং খুব খারাপ স্বাদ। আর কি আছে? আচ্ছা ম্যাগনেসিয়াম সালফেট সার? ভাই আমার
লাফ দিয়ে উঠল!! হ্যাঁ ভাই, ম্যাগনেসিয়াম সালফেট সার দেখতে চিনির মত দানাদার, দাম কম ১৫/২০ টাকা কেজি এবং স্বাদহীন।
এবার আমি লাফ দিয়ে উঠে গুগলে ছবি দেখলাম। ঘন চিনি এবং ম্যাগনেসিয়াম সালফেট সার দেখতে একই রকম। বিশ্বাস হচ্ছিল
না, যে আমাদের সার খাওয়াচ্ছে আর একটি বিষের সাথে। সেই সাংবাদিক ভাইয়ের দ্বারা মিটফোর্ড থেকে ভেজাল এক কেজি সার কিনে আমি সরকারীভাবে চিঠি দিয়ে ১০০ গ্রাম নমুনা
পরীক্ষার জন্য পাঠালাম সরকারী ল্যাব (সারের জন্য) খামার বাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটে। ঘুম হারাম হয়ে গেল আমার টেনশনে। রিপোর্ট পেলাম সেই ঘন চিনির নমুনায়
ম্যাগনেসিয়াম সালফেট সার পাওয়া গেছে।
যা সন্দেহ করেছি তাই। সেই সার মিশ্রিত ঘন চিনির প্যাকেট বা নমুনা না দেখেই এত হাজার লাখ আইটেমের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট সার কিভাবে নির্বাচিত করলাম, তা সত্যিই হবাক হবার বিষয়!!

কয়েকজন বিজ্ঞানী রসায়নবীদকে জিজ্ঞাস করলাম, সার খেলে কি হয়? তাঁরা হতবাক হয়ে গেলেন। কেন সার খাবেন কেন? আমি
বললাম, যদি খাই। ম্যাগনেসিয়াম সালফেট সার সাথে ঘন চিনি!! হেসে তাঁরা উত্তর দিলেন, "ভাই আপনার শখ লাগলে আপনি খান। তবে দুনিয়ার কোন অসুখ থেকে বাদ যাবেন না এবং প্রথম
শেষ হবে বাচ্চারা"।
নানা ধরণের মিষ্টি জাতীয় খাদ্যে দীর্ঘদিন ধরে এক বিষ ঘন চিনির সাথে আর এক বিষ রাসায়নিক সার ম্যাগনেসিয়াম সালফেট খেয়ে আমাদের পরিণতি কি হচ্ছে?? পৃথিবীর কোথাও আছে মানুষকে সার খাওয়ানোর উদাহরণ??
কোথায় আছি আমরা? কোথায় আমাদের গন্তব্য? কে আমাদের বাঁচাবে, বাঁচাবে আমাদের সন্তানদের?

#ন্যাচারালমেডিকেয়ার #ইউনানীমোডিসিন #ঢাকা

02/11/2025

#ইউনানী এক ধরনের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি যা দক্ষিণ এশিয়ার ও মধ্য এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ্যে অধিক বিকাশ লাভ করে। এটা পারসিক-আরবি ঔষধ সৃজনপদ্ধতির একটি ঐতিহ্যকে বোঝায়,[১][২] যা গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস এবং রোমান চিকিৎসক গ্যালেন এর শিক্ষার উপর ভিত্তি করে সৃষ্ট এবং আরব এবং পারসিক চিকিৎসক যেমন, আল রাযী, ইবনে সিনা, আল জাহরাবী, এবং ইবনে আন নাফীস দ্বারা সম্প্রসারিত এবং বিকশিত এক চিকিৎসা ব্যবস্থা ।[৩]

বীরবাহুতি (ট্রম্বিডিয়াম রেড ভেলভেট মাইট) ইউনানী ঔষধ হিসাবে ব্যবহৃত হয়
ইউনানী ঔষধ চারটি মানসিক অবস্থার(Mi'zaj) ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে: শ্লেষা ( বলগম), রক্ত (দাম), হলুদ পিত্ত (সাফ্রা) এবং কালো পিত্ত (সাউদা)।[৪][৫] এ চিকিৎসা পদ্ধতির উপর ভারতীয় ও চৈনিক প্রাচীন ঐতিহ্যগত চিকিৎসার প্রভাবও বিদ্যমান।[৬]

নাবয্(পালস্ রেট), বওল(মূত্র), বারায(মল) ছাড়াও আরও কয়েকটি নিদর্শনের উপর নির্ভর করা হয় রোগ নির্ণয়ের জন্য। ইউনানী পদ্ধতির চিকিৎসকদের নিজস্ব পরিভাষায় "হাকীম" (Hakeem/Hakim) পদবী নামের পূর্বে ব্যবহার করা হয়। যেমন হাকীম আজমল খান,হাকীম হাবিবুর রহমান,হাকীম অপূর্ব আকবর। যার অর্থ সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, রোগ নির্ণয় করে ইউনানী পদ্ধতির ঔষধ প্রস্তুত করে আরোগ্য লাভে দায়িত্ব পালন করেন।

এ ব্যবস্থায় রোগ প্রতিরোধে ছয়টি পূর্বশর্তের (আসবাব-ই-সিত্তা যারুরীয়্যাহ্) উপর নির্ভর করা হয়:

১- বায়ু;

২- খাদ্য এবং পানি;

৩- দৈহিক সঞ্চালন ও স্থিতি ;

৪- মানসিক সক্রিয়তা ও বিশ্রাম;

৫- নিদ্রা ও জাগরণ এবং

৬- নিঃসরণ ও অবরোধ ।

নামকরণ
সম্পাদনা
গ্রিসের পূর্ব নাম ইউনান তখন সেই দেশের নামের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ইউনানী (UNANI)

#ইউনানীUNANI #চিকিৎসা #মুসলিমচিকিৎসা #বিজ্ঞান
#বাংলাদেশ #ঢাকা #ন্যাচারাল #মেডিকেয়ার

সোরিয়াসিস ন্যাচারালে অল্প সময়ে অল্প খরচে ভালো হয়
31/07/2025

সোরিয়াসিস ন্যাচারালে অল্প সময়ে অল্প খরচে ভালো হয়

এই হল এলোপ্যাথিক চিকিৎসার অবস্থা! অপর পেইজেও আছে এতোগুলো ঔষধ দেখে রোগী ভয় পেয়েছে আর ভয় পাওয়ারই কথা
17/07/2025

এই হল এলোপ্যাথিক চিকিৎসার অবস্থা! অপর পেইজেও আছে
এতোগুলো ঔষধ দেখে রোগী ভয় পেয়েছে আর ভয় পাওয়ারই কথা

26/06/2025

ইউনানী চিকিৎসা কারণ ভিত্তিক চিকিৎসা করা হয়
যার ফলে রোগ ভালো হয়

12/06/2025

মানুষ যখন অসুস্থ হয় তখন মিযাজ/ স্বভাব স্বাভাবিক থাকে না
বিক্রিত হয়ে যায়
THIS IS UNANI SCIENCE

29/05/2025

রোগ নিজের জন্য ও বোঝা
পরিবারের জন্য ও বোঝা
রাষ্ট্রের জন্য ও ক্ষতি!!

ইউনানী চিকিৎসায় জটিল কঠিন রোগ ভালো হয়

নিসিন্দা গুল্ম জাতীয় গাছ
17/04/2025

নিসিন্দা গুল্ম জাতীয় গাছ

15/04/2025

মুসলিমদের নিজস্ব চিকিৎসা বিজ্ঞান
ইউনানী চিকিৎসা বিজ্ঞান কিন্তু আমরা সেটা ভুলে গেছি!

12/04/2025

স্বাস্থ্য এমনে এমনে সুস্থ থাকেনা
লাগে স্বাস্থ্য জ্ঞান

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Medicare ন্যাচারাল মেডিকেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram