RJEMCH_Medical Club

RJEMCH_Medical Club কলেজের সকল বিভাগের ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণীর মানুষের যে কোন প্রয়োজনে/বিপদে সর্বাত্মক সহযোগিতা করা।

"যতদিন থাকবে পদ্মা মেঘনা যমুনা,রক্ত দানে মোরা পিছুপা হবো না"RJEMCH Medical Club এর সদস্য তালিকা প্রকাশ ❤️❤️Rawshan Jahan...
04/10/2023

"যতদিন থাকবে পদ্মা মেঘনা যমুনা,
রক্ত দানে মোরা পিছুপা হবো না"

RJEMCH Medical Club এর সদস্য তালিকা প্রকাশ ❤️❤️

Rawshan Jahan Eastern Medical College & Hospital-RJEMCH এর BUMS ও DUMS এর কোন ছাত্র-ছাত্রী নব সদস্য হতে চাইলে একাউন্ট অফিস থেকে ফর্ম সংগ্রহ করার জন্য বলা হচ্ছে।

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ❤️❤️
28/07/2023

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ❤️❤️

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে বিইউএমএস কোর্সে ভর্তির জন্য যোগাযোগ ০১৭১৭৯৮৮১৯১, ০১৮১১৩৫৩৫৯০।।। সেশনজট  মুক্ত এক...
27/07/2023

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে বিইউএমএস কোর্সে ভর্তির জন্য যোগাযোগ ০১৭১৭৯৮৮১৯১, ০১৮১১৩৫৩৫৯০
।।। সেশনজট মুক্ত একমাত্র মেডিকেল কলেজ ।।।

ডেঙ্গু হলে আতংক নয়,হাতের কাছেই আছে প্রতিরোধের সহজ উপায়।ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া ..  #রক্তে...
23/07/2023

ডেঙ্গু হলে আতংক নয়,
হাতের কাছেই আছে প্রতিরোধের সহজ উপায়।

ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া ..

#রক্তে_প্লাটিলেট_বাড়াবেন_যেভাবে-

রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা রক্তজমাটে সাহায্য করে। ২০ হাজারের নিচে প্লাটলেটের সংখ্যা নেমে আসলে কোনো প্রকার আঘাত ছাড়াই রক্তক্ষরণ হতে পারে। কোনো কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন জেনে নেই সেসব খাবারের নাম।

পেঁপে এবং পেঁপে পাতা
-------------------------------
পেঁপে খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম। মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির একটি গবেষণায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরের কারণে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে পেঁপে পাতার রস তা দ্রুত বৃদ্ধি করে। রক্ত প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন।

মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ
--------------------------------------
মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট তৈরি করতে বেশ কার্যকরী। এছাড়াও মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন ‘এ’ যা প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। তাই রক্তের প্লাটিলেটের সংখ্যা বাড়াতে নিয়মিত মিষ্টি কুমড়া এবং এর বীজ খেলে উপকার পাওয়া যায়।

লেবুর রস
-------------
লেবুর রসে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন সি রক্তে প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। ফলে প্লাটিলেট ধ্বংস হওয়া থেকেও রক্ষা পায়।

আমলকী
-------------
আমলকীতেও আছে প্রচুর ভিটামিন ‘সি’। এছাড়াও আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। ফলে আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

অ্যালোভেরার রস
------------------------
অ্যালোভেরা রক্তকে বিশুদ্ধ করে। রক্তের যেকোনো সংক্রমণ দূর করতেও অ্যালোভেরা উপকারী। তাই নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায়।

ডালিম
----------
ডালিম রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর আয়রন রয়েছে যা প্লাটিলেট বৃদ্ধি করে। প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস দুই সপ্তাহ পান করুন। ডালিমের রসের ভিটামিন দুর্বলতা দূর করে কাজে শক্তি দেবে।

** ডেঙ্গু হলে সবার আগে ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ীই ঔষধ কিংবা অন্য কিছু সেবন করা বাঞ্ছনীয়।
cp
#জনস্বার্থে ...

সাদা অ্যাপ্রন জয়ের যুদ্ধ সহজ নয় । 🥼তবে পরিশ্রমীরাই জয়ী হয় 😇
22/07/2023

সাদা অ্যাপ্রন জয়ের যুদ্ধ সহজ নয় । 🥼
তবে পরিশ্রমীরাই জয়ী হয় 😇

মোরা তারুণ্যের উচ্ছলতায় দৃপ্ত💥মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ🖤🖤
21/07/2023

মোরা তারুণ্যের উচ্ছলতায় দৃপ্ত💥
মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ🖤🖤

21/07/2023

ডেঙ্গু জ্বর হলে করণীয় (বাড়িতে চিকিৎসা )
১ পূর্ণ বিশ্রামে থাকবেন।
২ প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। যেমন- ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন। এতে শরীরের পানিশূণ্যতা ও ডেঙ্গু শক সিনড্রোম প্রতিরোধে সহায়ক হবে।
৩ কুসুম গরম পানি দিয়ে শরীর মুছে দিবেন।
৪ ডেঙ্গু জ্বরে প্যারাসিটামল ব্যতিত অন্য কোন ব্যথানাশক বা অ্যাসপিরিন জাতীয় ঔষধ সেবন করা যাবে না। এতে রক্তক্ষরণ হতে পারে।
৫ জ্বর সেরে গেলেই নিশ্চিন্ত হওয়া যাবে না। জ্বর পরবর্তী ২৪-৪৮ ঘন্টা সতর্ক থাকুন। কারণ এই সময়ে ডেঙ্গু জ্বরের জটিলতা দেখা দিতে পারে।

বর্ষা এলেই বেড়ে যায় ডেঙ্গু রোগের প্রকোপ। প্রতিদিন এডিস মশার আক্রমণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ৷ অসুস্থ হয়ে...
20/07/2023

বর্ষা এলেই বেড়ে যায় ডেঙ্গু রোগের প্রকোপ। প্রতিদিন এডিস মশার আক্রমণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ৷ অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর লড়াই করছেন অনেকে। তাই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে হতে হবে সচেতন। চলুন জেনে নেই ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে।

Address

South Maguri, Dattapara
Lakshmipur
LAKSHMIPUR3706

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJEMCH_Medical Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram