Arogga Healthcare

Arogga Healthcare Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arogga Healthcare, Medical and health, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, চন্দ্রগঞ্জ থানা, লক্ষীপুর, Lakshmipur.

Coming soon with better things
03/05/2023

Coming soon with better things

03/05/2023
12/01/2021
 #পরামর্শঅধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রীনা ফ্লোরাঅধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রীনা ফ্লোরা ম্যাডামের কথা গুলো পালন করলে হয়তো আল্লাহ...
17/05/2020

#পরামর্শ
অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রীনা ফ্লোরা

অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রীনা ফ্লোরা ম্যাডামের কথা গুলো পালন করলে হয়তো আল্লাহ আমাদেরকে করোনা থেকে মুক্তি দিতে পারে।

লক ডাউন উঠে যাবে হয়ত কয়েকদিন পরই। কেন উঠবে সেটাও পরিষ্কার। হাজার হাজার মানুষ না খেয়ে মরবে। লকডাউন রাখা হয়েছিল ভাইরাসটা যেন ধীরে ছড়ায়, ততদিনে যেন ভ্যাক্সিন আবিষ্কার হয়ে যায়। কিন্তু দুঃখের কথা হলো, পুরো পৃথিবীর ৭০০ কোটির সবার হাতে হাতে এই ভ্যাক্সিন পৌছাতে, কম করে হলেও ৩-৪ বছর লাগবে। তাই এমন অনন্তকাল লক ডাউন রাখা সম্ভবও না, সে যত উন্নত রাষ্ট্রই হোক না কেন। চীন,ইতালিতেও উঠিয়ে নেয়া হচ্ছে লকডাউন।
তবে আমরা কি এভাবেই মরব?
সহজ ভাষায় বলতে গেলে, হ্যা এবং এটা একদমই প্রাকৃতিক ব্যাপার। প্রতিটা যুগে যুগে এমন Evolution হয়েছে। এক যুগে 'ডাইনোসর' ছিল, কিন্তু প্রকৃতিতে টিকে থাকতে পারে নি বলে তারা আজ নেই। অথচ সেই জুরাসিক যুগের 'তেলাপোকা' এখনো টিকে আছে। কারণ সে নিজেকে Evolve করে, নিজেকে চেঞ্জ করে প্রকৃতিতে টিকে থাকতে পেরেছে। ম্যামথও ছিল তখন, হয়ত 'ম্যামথ' তার রুপ চেঞ্জ করেই বর্তমানের হাতি হয়েছে। এগুলাই Evolution।
তো এগুলা বলার মানে কি? এগুলা জেনে কি করব?
আমাদেরও প্রকৃতির উপাদানের সাথে Evolve হতে হবে। লড়াই করে টিকে থাকতে হবে। আমাদের নিজেদেরও চেঞ্জ হতে হবে। কিছু নিয়ম মেনে চললেই এই টিকে থাকা সম্ভব।

১) #অভ্যাসঃ বাজে অভ্যাসগুলা ত্যাগ করতে হবে। কথায় কথায় মুখে আঙুল দেয়া, কলমের মুখ কামড়ানো, আঙুল জিব্বায় লাগিয়ে কাগজ উল্টানো, সেপ দিয়ে টাকা গোনা ইত্যাদি যুগ যুগ ধরে চলে আসা বাজে অভ্যাস ত্যাগ করতে হবে। সাথে মাস্ক পড়তে হবে এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। ২০০৩ এ জাপানে সার্স ভাইরাসের মহামারির পর তাদের মধ্যে এই অভ্যেস গুলা গড়ে উঠেছিল, যা আজ খুব ভাল কাজ করতেসে ইমিউনিটি বৃদ্ধি করতে। ধূমপান যথাসম্ভব পরিহ

২) #এনভায়রনমেন্টঃ আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন পরিবেশে আছি। নয়ত এই ঘনবসতি দেশ কবেই শেষ হয়ে যেত। আর্দ্রতা এবং তাপমাত্রা খুব ভাল কাজ করতেসে। আর্দ্রতা বেশি থাকা মানে বাতাসে ধুলাবালি কম উড়বে। শীতে আর্দ্রতা কম থাকে, চারিদিক শুষ্ক থাকে বলে বেশি ধুলা ওড়ে। এজন্য শীত প্রধান দেশে এই ভাইরাস হানা দিতেসে বেশি। তাই ঠান্ডা এসি এভোয়েড করতে হবে, এসি রুমের আর্দ্রতা কমিয়ে দেয়।

৩) #ইমিউনিটিঃ এটাই মোস্ট ইম্পোর্টেন্ট। এই পুরো পোস্ট লিখার পেছনে এই পয়েন্টটাই দায়ী। হার্ড ইমিউনিটির বিকল্প নাই। আমাদের ইমিউনিটি বুস্ট করতেই হবে। সেটা কিভাবে?
_________________
ফিজিক্যালি এন্ড মেন্টালি।
_________

#ফিজিক্যালিঃ
* নিয়ম মাফিক ঘুমাতে হবে, রাত জাগা খুব খারাপ শরীর ও ইমিউন সিস্টেমের জন্য। প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘন্টা ঘুমাতে হবে।
* প্রতিদিন ব্যায়াম করতে হবে, প্রায় ১৫-৩০ মিনিট। মাসল এক্টিভিটি বাড়াতে হবে।
* প্রায়ই রোদে ঘুরতে হবে ছাদে। রোদ দরকার, ভিটামিন ডি লাগবেই

#খাবারঃ
• ভাতে কোন ঘোড়ার আন্ডার পুষ্টিও নাই, উল্টা অতিরিক্ত ভাত খেলে আপনি মোটা হবেন। ভাত কম খেয়ে তরকারি এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে।
• প্রচুর পানি খেতে হবে ( এটা খুব বাজে অভ্যাস আমরা পানি খেতে চাই না)
• এন্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে। শাক সবজি খেতে হবে। প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে বাজারে যান, নয়ত ইমিউনিটির অভাবে এমনিও মরতে হবে।
• ভিটামিন সি বা টক যুক্ত ফল, কমলা, লেবু খেতে হবে। এছাড়াও সিজনাল ফল খেতে হবে। প্রতিদিন সকালে লেবু সেদ্ধ গরম পানি খান।
• ফাস্ট ফুড টোটালি অফ, চিনি কিংবা লবন খাওয়াও কমাতে হবে।
• আমাদের দেশের মশলা গুলা দারুন কাজের। লং, লবঙ্গ, জিরা, হলুদ, দারুচিনি এই গুলা মারাত্মক ভাবে ইমিউনিটি বুস্ট করে। দুধে হলুদ মিশিয়ে খাবেন, হলুদ অনেক কাজের। চায়ে মশলা মিশিয়ে খাবেন। গ্রিন টি (এন্টিঅক্সিডেন্ট) বেস্ট, গ্রিন টি তে এই মশলা গুলা খেলে অনেক ভাল।
• কালিজিরা কার্যকরী একটা জিনিস। প্রতিদিন সকাল বেলা উঠে এক চামচ মধুর সাথে কালিজিরা অনেক বেটার একটা কম্বিনেশন। এছাড়া কালিজিরা ভর্তা/ভাজি খাবারে সাথেও খেতে পারেন।

#মেন্টালি
ইমিউন বুস্টের জন্য সঠিক হরমোনাল ব্যালেন্স ঠিক রাখা খুব জরুরি। তাই মন কে শান্ত রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে। ধর্মীয় প্রার্থনায় মন দিন, মন সুন্দর থাকবে।

সবাই ভাল থাকুক, সবাই সুস্থ থাকুক। সবাইকে নিয়েই বাঁচতে চাই। বাকিটুকু আল্লাহ ভরসা।

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজন রোগী পাওয়া গেছে।না, ভয় পাওয়ার কিছু নেই। কেউ ভয় পাবেন না। ভয় পাওয়া একেবারেই অমূলক এখ...
08/03/2020

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজন রোগী পাওয়া গেছে।

না, ভয় পাওয়ার কিছু নেই। কেউ ভয় পাবেন না। ভয় পাওয়া একেবারেই অমূলক এখানে। কারন করোনা আক্রান্তদের ৯৮%ই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিভিন্ন দেশে। নিচে যেভাবে বলছি সেভাবে করবেন, তাতে ইনশাআল্লাহ সবাই সেফ থাকতে পারবেন:

১. রাস্তায় যদি একান্তই বের হওয়া লাগে, তাহলে হাতে লিকুইড সাবান রাখবেন৷ তাও না হলে নরমাল সাবানই একটা কৌটায় নিয়ে ঘুরবেন। রাস্তায় যেখানে পানি পাবেন সেখানেই হাত ধুয়ে নিবেন। ভাল হয় হাতে হ্যান্ড স্যানিটাইজার রাখলে। হাতে মাস্ক রাখবেন, ফার্মেসির দোকানে মাস্ক না পেলে নিজেরা পরিস্কার কাপড় দিয়ে বানিয়ে নেবেন।

২. এগুলো করবেন তখনই, যখন রাস্তায় বের হবেন। কিন্তু রাস্তায় বের হওয়াটা কি দরকার? কোনভাবেই দরকার নেই। ছেলেপেলের স্কুল থাকলে স্কুল অফ রাখুন। অফিস থাকলে অফিস বন্ধ রাখুন। কারন করোনা সংক্রামক রোগ, তাই সব ধরনের পাবলিক প্লেস এড়িয়ে চলতে হবে। আর খাবারদাবার উচ্চ তাপে দীর্ঘসময় ভাল করে রান্না করে খাবেন।

৩. আর করোনার লক্ষন সাধারন সর্দির মতই। জ্বর, কাশি, শ্বাসকষ্ট- এসবই। বেশি খারাপ হলে (২% রোগীর ক্ষেত্রে) নিউমোনিয়া- এমনকি কিডনী ফেইলিউরও হতে পারে।

এসব লক্ষন ধরা পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে চলুন। কারন করোনার লক্ষন প্রকাশ পেতে ২ থেকে ১৪ দিন লাগতে পারে। যেহেতু সংক্রামক রোগ, অতএব যত দ্রুত হাসপাতালে নেয়া যায় ততই ভাল।

৪. অনেকে ডাক্তার দেখানোর বদলে ফার্মেসী থেকে বিভিন্ন রকমের ওষুধ কিনে আনতে চাইতে পারেন। খবরদার, এ কাজ করবেন না। ফার্মেসীর লোকজন ওষুধ বিক্রি করেন মাত্র। তারা ডাক্তার নন। আপনি সোজা হাসপাতালে যাবেন। সেখানকার ডাক্তার নার্স সবাই প্রফেশনাল, এবং তারাও চান যাতে রোগ না ছড়ায়। কারন যত ছড়াবে, তত পেশেন্ট বাড়বে, তত তাদের ভোগান্তি। অতএব তারা নিজেরাই পেশেন্টদের সিরিয়াসভাবে ডিল করবেন।

৫. বয়স্ক লোকজনের দিকে বিশেষভাবে নজর রাখবেন। বিভিন্ন দেশে মৃত্যুহার তাদের মধ্যেই বেশি। তাদেরকে ঘরের বাইরে বের হতে দেয়াই যাবে না। কোনভাবেই না। বাচ্চাদের ক্ষেত্রেও একই কথা।

৬. যদি মানুষের সন্তান হয়ে থাকেন, তবে করোনা মহামারীকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টাও করবেন না, সাবধান।

পরিশেষে আবারও বলি, করোনা একেবারেই নিরীহ একটি রোগ। ২০১৪তে আফ্রিকায় ছড়ানো ইবোলা মহামারী এর চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল, মৃত্যুহারও অনেক বেশি ছিল। সেই ইবোলা মহামারী যদি প্রতিরোধ করা সম্ভব হয়, তবে করোনা সে তুলনায় কিছুই না।

অতএব, অনর্থক ভয় পাবেন না।

শুধু আপনার একটু সচেতনতা, একটু সতর্কতাই যথেষ্ট এই বিশ্বব্যাপী বিপর্যয়কে মোকাবেলার জন্য।

পোস্টটার কার্টেসি চাইছি না। এটা কপি পেস্ট করে নিজের টাইমলাইনে দিন, ইনবক্সে ছড়িয়ে দিন, বিভিন্ন গ্রুপে গ্রুপে ছড়িয়ে দিন। পোস্টটা পড়ে পরিবারের সদস্যদের শোনান। যদি পোস্টার বানিয়ে দেয়ালে দেয়ালে সাঁটাতে হয়, তবে তাও করুন।

সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

আমাদের সেবা নিতে যোগাযোগ করুন -০১৭৬০৬৮৯৫৬৮
05/03/2020

আমাদের সেবা নিতে যোগাযোগ করুন -০১৭৬০৬৮৯৫৬৮

14/01/2020
19/12/2019

Address

চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, চন্দ্রগঞ্জ থানা, লক্ষীপুর
Lakshmipur
1100

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801685476716

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arogga Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Arogga Healthcare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram