Angikar Blood Bank Ramgonj

Angikar Blood Bank  Ramgonj সেচ্ছায় করি রক্ত দান,
হাসবে রোগী বাঁচবে প্রান।

06/06/2025

সকল প্রশংসা মহান আল্লাহর!🥀
#আলহামদুলিল্লাহ, আমাদের ছোট উদ্যেগ আর সকলের
সহযোগিতায় নলচারা সুপার মার্কেটের সামনের পুরনো ( নষ্ট ) টিউবওয়েল টি Angikar Blood Bank এর পক্ষ থেকে নতুন করে স্থাপন করে দিয়েছি আমরা!
আমাদের এই কার্যক্রমে যারা আর্থিক ভাবে সহযোগিতা ও শ্রম দিয়ে আমাদের পাশে থেকেছেন তাদের সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।❤

অংগিকার ব্লাড ব্যাংক কতৃক অনুর্ধ ১৮ যুবা দের নিয়ে লুবনা নার্সারী সংলগ্ন মাঠে একটি  মিনি পোষ্ট ফুটবল খেলার আয়োজন করা হয়েছ...
04/02/2025

অংগিকার ব্লাড ব্যাংক কতৃক অনুর্ধ ১৮ যুবা দের নিয়ে লুবনা নার্সারী সংলগ্ন মাঠে একটি মিনি পোষ্ট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে অংশগ্রহণ করবে ৪ টি দল।
★টিম সউদি আরব
মালিক: রিপন মাল।
★টিম দুবাই
মালিক:মাহমুদুল হাসান বোরহান।
★টিম ওমান
মালিক:রেদোয়ান হাজারী শাকিল
★টিম ইতালী
মালিক:সামসুদ্দিন তপদার সুমন।

পরিচালনা ও সার্বিক ব্যাবস্থাপনা:
★ইয়াসিন আরাফাত সাওন।
★রাহুল খন্দকার
★মাসুম হাজারী
★ইকরাম জমদ্দার সহ অন্যান্য সদস্য।

সকল প্রবাসী দের সম্মান প্রদর্শনের ছোট একটি মাধ্যম হিসেবে এ আয়োজন।

আপনারা সবাই আমন্ত্রিত।

23/01/2025

তারিখ:২২/০১/২০২৫

সোয়ার্ড কতৃক রামগঞ্জ উপজেলার সকল সামাজিক সংগঠন এর কার্যক্রম ও প্রতিবন্ধকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।সোয়ার্ডের আমন্ত্রনে উক্ত আলোচনা সভায় অংগিকার ব্লাড ব্যাংকের পরিচালক সদস্য ও সাধারন সদস্য রা অংশগ্রহন করে।
এ সময় সোয়ার্ডের মাধ্যমে সরকারের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলমের কাছে অংগিকার ব্লাড ব্যাংকের কার্যক্রম ও প্রতিবন্ধকতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অত্র সংগঠনের পরিচালক সদস্য মো: রাহুল খন্দকার।
তিনি অংগিকার ব্লাড ব্যাংকের নিবন্ধন চান এবং অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা ও চিকিৎসা সহায়তার জন্য আলাদা ফান্ড গঠনের দাবি উপস্থাপন করেন এবং বিশেষ অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন:
পরিচালক সদস্য মাসুম হাজারি।
সাধারন সদস্য:
শাকিল হাজারি।
ইমন হাজারি।
সাব্বির হোসেন।
রবিন হোসেন।
সজিব তপদার।
রাজ্জাক হাজারি।

বিদায় কেবলমাত্র তাদের জন্য যারা তাদের চোখের দেখা ভালোবাসেন।কারণ যারা হৃদয় ও প্রাণ দিয়ে ভালোবাসেন তাদের জন্য বিদায়ের ম...
11/01/2025

বিদায় কেবলমাত্র তাদের জন্য যারা তাদের চোখের দেখা ভালোবাসেন।কারণ যারা হৃদয় ও প্রাণ দিয়ে ভালোবাসেন তাদের জন্য বিদায়ের মতো কোন জিনিস নেই!
বিদায় Shanto Wa Hid।
প্রবাস জীবন সুখের হোক এই প্রত্যাশা করি।আল্লাহ হাফেজ আবারো একদিন দেখা হবে, কথা হবে, শুধু সময়ের অপেক্ষা, ভালো থেকো।

প্রজেক্ট:-রুপান্তর সকল প্রশংসা মহান আল্লাহর!🥀 #আলহামদুলিল্লাহ, অঙ্গিকার ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে অঙ্গিকার ব্লাড ব্যাংকে...
12/10/2024

প্রজেক্ট:-রুপান্তর
সকল প্রশংসা মহান আল্লাহর!🥀
#আলহামদুলিল্লাহ,
অঙ্গিকার ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে অঙ্গিকার ব্লাড ব্যাংকের পরিচন্ন কর্মী মো: সুমন ভাইকে একটা চায়ের দোকান উপহার সরুপ করে দিয়েছি আমরা!
আমাদের ছোট উদ্যেগ আর সকলের সহযোগিতায় এই অসহায় ভাইয়ের মুখে হাসি ফুটানোর যথেষ্ট চেষ্টা করেছি আমরা!আমাদের #প্রজেক্টঃ-৫ #রুপান্তর কর্মসূচিতে যে সমস্ত শুভাকাঙ্ক্ষী ভাই বোন মানবতার ডাকে সাড়া দিয়ে আর্থিক ভাবে সহযোগিতা ও সুপরামর্শ দিয়ে আমাদের পাশে থেকেছেন তাদের সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।❤

05/10/2024
 #বিশ্ব_খাদ্য_কর্মসূচি UN (WFP) জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত একটি ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা United Nations World Foo...
03/09/2024

#বিশ্ব_খাদ্য_কর্মসূচি UN (WFP) জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত একটি ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা United Nations World Food Programme সংস্থার উদ্যোগে আজ
১০নং ভাটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অঙ্গিকার ব্লাড ব্যাংক এর সদস্যদের সার্বিক সহায়তায় কয়েকটি গ্রামে অসহায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে শুকনো খাবার (বিস্কুট) বিতরণ কর্মসূচি পালন করা হয়। সর্বমোট ৪০০ কার্টন (১ কার্টনে ৫ কেজি বিস্কুট) প্রায় ২ হাজার কেজি শুকনো খাবার বিস্কুট অসহায় বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।

22/08/2024

দৃষ্টি আকর্ষন,
১০ নং ভাটরা ইউনিয়নের সকল ওয়ার্ডের বন্যার পরিস্থিতি নিয়ে আমাদের তথ্য দিন। ইনশাআল্লাহ অঙ্গিকার ব্লাড ব্যাংক এর দুর্যোগ প্রস্তুতি টিম আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।
জরুরি প্রয়োজনে↔️⬇️
শাওন:- 01641753676
ইকরাম:- 01977-577217
ফরহাদ:- 01999-338708

29/06/2024

সেচ্ছায় করি রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রান।

প্রকল্প:-২৪প্রকল্পের নাম:-(ধানসিঁড়ি) #আলহামদুলিল্লাহ Angikar Blood Bank এর পক্ষ থেকে অসহায় ২৫ পরিবারের মাজে ইফতার ও ঈদ উ...
28/03/2024

প্রকল্প:-২৪
প্রকল্পের নাম:-(ধানসিঁড়ি)
#আলহামদুলিল্লাহ Angikar Blood Bank এর পক্ষ থেকে অসহায় ২৫ পরিবারের মাজে ইফতার ও ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি ! যারা আর্থিক সহযোগিতা দিয়ে পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা!🥀

Address

Ramgonj
Lakshmipur
ANGIKARBLOODBANK

Alerts

Be the first to know and let us send you an email when Angikar Blood Bank Ramgonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Angikar Blood Bank Ramgonj:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram