16/06/2025
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলায় বাস্তবায়িত 'আইসিবিসি' প্রকল্পের আওতায় সদর উপজেলায় শিশুযত্ন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্হাপক জনাব মোঃ মিজানুর রহমান। পরিদর্শন কালে তিনি শিশুর উপস্হিতি, কেন্দ্রের সার্বিক অবস্হা, ও অন্যান্য বিষয় সম্পর্কে যত্নকারী ও সহকারী যত্নকারীর সাথে আলোচনা করেন। একইসাথে উপস্থিত শিশুদের সাথে কুশল বিনিময় করেন। দৈনিক ও সাপ্তাহিক রুটিন অনুযায়ী কার্যক্রম পরিচালনাসহ নিয়মিত অভিভাবক সভা এবং গ্রামভিত্তিক কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভায় শিশু নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা করার জন্য নির্দেশনা প্রদান করেন।