29/07/2025
আইসিবিসি প্রকল্প ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে লক্ষ্মীপুর জেলায় বিশ্ব পানিতে ডুবা দিবস-২০২৫ পালন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমি’র সার্বিক সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক লক্ষ্মীপুর জেলায় বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি)প্রকল্পের আওতায় ‘Your Story Can Save a Life’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস-২০২৫’ প্রকল্পভুক্ত লক্ষ্মীপুর সদর, রামগতি, ও কমলনগর উপজেলায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, এবং বাংলাদেশ শিশু একাডেমির পক্ষ থেকে জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, আইসিবিসি প্রকল্প, লক্ষ্মীপুর। আলোচনা সভার সঞ্চালনা করেন জনাব মিনহাজ হাসান সুজন, কার্যক্রম সমন্বয়কারী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, লক্ষ্মীপুর। তিনি জানান, দৈনিক প্রথম আলো পত্রিকার তথ্য মতে জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত এক বছরে লক্ষ্মীপুর জেলায় ১২৫টি শিশু পানিতে ডুবে মারা গেছে, এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৪০টি, কমলনগর উপজেলায় ২৮, রামগতি উপজেলায় ০৯টি, রায়পুর ২০, ও রামগঞ্জ ২৮টি শিশু।
জনাব মোঃ মিজানুর রহমান তার বক্তব্যে জানান, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য। গবেষণা অনুযায়ী পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য প্রয়োজন অভিভাবকের বা যত্নকারীদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন এবং পাঁচ বছর বা তার অধিক বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করা। এ প্রেক্ষিতে তিনি উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, স্থানীয় সাঁতার প্রশিক্ষক, অভিভাবক, শিশুযত্ন কেন্দ্রের যত্নকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আইসিবিসি প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় নিরাপদ সাঁতার কাঠামোর মাধ্যমে ০৬ থেকে ১০ বছর বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম পানিতে ডুবা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করবে।
লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জামশেদ আলম রানা আলোচনা সভায় বলেন, লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে একটু নিচু এলাকা এবং অনেক বেশি ডোবা ও পুকুর রয়েছে। বর্ষাকালে এখানে কিছুক্ষণের বৃষ্টিতেই জলাবদ্ধতা ও পার্শ্ববর্তী মেঘনা নদীর জোয়ারের পানিতে বন্যার সৃষ্টি করে, যা শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। সুতরাং, শিশুদের প্রতি বাড়তি যত্নশীল হতে হবে এবং পাঁচ বছরের অধিক বয়স হলেই শিশুদের সাঁতার প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
রামগতি উপজেলার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ আমজাদ হোসেন জানান, রামগতি উপজেলায় আইসিবিসি প্রকল্পের আওতায় চলমান ১৬৩টি শিশুযত্ন কেন্দ্র ও ০৬ থেকে ১০ বছর বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে একটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এজন্য উপস্থিত শিশুযত্ন কেন্দ্রের যত্নকারী ও স্থানীয় সাঁতার প্রশিক্ষকদের গুরুত্ব সহকারে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন।