ICBC Project, Lakshmipur

ICBC Project, Lakshmipur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICBC Project, Lakshmipur, Child Development, Lakshmipur.

The Integrated Community Based Centre for Child Care, Protection, and Swim-Safe Facilities Project in Bangladesh is an initiative to provide a strong foundation for the growth and development of young children in the country.

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র...
16/06/2025

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলায় বাস্তবায়িত 'আইসিবিসি' প্রকল্পের আওতায় সদর উপজেলায় শিশুযত্ন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্হাপক জনাব মোঃ মিজানুর রহমান। পরিদর্শন কালে তিনি শিশুর উপস্হিতি, কেন্দ্রের সার্বিক অবস্হা, ও অন্যান্য বিষয় সম্পর্কে যত্নকারী ও সহকারী যত্নকারীর সাথে আলোচনা করেন। একইসাথে উপস্থিত শিশুদের সাথে কুশল বিনিময় করেন। দৈনিক ও সাপ্তাহিক রুটিন অনুযায়ী কার্যক্রম পরিচালনাসহ নিয়মিত অভিভাবক সভা এবং গ্রামভিত্তিক কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভায় শিশু নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা করার জন্য নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশে পানিতে ডুবে মৃৃত্যুর ক্ষেত্রে একটি বিষয় খুবই লক্ষণীয়, তা হলো- জোড়ায় জোড়ায় মৃত্যু। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, স...
10/06/2025

বাংলাদেশে পানিতে ডুবে মৃৃত্যুর ক্ষেত্রে একটি বিষয় খুবই লক্ষণীয়, তা হলো- জোড়ায় জোড়ায় মৃত্যু। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, সাঁতার শেখাতে গিয়ে অথবা যেকোনভাবে একজন পানিতে ডুবে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও পানিতে ডুবে যান। সুতরাং, এক্ষেত্রে শুধু সাঁতার শেখা নয়, একই সাথে পানিতে ভেসে থাকাসহ উদ্ধার করতে পারার কৌশল জানাও খুবই জরুরী।
এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আইসিবিসি প্রকল্পের, আওতায় ০৬ থেকে ১০ বছর বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে গ্রাজুয়েট প্রাপ্তির ক্ষেত্রে নিন্মোক্ত তিনটি বিষয়ে দক্ষতা মূল্যায়ন করা হয়ঃ
১) ২৫ মিটার সাঁতার কাটতে পারা,
২) ৩০ সেকেন্ড পানিতে ট্রেডিং বা সাঁতার কাটতে পারা, এবং
৩) উদ্ধার প্রক্রিয়া বলতে পারা ও করে দেখাতে পারা।

One of the noticeable facts about drowning deaths in Bangladesh is that it occurs in pairs. In most cases, it is seen that when one person drowns in the water, the other person also drowns in the water while trying to rescue him/her. Therefore, in this case, it is very important not only to learn swimming, but also to know the techniques of being able to float in the water and be able to rescue.
Taking these issues into account, under the ICBC project, the following three skills are evaluated in the graduation of children aged 06 to 10 years through swimming training:
1) Being able to swim 25 meters,
2) Being able to tread water or swim for 30 seconds, and
3) Being able to explain, and demonstrate the rescue procedure.

আজ সোমবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্লাস্টিক আমাদের প্রয়োজন নয়, অভ্যাস মাত্র।এই অভ্যাসই ধ্বংস করছে প্রকৃতির ভারসাম্য।পরিবেশ রক্ষায় সময় এখনই বেছে নিন টেকসই ...
06/06/2025

প্লাস্টিক আমাদের প্রয়োজন নয়, অভ্যাস মাত্র।
এই অভ্যাসই ধ্বংস করছে প্রকৃতির ভারসাম্য।
পরিবেশ রক্ষায় সময় এখনই বেছে নিন টেকসই বিকল্প।

অদ্য ১৫মে ২০২৫ইং তারিখে বাংলাদেশ শিশু একাডেমি'র সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কতৃর্ক লক্ষ্মীপুর জেলায় বাস্তব...
04/06/2025

অদ্য ১৫মে ২০২৫ইং তারিখে বাংলাদেশ শিশু একাডেমি'র সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কতৃর্ক লক্ষ্মীপুর জেলায় বাস্তবায়নাধীন "সমাজ ভিত্তিক সমন্বিত শিশু যত্নের কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার প্রদান (আইসিবিসি) প্রকল্প"র আওতায় লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ফুড গার্ডেন রেস্টুরেন্ট'এর সেমিনার কক্ষে মাঠ পর্যায়ে কর্মরত কমীর্দের *Monitoring, Evaluation, Accountability & Learning (MEAL) Framework* বিষয়ক তিন দিনব্যাপী (১৫ মে থেকে ০১৭ মে, ২০২৫ ইং পর্যন্ত) ওরিয়েনটেশন শুরু হয়েছে।
উক্ত ওরিয়েনটেশন-এর শুভ উদ্বোধন করেন জনাব মোঃ কাউছার আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি, লক্ষ্মীপুর। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, সহকারি প্রকল্প ব্যবস্হাপক, আইসিবিসি প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, লক্ষ্মীপুর।
আইসিবিসি প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান, সিআইপিআরবি'র তিনজন দক্ষ মাস্টার ট্রেইনার কর্তৃক উক্ত MEAL Framework বিষয়ক প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
লক্ষ্মীপুর জেলায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্হা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহণ করেন সিসিসি সুপারভাইজার, ইসিসিডি অফিসার, অর্থ ও প্রশাশনিক সমন্বয়কারী, এবং কার্যক্রম সমন্বয়কারী।
অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।

05/11/2024

আইসিবিসি প্রকল্পের আওতায় শিশুদের জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম ধাপ হলো 'উদ্ধারকরণ'। গুরুত্বপূর্ণ এই ধাপ ডেমো করে দেখাচ্ছে সাঁতার প্রশিক্ষণার্থীরা।
ভেন্যঃ আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর লক্ষ্মীপুর।

07/10/2024

এলাকাভিত্তিক পুকুর গুলোকে প্রশিক্ষনের জন্য তৈরি করে, দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে শিশুদের নিরাপদ সাঁতার শিখন কার্যক্রম চলছে।

07/10/2024

"আইসিবিসি প্রজেক্ট এর সমন্বিত শিশুযত্ন কেন্দ্রগুলি পিতামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য পজেটিভ প্যারেন্টিং বিষয়ে শিখন ও সচেতন করার কাজটিও করছে। প্রশিক্ষকদের তত্ত্ববাধানে কেয়ারগিভার গণ ২০ থেকে ২৫জন অভিভাবককে নিয়ে কমিউনিটি প্রাঙ্গনে একটি মাসিক প্যারেন্টিং সেশনের আয়োজন করে আসছে। "

“প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে ‘বিশ্ব শিশু ...
29/09/2024

“প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪’ লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলায় বাস্তবায়িত আইসিবিসি প্রকল্পের পক্ষ থেকে শিশুযত্ন কেন্দ্রের ০১ (এক) থেকে ০৫ (পাঁচ) বছরের নিচের ৪০ জনের বেশি শিশুসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির পক্ষ থেকে জনাব মাদুল মিয়া, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, আইসিবিসি প্রকল্প, লক্ষ্মীপুর, এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষে জনাব মিনহাজ হাসান সুজন, কার্যক্রম সমন্বয়কারী, আইসিবিসি প্রকল্প, লক্ষ্মীপুর উপস্থিত ছিলেন। এছাড়াও আইসিবিসি প্রকল্পের সহকারী কার্যক্রম সমন্বয়কারী, ইসিসিডি অফিসার ও সিসিসি সুপারভাইজারগণ উপস্হিত ছিলেন।

Padakhep Manabik Unnayan Kendra এর সহযোগিতায় লক্ষ্মীপুরসহ চাঁদপুর, নরসিংদী ও ভোলা জেলায় বাস্তবায়িত আইসিবিসি প্রকল্পের কা...
26/08/2024

Padakhep Manabik Unnayan Kendra এর সহযোগিতায় লক্ষ্মীপুরসহ চাঁদপুর, নরসিংদী ও ভোলা জেলায় বাস্তবায়িত আইসিবিসি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রকাশিত ই-নিউজ।

আইসিবিসি প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলায় চলমান স্হানীয় সাঁতার প্রশিক্ষক ও সুপারভাইজারদের ১ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম...
09/07/2024

আইসিবিসি প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলায় চলমান স্হানীয় সাঁতার প্রশিক্ষক ও সুপারভাইজারদের ১ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের আংশবিশেষ।

লক্ষ্মীপুর আইসিবিসি প্রকল্পের শিশু যত্নকারীদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন।
05/07/2024

লক্ষ্মীপুর আইসিবিসি প্রকল্পের শিশু যত্নকারীদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন।

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় পদক্ষেপ মা...

সমন্বিত শিশু-যত্ন সেবা কার্যক্রম----------------------------------প্রকল্পটির প্রাণকেন্দ্র হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে পরিচা...
17/03/2024

সমন্বিত শিশু-যত্ন সেবা কার্যক্রম
----------------------------------
প্রকল্পটির প্রাণকেন্দ্র হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে পরিচালিত সমাজভিত্তিক শিশু-যত্ন কেন্দ্রসমূহ, যারা শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যসমূহ পূরণে সক্ষম বলে গবেষণায় প্রমাণিত। শিশু-যত্ন কেন্দ্রের মডেলটি তৈরি করা হয়েছে শিশুর সবধরনের মান সম্পন্ন বিকাশ ও যত্ন প্রদানের উদ্দেশ্যে, যা একই সাথে দুর্ঘটনাজনিত শিশুমৃত্যু, বিশেষ করে পানিতে ডুবে মৃত্যু রোধে কার্যকর। প্রতিটি কেন্দ্র সর্বোচ্চ ২৫টি শিশুকে সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত, যে সময়টাতে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি সর্বোচ্চ, সে সময় পরিচালনা করা হবে। সকল শিশু-যত্ন কেন্দ্র এবং সেখানে কর্মরত যত্নকারী/প্রশিক্ষকদের হতে হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত, যাতে কাজের উন্নতমান নিশ্চিত করা সম্ভব হয়।

নিরাপদ ও সাশ্রয়ী শিশু-যত্ন প্রদানের ক্ষেত্রে সুস্পষ্ট ভূমিকা পালনের বাইরেও কেন্দ্রগুলো শিশুদের পাশাপাশি তাদের মা-বাবাদের জন্য শিক্ষার কেন্দ্র হয়ে উঠবে, খেলার মাধ্যমে ভালোভাবে শেখা, ভালো অনুশীলনগুলোকে সংগ্রহ করে ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করা হবে। এটি শিশুর মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ক উন্নয়নের মাধ্যম হিসেবে কাজ করবে। প্রারম্ভিক শৈশবকালীন যত্ন, সুরক্ষা এবং স্বাস্থ্যের বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির দীর্ঘমেয়াদি লক্ষ্য এবং একই সাথে শিশুদেরকে দুর্ঘটনাজনিত ক্ষতি থেকে নিরাপদ রাখার উদ্দেশ্য পূরণ করবে।

শিশু-যত্ন কেন্দ্রগুলো স্ব-উদ্দ্যোগে স্থানীয় চাহিদা মোতাবেক নতুন নতুন সেবা যোগ করতে পারবে। শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ করার মাধ্যমে কেন্দ্রগুলোতে কম খরচে শিশুর শারীরিক অক্ষমতা ও অপুষ্টির প্রাথমিক লক্ষণগুলো কেন্দ্রগুলোতে শনাক্ত করা হবে। একইভাবে, কেন্দ্রগুলো অন্যান্য সেবাদানের কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে জন্ম নিবন্ধন, টিকাদান ও রেফারেলের মাধ্যমে অন্যান্য প্রাথমিক সেবার 'ওয়ান স্টপ শপ' সার্ভিস হিসেবে।

শিশু-যত্ন কেন্দ্রগুলোর সমন্বিত কার্যক্রমে শিশুর সামগ্রিক বিকাশ বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। এটি কয়েকটি সূচকে এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যেমন শিশুদের পাঁচ বছরের কম বয়সের মৃত্যুহার হ্রাস, গুণগত মানসম্পন্ন প্রাক-প্রাথমিক শিক্ষা, ক্ষুধা ও অপুষ্টি হ্রাস এবং মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন।

Address

Lakshmipur

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when ICBC Project, Lakshmipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram